Chattogramer Kagoj - চট্টগ্রামের কাগজ

Chattogramer Kagoj - চট্টগ্রামের কাগজ chattogramer kagoj (চট্টগ্রামের কাগজ) is one of the most popular and reliable Bangla News publishers.

09/11/2023
07/11/2023

আজ কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল

07/11/2023

চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

07/11/2023

পটিয়া রিপোর্টার্স ইউনিটির সাথে ইউএনও’র মত বিনিময়

ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন ছাত্রলীগ নেতার
07/11/2023

ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন ছাত্রলীগ নেতার

07/11/2023

বাংলাদেশের ইতিহাসে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার কলঙ্কজনক দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর। এ দিন জেনারেল জিয়াউর রহমানসহ .....

  birthdayHonorable Prime Minister Sheikh Hasina Bangladesh needs you in the continuation of development progress
27/09/2023

birthday
Honorable Prime Minister Sheikh Hasina
Bangladesh needs you in the continuation of development progress

21/09/2023

জায়েদের সঙ্গে হোটেলে সময় কাটানো নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা

21/09/2023

৩০০ কিলোমিটার দূরত্বে সাবিনাদের ম্যাচ

21/09/2023

ভোট চুরির সঙ্গে জড়িতদের তালিকা করতে হবে : আমীর খসরু

21/09/2023

নির্বাচনের তারিখ ঘোষণা করলো পাকিস্তান

21/09/2023

সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : ফখরুল

21/09/2023

বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

15/09/2023

আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংবর্ধিত অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এম এ সালাম।

#বঙ্গবন্ধু #চট্টগ্রাম #জেলা #আওমীলীগ

অভিনন্দন সাকিব বাহিনীঅভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম
15/09/2023

অভিনন্দন সাকিব বাহিনী
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম

15/09/2023

কবি-শিল্পীরাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রেখেছিলেন : প্রধানমন্ত্রী

15/09/2023

দ্বিতীয় সন্তান নেওয়ার আগে মাথায় রাখুন এই ৪ বিষয়

15/09/2023

সরকার সবকিছুকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে : মির্জা ফখরুল

15/09/2023

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

15/09/2023

বাজার ও এলাকাভেদে একই সবজির দুই ধরনের দাম

15/09/2023

জন্মাষ্টমী উদযাপন পরিষদে ৫ লাখ টাকা অনুদান নওফেলের

15/09/2023

উমরাহ করতে যাওয়া নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি

15/09/2023

পাঁচ মাসে ১৮ কেজি ওজন কমিয়েছেন সারিকা সাবাহ

15/09/2023

লেজের ঝড়ে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

15/09/2023

জলবায়ু ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে : হেলাল আকবর চৌধুরী বাবর

15/09/2023

সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

15/09/2023

এক কমিটিতেই ৫ বছর দক্ষিণ জেলা যুবদল

15/09/2023

ডাচ-বাংলা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই একাধিক চাকরি

14/09/2023

শুক্রবারের আমল যা করবেন

বিস্তারিত কমেন্টে

 #চট্টগ্রাম  #যুবদল    #বিএনপি
14/09/2023

#চট্টগ্রাম #যুবদল #বিএনপি

এদিকে, গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ৯ উপজেলা ও পৌরসভার পূর্ণাঙ্গ এবং ৪ উপজেলা ও পৌরসভার আংশিক আহ....

১৪ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনেআজ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্...
13/09/2023

১৪ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

আজ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

০৭৮৬ - আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।

১৩৮৯ - ওসমানীয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন।

১৮০৪ - আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।

১৮১২ - রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১৮৬৭ - কার্ল মার্ক্স দাস কাপিটাল প্রকাশিত হয়।

১৯১৭ - রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।

১৯৪৯ - ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।

১৯৫৯ - প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।

১৯৬০ - ‘অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস (ওপেক)’ প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ - আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন।

১৯৮২ - লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন।

১৯৮৪ - কলকতায় পাতাল ট্রেন চালু হয়।

১৯৮৯ - এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯৫ - কলকাতায় পাতাল রেল চালু হয়।

২০০০ - মাইক্রোসফট উইন্ডোজ এমই (ME) বাজারে ছাড়ে।

২০০৩ - ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।

জন্ম:

১৭৬৯ - জার্মানির খ্যাতনামা সমাজবিজ্ঞানী আলেক্সান্ডার ভন হাম্বুল্ড।

১৭৯১ - জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রান্ৎস বপ।

১৮৬৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজি আইনজীবী ও রাজনীতিবিদ রবার্ট সীসিল।

আরও পড়ুন: বুধবারের রাশিফলে দেখে নিন কেমন কাটবে দিন

১৮৭১ - জার্মান সমাজতন্ত্রবাদী সাংবাদিক ইয়োসেফ ব্লক।

১৮৮৮ - বাঙালি ধর্মসংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর।

১৯০৯ - ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক সুবোধ ঘোষ।

১৯১৩ - গুয়াতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমিসংস্কার আন্দোলনের পুরোধা জাকোব আর্বেঞ্জ।

১৯২০ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ লরেন্স রবার্ট ক্লাইন।

১৯২৮ - কিউবান আলোকচিত্র শিল্পী আলবের্তো কোর্দা।

১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট ফরিদ মুরাদ।

১৯৪১ - বাংলাদেশের প্রথম বাম হাতি স্পিনার রাম চাঁদ গোয়ালা।

১৯৪৭ - আইরিশ নিউজিল্যান্ড অভিনেতা ও পরিচালক স্যাম নিইল।

১৯৫৬ - গ্রিক আইনজীবী, রাজনীতিবিদ ও ১৮১তম প্রধানমন্ত্রী কোস্তাস কারামানলিসের।

১৯৬৫ - রাশিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ।

১৯৮৫ - জাপানি অভিনেত্রী ও গায়ক আয়া উএট।

১৯৮৮ - আমেরিকান মডেল, ২০০৮ মিস আমেরিকা কার্স্টেন হাগলুন্ড।

মৃত্যু:

১৩২১ - ইতালীয় কবি দান্তে আলিগিয়েরি।

১৬৩৮ - ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান মন্ত্রী ও সমাজসেবী জন হার্ভার্ড।

১৭১২ - ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি।

১৮৫১ - আমেরিকান সৈন্য ও লেখক জেমস ফেনিমরে কুপার।

১৯০১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিন্‌লি।

১৯১৬ - নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার হোসে এচেগারাই।

১৯২৭ - মার্কিন নৃত্যশিল্পী ইসাডোরা ডানকান।

১৯৪০ - খ্যাতনামা সেতার বাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী।

১৯৭০ - জার্মান দার্শনিক রুডলফ করেনাপ।

১৯৭১ - বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

১৯৭৪ - আমেরিকান অভিনেতা ও গায়ক ওয়ারেন হুল।

১৯৭৫ - বাংলা ভাষার অন্যতম ঔপন্যাসিক ও গল্পলেখক নরেন্দ্রনাথ মিত্র।

১৯৭৯ - আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও তৃতীয় প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারাকি।

১৯৮২ - লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল।

১৯৮৪ - মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী জ্যানেট গেনর।

২০০৫ - ফরাসি লেখক ভ্লাদিমির ভল্কঅফ।

২০১২ - নিউজিল্যান্ড চিত্রশিল্পী ডন বিননি।

২০২০ - বাংলাদেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু।

২০২০ - বাংলাদেশী টেলিভিশন ব্যক্তিত্ব অভিনেতা ও সরকারি কর্মকর্তা মহিউদ্দিন বাহার।

পড়াশোনার ভয়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই দেশ ছাড়তে চেয়েছিল শিশু জোনায়েদ!বিমানবন্দরের সব ধরনের নিরাপত্তা এড়িয়ে কুয়েতগামী একটি ফ্ল...
13/09/2023

পড়াশোনার ভয়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই দেশ ছাড়তে চেয়েছিল শিশু জোনায়েদ!

বিমানবন্দরের সব ধরনের নিরাপত্তা এড়িয়ে কুয়েতগামী একটি ফ্লাইট চড়ে বসা শিশু জোনায়েদ এখন গোপালগঞ্জের নিজ বাড়িতে রয়েছে।

মঙ্গলবার গভীর রাত ৩টার দিকে পুলিশি হেফাজত থেকে চাচা ইউসুফ মোল্লার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয় বলে জানান ঢাকা বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া।

১০ বছর বয়সি শিশু জোনায়েদ মোল্লা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের ইমরান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত ৩টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাসপোর্ট ও বোর্ডিং পাস ছাড়াই বিমানে উঠে পড়ে সে। জোনায়েদ যে সিটে বসেছিল সেই সিটের টিকিটধারী ব্যক্তি যখন আসেন তখন কেবিন ক্রুর নজরে আসে বিষয়টি।

তিনি শিশুটির সঙ্গে কাউকে দেখতে না পেয়ে বিষয়টি পাইলটকে জানান। পরে নিরাপত্তাকর্মীরা এসে শিশুটিকে নিয়ে যায়। তারা শিশুটিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।

শিশুটির চাচা ইউসুফ মোল্লা জানান, তার ভাতিজা জোনায়েদ খুবই দূরন্ত। তাকে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। সেখান থেকে সে বার বার পালিয়ে আসে। তাই তাকে মাদ্রাসা থেকে এনে স্কুলে ভর্তি করা হয়েছে। তবুও সে বাড়ি থেকে মাঝেমধ্যে হারিয়ে যায়, আবার একাই ফিরে আসে।

তারই ধারাবাহিকতায় এক সপ্তাহ আগে সে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে বিমানে উঠে পড়ার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান ইউসুফ মোল্লা।
তিনি বলেন, “আমাদের ফোন করা হলে তাকে বিমানবন্দর থানা থেকে নিয়ে এসেছি। বর্তমানে সে বাড়িতেই আছে।”

শিশু জোনায়েদ মোল্লা জানায়, সে বিমানবন্দরের সব নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে পড়ে। সে কোনো কিছু না ভেবে শখের বসে বিমানে উঠে। সে জানেই না যে বিমানে উঠতে বোর্ডিং পাস, পাসপোর্ট এবং ভিসা লাগে। ভুল করে বিমানে উঠে পড়েছে বলে জানায় জোনায়েদ।

মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, “বিমানবন্দর থানা থেকে আমাদের ফোন করা হলে তার পরিবারের খোঁজ করে সংবাদ দেই। তারা তাকে বিমানবন্দর থানা থেকে নিয়ে আসে। বর্তমানে শিশুটি বাড়িতেই আছে।”

এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

-

11/09/2023

এডিসি হারুন বরখাস্ত

বিস্তারিত কমেন্টে...

26/08/2023

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর এবার সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন দলের স্থায়ী কমিটির .....

Address

৮ সিডিএ বা/এ, লুসাই ভবন, চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম-৪১০০, বাংলাদেশ।
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Chattogramer Kagoj - চট্টগ্রামের কাগজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share