Kotha71.tv

Kotha71.tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kotha71.tv, Media/News Company, Ashram Gate (1st Floor), Koibollodham, Akbarshah, Chittagong.

বাগীশিক চট্টগ্রাম মহানগরের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের প্রতিষ...
04/11/2025

বাগীশিক চট্টগ্রাম মহানগরের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী বলেছেন, গীতা ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র জীবন- দর্শন। ভোগ নয়, ত্যাগ ও যোগ-ই বস্তুত গীতার আদর্শ । হিংসা-সংঘাত ভুলিয়ে দিয়ে, গীতা সর্বজনীন বৃহত্তর মানবতার শিক্ষা দেয়। উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে গীতাকেন্দ্রের প্রশিক্ষকরা অধিকতর যোগ্য হয়ে উঠে।
চট্টগ্রামের বাগীশিক মিলনায়তনে, গতকাল বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে ও কেন্দ্রীয় সংসদের সার্বিক তত্ত্বাবধানে মাসব্যাপী গীতাকেন্দ্রের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (কর্মশালা) এর সমাপনান্তে সনদপত্র ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান মাস্টার ট্রেইনার ও সংবর্ধিত অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী (মানিক)'র সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় গীতাপাঠ করেন মহানগরের গীতাপ্রশিক্ষণ সম্পাদক শিক্ষক সুকুমার নাথ।
এতে আশীর্বাদক ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি এড. দিলীপ কুমার ভট্টাচার্য্য,
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক লায়ন অসিত সেন । প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি, সমাজহিতৈষী ঝুন্টু চৌধুরী ।
প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ ও নাট্যবক্তিত্ব সুদর্শন চক্রবর্তী।
মহান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী ও ধর্মসংগঠক আশুতোষ সরকার।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ এর কর্মকর্তা, মাস্টার ট্রেইনার তপন কান্তি নাথ তপু ও
মাস্টার ট্রেইনার মিল্টন রায়কেও সংবর্ধনা প্রদান করা হয়।
মহানগর সাধারণ সম্পাদক ডা অপূর্ব ধরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের মহানগর নেতা উত্তম কুমার শীল, ডা: বিবরণ দাশ, সোহেল দাশ, মাধব চক্রবর্তী, সুমন চৌধুরী, রাজেশ পাল, রনি চক্রবর্তী, শুভদীপ চক্রবর্তী, সুমিত সিকদার, মৌসুমি চৌধুরী, নির্ঝর শীল অপু, অনিল আচার্য্য, তমিত রায় পুরোহিত, বিভিন্ন থানা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনদপ্রাপ্ত গীতাপ্রশিক্ষকমণ্ডলী। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক প্রশিক্ষকদের মধ্যে মূল্যবান গ্রন্থ উপহারসহ সনদপত্র বিতরণ করা হয়।

゚viralシfypシ゚viralシ

পাইকগাছায় সনাতনী নারী সমাবেশ অনুষ্ঠিত  দীনেশ চন্দ্র রায় পাইকগাছা প্রতিনিধি,খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড,...
03/11/2025

পাইকগাছায় সনাতনী নারী সমাবেশ অনুষ্ঠিত
দীনেশ চন্দ্র রায় পাইকগাছা প্রতিনিধি,

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, মোমরেজুল ইসলাম বলেছেন, বিএনপি' অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে আমরা ধর্মকে বড় করে দেখিনা।
এদেশে সকল ধর্ম-বর্নের মানুষ যার-যার ধর্মীয় উৎসব স্বাধীন ভাবে পালন করবে এ নীতি-আদর্শে বিএনপি বিশ্বাসী। সবার আগে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার সোলাদানার টেংরামারীতে সনতনী মা-বোনদের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি সংখ্যা লঘু ও সংখ্যা গুরু নীতিতে বিশ্বাসী না এমন মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় সবকিছুই উল্লেখ আছে। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ মত আমরা মাঠে ময়দানে ৩১ দফা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছি।
তিনি আরোও বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঠিক এ মুহুর্তে জামায়েত ইসলামী নামে একটি রাজনৈতিক দল এনির্বাচন ভন্ডুলের পাঁয়তারা করছে। এরা ধর্মের নামে জাতিকে বিভ্রান্তির চেষ্টা ও চক্রান্ত করছে যা এদেশের মানুষ বুঝতে পেরেছে। কিন্তু গনতন্ত্র পুনরুদ্ধারে ভোটের কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
জেলা পূজা উদযাপন কল্যান ফ্রন্টের সহ-সভাপতি কিশোর কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক।
দেবু সরদারের সঞ্চালনায় এ নারী সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যঞ্জেশ্বর কার্ত্তিক, দেলুটি বিএনপির সাবেক সভাপতি প্রভাষক সুজিত কুমার মন্ডল ও সাধারন সম্পাদক সন্তেষ গাইন,সাবেক ইউপি সদস্য শ্বাশতি মন্ডল। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবুল বাসার বাচ্চু,ওবায়দুল্লাহ সরদার,ফয়সাল রাশেদ সনি,আমিনুল সরদার,বিজয় মন্ডল, উদয় মন্ডল, অশেষ ঢালী,রমেশ মন্ডলসহ অনেকে।

স্বপ্ন কোজাগরী,এক মনোমুগ্ধকর,সঙ্গীত সন্ধ্যা। বেহালা: শ্যামল চন্দ্র দাশ,তবলা: রোমেন বিশ্বাস (রাজু)অক্টোপ্যাড: নন্দন নন্দী...
01/11/2025

স্বপ্ন কোজাগরী,এক মনোমুগ্ধকর,সঙ্গীত সন্ধ্যা।

বেহালা: শ্যামল চন্দ্র দাশ,তবলা: রোমেন বিশ্বাস (রাজু)
অক্টোপ্যাড: নন্দন নন্দী,একোস্টিক গীটার: মলয় কুমার ইন্দু (মুকেশ),বেস গীটার: গৌরব বড়ুয়া, কীবোর্ড: রিপন শীল
সার্বিক সহযোগিতায়: রনি কুমার গুহ।

আয়োজনে: বাকার সন্স গ্রুপ

.tv #কথা৭১.টিভি ゚viralシfypシ゚viralシ
অনুষ্ঠান টি উপভোগ করতে চোখ রাখুন ফেইসবুক পেইজে।

01/11/2025

আমি এক স্বপ্ন কোজাগরী ,সঙ্গীত সন্ধ্যা।
সংগীত শিল্পী:- ইউসুফ আহমেদ খান

বেহালা: শ্যামল চন্দ্র দাশ,তবলা: রোমেন বিশ্বাস (রাজু)
অক্টোপ্যাড: নন্দন নন্দী,একোস্টিক গীটার: মলয় কুমার ইন্দু (মুকেশ),বেস গীটার: গৌরব বড়ুয়া, কীবোর্ড: রিপন শীল
সার্বিক সহযোগিতায়: রনি কুমার গুহ।

আয়োজনে: বাকার সন্স গ্রুপ

01/11/2025

আমি এক স্বপ্ন কোজাগরী ,সঙ্গীত সন্ধ্যা।
সংগীত শিল্পী:- রিয়াজ ওয়াইজ।

বেহালা: শ্যামল চন্দ্র দাশ,তবলা: রোমেন বিশ্বাস (রাজু)
অক্টোপ্যাড: নন্দন নন্দী,একোস্টিক গীটার: মলয় কুমার ইন্দু (মুকেশ),বেস গীটার: গৌরব বড়ুয়া, কীবোর্ড: রিপন শীল
সার্বিক সহযোগিতায়: রনি কুমার গুহ।

আয়োজনে: বাকার সন্স গ্রুপ

আজ ১ নভেম্বর, ২০২৫ ; ঠিক ৭-১৫ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আসার সাদর আমন্ত্রণ রইলো। 🙏
01/11/2025

আজ ১ নভেম্বর, ২০২৫ ; ঠিক ৭-১৫ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আসার সাদর আমন্ত্রণ রইলো। 🙏

31/10/2025

অসাধারণ একটা ভক্তি মূলক গান।
゚viralシfypシ゚viralシ

31/10/2025

শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী।
শিউলি ঝরানো দিন আনে সে,
শিউলি ঝরানো দিন আনে সে,চিরদিনের বাণী
ভোরের আগমনী।
শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী।

31/10/2025

সুন্দর পরিবেশনা

31/10/2025

সংগীত শিল্পী অংকিতা আচার্য।

31/10/2025

সংগীত শিল্পী দোলন সেন এর দলীয় পরিবেশনা।

Address

Ashram Gate (1st Floor), Koibollodham, Akbarshah
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Kotha71.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kotha71.tv:

Share