07/08/2024
তোমায় কতটা ভালোবাসি সেটা বোঝাতে পরিনি, বোঝাতে পারিনি তোমাকে কতটা তীব্র ভাবে চাই খোদার কাছে। বুকের ভেতর ভালোবাসা জমতে জমতে পাহাড় পরিমাণ উঁচু হলেও তা আয়োজন করে প্রকাশ করতে পারি না। এরকম কিছু মানুষ থাকে যারা ভালোবাসে কিন্তু ভালোবাসা প্রকাশে বরাবরই ব্যার্থ। আমিও সম্ভবত সে দলের লোক।
তুমি থাকো আমার হৃদয়ে গোপন। তুমি থাকো আমার ভাবানার জগতের প্রতিটি অঞ্চল জুড়ে। তুমি থাকো আমার নিরব রাতের প্রার্থনায়। তুমি থাকো আমার খিলখিল হাসিতে, হুহু করে কেঁদে উঠা কান্নায়। তুমি থাক আমার যত্নে, তুমি থাকো আমার স্বপ্নে, তুমি থাক আমার কবিতায়। আমার গানে, আমার প্রাণে। আমার ভয়ে, আমার জয়ে। তুমি থাকো আমার বুকের গভীরের এমন এক স্থানে যেখানে প্রবেশ করার ক্ষমতা কারোর নেই।
এই যে প্রতিদিন তোমার থেকে দূরে সরে যাচ্ছি, একলা হয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, ফুরিয়ে যাচ্ছি, আমাদের দূরত্ব তৈরি হচ্ছে আলোকবর্ষ থেকেও বহুদূর। একদিন হয়তো আমার ছাঁয়াটাও থাকবে না তোমার আশেপাশে। তুমি জানতেও পারবে না কোনোদিন, আমি শুধু ভালোবাসার কাঙাল হতে চেয়েছি। তোমাকে মুখ ফুটে বলতেও পারবো না কখনো, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া....