04/01/2026
সংস্কৃতি ধরে রাখে তারাই যাদের আমরা হয়তোবা গুরুত্বই দিতে চেষ্টা করি না!
হ্যাঁ! দুঃখজনক হলেও এটাই সত্য। যারা শিক্ষিত কিংবা যাদের বড় বড় প্রতিষ্ঠানকে এক হাতে রাখার মতো শক্তি বা সামর্থ্য দুই-ই আছে, তাদের মধ্যে কতজনই বা সংস্কৃতি ধরে রাখার প্রয়াস করেন? নিয়মের বেড়াজালে বা ব্যস্ততার অজুহাতে তারা আটকে ফেলেন তাদের গন্ডি। কিন্তু দেখুন, ছবির এ দুজন মানুষ কতটুকুই বা জানেন সংস্কৃতি কী, নিয়ম কী! ঐতিহ্যের সংজ্ঞা কখনো তারা মুখস্থ করে জনসমর্থন আদায়ের চেষ্টা করে নি। তারা শুধু জানেন, এসব বাঁশের তৈরি জিনিস অথবা হাতের তৈরি হস্তশিল্পের বুনন এখন আর নেই বললেই চলে। তাই নিজেরা যতদিন বেঁচে আছেন ততদিন এসব জিনিস সংরক্ষণ করে রেখেছেন পরম যত্নের সহিত। চাইলেও আর ওনারা বানাতে পারবেন না এসব জিনিস। বার্ধক্যের কারণে চোখের শক্তি যে আর কুলাতে চায় না! তাই জীবনের শেষ বুনন বা কাজ হিসেবে এ কটি জিনিসই তাদের শেষ সংরক্ষণ। যদি আমার মতো গুটিকয়েক পাগল এসবের সন্ধানে কখনো আসেন তাদের দেখাবেন বলে!
হাহা! আর আমাদের? ব্যস্ততার অজুহাতে, দায়িত্বের বেড়াজালে হয়তো এসব নিয়ে পোস্ট দেখলে বা মেসেজ দেয়া হলে হয়তো সিন করাই আর হয়ে ওঠে না!