
29/07/2023
সম্প্রতি প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার ফলাফল। অনেকেই খুশিতে ভাসছে, আবার অনেকে ফাঁসির দড়িতে ঝুলছে।
আপনি কোন দলে?
আশা করছি আপনি ফলাফল পেয়ে ভালো আছেন। পরেরটা কারোরই কাম্য নয়। অনেকেই ভাবছেন এখন কোন কলেজে এডমিশন নিবেন?
একবার ভাবুনতো, এরপর কি হবে? কলেজ শেষ করে আবার ভাববেন অনার্স এর কথা, তারপর আবার মাস্টার্সের কথা।
এইভাবেই আপনি অনার্স মাস্টার্স শেষ করে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অর্জন করবেন। আর তখনই যদি দেখেন আপনারই কোনো ক্লাসমেট একই সময়ে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটও অর্জন করল, পাশাপাশি নিজের দক্ষতা দিয়ে ঘরে বসে আর্থিকভাবে সাবলম্বীও হলো।
তখন আপনার কেমন লাগবে?
মনে হবে নাতো আপনিও যদি পড়াশোনার পাশাপাশি সাবলম্বী হতে পারতেন!
যদি এরকমই হয়ে থাকে আপনার চিন্তা ভাবনা, তাহলে পড়াশোনার পাশাপাশি আজ থেকেই নিজেকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলুন। এবং অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ঘরে বসে নিজের ইনকামের পথ সুনিশ্চিত করুন।
কেননা, দেশে পাশের হারের তুলনায় কর্মসংস্থান খুবই কম। তার ওপর সরকারি চাকরীতো সোনার হরিণ। মোটা অংকের ঘুষ ছাড়া সরকারি চাকরি আকাশ কুসুম কল্পনা। তাই গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই যে চাকরি নিশ্চিত তা কিন্তু নয়। কিন্তু এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম বেকারদের আশার আলো দেখিয়েছে।
একটু সার্চ করলেই দেখবেন, যিনি আপনার মতোই এসএসসি পরীক্ষা দিয়েছে এবং পাশাপাশি নিজের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করছে, অনলাইনকে ভিত্তি করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ।
কিন্তু এখন যদি আপনি বসে থাকেন অনার্স-মাস্টার্স কমপ্লিট করে চাকরির আশায়, তখন দেখবেন চাকরি খুঁজেও চাকরি পাচ্ছেন না , তখন কি হবে আপনার মানসিক অবস্থা? একদিকে এত এত পরীক্ষা দিয়েও চাকরী পাচ্ছেন না, অন্যদিকে, আপনার অভিভাবকরা বলছে নানান কথা।যেমন- তোমাকে এত বড় করেছি , এত বছর পড়ালেখা করিয়েছি এত এত টাকা খরচ করে, এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারলেনা। আমাদেরকে দুই টাকা ইনকাম করে দেখাতে পারলে না। পাশের বাড়ির অমুক কে দেখ, আরো কত কি ?
তখন আপনি নিজেকে ঠিক রাখতে পারবেনতো ? বিপথে যাবেন নাতো? নাকি আবারো সেই দঁড়ি খুজবেন ডিপ্রেশানে?
না, কখনোই এটা করতে যাবেন না। কারণ জীবনের মূল্য অনেক। এখনকার পরিস্থিতি বিচার করুন। দেখবেন গড়পত্তা পড়াশোনার চেয়ে সৃজনশীল কাজেরই মূল্যায়ন বেশি। তাই আপনারা যারা এখনো ছাত্র অবস্থায় আছেন তাদেরকে বলব এখনই সময়, কারিগরি শিক্ষা গ্রহণ করার মাধ্যমে সৃষ্টিশীল কাজের দিকে এগিয়ে আসুন। ফ্রীল্যান্সিং এ নিজের ক্যারিয়ার গড়ুন।
ফ্রীল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে মেসেঞ্জারে যোগাযোগ করবেন।
ধন্যবাদ🙏