ক্রীড়া তরঙ্গ

ক্রীড়া তরঙ্গ পুরোটাই খেলার খবর

বাংলাদেশের মিডফিল্ডের সোনালি অধ্যায়ের স্থপতি আশিষ ভদ্রঢাকার ফুটবলের সোনালি যুগ,যে সময়টিকে এখনো স্মরণ করেন প্রবীণ সমর্থকর...
06/11/2025

বাংলাদেশের মিডফিল্ডের সোনালি অধ্যায়ের স্থপতি আশিষ ভদ্র

ঢাকার ফুটবলের সোনালি যুগ,যে সময়টিকে এখনো স্মরণ করেন প্রবীণ সমর্থকরা, সেই সময়ের মাঠে এক নীরব কিন্তু দৃঢ় উপস্থিতি ছিল এক ফুটবল শিল্পীর।
তিনি ছিলেন দলের ছন্দ নির্মাতা, বলের জাদুকর, আর বাংলাদেশের ফুটবলের মাঝমাঠের স্থপতি।
নাম - আশিষ ভদ্র।

আশিষ কুমার ভদ্র জন্মগ্রহণ করেন ১৪ মার্চ ১৯৬০ সালে, চট্টগ্রামে। শৈশব থেকেই পায়ের কাছে বল এলেই যেন সময় থমকে যেত। ফুটবলের প্রতি সেই টান তাঁকে নিয়ে যায় খাজা রিক্রিয়েশন ক্লাব - এর হয়ে খেলার মধ্য দিয়ে পেশাদার যাত্রার পথে।

৭০-এর দশকের শেষ দিকে স্থানীয় টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে তাঁর নাম পৌঁছে যায় ঢাকার বড় ক্লাবগুলোর কানে।

১৯৭৮ সালে তিনি যোগ দেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে। মাঠে তাঁর ঠাণ্ডা মাথা, মাপা পাস ও খেলার ছন্দ নিয়ন্ত্রণ দ্রুতই তাঁকে আলাদা করে তোলে।

১৯৮১ সালে আশিষ ভদ্র পাড়ি জমান দেশের জনপ্রিয় ক্লাব আবাহনী ক্রীড়া চক্রে। সেখানেই জন্ম নেয় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অন্যতম বিখ্যাত মিডফিল্ড জুটি - খুরশিদ আলম বাবুল ও আশিষ ভদ্র।

ঢাকার মাঠে এই জুটি ছিল যেন সুর ও তালের মেলবন্ধন। একজনের পাসে অন্যজনের ছোঁয়া, আর দল এগিয়ে যেত আক্রমণের ঢেউয়ে। আবাহনীর হয়ে আশিষের সময়টিই ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়।

১৯৮০ এর দশকে আবাহনীর প্রতিটি গুরুত্বপূর্ণ জয়ে ছিল তাঁর সূক্ষ্ম পরিকল্পনা ও কৌশল।

তাঁর নিখুঁত থ্রু পাস, দূরপাল্লার শট, এবং মাঝমাঠে স্থির নিয়ন্ত্রণ, দর্শকদের চোখে ছিল এক আলাদা আনন্দের উৎস।

১৯৮৪ সালে আশিষ খেলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর হয়ে। তবে বছর না ঘুরতেই তিনি ফিরে যান নিজের প্রিয় নীল জার্সিতে, আবাহনীতে। সেখানেই ১৯৯০ সাল পর্যন্ত দলের নেতৃত্ব ও স্থিতিশীলতার প্রতীক হয়ে ছিলেন তিনি।

১৯৭৮ সালে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পান আশিষ ভদ্র। বাংলাদেশ তখন আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান খুঁজে পাচ্ছিল, আর আশিষ ছিলেন সেই প্রজন্মের অন্যতম ভরসা।

১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে তিনি নেতৃত্ব দেন জাতীয় দলকে। ইরান, ইরাক, কাতার, ভারত, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিলেন ঠাণ্ডা মাথায়, পরিপূর্ণ দায়িত্ববোধে। তাঁর সংগঠক মানসিকতা ও নেতৃত্ব তখনকার কোচদের মুগ্ধ করেছিল।

জাতীয় দলের হয়ে আশিষ খেলেছেন ৩২টি আন্তর্জাতিক ম্যাচ, গোল করেছেন ৫টি, যা সে সময়ের একজন মিডফিল্ডারের জন্য ছিল প্রশংসনীয় সাফল্য।

বাংলাদেশের ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ আশিষ ভদ্র পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া পুরস্কার।
তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি ৮০-র দশকের সেই স্বপ্নবাজ প্রজন্মের প্রতীক, যারা নিজেদের আবেগ দিয়ে গড়ে তুলেছিলেন দেশের ফুটবল সংস্কৃতি।

আশিষ ভদ্র ছিলেন খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু-
তিনি ছিলেন এক স্থপতি, যিনি মাঝমাঠ থেকে সাজাতেন খেলার গতি ও রিদম। তাঁর খেলায় ছিল ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত, সুনির্দিষ্ট পাস, ও বলের নিয়ন্ত্রণে অতুলনীয় দক্ষতা।

খেলার জীবন শেষে তিনি আলোচনার বাইরে চলে গেলেও, তাঁর নাম রয়ে গেছে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক অমর অধ্যায় হিসেবে।
বিশ্লেষকদের চোখে এখনো তিনি বাংলাদেশি মিডফিল্ড স্কুল -এর এক প্রতীকী নাম।

আজকের তরুণ ফুটবলারদের জন্য আশিষ ভদ্রের গল্প এক অনুপ্রেরণা। তিনি শেখান- “নাম নয়, খেলাই কথা বলে।” বাংলাদেশের ফুটবলের ইতিহাসে তাই আশিষ ভদ্র থাকবেন, একজন শিল্পী, নেতা, আর সেই সোনালি যুগের মিডফিল্ডের সোনালি স্থপতি হিসেবে।

#সংগৃহীত

চট্টগ্রামে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু২০ টি অ্যাকাডেমি দলের অংশগ্রহণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে মেয়র কা...
20/05/2025

চট্টগ্রামে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু

২০ টি অ্যাকাডেমি দলের অংশগ্রহণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে মেয়র কাপ অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার (২০ মে) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর, আমিনুল ইসলাম আমিন, জিএম হাসান, মকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, এম এ মুসা বাবলু, মোহাম্মদ ফরিদ, মো. জসিম উদ্দিন চৌধুরী, আবদুল আহাদ রিপন, আরিফুল হক প্রমুখ।

টুর্নামেন্টে ২০টি অ্যাকাডেমি দলকে ৪ গ্রুপে বিভক্ত করা হয়। ৪টি গ্রুপ চ্যাম্পিয়ন দলকে নিয়ে ২টি সেমিফাইনাল ও সেমিফাইনালে ২টি বিজয়ী দলের ফাইনাল ম্যাচসহ টুর্নামেন্টে মোট ৪৩টি খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনের সকালের খেলায় রয়েল স্পোর্টস একাডেমি - সাইনিং স্পোর্টস একাডেমি এবং দুপুর দেড়টায় সিএস স্পোর্টস একাডেমি বনাম মিলেনিয়াম ক্রিকেট একাডেমি মাঠে নামে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাডেমি সমুহ হল :
ইস্পাহানি ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি, সিএস স্পোর্টস একাডেমি, নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি, সাইনিং স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, জুনিয়ার ক্রিকেট ট্রেইনিং একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি, রয়েল স্পোর্টস একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম সানশাইন ক্রিকেট একাডেমি, বন্দর স্পোর্টস একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, নিউ ক্রিকেট একাডেমি ও পোর্ট সিটি ক্রিকেট একাডেমি।

মেয়র একাডেমি কাপ টি-২০ (অ-১৮) দলের গ্রুফিং ও ফিকশ্চার    _jela_stadium
19/05/2025

মেয়র একাডেমি কাপ টি-২০ (অ-১৮) দলের গ্রুফিং ও ফিকশ্চার

_jela_stadium

নাটকীয় টাইব্রেকারে সাফ ফাইনালে হারলো বাংলাদেশসাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালের টাইব্রেকার ছিল বেশ নাটকীয়তাপূর্ণ। বা...
19/05/2025

নাটকীয় টাইব্রেকারে সাফ ফাইনালে হারলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালের টাইব্রেকার ছিল বেশ নাটকীয়তাপূর্ণ। বাংলাদেশ টাইব্রেকারের এক পর্যায়ে লিড নিয়েছিল। ভারত তাদের তৃতীয় শট পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল। বাংলাদেশ চতুর্থ ও পঞ্চম শট মিস করে। ভারত চতুর্থ ও শেষ শটে গোল করে ৪-৩ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সাফ শিরোপা জিতেছে।
#ক্রীড়া_তরঙ্গ

মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব- ১৮) ক্রিকেট টুর্নামেন্ট শুরু মঙ্গলবার ------------------------------------------------------...
18/05/2025

মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব- ১৮) ক্রিকেট টুর্নামেন্ট শুরু মঙ্গলবার
-------------------------------------------------------------------------

অনূর্ধ্ব- ১৮ মেয়র একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার (২০ মে) সকালে চট্টগ্রাম নগরের জেলা স্টেডিয়ামে শুরু হবে।

রবিবার (১৮ মে) সন্ধ্যায় এ উপলক্ষ্যে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় বাঁচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জানা গেছে, টুর্নামেন্টে মোট ২০টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে এবার মাঠ নামবে।

দলগুলো হলো— ইস্পাহানি ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি, সিএস স্পোর্টস একাডেমি, নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি, সাইনিং স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, জুনিয়র ক্রিকেট ট্রেইনিং একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি, রয়েল স্পোর্টস একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম সানশাইন ক্রিকেট একাডেমি, বন্দর স্পোর্টস একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, নিও ক্রিকেট একাডেমি ও পোর্ট সিটি ক্রিকেট একাডেমি।

বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের তারকারা------------------------------------------------------বাঁ থেকে (দাঁড়ানো) আসলাম, ক...
27/04/2025

বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের তারকারা
------------------------------------------------------
বাঁ থেকে (দাঁড়ানো) আসলাম, কানন, কায়সার হামিদ;
বাঁ থেকে (বসা)- রুমি, মহসিন, রুপু।

05/03/2025

রমজানে রাতের বিনোদন #ক্রিকেট

Address

BohddarHaat Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when ক্রীড়া তরঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share