নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা

  • Home
  • নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা

নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর সহ সকল খবর ও ইসলামিক ভিডিও || দেশ ও জাতির কল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ ||
(1)

15/01/2025

আলহামদুলিল্লাহ,
গাযায় যুদ্ধ বিরতি।
রহমত
বর্ষিত হোক গাজ্জাবাসীর উপর

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের মেশকাতের  আখেরি দরস প্রদান করছেন জামিয়ার স্বনামধ...
15/01/2025

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের মেশকাতের আখেরি দরস প্রদান করছেন জামিয়ার স্বনামধন্য মহাপরিচালক
পীরে কামেল আল্লামা শাহ সালাহউদ্দীন নানুপুরী দা.বা.

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার দাওরায়ে হাদিসে আখেরি দরস প্রদান করছেন পীর...
15/01/2025

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার দাওরায়ে হাদিসে আখেরি দরস প্রদান করছেন পীরে কামেল আল্লামা শাহ সালাহউদ্দীন নানুপুরী হাফিজাহুল্লাহ।

জামিয়ার খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিল সফল হোক।
15/01/2025

জামিয়ার খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিল সফল হোক।

আগামী ১৭ জানুয়ারি ২৫ ইং রোজ জুমাবার জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের  খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিল। আখেরী দরস প...
14/01/2025

আগামী ১৭ জানুয়ারি ২৫ ইং রোজ জুমাবার
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের
খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিল।
আখেরী দরস প্রদান করবেন -
শাইখুল হাদিস আল্লামা কুতুব উদ্দিন নানুপুরী হাঃফিঃ
আখেরী মোনাজাত করবেন -
পীরে কামেল আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী হাঃফিঃ
মহাপরিচালক জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম বাংলাদেশ

প্রত্যেক বছর রমজানের ছুটিতে জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের ব্যবস্থাপনায় বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়ে...
13/01/2025

প্রত্যেক বছর রমজানের ছুটিতে জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের ব্যবস্থাপনায় বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়ে থাকে । সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষক মহোদয় দ্বারা যথাযথ গুরুত্বের সাথে প্রশিক্ষণ প্রদান করা হয় । শিক্ষার্থীরা বন্ধের সময়কে কাজে লাগিয়ে নিজেকে বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ করতে পছন্দ মতো কোনো একটি কোর্সে অংশগ্রহণ করতে পারেন ।

পীরে কামেল, আল্লামা শাহ্ ছালাহ উদ্দীন নানুপুরী সাহেব দা. বা. এর পক্ষ থেকে  #আজ ১১/০১/২০২৫ ইং রোজ শনিবার বাদে জোহর জামিয়...
11/01/2025

পীরে কামেল, আল্লামা শাহ্ ছালাহ উদ্দীন নানুপুরী সাহেব দা. বা. এর পক্ষ থেকে

#আজ ১১/০১/২০২৫ ইং রোজ শনিবার বাদে জোহর
জামিয়া ইসলামিয়া ওবায়ইদিয়া নানুপুর এর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সকল বিভাগে এক থেকে ১০ সিরিয়ালে উত্তীর্ণ ছাত্রদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামেয়ার "জামে মসজিদে" অনুষ্ঠিত হয়।

#উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও ছাত্রদের উদ্দেশ্যে নসিহত পেশ করলেন, পীরে কামেল, আল্লামা শাহ ছালাহ উদ্দিন নানুপুরী দা.বা.
মহাপরিচালক : জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর,, ফটিকছড়ি, চট্টগ্রাম।
#অনুষ্ঠানপরিচালনা করলেন:
আল্লামা মুহাম্মদ রফিক সাহেব দা.বা.
সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক:
অত্র জামিয়া।
#গুরুত্বপূর্ণ নসিহত করলেন:
আল্লামা মঈন উদ্দীন নিশ্চিন্তাপুরী সাহেব দা.বা.
সিনিয়র মুহাদ্দিস ও প্রবীন মুরুব্বি
অত্র জামিয়া
#উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন।
*আল্লামা মুফতি হোসাইন সাহেব দা.বা.
প্রধান মুফতি অত্র জামিয়া
*আল্লামা মুফতি লোকমান কাসেমী সাহেব দা.বা.
সিনিয়র মুহাদ্দিস ও সহকারী শিক্ষা পরিচালক, তাফসির বিভাগীয় প্রধান, অত্র জামিয়া
*মাওলানা মামুনুর রশিদ সাহেব দা.বা.
সিনিয়র মুহাদ্দিস অত্র জামিয়া।
*মাওলানা কারী নুরুল আমিন সাহেব দা.বা.
সিনিয়র কারী ও প্রবীন মুরুব্বি : অত্র জামিয়া
*মাওলানা মুফতি আলমগীর সাহেব দা.বা.
মুহাদ্দিস ও সহকারী শিক্ষা পরিচালক
অত্র জামিয়া
*মাওলানা আবু জাফর সাহেব দা.বা.
সিনিয়র শিক্ষক, অত্র জামিয়া।
*মাওলানা মুফতি জামাল উদ্দীন সাহেব দা.বা.
সিনিয়র শিক্ষক, অত্র জামিয়া।
*মাওলানা মুফতি আবু বকর সাহেব দা.বা.
সিনিয়র শিক্ষক, অত্র জামিয়া।
*মাওলানা ক্বারী ইব্রাহিম সাহেব দা.বা.
হিসাব বিভাগীয় প্রধান: অত্র জামিয়া
*মাওলানা হাসান সাহেব দা.বা.
সিনিয়র শিক্ষক ও প্রধান নূরানী বিভাগ অত্র জামিয়া।
*মাওলানা নুরুল আবছার সাহেব দা.বা.
*মাওলানা জসীম উদ্দীন সাহেব দা.বা.
*মাওলানা মাসুম সাহেব দা.বা.
প্রমুখ

10/01/2025
10/01/2025

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের পক্ষ
বিশ্ব ইজতেমার ময়দানে হামলার ঘটনায়
সাদপন্থী সন্ত্রাসীদের কে গ্রেফতার বিচার ও নিষিদ্ধ দাবিতে
বিশাল বি*ক্ষো*ভ মিছিল ও প্রতিবাদ সভা।

যোগ দিন সফল করুন✊বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ব্ল্যাকমেইল করে সাদপন্থীরা পরিকল্পিতভাবে টঙ্গীর...
10/01/2025

যোগ দিন সফল করুন✊
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ব্ল্যাকমেইল করে সাদপন্থীরা পরিকল্পিতভাবে টঙ্গীর ময়দানে যে হত্যাযোগ্য চালিয়েছে তা বলার ভাষা রাখে না। সেদিন হকপন্থী ওলামায়েকেরামকে একতরফাভাবে রক্তাক্ত করেছে তা কখনো বাংলাদেশ মেনে নিতে পারে না ।আগামীর বাংলাদেশ মেনে নিবেও না। মারাত্মকভাবে আঘাত করা হয়েছে আমার প্রিয় মুসলিম ভাইদেরকে।

গুন্ডাবাহিনী তথাকথিত মাওলানা সাদের অনুসারীরা পরিকল্পিতভাবে এ হামলা যোগ্য চালিয়েছে। শুধু তাই নয় তারা প্রশিক্ষণপ্রাপ্ত কিলারদেরকে ভাড়া করে নিয়ে এসে এ সমস্ত হত্যাযজ্ঞ চালায়। বিশ্বাস করবেন? সেখানে একটি মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার কোমলমতি শিশুদের উপরও হামলা চালায় এই খুনি বাহিনী ,

সুতরাং এটা দ্বিপাক্ষিক হামলা ছিল না, সংঘর্ষ ছিল না যা ছিল সম্পূর্ণ পরিকল্পিত।

আলহামদু লিল্লাহ! আমাদের সকলের সুপরিচিত এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার সামনে (ডাকবাংলো রোডে)নানুপুর মাদ...
09/01/2025

আলহামদু লিল্লাহ!
আমাদের সকলের সুপরিচিত এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার সামনে
(ডাকবাংলো রোডে)
নানুপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক আল্লামা রফিক সাহেব দা.বা. এর বড় ছেলে হাফেজ মাওলানা আতিক বিন রফিক এর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান আল হারামাইন ট্রাভেলস চালু রয়েছে।

হজ, উমরাহ্ , বিমানের টিকেট ও পাসপোর্ট প্রসেসিং সহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছে ন্যায়-নিষ্ঠার সাথে।

বিশ্বস্ততা ও আন্তরিকতার সাথে সেবা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন নিম্নে দেওয়া নাম্বার গুলোতে।
01819165555

01835866041
01887985000

জামিয়া ইসলামিয়া রমজানিয়া দারুল উলুম দিনাজপুর (নুনাইচ  মাদ্রাসা) ৮সালা দস্তারবন্দী ও তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতি...
08/01/2025

জামিয়া ইসলামিয়া রমজানিয়া দারুল উলুম
দিনাজপুর (নুনাইচ মাদ্রাসা) ৮সালা দস্তারবন্দী ও তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির আলোচনা

পেশ করেছেন: পীরে কামেল আল্লামা শাহ্ ছালাহ্উদ্দিন নানুপুরী (বারাকাল্লাহু ফি হায়াতিহি)

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
05/01/2025

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

সুলতানিয়া আশরাফুল উলুম মাদ্রাসা সাকোতলা এর বার্ষিক ইসলামী মহাসম্মেলনে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করছেন: পীর সাহেব ন...
04/01/2025

সুলতানিয়া আশরাফুল উলুম মাদ্রাসা সাকোতলা এর বার্ষিক ইসলামী মহাসম্মেলনে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করছেন: পীর সাহেব নানুপুরী বারাকাল্লাহু ফি হায়াতিহি

সোলতানিয়া আশরাফুল উলুম মাদ্রাসার       বার্ষিক  ইসলামী মহাসম্মেলনে বয়ান করছেন,পীরে কামেল আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপ...
04/01/2025

সোলতানিয়া আশরাফুল উলুম মাদ্রাসার
বার্ষিক ইসলামী মহাসম্মেলনে
বয়ান করছেন,
পীরে কামেল আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী হাঃফিঃ

04/01/2025

তেলাওয়াত করছেন চট্টগ্রামের বিশিষ্ট ক্বারী_ জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের কেরাত বিভাগীয় প্রধান: হযরত মাওলানা কারী এমদাদুল্লাহ সাহেব দা.বা.

চট্টগ্রাম ফটিকছড়ি বখতপুরস্থ সোলতানীয়া আশরাফুল উলুম সাঁকোতলা মাদ্রাসার     ২৮ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে  ওবা...
04/01/2025

চট্টগ্রাম ফটিকছড়ি বখতপুরস্থ
সোলতানীয়া আশরাফুল উলুম সাঁকোতলা মাদ্রাসার
২৮ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে
ওবাইদিয়া জমিরী ব্লাড ডোনার্সের উদ্যোগে চলছে
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ।

এসো করি রক্ত দান , হাসবে রোগী বাঁচবে প্রাণ।

Address


4351

Alerts

Be the first to know and let us send you an email when নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share