RSNEWS71

RSNEWS71 RSNEWS71 is a one-stop destination for everything related to news and current affairs. It brings you

বাংলাদেশের এবং বিশ্বের বাংলাভাষার পাঠকের জন্য একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে এগিয়ে চলার লক্ষ্য আমাদের। আমরা বিশ্বাস করি, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এখন এটা অনস্বীকার্য যে- ‘তথ্যই শক্তি’। এই বাস্তবতা বিবেচনায় রেখে আমরা সমাজের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে প্রfন্তিক অবস্থানের মানুষটির জন্য তথ্য, বিশেষত ‘সংবাদ’-এর অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই।

পেশাদার সাংবাদিকতার একটি বিশ্বস্ত

নাম আর এস নিউজ একাত্তর ডটকম। আমরা প্রতিষ্ঠা করতে চাই- সাংবাদিকতা এমন একটি পেশা যা গণতন্ত্রকে মজবুত করে, সমাজকে শক্তিশালী করে।
অভিযাত্রা
বাংলাদেশ ও বিশ্বের বাংলাভাষী মানুষের জন্য বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার অভিযাত্রায় আর এস নিউজ একাত্তর ডটকম। আমাদের প্রতিশ্রুতি মূলত -
১) পাঠক-দর্শকের আস্থার প্রতিফলন এবং তাদের মুখপত্র হিসেবে অবস্থান তৈরি করা।
২) সংবাদ এবং তথ্য প্রচারে ভ্রান্তি ও অসততা পরিহার করা।
৩) তরুণ জনগোষ্ঠীর মতপ্রকাশের মঞ্চ হিসেবে ভূমিকা পালন।
৪) সমাজের প্রচলিত কুসংস্কার ও পশ্চাৎপদতাকে প্রশ্ন করা ও তা দূর করতে সক্রিয় ভূমিকা পালন।
৫) বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ গড়ে তোলায় সহায়ক ভূমিকা পালন।
মত প্রকাশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, নারী স্বাধীনতা, দুর্নীতিবিরোধী অবস্থান এবং ব্যক্তি-গোষ্ঠী-রাজনৈতিক স্বার্থ উপেক্ষা করার প্রশ্নে আমরা আপসহীন। আর এস নিউজ একাত্তর ডটকম বিশ্বে বাংলাদেশ ও বাংলা ভাষার মর্যাদা তুলে ধরার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে। বাংলাদেশ ও বিশ্বের বুকে পেশাদার সংবাদ প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিতেই আমাদের এই অভিযাত্রা।

Address

Chittagong
Chittagong
1200

Alerts

Be the first to know and let us send you an email when RSNEWS71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RSNEWS71:

Share

Category