Esraat CR

Esraat CR আমার প্রিয় ছিল প্রতারক।

🥺
23/09/2024

🥺

😒
22/09/2024

😒

মানুষ কখন বুঝে জানো এক হারায় গেলে আর এক মরে গেলে।মানুষ যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখনই বুঝে কি হারিয়েছে।এখন হয়তো বে...
21/09/2024

মানুষ কখন বুঝে জানো এক হারায় গেলে আর এক মরে গেলে।মানুষ যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখনই বুঝে কি হারিয়েছে।এখন হয়তো বেশ ভালোই সুখে আছো কিন্তুু একদিন ঠিকই বুজবা সেদিন আর শান্তি পাবা না। এখন যেমন প্রতিটা রাত আমি কান্না করি এমন একটা সময় আসবে আমার থেকেও বেশি কষ্ট বেশি কান্না তুমি করবে পাশে কেউ থাকবে না। কাউকে পাশে পাবে না কেউ তখন তোমার কষ্টটা বুঝবে না। এটা অভিশাপ না এটা নিয়তি।আজ পর্যন্ত কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হয়নি।এখন আমি যেমন সবকিছু মেনে নিতে না পেরে গলাকাটা মুরগির মতো ধরফর করি একটা সময় আসবে তুমিও আমার থেকে বেশি ধরপর করবা।তোমার এই শান্তির ঘুম তোমার কাছে বেশিদিন স্থায়ী হবে না। আমার বিশ্বাসগুলোকে তুমি ভেঙ্গেছো একদিন এমন সময় আসবে তোমার বিশ্বাসগুলোকে হাজারো মানুষ ভাঙবে। কিছুই বলতে পারবে না।আমার মতো সেদিন তুমিও প্রতিবাদ করতে পারবে না। আমি তোমাকে নিঃস্বার্থে কোন স্বার্থ ছাড়া ভালোবেসে ছিলাম। আফসোস!!! একদিন এমন সময় আসবে এই স্বার্থের কারণে কেউ তোমাকে লাথি মেরে ও দেখবে না। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারো না। একদিন মিলিয়ে নিও।।।
CR

🥰
21/09/2024

🥰

18/09/2024
তোমায় কতটা ভালোবাসি সেটা বোঝাতে পরিনি, বোঝাতে পারিনি তোমাকে কতটা তীব্র ভাবে চাই খোদার কাছে। বুকের ভেতর ভালোবাসা জমতে জম...
07/08/2024

তোমায় কতটা ভালোবাসি সেটা বোঝাতে পরিনি, বোঝাতে পারিনি তোমাকে কতটা তীব্র ভাবে চাই খোদার কাছে। বুকের ভেতর ভালোবাসা জমতে জমতে পাহাড় পরিমাণ উঁচু হলেও তা আয়োজন করে প্রকাশ করতে পারি না। এরকম কিছু মানুষ থাকে যারা ভালোবাসে কিন্তু ভালোবাসা প্রকাশে বরাবরই ব্যার্থ। আমিও সম্ভবত সে দলের লোক।

তুমি থাকো আমার হৃদয়ে গোপন। তুমি থাকো আমার ভাবানার জগতের প্রতিটি অঞ্চল জুড়ে। তুমি থাকো আমার নিরব রাতের প্রার্থনায়। তুমি থাকো আমার খিলখিল হাসিতে, হুহু করে কেঁদে উঠা কান্নায়। তুমি থাক আমার যত্নে, তুমি থাকো আমার স্বপ্নে, তুমি থাক আমার কবিতায়। আমার গানে, আমার প্রাণে। আমার ভয়ে, আমার জয়ে। তুমি থাকো আমার বুকের গভীরের এমন এক স্থানে যেখানে প্রবেশ করার ক্ষমতা কারোর নেই।

এই যে প্রতিদিন তোমার থেকে দূরে সরে যাচ্ছি, একলা হয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, ফুরিয়ে যাচ্ছি, আমাদের দূরত্ব তৈরি হচ্ছে আলোকবর্ষ থেকেও বহুদূর। একদিন হয়তো আমার ছাঁয়াটাও থাকবে না তোমার আশেপাশে। তুমি জানতেও পারবে না কোনোদিন, আমি শুধু ভালোবাসার কাঙাল হতে চেয়েছি। তোমাকে মুখ ফুটে বলতেও পারবো না কখনো, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া....

স্বাধীনতার প্রথম সকাল। Good morning
06/08/2024

স্বাধীনতার প্রথম সকাল। Good morning

05/08/2024

আলহামদুলিল্লাহ। 😁

প্রতি বছর কোরবানের ঈদে বাবা ছিল। এই ঈদে বাবা নেই। মনে হলে বুকটা ছিড়ে যায়।আল্লাহ উনাকে জান্নাত দান করুক। আল্লাহ সবার মা-ব...
16/06/2024

প্রতি বছর কোরবানের ঈদে বাবা ছিল। এই ঈদে বাবা নেই। মনে হলে বুকটা ছিড়ে যায়।আল্লাহ উনাকে জান্নাত দান করুক। আল্লাহ সবার মা-বাবাকে সুস্থ রাখুক।

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",আমি বুঝেছিলাম তোমার ম...
12/04/2024

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

Esraat

10/04/2024

EID MOBARAK
SOBAIKE

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Esraat CR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esraat CR:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All