NSTU Short Stories

NSTU Short Stories আপনার গল্প,স্মৃতিকথা,অভিজ্ঞতা, না বলা কথা কিংবা বাস্তব চিন্তাধারার সবকিছুই লিখুন আমাদের।

হঠাৎ হার্ট ফেইল করে  তারেক সিয়াম মারা যায় বলে জানান নোয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: মোস্তাফিজুর রহমান। তিনি...
30/10/2024

হঠাৎ হার্ট ফেইল করে তারেক সিয়াম মারা যায় বলে জানান নোয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন, তাকে হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়।

  এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় দুঃখে...💔
25/10/2024


এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় দুঃখে...💔

  সময় হবে কবে, বাড়ি যাবার?💔
25/10/2024

সময় হবে কবে, বাড়ি যাবার?💔

  হারানো দিনগুলোয় হয়ত, সুন্দর থাকে...🌼
24/10/2024


হারানো দিনগুলোয় হয়ত, সুন্দর থাকে...🌼

১০১ একরের ক্যাম্পাসে সকলকে ❝স্বাগতম❞❤️🌺
23/10/2024

১০১ একরের ক্যাম্পাসে সকলকে ❝স্বাগতম❞❤️🌺

03/09/2024

নোবিপ্রবি শিক্ষার্থীরা গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লাতে বন্যার্ত মানুষের মাঝে প্রায় ৩০ টন ত্রাণ সহায়তা প্রদান করেছে।

'বন্যার্তদের পাশে নোবিপ্রবিয়ান'গ্রুপের মাধ্যমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা কার্যক্রম ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ১১ লক্ষের অধিক অর্থ সহায়তা করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।

ইতিমধ্যে নোবিপ্রবি শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে দেশের প্রায় ১৫ টি বিশ্ববিদ্যালয়, ৩টি মেডিকেল কলেজ, ৪টির বেশি মানবাধিকার সংস্থা বন্যার্তদের সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়াও এই দুর্যোগপূর্ণ সময়ে অন্য ক্যাম্পাস বা দূরবর্তী জেলা থেকে আগত শিক্ষার্থী ও ব্যক্তিদের থাকা-খাওয়াসহ আতিথেয়তার ব্যবস্থা করেন নোবিপ্রবিয়ানরা।এখন পর্যন্ত বন্যার পানিতে আটকে থাকা ১৫০০ এর অধিক মানুষকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে নোবিপ্রবি শিক্ষার্থীরা।

©NSTU Update

23/08/2024
ফেনীতে উদ্ধারকাজে সহায়তা করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সাইফুল ইসলাম (সাগর) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।...
23/08/2024

ফেনীতে উদ্ধারকাজে সহায়তা করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সাইফুল ইসলাম (সাগর)

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।

23/08/2024

🚨🚨🚨
Cumilla::Burichong(কুমিল্লা:: বুড়িচং)
People needs emergency rescue.
All rescued teams near Cumilla are requested to go there.


শাসনগাছা-পালপাড়া ব্রিজ হয়ে কুমিল্লা থেকে বুড়িচং-ব্রাহ্মণপাড়া যাওয়ার মেইনরোড বন্ধ হয়ে গেছে। এ রোড ধরে মানুষকে নিরাপদ নেওয়া সাহায্য খাবার নিয়ে যাওয়ার মত অবস্থা নেই পরিবহন দিয়ে !!

তাই বিকল্প রাস্তা হিসেবে চাঁনপুর লোহার ব্রিজ বা টিক্কারচর ব্রিজ দিয়ে ঢুকে.........

১.জনতা / কবিরাজ বাজার দিয়ে বুড়িচং ঢুকে সাহায্য করা যাবে!

২. তেলকপি - ভুবনঘর - রসুলপুর দিয়ে ঢুকে সাহায্য করা যাবে!

৩. ফকির বাজার গাজীপুর দিয়ে ঢুকে সাহায্য করা যাবে!

৪. পানি বেশি বৃদ্ধি পেলে ব্রাহ্মণপাড়া ঢুকে গেলে শংকুচাইল্ড- লরিবাগ হয়ে ঢুকে সাহায্য করা যাবে!
আরো বেশি বৃদ্ধি পেলে হরিমঙ্গল - নাইঘর রাস্তা ব্যবহার করে সহজে সাহায্য করা যাবে!😭
( #বিকল্পরাস্তা)

 ২২ আগস্ট, ২০২৪ তারিখ একদিনে 'বন্যার্তদের পাশে নোবিপ্রবিয়ান' এর মাধ্যমে আমরা মোট ৫৭৯০৪০.৯৯ (পাঁচ লক্ষ ঊনআশি হাজার একচল্ল...
23/08/2024


২২ আগস্ট, ২০২৪ তারিখ একদিনে 'বন্যার্তদের পাশে নোবিপ্রবিয়ান' এর মাধ্যমে আমরা মোট ৫৭৯০৪০.৯৯ (পাঁচ লক্ষ ঊনআশি হাজার একচল্লিশ) টাকা সংগ্রহ করেছি।

অফলাইন
ক্যাম্পাস ১৮৫০০ টাকা
(কুমিল্লা) ১৬৫৯৪ টাকা
বিকাশ ২৬২৬৮৮ টাকা
রকেট ৫৬০১.৭৪ টাকা
নগদ ২৮৫৭৮.২৫ টাকা
অগ্রণী ব্যাংক ৫০০০ টাকা
IBBL ৭০৭৯ টাকা
EBL ২৩৫০০০ টাকা

প্রথমেই দু:খ প্রকাশ করি, ২২ তারিখের কালেকশনের আপডেট পোস্ট দিতে দেরি হয়েছে। আমরা সারাদিন ফিল্ড রিপোর্ট, ত্রাণ সহায়তা, আশ্রয়কেন্দ্র, মেডিকেল টিমে ব্যস্ত ছিলাম। সকল হিসাব আমার কাছে আপডেট দেওয়া হয়। চলমান সব কাজ শেষ করে ভোর ৪ টায় বসে ১ ঘণ্টায় আপডেট দিলাম। সকাল ৭ টা থেকে আবার সব টিম কাজ শুরু করবে।

এসব বলার কারণ সারা দেশের মানুষ আমাদের কাছে যা আমানত দিয়েছে সেটা সঠিক হিসাব ও ব্যবহার করতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে ফান্ড ও খরচ আপডেট জানাবো। সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি দোয়া করবেন অসহায় মানুষদের জন্য। আল্লাহ আমাদেরও শক্তি সামর্থ্য দিক যেন প্রজেক্ট সফলভাবে চলমান রাখতে পারি।

যারা দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের অনলাইন ও অফলাইনে সহায়তা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা অর্থ সহযোগিতা পাঠাতে থাকেন, ইনশাআল্লাহ প্রতিদিনের হিসাব আপডেট দেওয়া হবে।

আর নেটওয়ার্ক ও নিরাপত্তা ইস্যুর কারণে প্রত্যন্ত অঞ্চলের ভিডিও ছবিগুলো কম শেয়ার হচ্ছে। আমরা আরো সুন্দরভাবে আমাদের কাজের অগ্রগতি দেখাবো। বর্তমানে নোবিপ্রবি ক্যাম্পাসে আশ্রয়কেন্দ্র চালু আছে। আমরা উদ্ধার অভিযান, ফিল্ড রিপোর্ট, ত্রাণ সহায়তা কাজ চলমান রাখছি।

বন্যার্তদের পাশে নোবিপ্রবিয়ান
https://www.facebook.com/share/g/BiZmMpjWbmog8z15/?mibextid=A7sQZp

ধন্যবাদ।

23/08/2024

কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় (Cumilla Girls' College), ধর্মপুর প্রতিষ্ঠানটি আশ্রয়কেন্দ্রের জন্য খুলে দেওয়া হলো। লোকেশান: ধর্মপুর কলাবাগ হাউজিং, ওদুদমিয়ার মাদ্রাসার সামনে।
প্রতিষ্ঠানে প্রয়োজনে যোগাযোগ করুন:
01812931062
01675894012
01981115282

23/08/2024



দেশবাসী আপনাদের যাদের স্পীড বোটের ব্যবস্থা করে সেচ্ছাসেবী টিম নিয়ে আসতে পারবেন আপনারা দয়া করে-
কুমিল্লা- ইশাপুরা, মহিষমারা, খারাতাইয়া, গাজিপুর, পূর্বহুরা, শিকারপুর, বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর, কিং বাজেহুরা, আগানগর এসব এলাকার দিকে উদ্ধার অভিযান চালান।
এই গ্রাম গুলো অতিমাত্রায় পানিতে তলিয়ে যাচ্ছে এবং মানুষ আটকা পরে যাচ্ছে।

22/08/2024

ঘন্টাখানেক আগে মুসাপুর সুইজগেটের ২৩টা গেট খুলে দেওয়া হয়েছে!!
পানি সাগরে নামতেছে, ফেনী, নোয়াখালীর, পানি কমে যাবে আল্লাহ ভরসা।

উল্লেখ্য: জোয়ার থাকায় আগে খুলে দেওয়া হয়নি,নতুবা পানি উল্টাপথে পুনরায় দেশের ভেতরে ঢুকত

22/08/2024

ফেনিতে যারা বন্যায় আটকে আছেন তারা প্লিজ পোস্টে দেয়া নাম্বারগুলোতে ট্রাই করুন৷

*বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।

মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448

পরশুরাম UNO: 01713187316

দুলাকাজি বাডি সংলগ্ন,আনন্দপুর ইউনিয়ন, ফুলগাজিতে জরুরি প্রয়োজনে -ফেনী আর্মি ক্যাম্প এর নাম্বার-
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

মোঃ আরাফাত-01836-889812

যারা সাহায্য করতে চান COSF রেসকিউ টিম -
(BKash)- 01872291985
(Nagad)- 01884425351

▫️পরশুরামে বন্যাদূর্গত কারো নৌকার প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Uno Parshuram
মোবাইল: ০১৭১৩১৮৭৩১৬

▫ফুলগাজী পরশুরাম এর বাসিন্দারা ০১৭১৩১৮৭৩১৬ এই নাম্বার এ যোগাযোগ করুন। আপনার এলাকায় যে কোনো জায়গায় নৌকা লাগলে ওনারা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ।

▫️ফুলগাজীবাসি,
ইতোমধ্যে নৌকার ব্যবস্থা হয়েছে। ঘনিয়ামোড়ায় উদ্ধার কাজ চলছে। কোথায় কোথায় লোকজনকে উদ্ধার করতে হবে, তথ্য দিয়ে সহযোগিতা করুন।
উপজেলা নির্বাহী অফিসার - ০১৭১৩১৮৭৩১৫

▫️FIRE SERVICE, FENI - 01730-002492

সোর্স : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ফেনী জেলা)

22/08/2024

আশ্রয়কেন্দ্র আপটেড
বন্যা, নোয়াখালী

আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103

আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684

আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577

আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899

আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711

আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594

আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424

আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।

আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039

আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990

আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490

আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)

আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533

আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর

আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে

আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।

আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়

আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন,মোম মজুত রাখুন। পারলে পাশের আশ্রয় কেন্দ্রে ও প্রতিবেশীদের শুকনা খাবার দিয়ে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when NSTU Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NSTU Short Stories:

Videos

Share

Category