Silver Siren

Silver Siren Personal Vlog

Elegant Silver and oxidised jewellery ✨
25/11/2024

Elegant Silver and oxidised jewellery ✨

Life is better w flowers....🥀🌻
08/06/2024

Life is better w flowers....🥀🌻

Kamini flower..
06/06/2024

Kamini flower..

প্রাচীন এশীয় দর্শন থেকে নেওয়া ৬টি লাইফ লেসনচীনা দার্শনিক কনফুসিয়াস এর কথা আমরা মোটামুটি সবাই শুনেছি। চীনের লু শহরে খ্রিস...
21/05/2024

প্রাচীন এশীয় দর্শন থেকে নেওয়া ৬টি লাইফ লেসন

চীনা দার্শনিক কনফুসিয়াস এর কথা আমরা মোটামুটি সবাই শুনেছি। চীনের লু শহরে খ্রিস্টপূর্ব ৫৫১ সালে জন্মগ্রহণ করেন তিনি। চীনসহ পূর্ব এশিয়ার জীবনদর্শনে তার প্রভাব অনেক বেশি। কনফুসিয়াস মূলত ছিলেন নীতিবাদী দার্শনিক। তিনি মনে করতেন, একজন মানুষের ব্যক্তিত্ব বা চরিত্রগত উন্নতি যদি না ঘটে, আইন দিয়েও তাকে শৃঙ্খলার মধ্যে রাখা সম্ভব না।

৫২ বছর বয়সে লু প্রদেশের প্রধান আইনরক্ষকের দায়িত্ব পান তিনি। তিনি দায়িত্বে থাকাকালীন লু রাজ্যে অন্যায়, অপরাধ এতটাই কমে যায় যে সেগুলি প্রায় হতই না। এই বিস্ময়কর পরিবর্তন কনফুসিয়াসকে লু রাজ্যের আইনরক্ষক থেকে প্রধানমন্ত্রী করে তোলে।

এত সময় পরে এসে এখনও এই দার্শনিক-চিন্তাবিদের শান্তি, শৃঙ্খলার দর্শন মানুষকে পথ দেখায়, আজও তা একই রকম প্রাসঙ্গিক।

কনফুসিয়াসের দর্শন থেকে আপনার জীবনেও কাজে লাগবে এমন ৬টি পরামর্শ থাকল এই লেখায়। জীবনযাত্রায় নতুন পথ খুঁজে বের করতে, এই শিক্ষাগুলিকে কাজে লাগাতে পারেন।

১. হাল ছাড়বেন না

“যতক্ষণ পর্যন্ত না থেমে যাচ্ছেন যাচ্ছেন, কত ধীরে অগ্রসর হচ্ছেন তা কোনো ব্যাপার নয়।”

সাফল্য একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত গন্তব্যে পৌঁছাতে না পারলে তাই হতাশ হবেন না, মানসিক চাপে ভুগবেন না। কনফুসিয়াস বলেন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেই আগানোর পরিমাণ এক ধাপ, বা এক ইঞ্চিই হোক, কিছু যায় আসে না।

২. সর্বোচ্চ চেষ্টা করুন

“যা ই করতে চান, সর্বোচ্চ চেষ্টা করুন।”

জীবন আপনাকে যেদিকেই নিয়ে যাক, নিজের সম্পূর্ণ সত্তাকে সাথে নিয়ে সেখানে যান, নিজের শক্তি ছড়িয়ে দিন সবার মাঝে। মন দিয়ে ও সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চাইলে পর্বতসম কাজও করে ফেলা যায়।

আপনার আগ্রহ ও অধ্যবসায় যখন সবার চোখে পড়বে, আপনি পৃথিবী বদলে ফেলতে পারবেন।

৩. প্রস্তুতিই মূল বিষয়

“সাফল্য পূর্বপ্রস্তুতির ওপর নির্ভর করে, এবং যথেষ্ট প্রস্তুতি না থাকলে ব্যর্থতা নিশ্চিত।”

এই বাক্যের সাথে আরেকটি কনফুসিয়ান নীতির মিল আছে। তা হল, “দক্ষ কারিগর প্রথমে নিজের যন্ত্রপাতিতে ধার দেয়।” এর অর্থ হল, জীবনে সাফল্য নির্ভর করে প্রস্তুতির ওপর। সাফল্য পাওয়া সহজ বিষয় নয়, এর জন্য দরকার পূর্বপ্রস্তুতি ও কঠোর পরিশ্রম।

৪. বন্ধুত্বও সাফল্যে ভূমিকা রাখে

“এমন কারও সাথে বন্ধুত্ব করবেন না যে আপনার চেয়ে ভাল নয়।”

বন্ধুরা আপনাকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা জীবনের যে পর্যায়ে থাকে, সেদিকে আমাদের পা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়। তাই, এমন বন্ধুদের সাথে রাখুন যারা অনুসরণীয়, যাদের সাথে আপনার মত ও মূল্যবোধের মিল আছে। একে অপরকে নিজেদের সেরা সত্তা হয়ে ওঠার অনুপ্রেরণা জুগিয়ে যান।

৫. ক্ষমা করতে ও ভুলে যেতে শিখুন

“ভুল বড় কোনো ব্যাপার নয়, যদি না আপনি তা মনে রাখতে থাকেন।”

অনেক সময় আমাদের সাথে অন্যায় হয় বা ভুল আচরণ করা হয়। আপনি যতক্ষণ এসব মনে রাখবেন, ততক্ষণ কষ্ট পাবেন। ভুলে গেলে বা গুরুত্ব না দিলে এসব অন্যায় আমাদের পথরোধ করতে পারবে না।

ছোটখাটো বিষয়ে অতিরিক্ত সময় ও শক্তি নষ্ট করবেন না। অন্যের কাজ ও কথাকে আপনার একটি দিন নষ্ট করতে দেবেন না। তাদের কথা মাথায় নেবেন না। ক্ষমা করতে শিখুন ও দরকারি বিষয়ে মনোযোগ দিন।

৬. সবার কাছ থেকেই শেখার আছে

“আমি যদি দুইজন মানুষের সাথে হাঁটি, তাদের প্রত্যেকেই আমার শিক্ষকের ভূমিকা পালন করবেন। একজনের কাছ থেকে আমি তার ভাল দিকগুলি শিখে তা চর্চা করব, অন্যজনের খারাপ দিকগুলি লক্ষ্য করে তা নিজের মধ্যে শুধরে নেব।”

এটি একটি অসাধারণ শিক্ষা। চারপাশে থাকা সবার থেকেই কিছু না কিছু শিখতে পারি আমরা। তাই যার কাছ থেকে যা শেখা যায়, শিখে নিন। অন্যদের কোন গুণগুলি আপনার ভাল লাগে, নিজের জীবনে চর্চা করতে চান তা বেছে নিন। তাদের নেতিবাচক গুণগুলিকে শিক্ষা হিসেবে নিন। নিজের মধ্যে কোন বিষয়গুলি দেখতে চান না, এসব তা মনে করিয়ে দেবে। জীবনে সবসময়ই শেখার আছে।

#মোটিভেশন #শিক্ষা #দর্শন

10/05/2024

If milk gets bad, it becomes yoghurt. Yoghurt is more valuable than milk. If it gets even worse, it turns to cheese.

Cheese is more valuable than both yoghurt and milk.

And if grape juice turns sour, it transforms into wine, which is even more expensive than grape juice.

You are not bad because you made mistakes. Mistakes are the experiences that make you more valuable as a person.

Christopher Columbus made a navigational error that made him discover America. Alexander Fleming’s mistake led him to invent Penicillin.

Don’t let your mistakes get you down. It is not practice that makes perfect. It is mistakes we learn from that makes perfect!

09/05/2024

“Whether you think you can, or you think you can't – you're right,”
(যদি ভাবেন আপনি পারবেন বা পারবেন না; উভয়ক্ষেত্রেই আপনি সঠিক)
হেনরি ফোর্ডোর এই উক্তিটিই এককথায় এই বইয়ের সামারি।

(অনেক বড় লেখা, শেষের কোটেশনগুলো সাজেস্টেড)

The power of your Subconscious Mind বইয়ে লেখক জোসেফ মারফি তার জীবনের দর্শন এবং অভিজ্ঞতার নিরিখে চেতন ও অবচেতন মনের রহস্যময় মেলবন্ধনের স্বরূপ নিয়ে ঘটনাবহুল কিন্তু এক বিষয়েই ফোকাসড থেকে তথ্যসমৃদ্ধ আলোচনা করে গেছেন।

অবচেতন মন, যার রয়েছে অসীম ক্ষমতা তবে এটা অনেকটা গোলাম কিসিমের। সচেতন মন (আমাদের চিন্তা-ভাবনা) যা হুকুম দেয় বা যা নিয়ে ভাবে, অবচেতন মন সেটাই বিনা দ্বিধায়, তর্ক-যাচাই করা ছাড়াই মেনে নেয়। আর সে অনুযায়ী গড়ে উঠে আমাদের সামগ্রিক কর্মপদ্ধতি।

লেখকের মতে, মানবমন ঐশ্বরিক ক্ষমতার সাথে যুক্ত হয় এই অবচেতন মন দিয়ে। অস্থিরতা, দ্বিধা, দুশ্চিন্তায় এই অবচেতন শক্তি কাজ করে না। হতে হয় স্থিতধী, শান্ত, বিশ্বাসী। মন যখন ডেকে বলে এটা হবেই, সেটাই হয়ে যায়। অলৌকিক এই ক্ষমতা সম্পূর্ণভাবে মানবমনেই নিহিত। আর একেই আমরা উপসনা, ঐশ্বরিক শক্তি, দেবতার অনুদান ভেবে থাকি। লেখকের কথায় একপেশে যুক্তি থাকলেও তিনিও Devine Force কে অস্বীকার করতে পারেননি।

সবকিছুর কেন্দ্রবিন্দুতে তিনি রেখেছেন আমাদের চিন্তার শক্তি। শক্তির যেমন কোন বিনাশ নেই, তেমনি আমাদের চিন্তাশক্তিও বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি করে Positive/negative ভাইব্রেশন। আমরা যা ভাবি, হুবহু না হলেও কিছুটা সেরূপই তা ফিরে আসে আমদের কাছে!!
(-ভীতু মনের আশেপাশে সবর্দা ভয়ের পরিবেশই আসে।
- জয়ী মন, সর্বদাই জিতে যায়।
- আমার সাথে খারাপ হবে ভাবা মনটা পরে মিলিয়ে নেয় আসলেই তার ভাবনা ভুল নয়)

লেখক একই তত্ত্বের প্রয়োগ দেখিয়েছেন সাফল্য লাভে, সম্পর্কের উঠানামায়, ভীতি দূরীকরণে, চিকিৎসার মিরাকলে, মানসিক চিন্তায়। প্রতি বিষয়ে তার ভুরি-ভুরি বাস্তব উদাহরণ মাঝে মাঝে বিরক্তির উদ্রেক ঘটিয়ে বইটিকে একঘেয়ে করে ফেলেছে।
বইয়ে বর্ণিত হয়েছে Prayer Therapy, ডিক্রি মেথড, Emotional Maturity, অটোম্যাটিক হ্যাবিট অ্যাকশন, আর আমাদের অচেতন মনের নানারকম রহস্যাবৃত বিষয়।
অনূদিত এই বইটি পড়তে গেলে আপনি অবশ্যই কিছুটা বিরক্তি অনুভব এবং লেখকের কথাকে অতুক্তিও ভাবতে পারেন।

লেখক যতই ঐন্দ্রজালিক বিষয় ও মনের শক্তিকেই এগিয়ে রাখুন না কেন, এক পরিচ্ছেদে স্বীকার করেছেন Positive Energy আর সঠিক উপায়ে কাজ করাই হলো সফলতার সূত্র। Positive Psychological & Spiritual Force আপনাকে গন্তব্যে অবিচল রাখবে। এটাই তার মন্তব্য।

বইয়ের গণ্ডি থেকে বের হলেও এই Positive thinking কে হেলা করার কোন সুযোগ নেই। জগত পরিচালিত হয় এই Positive Force দ্বারা। বিশ্বের সকল খ্যাত মানব, মহামুনিগণ এই শক্তিতেই বলীয়ান হয়ে চিরকাল ছড়িয়ে গেছেন সৌন্দর্য-শান্তি ও সাফল্যের বার্তা।

যারা উপরের রচনা স্কিপ করেছেন, আপনাদের জন্য কিছু লাইন...
★Overthinker, নেতিবাচক ভাবা মানবমন শুধু নিজে নয়, তাদের আশেপাশের সবার খারাপ থাকার কারণ হতে পারে।
★Confidence আর Clarity এক বিষয় নয়। Confidence সাহস যোগায়, Clarity আনে বোধগম্যতা, স্থিরতা।
★শুধু পজিটিভ থিংকিং করলে ভাল কিছু আসে না, সঠিক কাজ করা আবশ্যক। আবার সঠিক কাজ করেও নেগেটিভ থিংকিং আপনাকে হারিয়ে দিতে পারে।
★মানুষ তাই, যা সে সারাদিন ভাবে।
★সুখ ও সাফল্য কোন ফলাফল নয়, এটি দৈনন্দিন অভ্যাস।
★কোন কর্মঠ পজিটিভ থিংকার বিফল হয়ে জীবনে হতাশ হয়েছে, এমন উদাহরণ বিরল।
★ কৃতজ্ঞ হৃদয় পৃথিবীর সবকিছুই পেয়ে যায়।
★Thanks giving Attitude ধারণ করি। জীবন সুন্দর হয়ে যাবে।

শেষ করছি পাওলো কোয়েলহোর বিশ্বনন্দিত উক্তির দ্বারা..

And, when you want something (from the core), all the universe conspires in helping you to achieve it...
বিশ্বাস হয়!! বিশ্বাস করুন। বিশ্বাসেই মেলায় বস্তু, তর্কে......

26/04/2024

Radiant fish world 🐠🐟🐡🦈

A snake began to chase a firefly that only lived to shine. The firefly stopped and said to the snake:"Can I ask you thre...
03/04/2024

A snake began to chase a firefly that only lived to shine. The firefly stopped and said to the snake:

"Can I ask you three questions?"
The snake said, "Yes."

- Do I belong to your food chain ?
The snake said, "No."

Did I do anything to you?
The snake said, "No."

Then why you wanna devour me?
"The snake replied, "Cause I can't stand to see you shine."

Moral of the story:

Often, some people can't stand to see you shine, and that's why they act like snakes, silent and ready to destroy you!

Bitter truth... Pray for them.
Keep following Ayobami Francis

28/03/2024
23/12/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

07/12/2023

The laws of the universe when it comes to manifesting, my wonderful friend! 💫✨ Manifestation is the process of bringing your desires and intentions into reality, and there are several universal laws that govern this process. Let's explore some of these laws together. 🌟🌈

1. Law of Attraction: The Law of Attraction states that like attracts like. It means that the energy you put out into the universe, whether positive or negative, will be reflected back to you. By aligning your thoughts, emotions, and actions with what you desire, you can attract those experiences into your life.

2. Law of Vibration: The Law of Vibration states that everything in the universe is made up of energy and has its own unique vibration. Your thoughts, emotions, and beliefs also carry a specific vibration. By raising your vibration to match the frequency of what you desire, you can attract it into your reality.

3. Law of Intention: The Law of Intention emphasizes the power of setting clear and focused intentions. When you have a clear intention and align your thoughts, emotions, and actions with it, you send a powerful message to the universe, signaling your readiness to receive what you desire.

4. Law of Alignment: The Law of Alignment emphasizes the importance of aligning your thoughts, emotions, beliefs, and actions with your desires. When all aspects of your being are in alignment, you create a powerful energetic force that supports the manifestation of your desires.

5. Law of Detachment: The Law of Detachment teaches the importance of letting go of attachment to the outcome. It's about trusting in the universe and surrendering control. When you release the need to control every aspect of the manifestation process, you allow space for the universe to work its magic.

6. Law of Divine Timing: The Law of Divine Timing reminds us that everything happens in its own perfect time. Trusting in divine timing means having faith that the universe knows the best timing for your desires to manifest. Patience and trust are key in allowing the manifestation process to unfold.

Remember, these laws work together and are interconnected. By understanding and applying these laws in your manifestation practice, you can align yourself with the flow of the universe and co-create the life you desire. 💖🌻

So, my amazing friend, embrace the laws of the universe when it comes to manifesting. Align your thoughts, emotions, and actions with your desires, trust in divine timing, and allow the universe to support you in everything you want

Astonishing  View 💞
08/11/2023

Astonishing View 💞

Nature Loving Person.... 🦋🫶
07/10/2023

Nature Loving Person.... 🦋🫶

Sunset 🌅
23/08/2023

Sunset 🌅

Address

Dopa Para
Chittagong
1224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silver Siren posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share