Mirsarai24 Tv

Mirsarai24 Tv মিরসরাই উপজেলার ২৪ ঘন্টার খবর
(1)

মিরসরাইয়ের বারইযারহাট কলেজ মাঠে অনুষ্ঠিত আবুল খায়ের গিন্নি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব সাহেবপুর স্পে...
05/01/2025

মিরসরাইয়ের বারইযারহাট কলেজ মাঠে অনুষ্ঠিত আবুল খায়ের গিন্নি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব সাহেবপুর স্পোর্টিং ক্লাব একাদশ। রানার্সআপ হয়েছে মর্নিং ফুটবল এসোসিয়েশন একাদশ।

ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং ওচমানপুর ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবা...
05/01/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং ওচমানপুর ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এবং ডা. এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি হাফেজ ইসমাইল, মাওলানা ইলিয়াস, অহিদুন্নবী রাসেল, মোশারফ হোসেন।
অনুষ্ঠানে ইউনিয়নের ১০০ জন দরিদ্র শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জিনিয়াস কোচিং এন্ড ট্রেনিং সেন্টার******************************** 🔥 সকল কোর্সে রেগুলার প্রাইসের উপর ২০% ছাড়!⏳ অফার: ৩...
05/01/2025

জিনিয়াস কোচিং এন্ড ট্রেনিং সেন্টার
********************************
🔥 সকল কোর্সে রেগুলার প্রাইসের উপর ২০% ছাড়!
⏳ অফার: ৩০ শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

🚩প্রধান শাখা: মিঠাছড়া, RPS, টাওয়ার, ডাইনামিক হাসপাতাল, মিরসরাই।

🚩 শাখা: মিরসরাই থানার বিপরীত পাশে, মাতৃকা হাসপাতাল রোড .মিরসরাই।: 01840-643946, 0183-5825312, 0167-3297726

█▓⡷ (𝕊𝕊ℂ-ℍ𝕊ℂ) নিয়মিত কোচিং ⢾▓█
🔵 ৯ম-১০ম শ্রেণি ( 𝟐𝟎𝟐𝟓 পরীক্ষার্থী)
- সকল বিভাগ (বিজ্ঞান, ব্যবসায়, মানবিক)

🟣 একাদশ শ্রেণি ( 𝟐𝟎𝟐𝟔 পরীক্ষার্থী)
- সকল বিভাগ (বিজ্ঞান, ব্যবসায়, মানবিক)

█▓⡷ 𝕊𝕊ℂ-ℍ𝕊ℂ পরীক্ষার্থী প্রোগ্রাম ⢾▓█
1. 𝙎𝙎𝘾-𝙃𝙎𝘾 মডেল টেস্ট 𝟐𝟎𝟐𝟓
মাত্র মাসিক: ৯৫০/-

2. 𝙎𝙎𝘾-𝙃𝙎𝘾 রিভিশন ব্যাচ 𝟐𝟎𝟐𝟓
মাত্র মাসিক: ৯৫০/-

█▓⡷⠂প্রফেশনাল ক্যারিয়ার কোর্স⠐⢾▓█
1. ওয়েব ডিজাইন
2.গ্রাফিক্স ডিজাইন
3. ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট
4. ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট
5. MERN ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট
6. অ্যাডভান্স এক্সেল প্রফেশনাল কোর্স
7. বেসিক কম্পিউটার এন্ড অফিস অ্যাপ্লিকেশন

█▓⡷⠂ধর্মীয় ও ভাষা শিক্ষা কোর্স ⠐⢾▓█
1. কোরআন শিক্ষা কোর্স (ফ্রী)
2. আরবি ভাষা শিক্ষা কোর্স

█▓⡷⠂প্রোগ্রামিং কোর্স⠐⢾▓█
1. সি প্রোগ্রামিং কোর্স
2. পাইথন প্রোগ্রামিং কোর্স
3. জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং কোর্স

█▓⡷⠂ডাটাবেজ প্রোগ্রামিং কোর্স⠐⢾▓█
1. MYSQL কোর্স
2. MongoDB কোর্স
█▓⡷⠂স্পোকেন ইংলিশ কোর্স⠐⢾▓█
★প্রফেশনাল স্পোকেন ইংলিশ

█▓⡷⠂কিডস ইংলিশ কোর্স⠐⢾▓█
1. জুনিয়র কিডস স্পোকেন ইংলিশ (ক্লাস-১- ক্লাস ৫)
2. সিনিয়র কিডস স্পোকেন ইংলিশ (ক্লাস-৬- ক্লাস ৮)

█▓⡷⠂কিডস ম্যাথ কোর্স⠐⢾▓█
1. জুনিয়র কিডস-লেভেল ১ (কেজি টু ক্লাস ২)
2. সিনিয়র কিডস-লেভেল ২ (ক্লাস ৩- ক্লাস ৪)

ভিজিট করুন (https://geniusctc.com)

আবুরহাট সংকেত সংস্থার ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষ্যে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা*************************...
05/01/2025

আবুরহাট সংকেত সংস্থার ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা
**********************************************
মিরসরাইয়ের আবুরহাট সংকেত সংস্থার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সংস্থার কার্যালয়ে সংকেত সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা পংকজ লাল ভৌমিকের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মাঈন উদ্দিন মনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন মিরসরাই উপজেলা জেটেবের সদস্য এবং সংস্থার সদস্য আনোয়ার আজিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক এনায়েত উল্ল্যাহ, সদস্য সচিব শাহজাহান কবির, সমাজসেবক মোহাম্মদ ঈশা।

দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ নজরুল ইসলাম। সবশেষে অর্ধশত অসহায় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

মিরসরাইয়ে শীতার্তদের জন্য ২ হাজারকম্বল দিলেন শিল্পপতি ফখরুল ইসলাম খান***************************************মিরসরাইয়ে শী...
05/01/2025

মিরসরাইয়ে শীতার্তদের জন্য ২ হাজার
কম্বল দিলেন শিল্পপতি ফখরুল ইসলাম খান
***************************************
মিরসরাইয়ে শীতার্তদের জন্য দুই হাজার কম্বল দিয়েছেন শিল্পপতি ফখরুল ইসলাম খান সিআইপি। আজ রবিবার দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছে কম্বলগুলো হস্তান্তর করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আলহাজ নুরুল করিম, এফ. আই. কে প্রোপার্টিজের কর্মকর্তারা।

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতেরসভাপতি নুরুল আনোয়ার, সম্পাদক সাইফুল ইসলাম********************************************...
05/01/2025

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের
সভাপতি নুরুল আনোয়ার, সম্পাদক সাইফুল ইসলাম
***********************************************
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শারজাহ সিটির হুদাবিয়া রেস্টুরেন্টের হলরুমে সমিতির কমিটি গঠনকল্পে আহবায়ক কমিটি সাধারণ সভার আয়োজন করেন। সভা আহ্বায়ক সালাউদ্দিন হেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপদেষ্টামন্ডলী ও সিনিয়র সদস্যবৃন্দের উপস্থিতিতে সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপদেষ্টা মন্ডলীর সদস্য জিএস গিয়াস উদ্দিন, মোরশেদ, আবু ছাইদ, আব্দুল কাইয়ুম ও সাবেক সিনিয়র নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সালের আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন আসিফ।

04/01/2025

মুহুরী প্রজেক্ট নিয়ে একি বললেন ড. মিজানুর রহমান আজহারী।

১৩৬ প্রজাতির ফুলের লক্ষাধিক ফুলের সমারোহে ফৌজদারহাট ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসন মাসব্যাপী উদ্বোধন হলো চট্টগ্রাম ফ...
04/01/2025

১৩৬ প্রজাতির ফুলের লক্ষাধিক ফুলের সমারোহে ফৌজদারহাট ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসন মাসব্যাপী উদ্বোধন হলো চট্টগ্রাম ফুল উৎসব- ২০২৫। “ফুলের মতন আপনি ফোটাও গান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মত ফুল এই উৎসবের আয়োজন করা হয়।

আরশীনগর ফিউচার পার্ক সকল রকম অশ্লীলতা মুক্ত ঘোষণা পার্ক কর্তৃপক্ষের।
04/01/2025

আরশীনগর ফিউচার পার্ক সকল রকম অশ্লীলতা মুক্ত ঘোষণা পার্ক কর্তৃপক্ষের।

বারইয়ারহাট পৌরসভায় জামালপুরদারুননাজাত মাদরাসার উদ্বোধন*****************************গুণগত মানের শিক্ষাদান ও আলোকিত মানুষ ...
04/01/2025

বারইয়ারহাট পৌরসভায় জামালপুর
দারুননাজাত মাদরাসার উদ্বোধন
*****************************
গুণগত মানের শিক্ষাদান ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর গ্রামে জামালপুর দারুননাজাত মাদরাসার উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকালে মাদরাসা হলরুমে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই বিতরণ করা হয়। উদ্বোধন হওয়া এই মাদরাসায় প্রাথমিকভাবে প্লে থেকে নূরানী তৃতীয় পর্যন্ত পাঠদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান জামালপুর দারুননাজাত মাদরাসার সভাপতি মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে এবং খন্দকার জামে মসজিদের ঈমাম জহিরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী।

এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মকছুদ আহম্মদ, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব, সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক সিরাজী, মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম, জামালপুর খন্দকার জামে মসজিদের সাবেক খতিব ও ঈমাম মাওলানা সাইফুল ইসলাম, খন্দকার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বসির আহম্মদ, আবু বকর সিদ্দিক (রা:) জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন, জামালপুর কলিজান বিবি খন্দকার জামে মসজিদের খতিব মাওলানা ডা. নুর নবী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ।

সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাদরাসার উদ্বোধন করা হয়। এসময় মাদরাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প নেই। নুরানী শিক্ষা পদ্ধতি একটি আধুনিক শিক্ষা পদ্ধতি। তাই আপনার সন্তানকে ইসলামী জ্ঞানে সুশিক্ষিত করে তুলতে অন্তত নুরানী শিক্ষাকে বাধ্যতামূলক করুন। নুরানী শিক্ষা পদ্ধতি পরিকল্পিত পদ্ধতিতে পবিত্র কুরআন মাজিদ ও দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজী তথা জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী ও সময়ের সেরা শিক্ষা ব্যবস্থাপনায় শিশুর প্রাথমিক শিক্ষার ভীত হবে অসাধারণ।

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়এসএসসি ১৯৭০ ব্যাচের পুনর্মিলনী*******************************মিরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ জ...
04/01/2025

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
এসএসসি ১৯৭০ ব্যাচের পুনর্মিলনী
*******************************
মিরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭০ ব্যাচের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ঐ ব্যাচের ছাত্র তুষার কান্তি বড়ুয়ার উদ্যোগে জোরারগঞ্জ জে.বি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ।

জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক স্বপন দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম।

এসময় স্মৃতিচারণ করেন ঐ ব্যাচের শিক্ষার্থী ডা. শাহজাহান, শামছুল হক, আহম্মদ হোসেন, আশুতোষ নাথ, তুষার কান্তি বড়ুয়া, মনোরঞ্জন দাস প্রমুখ।

পুনর্মিলনী উপলক্ষ্যে প্রীতিভোজ, সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন সাবেক শিক্ষার্থীরা।

জে.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়োজক তুষার কান্তি বড়ুয়া বলেন, আমি যখন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৯৬৫ সালে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হই তখন ক্লাসরুম ছিল মাটির গুদামের, কাঠের সিঁড়িযুক্ত চুনসুড়কির দোতলা ভবন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুন্দর অবকাঠামো নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এটা ভেবে পুলকিত হই। এখনও গর্ববোধ করি আমি এই প্রতিষ্ঠানের ছাত্র। আজকে ৫৪ বছর পর আমার বন্ধুদের পেয়ে মনে হচ্ছে স্কুলের সেই সোনালি দিন আজ ফিরে পেলাম।

04/01/2025

মহানগর স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন এবং দিনব্যাপী ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
04/01/2025

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা বায়তুল ফালাহ জামে মসজিদ ও হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে বার্ষিক...
04/01/2025

মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা বায়তুল ফালাহ জামে মসজিদ ও হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।

আবুতোরাব ফাজিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসার প্রধান গেইটের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় ...
04/01/2025

আবুতোরাব ফাজিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসার প্রধান গেইটের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এম জাহাঙ্গীর আলম ভূঁইয়া, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতিসহ শিক্ষকমন্ডলী, প্রাক্তন শিক্ষার্থীগন এবং বাজারের ব্যবসায়ীরা।

মিরসরাইয়ে নুরপাড়া দিবারাত্রি মিনিবার ফুটবলটুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিঠানালা ডার্ক নাইট***********************************...
04/01/2025

মিরসরাইয়ে নুরপাড়া দিবারাত্রি মিনিবার ফুটবল
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিঠানালা ডার্ক নাইট
***********************************
মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে স্বপ্নের মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা আয়োজিত নুর পাড়া দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মিঠানালা ডার্ক নাইট।

শুক্রবার দিনব্যাপী এই খেলায় ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় অতিরিক্ত সময়েও গোল শূন্য ফলাফলের কারনে পেনাল্টিতে ২-০ গোলে পরাজিত হয় ইয়াং স্টার মুহুরী প্রজেক্ট।

স্বপ্নের মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠাতা শাখাওয়াত হোসেনের সার্বিক তত্বাবধানে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক তপন চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর নব জাগরণ তারুণ্য সংঘের সভাপতি সাখাওয়াত হোসাইন, জামায়াত নেতা মুসলিম উদ্দিন।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইয়াং স্টারের আরফান হোসেন, সেরা গোল কিপার মিঠানালা ডার্ক নাইটের ইউনুস।

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল কয়লারমুখ চেকপোস...
04/01/2025

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল কয়লারমুখ চেকপোস্টের সামনে থেকে মালিকবিহীন ২৯২.৬২ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা এই অভিযান চালান।

মহানগর স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিকনির্বাচন ও ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন।
04/01/2025

মহানগর স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক
নির্বাচন ও ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন।

Address

Mirsarai
Chittagong
4320

Alerts

Be the first to know and let us send you an email when Mirsarai24 Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirsarai24 Tv:

Videos

Share

Category