
02/12/2024
পঞ্চম পর্ব: স্বপ্নভঙ্গ
একদিন অরণ্যা স্কুল থেকে ফিরে দেখলো, তার বাবা খুব চিন্তিত হয়ে বসে আছেন। বাবা সাধারণত এমন হন না। অরণ্যা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, "বাবা, তুমি এতো চিন্তিত কেন?"
বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, "অরণ্যা, আমরা যেই বাড়িতে থাকি, সেটাও আর আমাদের থাকবে না। আমাদের নতুন একটা বাসা খুঁজতে হবে।"
অরণ্যার মন ভেঙে গেলো। এই শহরের বাসাটাই ছিল তার জন্য একমাত্র স্থায়ী আশ্রয়। বাবা-মায়ের কথা শুনে তার মনে হলো, শহরের এই জীবনে তারা সত্যিই টিকে থাকতে পারছে না। তার স্বপ্নগুলো যেন একে একে ভেঙে যাচ্ছে।
কিন্তু অরণ্যা জানতো, সে সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। সে সিদ্ধান্ত নিলো, যাই হোক না কেন, সে তার পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করবে।