Sumi Das

Sumi Das Sumi Das is ready to give you full computer skill and freelancing service

সম্প্রতি প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার ফলাফল। অনেকেই খুশিতে ভাসছে, আবার অনেকে ফাঁসির দড়িতে ঝুলছে। আপনি কোন দলে? আশা করছি ...
29/07/2023

সম্প্রতি প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার ফলাফল। অনেকেই খুশিতে ভাসছে, আবার অনেকে ফাঁসির দড়িতে ঝুলছে।

আপনি কোন দলে?

আশা করছি আপনি ফলাফল পেয়ে ভালো আছেন। পরেরটা কারোরই কাম্য নয়। অনেকেই ভাবছেন এখন কোন কলেজে এডমিশন নিবেন?

একবার ভাবুনতো, এরপর কি হবে? কলেজ শেষ করে আবার ভাববেন অনার্স এর কথা, তারপর আবার মাস্টার্সের কথা।
এইভাবেই আপনি অনার্স মাস্টার্স শেষ করে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অর্জন করবেন। আর তখনই যদি দেখেন আপনারই কোনো ক্লাসমেট একই সময়ে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটও অর্জন করল, পাশাপাশি নিজের দক্ষতা দিয়ে ঘরে বসে আর্থিকভাবে সাবলম্বীও হলো।

তখন আপনার কেমন লাগবে?
মনে হবে নাতো আপনিও যদি পড়াশোনার পাশাপাশি সাবলম্বী হতে পারতেন!
যদি এরকমই হয়ে থাকে আপনার চিন্তা ভাবনা, তাহলে পড়াশোনার পাশাপাশি আজ থেকেই নিজেকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলুন। এবং অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ঘরে বসে নিজের ইনকামের পথ সুনিশ্চিত করুন।

কেননা, দেশে পাশের হারের তুলনায় কর্মসংস্থান খুবই কম। তার ওপর সরকারি চাকরীতো সোনার হরিণ। মোটা অংকের ঘুষ ছাড়া সরকারি চাকরি আকাশ কুসুম কল্পনা। তাই গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই যে চাকরি নিশ্চিত তা কিন্তু নয়। কিন্তু এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম বেকারদের আশার আলো দেখিয়েছে।

একটু সার্চ করলেই দেখবেন, যিনি আপনার মতোই এসএসসি পরীক্ষা দিয়েছে এবং পাশাপাশি নিজের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করছে, অনলাইনকে ভিত্তি করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ।

কিন্তু এখন যদি আপনি বসে থাকেন অনার্স-মাস্টার্স কমপ্লিট করে চাকরির আশায়, তখন দেখবেন চাকরি খুঁজেও চাকরি পাচ্ছেন না , তখন কি হবে আপনার মানসিক অবস্থা? একদিকে এত এত পরীক্ষা দিয়েও চাকরী পাচ্ছেন না, অন্যদিকে, আপনার অভিভাবকরা বলছে নানান কথা।যেমন- তোমাকে এত বড় করেছি , এত বছর পড়ালেখা করিয়েছি এত এত টাকা খরচ করে, এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারলেনা। আমাদেরকে দুই টাকা ইনকাম করে দেখাতে পারলে না। পাশের বাড়ির অমুক কে দেখ, আরো কত কি ?

তখন আপনি নিজেকে ঠিক রাখতে পারবেনতো ? বিপথে যাবেন নাতো? নাকি আবারো সেই দঁড়ি খুজবেন ডিপ্রেশানে?

না, কখনোই এটা করতে যাবেন না। কারণ জীবনের মূল্য অনেক। এখনকার পরিস্থিতি বিচার করুন। দেখবেন গড়পত্তা পড়াশোনার চেয়ে সৃজনশীল কাজেরই মূল্যায়ন বেশি। তাই আপনারা যারা এখনো ছাত্র অবস্থায় আছেন তাদেরকে বলব এখনই সময়, কারিগরি শিক্ষা গ্রহণ করার মাধ্যমে সৃষ্টিশীল কাজের দিকে এগিয়ে আসুন। ফ্রীল্যান্সিং এ নিজের ক্যারিয়ার গড়ুন।

ফ্রীল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে মেসেঞ্জারে যোগাযোগ করবেন।
ধন্যবাদ🙏

ফ্রীল্যান্সিং, যার নাম মুক্ত পেশা। আন্তর্জাতিক অঙ্গনে খুবই জনপ্রিয় এটি। আমরা অনেকেই কম বেশি জানি এই সম্পর্কে।  তাও শুরু ...
11/07/2023

ফ্রীল্যান্সিং, যার নাম মুক্ত পেশা। আন্তর্জাতিক অঙ্গনে খুবই জনপ্রিয় এটি।
আমরা অনেকেই কম বেশি জানি এই সম্পর্কে। তাও শুরু করার আগে খুটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া খুবই প্রয়োজন।
আর তাই, নতুনদের সকল প্রশ্নের উত্তর দিতে সাকসেস বিজ ফ্যামিলি আবারো আয়োজন করেছে এক মেগা সেমিনার।
উক্ত সেমিনারে অংশগ্রহণ করে আপনিও জেনে নিতে পারেন ফ্রীল্যান্সিং সম্পর্কে বিস্তারিত।

ভাবছেন কিভাবে জয়েন করবেন? চিন্তা নেই, মেসেঞ্জারে যোগাযোগ করে আজই রেজিষ্ট্রেশন ফর্ম ফিলআপ করে আপনার কাঙ্ক্ষিত আসনটি নিশ্চিত করে নিন।

ধন্যবাদ।

বর্তমান সময়ে ফ্রিল্যান্সারদের ইনকাম দেখে সবাই ফ্রিল্যান্সার হতে চায়। কিন্তু সবাই চাই ফ্রি কোর্স । আচ্ছা বলুনতো, আপনি টা...
20/05/2023

বর্তমান সময়ে ফ্রিল্যান্সারদের ইনকাম দেখে সবাই ফ্রিল্যান্সার হতে চায়। কিন্তু সবাই চাই ফ্রি কোর্স । আচ্ছা বলুনতো, আপনি টাকা খরচ করে লেখাপড়া করে, কোনো কোম্পানিকে কি ফ্রী সার্ভিস দিবেন? তাহলে আপনি কি করে আশা করেন যে, এত এত টাকা খরচ করে আর এত শ্রম দিয়ে গড়ে তোলা আইটি কোম্পানি আপনাকে ফ্রীতে কোর্স দিবে বা ফ্রীল্যান্সিং শিখাবে। আবার অনেকে বলেন,

আমি কি ফ্রিল্যান্সিং পারবো?
আমার ফ্যামিলি তো রাজি হবে না।
আমার কাছে তো কোনো টাকা নাই।
তাহলে আমি কীভাবে ফ্রিল্যান্সিং করব?
ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ, তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে।
আমার টাকা নেই,
না থাকাটা স্বাভাবিক। কারণ, টাকা থাকলে তো আর আপনি কাজ করতে চাইতেন না। মেধা, শ্রম আর ধৈর্য্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে রিস্ক নিতে শিখুন। দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু উপহার দিবে।

তাই বলব, ফ্রিল্যান্সার আপনিও হতে পারবেন তবে আগে নিজের মন মানসিকতা পরিবর্তন করা জরুরি।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

অনেকের কাছেই শুনি, অনলাইন মানেই ভুয়া, অনলাইন মানেই প্রতারণা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই দিদি আজ অনলাইনে ফ্রীল্যান্সিং শে...
19/05/2023

অনেকের কাছেই শুনি, অনলাইন মানেই ভুয়া, অনলাইন মানেই প্রতারণা।
সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই দিদি আজ অনলাইনে ফ্রীল্যান্সিং শেখার পাশাপাশি লোকাল মার্কেটপ্লেসে ইনকাম শুরু করেছেন।

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন Toma Vattacharjo 👏

ধর্য্য আর আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যান, বিন্দুকের মুখে ছাই দিয়ে। সফলতা আসবেই, শুধু সময়ের অপেক্ষা মাত্র।
এই জায়গায় যেদিন আমি ছিলাম, সেদিন এতটা আনন্দিত হয়নি। আজ যতটা হয়েছি। আপনারা কিছু করলে মনে হয়, আসলেই আমি কিছু করতে পেরেছি।

আপনার আগামী পথচলা আরো সুন্দর হোক, সেই প্রার্থনায় করি।🤲

সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কাজেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। একা এগিয়ে যাওয়ার চেয়ে আমার মনে হয় যৌথভাবে এগিয়ে যাওয়া অনেক সহজ। তার...
16/05/2023

সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কাজেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। একা এগিয়ে যাওয়ার চেয়ে আমার মনে হয় যৌথভাবে এগিয়ে যাওয়া অনেক সহজ। তারই প্রচেষ্টায় আমরা.......

Congratulations to all of you for successfully passing the level 1 🎉Work hard and get success🥰
10/05/2023

Congratulations to all of you for successfully passing the level 1 🎉

Work hard and get success🥰

ঈদের আমেজ কাটছে আস্তে আস্তে আর আমাদের কর্মব্যস্ত জীবনও শুরু হতে চলেছে। সবাই কাজে ফিরছি যার যার স্বস্থান থেকে। ঈদ পরবর্তী...
02/05/2023

ঈদের আমেজ কাটছে আস্তে আস্তে আর আমাদের কর্মব্যস্ত জীবনও শুরু হতে চলেছে। সবাই কাজে ফিরছি যার যার স্বস্থান থেকে। ঈদ পরবর্তী সময়ে আমরা ( সাকসেস বিজ ফ্যামিলি) আয়োজন করেছি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে ইচ্ছুক নতুনদের জন্য এক ভিন্নধর্মী ফ্রী সেমিনারের। থাকছে নতুন চমক।
জানতে হলে অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত জানতে মেসেঞ্জারে যোগাযোগ করুন।
ধন্যবাদ🙏

রেজিষ্ট্রেশন ফর্ম ১ম কমেন্টে।

12/04/2023

সক্কাল সক্কাল ঘুম থেকে উঠতে না উঠতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন🥰
নববর্ষের শুভেচ্ছা জানালো🫣
আর কে কে পেয়েছেন এই ফোন?🙂

বর্তমান ডিজিটাল যুগের সাথে তালমিলিয়ে চলতে গেলে আপনার প্রয়োজন নিত্য নতুন বিষয়ের ওপর নিজের দক্ষতা বাড়ানো। অনলাইনে অভস্ত্য ...
06/04/2023

বর্তমান ডিজিটাল যুগের সাথে তালমিলিয়ে চলতে গেলে আপনার প্রয়োজন নিত্য নতুন বিষয়ের ওপর নিজের দক্ষতা বাড়ানো। অনলাইনে অভস্ত্য হওয়াটা এখন মেন্ডাটরি হয়ে যাচ্ছে। তাই বলে কি আমরা অযথায় অনলাইন এ ঘুরাঘুরি করবো? না।
চাকরীর বাজার মন্দা হওয়ায় এখন প্রায় জনই অনলাইন ক্যারিয়ার গড়ে তুলছেন। এবং লাভবান ও হচ্ছেন। এই অনলাইন ক্যারিয়ারের অন্যতম একটি হচ্ছে ফ্রীল্যান্সিং। যেখানে বাসায় নিরাপদে শুয়ে বসেই আপনি দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের একটা সিকিউর ক্যারিয়ার গড়তে পারছেন।

এখনো যাদের মনে ফ্রীল্যান্সিং নিয়ে প্রশ্ন আছে তারা চাইলে আমাদের একটি ফ্রী ক্লাসে জয়েন করে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারেন এবং একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ক্লাসটি হতে চলেছে আগামী ৯ তারিখ, রবিবার, দুপুর ২টা ৪৫মিনিটে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি লাইভ।

রেজিষ্ট্রেশন ফর্ম ১ম কমেন্টে 👈

বি.দ্র: পোস্টটি কপিরাইট করে রাখা হয়েছে। এবং যারা কপিপেস্টের মাস্টার তাদেরকে বলা হচ্ছে - এবার থেকে এই পেইজের প্রতিটা পোস্ট কপিরাইট করে রাখা হবে। 🥰






04/04/2023

My 1st video.
Plz keep me in your prayers



#ইন্সটাগ্রাম

Last class with honorable mentor bappy sirThank you so much sir 🥰
03/04/2023

Last class with honorable mentor bappy sir
Thank you so much sir 🥰

Class update Level 219th classTopic: youtube marketing Duration: 90minMentor: bappy sir
27/03/2023

Class update
Level 2
19th class
Topic: youtube marketing
Duration: 90min
Mentor: bappy sir




✔  #ইন্সটাগ্রাম কি?ফেইসবুকের মতই এটি একটি অন্যতম সোশ্যাল মিডিয়া,যা সম্পর্কে আমরা সবাই কম বেশি ধারণা রাখি।✔   মার্কেটিং ক...
25/03/2023

✔ #ইন্সটাগ্রাম কি?
ফেইসবুকের মতই এটি একটি অন্যতম সোশ্যাল মিডিয়া,যা সম্পর্কে আমরা সবাই কম বেশি ধারণা রাখি।

✔ মার্কেটিং কি?
ইন্সটাগ্রাম ব্যবহার করে ব্র্যান্ড এওয়ারনেস তৈরি এবং নতুন প্রোডাক্ট লঞ্চ করার পদ্ধতিই হচ্ছে ইন্সটাগ্রাম মার্কেটিং। ইন্সটাগ্রাম আপনাকে আপনার ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করে এবং আপনার সাথে কাস্টমারদের কানেকশন তৈরি করতে সাহায্য করে ।

✔ কেন মার্কেটিং করবেন?
বর্তমানে সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে ফেসবুক এর পর ইনস্টাগ্রাম' ই সবচেয়ে জনপ্রিয়। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া একটি ব্যবসায়ের হেলদি গ্রোথ কল্পনাও করা যায় না। কেননা আপনার ব্যবসায়ের লক্ষ লক্ষ কাস্টমার সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত।
এক্ষেত্রে আপনি সহজেই তাদের কাছে আপনার পণ্য পৌঁছে দিতে পারছেন।

এছাড়া অনেক ব্যবহারকারী আছেন যারা ফেসবুক এর চেয়ে ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করেন। তাই, আপনার ব্যাবসা, পণ্য, সার্ভিস এর গ্রাহক বৃদ্ধির জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং করা প্রয়োজন।

✔ কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন?
☞প্রথমে আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।
☞নামটা যেন নিশ্ অনুযায়ী হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। যেটা সবার কাছে পরিচিত হয়ে থাকবে।
☞প্রতিদিন নিশ্ রিলেটেড পোস্ট করে একটিভ থাকতে হবে।
☞একাউন্টের বয়স ১৫ দিন এর বেশি হয়ে গেলে, প্রতিদিন ১০ টি পোস্ট ও ১টি স্টোরি দিয়ে অর্গানিকভাবে ফলোয়ার বাড়াতে পারেন।
☞পোস্টে সর্বোচ্চ ৩০ টি হ্যাসট্যাগ ব্যবহার করতে পারবেন।
☞অন্যের একাউন্টে ফলো দিয়ে, পোস্টে লাইক, কমেন্ট করেও আপনি অর্গানিক ওয়েতে ফলোয়ার, রিচ বাড়াতে পারেন।





Class update Level 2No of class: 19th classTopic: Off page   Duration: 90minMantor: bappy sir
22/03/2023

Class update
Level 2
No of class: 19th class
Topic: Off page
Duration: 90min
Mantor: bappy sir

Level 2Class update18th classWebsite   writing (on page  ) Duration: 90minMentor: bappy sir
20/03/2023

Level 2
Class update
18th class
Website writing (on page )
Duration: 90min
Mentor: bappy sir

আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নিজের যোগ্যতার প্রমান দিয়ে স্কিল টেস্ট এ পাশ করার জন্য এবং সেই সাথে লোকাল ...
16/03/2023

আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নিজের যোগ্যতার প্রমান দিয়ে স্কিল টেস্ট এ পাশ করার জন্য এবং সেই সাথে লোকাল মার্কেটপ্লেসে পদার্পন করার জন্য। নিজের দক্ষতা দিয়ে খুব শীগ্রই একটা ভালো জায়গা করে নিতে পারবেন। এবং ভালো ইনকাম করতে পারবেন বলে আশা করি।
দুজনই কাজের প্রতি খুব ডেডিকেটেড আপনারা। এই রেজাল্ট তারই প্রমান দেয়।

অনেক অনেক শুভকামনা Toma Vattacharjo Farjana Islam Lipi 🥰


#এচিভার

আজকের এশিয়ান হোটেল এস আর এ  #এচিভার'স ডে লং  #ওয়ার্কশপের কিছু অংশ। অনেক নিত্য নতুন গাইডলাইন ও অনুপ্রেরণা পেলাম। সেই সাথে...
15/03/2023

আজকের এশিয়ান হোটেল এস আর এ #এচিভার'স ডে লং #ওয়ার্কশপের কিছু অংশ।

অনেক নিত্য নতুন গাইডলাইন ও অনুপ্রেরণা পেলাম। সেই সাথে ২য় সপ্তাহের বেস্ট পারফর্মারের গিফট টাও। দারুন কাটলো সারা দিন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় রুবায়েতুল করিম স্যারকে।নিজের ব্যস্ততম সময়ের মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। ইমরান খান ইমু ভাইয়া কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য।





Address

Boalkhali
Chittagong
4366

Alerts

Be the first to know and let us send you an email when Sumi Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumi Das:

Videos

Share