04/11/2025
বাগীশিক চট্টগ্রাম মহানগরের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী বলেছেন, গীতা ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র জীবন- দর্শন। ভোগ নয়, ত্যাগ ও যোগ-ই বস্তুত গীতার আদর্শ । হিংসা-সংঘাত ভুলিয়ে দিয়ে, গীতা সর্বজনীন বৃহত্তর মানবতার শিক্ষা দেয়। উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে গীতাকেন্দ্রের প্রশিক্ষকরা অধিকতর যোগ্য হয়ে উঠে।
চট্টগ্রামের বাগীশিক মিলনায়তনে, গতকাল বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে ও কেন্দ্রীয় সংসদের সার্বিক তত্ত্বাবধানে মাসব্যাপী গীতাকেন্দ্রের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (কর্মশালা) এর সমাপনান্তে সনদপত্র ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান মাস্টার ট্রেইনার ও সংবর্ধিত অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী (মানিক)'র সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় গীতাপাঠ করেন মহানগরের গীতাপ্রশিক্ষণ সম্পাদক শিক্ষক সুকুমার নাথ।
এতে আশীর্বাদক ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি এড. দিলীপ কুমার ভট্টাচার্য্য,
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক লায়ন অসিত সেন । প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি, সমাজহিতৈষী ঝুন্টু চৌধুরী ।
প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ ও নাট্যবক্তিত্ব সুদর্শন চক্রবর্তী।
মহান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী ও ধর্মসংগঠক আশুতোষ সরকার।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ এর কর্মকর্তা, মাস্টার ট্রেইনার তপন কান্তি নাথ তপু ও
মাস্টার ট্রেইনার মিল্টন রায়কেও সংবর্ধনা প্রদান করা হয়।
মহানগর সাধারণ সম্পাদক ডা অপূর্ব ধরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের মহানগর নেতা উত্তম কুমার শীল, ডা: বিবরণ দাশ, সোহেল দাশ, মাধব চক্রবর্তী, সুমন চৌধুরী, রাজেশ পাল, রনি চক্রবর্তী, শুভদীপ চক্রবর্তী, সুমিত সিকদার, মৌসুমি চৌধুরী, নির্ঝর শীল অপু, অনিল আচার্য্য, তমিত রায় পুরোহিত, বিভিন্ন থানা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনদপ্রাপ্ত গীতাপ্রশিক্ষকমণ্ডলী। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক প্রশিক্ষকদের মধ্যে মূল্যবান গ্রন্থ উপহারসহ সনদপত্র বিতরণ করা হয়।
゚viralシfypシ゚viralシ