Tasnim Zannat

Tasnim Zannat We make you happy by giving the best with constancy
(13)

আমি সহ বাসার সবাই ঠান্ডা, জ্বরে ভুগছে।সিজন চেঞ্জ হলে এই একটা বড় সমস্যা।ঠান্ডা খুব ভোগায় আমাদের😥👉আমার পরা সুন্দর পার্পল ক...
18/11/2024

আমি সহ বাসার সবাই ঠান্ডা, জ্বরে ভুগছে।সিজন চেঞ্জ হলে এই একটা বড় সমস্যা।ঠান্ডা খুব ভোগায় আমাদের😥

👉আমার পরা সুন্দর পার্পল কালরের শালটি পেতে নক দিন পেইজে

❝একটু বেশী টাকা দিয়ে বিদেশী জিনিস কিনার আগে নিজের দেশের তৈরী পোশাকে একবার হলেও নজর দিন।❞বাংলাদেশের এক দশমাংশ এলাকা জুড়ে ...
18/11/2024

❝একটু বেশী টাকা দিয়ে বিদেশী জিনিস কিনার আগে নিজের দেশের তৈরী পোশাকে একবার হলেও নজর দিন।❞

বাংলাদেশের এক দশমাংশ এলাকা জুড়ে পার্বত্য অঞ্চলের অবস্থান।এখানে নানান জাতিগোষ্ঠীর বাস।তাদের ভাষা,সংস্কৃতি এবং পোষাক পরিচ্ছদ ও আলাদা।পার্বত্য এলাকার সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ জাতি হলো চাকমা সম্প্রদায়।মূলত চাকমা সম্প্রদায়ের নারীরা কোমর তাঁতে বুনে থাকে এই শাল।চাকমা নারীরা সারাবছর ঝুম চাষের সাথে নিয়োজিত থাকে।পাহাড়ী অঞ্চলে বেশি শীত পড়ায় শীতকালে ঝুম চাষ বন্ধ থাকে।এই সময়টাতে তারা তাদের প্রয়োজনীয় কাপড় আর এই সুন্দর শাল গুলো বুনে থাকে।
এই শালের নকশা,কারুকাজ এতটাই নিপুণ যে যেকোন বিদেশী শালকে হার মানাবে।শাল হাতে নিলেই বুঝা যায় কতটা গভীর মনযোগ আর দক্ষ হাতে করা প্রতিটি শাল।
একটু বেশী টাকা দিয়ে বিদেশী জিনিস কিনার আগে নিজের দেশের তৈরী পোশাকে নজর দিন।আমি তো বলবো গুনে, মানে, সৌন্দর্যে আমাদের দেশের তাঁতিদের বুনা শাল গুলো এক কথায় সেরা।

👉পাহাড়ি আদিবাসী নারীদের তৈরি কোমড় তাঁতে বুনা এই তাঁতের শাল পেতে নক দিন পেইজে।

16/11/2024

ছোট্ট হিয়াকে দিয়ে মা মাছ কাটায়

゚viralシ ゚

I've just reached 19K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
16/11/2024

I've just reached 19K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉👑

যতো দূরে ইচ্ছে হয় যাওবিশ্বাসী স্বপ্নের কাছে জেনে নিব সঠিক ঠিকানা......💙 ゚  ゚viralシ
12/11/2024

যতো দূরে ইচ্ছে হয় যাও
বিশ্বাসী স্বপ্নের কাছে জেনে নিব সঠিক ঠিকানা......💙

゚ ゚viralシ

আসছে ২০২৫ সাল।শুরু হতে চলেছে আমাদের জীবনের নতুন যুদ্ধ।আমাদের মধ্যে একজন নতুন স্কুলে যাবে এবং আর একজন তার স্কুলের সকল দায়...
11/11/2024

আসছে ২০২৫ সাল।শুরু হতে চলেছে আমাদের জীবনের নতুন যুদ্ধ।আমাদের মধ্যে একজন নতুন স্কুলে যাবে এবং আর একজন তার স্কুলের সকল দায়িত্ব নিতে চলেছে।
সময়টা আমাদের জন্য যতটা আনন্দের ততটাই চ্যালেঞ্জিং।সকলের দোয়া প্রার্থী।

゚ ゚viralシ

11/11/2024

নিজের আনন্দ সবার মাঝে ভাগ করে নিলাম

হিয়ার প্রথম স্কুলে অ্যাডমিশন নিয়ে আমরা অনেক এক্সাইটেড 💙

আজকের দিনটি আমার কাছে অনেক আনন্দের। ছোট ছোট মুহূর্ত গুলো সেলিব্রেট করলে আনন্দ গুলো আরো অনেক গুণ বেড়ে যায়।
10/11/2024

আজকের দিনটি আমার কাছে অনেক আনন্দের। ছোট ছোট মুহূর্ত গুলো সেলিব্রেট করলে আনন্দ গুলো আরো অনেক গুণ বেড়ে যায়।

08/11/2024

❝বানাই মজার খাবার-মা,বাবা আর আমি❞

Big shout out to my newest top fans! 💎 Farhana Begum, Dulal Dulal, Ivy AbtabDrop a comment to welcome them to our commun...
03/11/2024

Big shout out to my newest top fans! 💎 Farhana Begum, Dulal Dulal, Ivy Abtab

Drop a comment to welcome them to our community,

🎉 Facebook recognized me as a top rising creator this week!👉 Purchase these 'Shawl-coat' please knock my page
28/10/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

👉 Purchase these 'Shawl-coat' please knock my page

20/10/2024

সমাজের আসল চিত্র যেন তুলে ধরেছেন। বাংলার ৮০% ঘরে এখনো এ নাটক চলে বলে আমি মনে করি

19/10/2024

বাচ্চাদের পড়ানোটা যতটা কষ্টের ততটাই ভালোলাগার




আজ আমাদের জীবন মানেই প্রতিযোগিতার জীবন।প্রতি মুহূর্তে প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের।বাড়ছে নানা হেলথ্ প্রবলেম ও ...
19/10/2024

আজ আমাদের জীবন মানেই প্রতিযোগিতার জীবন।প্রতি মুহূর্তে প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের।বাড়ছে নানা হেলথ্ প্রবলেম ও মেন্টাল স্ট্রেস।আপাত দৃষ্টিতে হালকা প্রেশার আমাদের জন্য খুব ইফেকটিভ।আমাদের চার্জড আপ,পজিটিভ করে রাখে।
কিন্তু অল্প সময়ের মধ্যে এ প্রেশার যদি ফ্রিকুয়েন্টলি হতে থাকে তা ভীষণ রকম ক্ষতিকর।আপনি যদি ক্রমাগত মেন্টাল স্ট্রেসের মধ্য দিয়ে দিন কাটান তাহলে অবশ্যই তা আপনার শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে।
ব্রেইনের যে পেশী গুলো স্মৃতিশক্তির কাজ করে এক্সেসিভ মেন্টাল স্ট্রেস ঐ পেশী গুলোর উপর প্রভাব বিস্তার করে।যে হরমোনের প্রভাবে ডিপ্রেশন থেকে রিলিফ পাওয়া যায় অতিরিক্ত মেন্টাল স্ট্রেস ঐ হরমোন বৃদ্ধিতে বাঁধা দেয়।যার ফলে আপনার মধ্যে নেতিবাচক প্রভাবের সৃষ্টি হয়।জন্ম নেয় ডিপ্রেশন,ফ্রাসট্রেশন।

যার ফলে খিটখিটে স্বভাব,ইনসোমনিয়া,হাইপারটেনশনের
মত নানা সমস্যা দেখা দেয় আমাদের মধ্যে।পরবর্তীতে তা আমাদের মানসিক ভাবে বয়স্ক করে তুলে।

👉স্ক্রীণ প্রিন্ট থ্রিপিস গুলো পেতে ইনবক্স করুন পেইজে।

❝নেগেটিভ মার্কেটিং❞নেগেটিভ মার্কেটিং এমন একটি কৌশল যা ঐতিহ্যগতভাবে মানুষের নেগেটিভ  ইমোশনগুলিকে ট্যাপ করে ভোক্তাদের কাছ ...
18/10/2024

❝নেগেটিভ মার্কেটিং❞

নেগেটিভ মার্কেটিং এমন একটি কৌশল যা ঐতিহ্যগতভাবে মানুষের নেগেটিভ ইমোশনগুলিকে ট্যাপ করে ভোক্তাদের কাছ থেকে রিয়্যাকশন পাওয়ার জন্য।
— যেমন ভয়, কষ্ট, রাগ বা দুঃখ কিংবা বিরক্তি কর কিছু প্রচার করা।এটা এক ধরনের সাইকোলজিক্যাল গেইম বলা যেতে পারে।
সুস্থ ধারার কোন কিছু প্রচার করলে তার প্রসার ঘটাতে অনেক বেশি পরিশ্রম করতে হয়,সময় দিতে হয়। অনেক সময় অধিক পরিশ্রম এবং সময় দিয়েও সঠিক ডেসটিনেশনে যাওয়া যায় না।

অন্যদিকে নেগেটিভ কিছু খুব দ্রুত ছড়িয়ে পড়ে অনেক সময় বিনা পরিশ্রমেই। কারণ এতে মানুষের সেনটিমেন্ট থাকে। আর এই সেন্টিমেন্টকে পুঁজি করেই হয়ে যায় মার্কেটিং যা একে বারে বিনা পয়সায়।
কথায় আছে,,,''দুঃসংবাদ বাতাসের ও আগে চলে"।
লায়লা-মামুন কে আমি চিনতাম না।কিছুদিন আগে ওই মহিলার মাইর খাওয়ার ভিডিও সামনে আসায় আমি খুব মনোযোগ দিয়ে দেখি।আমার মতো অসংখ্য মানুষই তা করেছেন।
একইভাবে এখন চলছে ইনফ্লুয়েনসার বর্ষা চৌধুরী এবং রাসেল ভাইপার 😀এর ছেঁড়াছিঁড়ি।
অনেকে ভাবতে পারেন, তাদের পারসোনাল ইস্যু গুলো পাবলিক্যালি এক্সপোস কেন করে এইভাবে,কি হাস্যকার।আজ আবার কি কান্ড হলো দেখি তো!!!!

এভাবে আমরা অনেক আগ্রহ নিয়ে দেখি এবং তাদের ভিউ বাড়িয়ে দিই।বলিউড কিংবা ঢালিউড এর সেলিব্রেটিদের কিছু অংশ নিজেদের ফোকাসে রাখার জন্য সব সময় এমন টাই করে আসছে।
কোন কারণ ছাড়া কোন কিছু করে না তারা। এখানে তারা নেগেটিভ মার্কেটিং করে নিজেদের প্রচার করে ফোকাসে রাখে।

কিছুদিন পর পর নানা ইস্যু নিয়ে নানা পণ্য বয়কট করার দাবি আসে।সাময়িক ভাবে এই পন্য বা কোম্পানি ক্ষতির সম্মুখীন হলেও পরবর্তীতে দেখা যায় ওই পণ্যের ব্যাপক রকম প্রসার ঘটেছে একেবারে বিনা পয়সায়।
সাইকোলজি বলে,,,,,,, দীর্ঘ সময় পর মানুষ বেমালুম সব কিছু ভুলে যায়। কিন্তু মনের মধ্যে গেথে যায় ওই পন্যের নামটি।
কি ভয়ঙ্কর ব্যাপার না!!!

নেগেটিভ মার্কেটিং নিয়ে আপনার মতামত কি?

👉খাদি কটনের মধ্যে ব্লক ওয়ার্কের কাজ করা ড্রেস পেতে নক দিন পেইজ 😊

❝তাড়াহুড়ো করা জীবনের মানের বিপরীতভাবে সমানুপাতিক ❞আমাদের প্রতিটি কাজ ধীরে সুস্থে করা দরকার।তাড়াহুড়ো করে করা কাজ কখনো সুন...
17/10/2024

❝তাড়াহুড়ো করা জীবনের মানের বিপরীতভাবে সমানুপাতিক ❞

আমাদের প্রতিটি কাজ ধীরে সুস্থে করা দরকার।তাড়াহুড়ো করে করা কাজ কখনো সুনিপুণ, পরিপাটি হয় না।আপনার কাজটিকে সুন্দর করতে চাইলে অবশ্যই পরিকল্পিত হতে হবে।

এই যেমন- কোথাও বের হওয়ার আগে কোন ড্রেস নিজে পরবেন, বাচ্চাদের পড়াবেন,ড্রেসের সাথে ম্যাচিং কি কি নিবেন,তা আগে থেকে ঠিক করে এক জায়গায় রেখে দিলে বের হওয়ার সময় এক্সট্রা মেন্টাল স্ট্রেস নিতে হয় না।খুব রিলাক্স লাগে।হঠাৎ কোন একটা কিছু খুঁজে না পাওয়ার চান্স ও থাকে না।

👉পিউর কটনে করা স্ক্রীণ প্রিন্ট থ্রিপিস গুলো পেয়ে যাবেন পেইজে।

❝Keep going ; don't change your path ❞জীবনে যাই করেন না কেন নিজেকে থেমে যেতে দিতে নেই।থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।আপনি য...
17/10/2024

❝Keep going ; don't change your path ❞

জীবনে যাই করেন না কেন নিজেকে থেমে যেতে দিতে নেই।থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।আপনি যা ই করেন না কেন তা প্রতিদিন চর্চার মাধ্যমে আপনার জীবনকে অর্থবহ করে তুলতে পারে।যে জীবনে উদ্দেশ্য থাকে,স্বপ্ন থাকে সে জীবনই সুখী জীবন।
ভুলে গেলে চলবে না,,, নিজেকে সুখী করার দায়িত্ব আমাদের নিজেদেরই।

👉পিউর কটন কাপড়ের মধ্যে স্ক্রীন প্রিন্ট থ্রিপিস গুলো পেতে নক দিন পেইজে 😊

❝কনটেন্ট হচ্ছে ব্যবহারকারীর সমস্ত অভিজ্ঞতা।❞                                  --     ক্রিস্টিনা হালভারসনকনটেন্ট মানে শুধ...
17/10/2024

❝কনটেন্ট হচ্ছে ব্যবহারকারীর সমস্ত অভিজ্ঞতা।❞

-- ক্রিস্টিনা হালভারসন
কনটেন্ট মানে শুধু ওয়েবসাইট, পণ্যের বিবরণ, ব্লগ বা ই-মেইলের লেখা নয়। যতগুলো ব্যাপারকে আমরা মার্কেটিংয়ের অন্তর্গত বলে মনে করি, আদতে কনটেন্ট তার চেয়েও বিস্তৃত একটি বিষয়। আপনার গ্রাহক যত কিছু স্পর্শ করে বা যতভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে-কনটেন্টের বিস্তৃতি সবখানেই। যেমন ধরুন ইন্সটাগ্রাম, ফেসবুক, টুইটার, লিংকডইন, ইউটিউব-সবখানেই কনটেন্টের অবাধ যাতায়াত।
আপনি যদি একটি ভালো মার্কেটিং কনটেন্ট তৈরি করতে চান, তাহলে দুটি জিনিসের ওপর আপনাকে জোর দিতে হবে।
👉 এক, কীভাবে লিখতে হয়।
👉 দুই, কীভাবে সত্য ঘটনা গল্পের মতো করে সাজাতে হয়।
আপনি কোথায় লিখছেন, তা মুখ্য নয়। যেখানেই লিখুন না কেন, লেখার কৌশল আপনাকে রপ্ত করতেই হবে। ভালো লেখা মানে এখন শুধু লেখা না, এটা একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

👉খাদি কটনের মধ্য ব্লকের কাজ করা জামাটি পেতে ইনবক্স করুন পেইজে😊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasnim Zannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All