
26/10/2024
জি-হা-দ ছেড়েছি, গোলাম হয়েছি! বিয়ে কঠিন হয়ে অল্প বয়সে বিয়ে বন্ধ হয়েছে, সমাজে যি-না, হারাম রিলেশন বেড়েছে। একাধিক বিয়েকে পাপ বানিয়েছি, পর-কীয়া আজ ঘরে ঘরে পৌঁছে গেছে!
তিনটি অবহেলিত সুন্নাহ — জি-হা-দ, দ্রুত বিয়ে, একাধিক বিয়ে [এটা সুন্নাহ না]
একাধিক বিয়েটা আমাদের দেশে খারাপ চোখে দেখা হয়, এ ক্ষেত্রে পশ্চিমারা সফল। আমাদের দেশে একাধিক বিয়ে হয় না, তবে অহরহ পর-কীয়া হয়। আবার মেয়েদের দ্রুত বিয়ে হয় না, এখানে পশ্চিমাদের সফলতা। এখনকার মেয়েদের অল্প বয়সে স্বামী হয় না, তবে বয়ফ্রেন্ড অনেকেরই রয়।
— আদিব সালেহ (হাফি.)
join :
সাহল ইবনু সা’দ (রাঃ) সূত্রে বর্ণিত নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “আল্লাহর শপথ! যদি তোমার চেষ্টার দ্বা...