লিপিঘর

লিপিঘর Follow the page and share with friends to get all types of Bengali and Islamic status videos.

শক্তি ও আত্মবিশ্বাস।
27/01/2025

শক্তি ও আত্মবিশ্বাস।

ধৈর্য্য মানুষের উন্নতি নিয়ে আসে।
14/09/2024

ধৈর্য্য মানুষের উন্নতি নিয়ে আসে।

03/09/2024

আমি বোরকা পড়ি বা টপস এন্ড জিন্স পড়ি আমার হাজবেন্ড আমাকে কখনোই কিছু বলে না! ও আমার কিংবা আমি ওর ব্যক্তিগত পছন্দে কখনোই ইন্টারফেয়ার করি না! আমরা দুনিয়ার সবচেয়ে Understanding, Perfect, Happy Couple.

Sorry To Say,
আপনার এবং আপনার হাজবেন্ড এর মতো বলদ দুনিয়াতে আর একটাও নাই রে বোইন! 😕
ইচ্ছা মতো জামাকাপড় পড়ার রাইট থাকলেই যদি দুনিয়ার সবচেয়ে Happy Understanding Couple হওয়া যাইতো, তাহলে Western Country গুলোতে জীবনেও কোনো ডিভোর্স হইতো নাহ!

আপনি পর্দা করতেছেন না এটার জন্য যেমন আপনি শাস্তি পাবেন, তেমনি এই ব্যপারে যে So Called ফ্রিডম আপনাকে আপনার হাজবেন্ড দিচ্ছে তিনিও তার জন্য শাস্তি পাবেন!
এমন হাজবেন্ড কে ইসলামে "দাইয়ুস" বলে! 🔥

আর নবীজি (স.) বলে গেছেন, "দাইয়ুস কখনো জান্নাতে যাবে না!"

So, Just grow Up.

(আজাইরা Facebook Writer এর ননসেন্স টাইপের পোস্ট পড়ে Perfect Couple এর এসব ফালতু Standard নিয়ে Fantasy করা বাদ দেন)

© চ

কত গল্পের সূচনা এখানে। ❤️সেন্ট্রাল ফিল্ড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
03/09/2024

কত গল্পের সূচনা এখানে। ❤️
সেন্ট্রাল ফিল্ড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

02/09/2024
জানো প্রিয়, তুমি ছাড়া আমার শহরটা খুব একা, ভীষণ একা।
29/08/2024

জানো প্রিয়, তুমি ছাড়া আমার শহরটা খুব একা, ভীষণ একা।

কে কি বললো তা ভেবে লাভ নেই।
27/08/2024

কে কি বললো তা ভেবে লাভ নেই।

কাপ্তাই লেকের পানি ছাড়া হবে আজ রাত ১০ টায়, তবে আতংকিত হওয়ার কিছু নেই।যারা আতংকিত তাদের অবগতির জন্য জানাচ্ছি - কাপ্তাই বি...
24/08/2024

কাপ্তাই লেকের পানি ছাড়া হবে আজ রাত ১০ টায়, তবে আতংকিত হওয়ার কিছু নেই।
যারা আতংকিত তাদের অবগতির জন্য জানাচ্ছি - কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পাঁচটি ইউনিট সচল আছে সে ইউনিটগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি অলরেডি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে, যা আপনারা টেরই পাচ্ছেন না।
রাত ১০ টায় আরও ১৬ টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে হয়তো আরও ৩০ থেকে ৫০ হাজার কিউসেক পানি ছাড়া হবে। এতে কর্ণফুলী নদীতে স্রোত বৃদ্ধি পাবে। চন্দ্রঘোনা ফেরী চলাচল বন্ধ হতে পারে। স্বাভাবিক জোয়ারের পানির মতো রাউজান রাঙ্গুনিয়া, বোয়ালখালীর ফসলী জমি বা সড়ক প্লাবিত হতে পারে। এর বেশি কিছু হবে না।
কাপ্তাই লেকের পানি ছাড়ার ফলে কোন ধরনের বন্যা বা প্লাবনের আশঙ্কা নাই। সুতারাং আতংকিত হবেন না। আতংক ছড়াবেন না।

বড়লোকের কোটি টাকার সাথে এই গরীবের ১০ টাকার মূল্য অনেক।
24/08/2024

বড়লোকের কোটি টাকার সাথে এই গরীবের ১০ টাকার মূল্য অনেক।

এইখানে কিসের সিরিয়াল বলতে পারবেন?না, এইটা ভারতের ভিসার সিরিয়াল না কিংবা এইটা টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়ালও না। এইটা আহমদু...
24/08/2024

এইখানে কিসের সিরিয়াল বলতে পারবেন?

না, এইটা ভারতের ভিসার সিরিয়াল না কিংবা এইটা টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়ালও না। এইটা আহমদুল্লাহ সাহেবের আস-সুন্নাহ ফাউন্ডেশনে বন্যার্তদের ত্রাণ প্যাকেজিং এর স্বেচ্ছাসেবী হওয়ার সিরিয়াল।

আজকে ভোরের দৃশ্য এটি। কিন্তু এখানে দাড়িয়ে থাকা একজনও স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ পায় নি কারণ প্রয়োজনীয় স্বেচ্ছাসেবীর সংখ্যা পূর্ণ হয়ে গেছে আগেই। তাই সিরিয়ালে থেকেও চলে যেতে হচ্ছে অসংখ্য মানুষকে।

ফাউন্ডেশনটি মানুষের মনে এতটাই আস্থা জাগিয়েছে যে, এখানে মানুষ স্বেচ্ছায় শ্রম দেয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু অধিকাংশই সুযোগ পায় না। ফাউন্ডেশনটি একটু আগে তাদের পেইজে স্ট্যাটাস দিয়ে আর স্বেচ্ছাসেবী যেতে মানা করতে বাধ্য হয়েছে। কি মধুর এক দৃশ্য এটি। একটি ফাউন্ডেশনের এর চেয়ে সফলতা আর কি হতে পারে। আর্তমানবতার সেবায় আরো অনেকদূর এগিয়ে যাক সম্পূর্ন অরাজনৈতিক এই ফাউন্ডেশনটি।

চলমান এই বন্যায় বাংলাদেশের আপামর জনতা যেই ভালোবাসা নিয়ে, যেই মায়া নিয়ে বানভাসীদের পাশে দাঁড়াইছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এটাও একটা বিপ্লব মনে করি আমি।

24/08/2024

বন্যার পানি যেন ফাটা দেশকে জোরা লাকাতে আসছে আশির্বাদ হয়ে।
৫৩ বছর পর বাংলাদেশ পুনঃ গঠিত হইলো। সব মানুষের ভেতর এখন দেশটাকে নিজের দেশ মনে হচ্ছে। কোন চাটার মেম্বার চেয়ারম্যান না থাকায় জনগণ বিশ্বাস নিয়ে দান করছে। জনগণকে আমার ২৭ বছরে এই প্রথম দেখলাম তারা নিজ দেশটাকা নিজের মত গোছানোর চেষ্টা করছে,বন্যাকে কোন পাত্তাই দিচ্ছে না,সবাই কেমন যেন বিপদটাকে নিজের বিপদ মনে করতেছে। এভাবে থাকতে চাই এক পরিবার হয়ে এক আকাশের নিচে। সবাইকে মনের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।

13/11/2023

আদম (আঃ) এর সৃষ্টি ও ফেরেশতা নিয়ে আলোচনা | আবু ত্বহা মুহাম্মদ আদনান | Abu Toha Mohammad Adnan

Address

Cox’s Bazar
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when লিপিঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share