Dachangnu Chowdhury

Dachangnu Chowdhury শব্দ দিয়ে আঘাত নয়...

মমতার পরশ দিই ☘️♥️
(2)

সংস্কৃতি ধরে রাখে তারাই যাদের আমরা হয়তোবা গুরুত্বই দিতে চেষ্টা করি না!  হ্যাঁ! দুঃখজনক হলেও এটাই সত্য। যারা শিক্ষিত কিংব...
04/01/2026

সংস্কৃতি ধরে রাখে তারাই যাদের আমরা হয়তোবা গুরুত্বই দিতে চেষ্টা করি না!

হ্যাঁ! দুঃখজনক হলেও এটাই সত্য। যারা শিক্ষিত কিংবা যাদের বড় বড় প্রতিষ্ঠানকে এক হাতে রাখার মতো শক্তি বা সামর্থ্য দুই-ই আছে, তাদের মধ্যে কতজনই বা সংস্কৃতি ধরে রাখার প্রয়াস করেন? নিয়মের বেড়াজালে বা ব্যস্ততার অজুহাতে তারা আটকে ফেলেন তাদের গন্ডি। কিন্তু দেখুন, ছবির এ দুজন মানুষ কতটুকুই বা জানেন সংস্কৃতি কী, নিয়ম কী! ঐতিহ্যের সংজ্ঞা কখনো তারা মুখস্থ করে জনসমর্থন আদায়ের চেষ্টা করে নি। তারা শুধু জানেন, এসব বাঁশের তৈরি জিনিস অথবা হাতের তৈরি হস্তশিল্পের বুনন এখন আর নেই বললেই চলে। তাই নিজেরা যতদিন বেঁচে আছেন ততদিন এসব জিনিস সংরক্ষণ করে রেখেছেন পরম যত্নের সহিত। চাইলেও আর ওনারা বানাতে পারবেন না এসব জিনিস। বার্ধক্যের কারণে চোখের শক্তি যে আর কুলাতে চায় না! তাই জীবনের শেষ বুনন বা কাজ হিসেবে এ কটি জিনিসই তাদের শেষ সংরক্ষণ। যদি আমার মতো গুটিকয়েক পাগল এসবের সন্ধানে কখনো আসেন তাদের দেখাবেন বলে!

হাহা! আর আমাদের? ব্যস্ততার অজুহাতে, দায়িত্বের বেড়াজালে হয়তো এসব নিয়ে পোস্ট দেখলে বা মেসেজ দেয়া হলে হয়তো সিন করাই আর হয়ে ওঠে না!

03/01/2026

আজ চাবাই মগের মৃত্যুবার্ষিকী।

চাবাই মং (চাবাই ম্রো/মগ) ৭ জুলাই ১৯৪৮ সালে রাঙামাটি জেলার বালুখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের মারমা সমাজের একজন গুরুত্বপূর্ণ নেতা, সংগঠক ও সমাজসংস্কারক ছিলেন। ছোটবেলায় পিতার মৃত্যু ও দারিদ্র্যের মধ্যেও তিনি শিক্ষা জীবন চালিয়ে যান এবং মেধা ও নেতৃত্বগুণে পরিচিত হন। ছাত্রজীবনে তিনি পাহাড়ি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও পরে সহ-সভাপতি নির্বাচিত হন।
তিনি মারমা সমাজের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদ গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি অসুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, রক্তদান ও আর্থিক সহযোগিতায় সক্রিয় ছিলেন। চাকরিজীবনে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে দায়িত্ব পালন করেন।
১৯৮৭ সালের ৩ জানুয়ারি তিনি নিখোঁজ হন এবং পরবর্তীতে আর খোঁজ পাওয়া যায়নি। তার এই রহস্যজনক অন্তর্ধান মারমা সমাজে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করে। সমাজ সংস্কার, নেতৃত্ব ও আত্মত্যাগের কারণে চাবাই মং আজও মারমা সমাজে স্মরণীয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। তারই স্মরণে পাঠ করছি কবি ক্যজসাই মারমার লেখা কবিতা "যে্ খ্যসু সাবাই।"

আমার ফলোয়ারের মধ্যে মনে হয় স্টার সেন্ডার কেউ নেই 🫣নাহলে তো কমেন্টে স্টার দিত 😔এনাদের মধ্যে কাকে কাকে চেনেন কমেন্ট করুন। ...
01/01/2026

আমার ফলোয়ারের মধ্যে মনে হয় স্টার সেন্ডার কেউ নেই 🫣

নাহলে তো কমেন্টে স্টার দিত 😔

এনাদের মধ্যে কাকে কাকে চেনেন কমেন্ট করুন। আর নতুন বছরে স্টার দিতে ভুলবেন না! 🥰

বছরের শেষ সূর্যকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা ♥️🥰কিন্তু পারি নি। নিজের নিয়মে ডুবে গেছে। ঠিক তেমনি অতীতকেও আঁকড়ে ধরে দুঃখ পেয়ে...
31/12/2025

বছরের শেষ সূর্যকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা ♥️🥰

কিন্তু পারি নি। নিজের নিয়মে ডুবে গেছে। ঠিক তেমনি অতীতকেও আঁকড়ে ধরে দুঃখ পেয়ে লাভ নেই। বহমানই জীবন। তাই নতুন করে, আরো শক্তিশালী হয়ে নতুন বছর শুরু করাই সকলের জন্য উত্তম হবে।

আমার পেইজের সকল ফলোয়ারদের নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি 💛🍂

মানুষজন পিকনিক করছে। আর আমি কম্বলের তলায় থেকেও শীতে কাঁপছি আর ঘুমানোর চেষ্টা করছি😔সবার জন্য হ্যাপি নিউ ইয়ার না ☹️কে কে আ...
31/12/2025

মানুষজন পিকনিক করছে। আর আমি কম্বলের তলায় থেকেও শীতে কাঁপছি আর ঘুমানোর চেষ্টা করছি😔

সবার জন্য হ্যাপি নিউ ইয়ার না ☹️

কে কে আমার মতো ঘুমিয়ে পড়ছেন?

লাভলী দিদি যিনি রাঁধেন চমৎকার! 😍অমায়িক, বিনয়ী, স্নেহপরায়ণ এ মানুষটির বাড়ি পানখাইয়া পাড়াতে।  দক্ষ হাতে কম সময়ের মধ্যে রান...
31/12/2025

লাভলী দিদি যিনি রাঁধেন চমৎকার! 😍

অমায়িক, বিনয়ী, স্নেহপরায়ণ এ মানুষটির বাড়ি পানখাইয়া পাড়াতে। দক্ষ হাতে কম সময়ের মধ্যে রান্না করে ওনার আতিথেয়তা দিয়ে মুগ্ধ করেছেন আমাদের সকলকে।

বছরের শেষে এসে এ মানুষটির প্রতি জানাই ভালোবাসা ♥

আজ গুণীজনদের সান্নিধ্যে কিছুক্ষণ 🙏♥️মারমা জাতির রত্নদের সাথে কথা বলে অনেক বিষয়ে জানতে পারলাম। এনাদের যত্ন করতে পারলে মার...
26/12/2025

আজ গুণীজনদের সান্নিধ্যে কিছুক্ষণ 🙏♥️

মারমা জাতির রত্নদের সাথে কথা বলে অনেক বিষয়ে জানতে পারলাম। এনাদের যত্ন করতে পারলে মারমা সমাজ আরো অনেকাংশে এগিয়ে যেতে পারবে।

ছবিতে হ্লাশিংথোয়াই ছারা আর অংচাইরী মামাকে পেলে খুব ভালো হত। এ দুজনও আমাদের সাথে থেকে দিনটিকে সমৃদ্ধ করেছেন।

প্রথম দেখা ও কথা বলার সুযোগ 🙏☘️থাইল্যান্ড থেকে আগত ভান্তের সাথে আজ সকালে ছোয়াইং দেয়ার সৌভাগ্য হয়েছে বিসিএস ক্যাডার পলিপ্...
18/12/2025

প্রথম দেখা ও কথা বলার সুযোগ 🙏☘️

থাইল্যান্ড থেকে আগত ভান্তের সাথে আজ সকালে ছোয়াইং দেয়ার সৌভাগ্য হয়েছে বিসিএস ক্যাডার পলিপ্রু চৌধুরী দিদির বাড়িতে। নতুন এক অভিজ্ঞতা ছিল। ভান্তে এবং ওনার ক্যামেরাম্যানের বিনয়ী ভাব মনের মধ্যে প্রশান্তি এনে দেয়। সত্যি! ধর্ম মানুষকে উগ্র থেকে বিনয়ী করে তোলে।

কিশোর-কিশোরী উপযোগী ইংরেজি গল্পের বই খুঁজছিলাম বাতিঘরে 💜আপনারা শেষ গিয়েছেন কবে?
17/12/2025

কিশোর-কিশোরী উপযোগী ইংরেজি গল্পের বই খুঁজছিলাম বাতিঘরে 💜

আপনারা শেষ গিয়েছেন কবে?

ক্যচিংহ্লা মারমা, আমার ক্যাম্পাসের ছোট ভাই♥️সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২২–২৩ সেশনের একজন শিক্...
14/12/2025

ক্যচিংহ্লা মারমা, আমার ক্যাম্পাসের ছোট ভাই♥️

সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২২–২৩ সেশনের একজন শিক্ষার্থী। খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম থেকে এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না। তার পুরো পথজুড়ে ছিল কেবল একজন মানুষের অবিচল শক্তি—তার মা।

দুর্ভাগ্যজনকভাবে, গত ৮ বছর ধরে তার মা হৃদরোগে ভুগছেন। সাম্প্রতিক ৩ মাস ধরে তিনি তীব্র বুকে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন।
১৮ আগস্ট ২০২৫ তারিখে খাগড়াছড়ি পার্কসাইড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. পূর্ণ জীবন চাকমা পরীক্ষার পর নিশ্চিত করেন—তিনি Dissecting Ascending Aortic Aneurysm (Type-A) নামক মারাত্মক ও জীবনঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত।
পরবর্তীতে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (NICVD), আগারগাঁও-এ রেফার করা হয়। সেখানে পরীক্ষায় দেখা যায়—

• হৃদপিণ্ড থেকে বের হওয়া এওর্টা স্বাভাবিকের তুলনায় মারাত্মকভাবে ফুলে গেছে (১১ সেমি × ৮.৫ সেমি)
• হার্টের গুরুত্বপূর্ণ ভালভগুলো ঠিকভাবে কাজ করছে না
• দ্রুত অপারেশন ছাড়া জীবন রক্ষা করা সম্ভব নয়
👉 ডাক্তারদের সিদ্ধান্ত
• জরুরি ওপেন হার্ট সার্জারি প্রয়োজন
• Bentall’s Procedure + Hemiarch Replacement
• নতুন মেকানিক্যাল ভালভ স্থাপন

✅ আনুমানিক মোট খরচ: ৬,০০,০০০ টাকা
(অপারেশন, ICU, ওষুধ, রক্ত, গ্রাফট, ভালভ, পরীক্ষা ও হাসপাতাল ব্যয় মিলিয়ে)

ডাক্তাররা বলেছেন—১–২ মাসের মধ্যেই অপারেশন করাতে হবে।
কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করা এই পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।
এই অবস্থায়, একজন বড় বোন হিসেবে আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—
আপনাদের সামান্য সহযোগিতাই হয়তো একজন মায়ের জীবন বাঁচাতে পারে, একজন সন্তানের পৃথিবীটা অটুট রাখতে পারে।

💖 আর্থিক সহায়তার মাধ্যম-

🔸বিকাশ (ক্যচিংহ্লা-রোগীর ছেলে):
01521535063

🔸নগদ: 01685279848

🔸অগ্রণী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা
হিসাবের নাম: ক্যচিংহ্লা মারমা
একাউন্ট নং: 0200023818446
Routing No: 010152085

🔸Trust Bank Limited, খাগড়াছড়ি শাখা
A/C Name: Kyachinghla Marma
A/C No: 00630310039996
Routing No: 240460071

🙏 আপনাদের সহযোগিতা, দোয়া ও শেয়ারই এই মুহূর্তে সবচেয়ে বড় ভরসা।
মানবিক সহানুভূতির জন্য আগাম কৃতজ্ঞতা।

“ধর্মে অবিশ্বাস মানুষের হৃদয়কে পাপের খাদের দিকে ঠেলে দেয়।”আজ য়ংড বৌদ্ধ বিহারে সকল প্রাণীর কল্যাণ হেতু বিবিধ দানীয় কর্ম স...
12/12/2025

“ধর্মে অবিশ্বাস মানুষের হৃদয়কে পাপের খাদের দিকে ঠেলে দেয়।”

আজ য়ংড বৌদ্ধ বিহারে সকল প্রাণীর কল্যাণ হেতু বিবিধ দানীয় কর্ম সম্পাদিত হয়েছে ♥️

অবাধ্য মনকে শান্ত করার জন্য ধর্মের ছায়ার বিকল্প নেই ♥️
10/12/2025

অবাধ্য মনকে শান্ত করার জন্য ধর্মের ছায়ার বিকল্প নেই ♥️

Address

University Of Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dachangnu Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dachangnu Chowdhury:

Share