Hs travelling

Hs travelling Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hs travelling, Digital creator, Chittagong.

04/09/2023

Tree Plantation: A Path Towards Environmental Restoration and SustainabilityTree plantation is a crucial endeavor that plays a pivotal role in safeguarding our environment and ensuring the well-being of future generations. The act of planting trees is not merely a symbolic gesture; it is a tangible and impactful step towards combating climate change, conserving biodiversity, and improving the overall quality of life on our planet. In this composition, we will delve into the significance of tree plantation, its benefits, and the importance of collective action in this endeavor.First and foremost, trees are often referred to as the "lungs of the Earth." This metaphor underscores their vital role in the carbon cycle. During photosynthesis, trees absorb carbon dioxide, a major greenhouse gas, and release oxygen, which is essential for all living beings. By increasing the number of trees through plantation initiatives, we can mitigate the harmful effects of carbon emissions and slow down the process of global warming. The more trees we plant, the more carbon dioxide is removed from the atmosphere, ultimately leading to a healthier planet.Furthermore, tree plantation is essential for conserving biodiversity. Forests are home to countless species of plants, animals, and microorganisms. When forests are destroyed due to deforestation or urbanization, these species lose their habitat, and many face the threat of extinction. By planting trees and restoring forests, we create safe havens for wildlife, allowing them to thrive and maintain the delicate balance of ecosystems.In addition to their ecological benefits, trees offer a plethora of advantages to human society. One of the most immediate benefits is the improvement of air quality. Trees act as natural air filters, trapping pollutants and releasing clean oxygen into the atmosphere. This is particularly important in urban areas, where air pollution is a major health concern. Tree-lined streets and green spaces in cities not only beautify the environment but also contribute to the well-being of residents by providing cleaner air to breathe.Moreover, tree plantation has a significant impact on water resources. Trees help in groundwater recharge by allowing rainwater to pe*****te the soil rather than running off the surface. This helps to replenish aquifers and ensures a stable supply of fresh water. Additionally, trees along riverbanks and in watersheds play a crucial role in preventing soil erosion and maintaining the quality of water bodies.Tree plantation also has social and economic benefits. It creates employment opportunities in nurseries and for those involved in the planting and maintenance of trees. Furthermore, the sustainable management of forests can provide a steady supply of timber and non-timber forest products, contributing to the economy. Additionally, green spaces and forests offer recreational opportunities for people, promoting physical and mental well-being.To achieve the full potential of tree plantation, it is essential that individuals, communities, and governments come together. Reforestation and afforestation programs need to be implemented on a large scale. Public awareness campaigns can educate people about the importance of trees and motivate them to participate in tree planting initiatives. Governments can enact policies that incentivize tree plantation and enforce laws against illegal deforestation.In conclusion, tree plantation is not just a simple act of putting saplings into the ground; it is a multifaceted solution to some of the most pressing environmental, social, and economic challenges we face today. By planting trees, we combat climate change, preserve biodiversity, improve air and water quality, and enhance the quality of life for current and future generations. It is a collective responsibility to nurture and protect the trees that sustain us, and it is an investment in the health and sustainability of our planet. Therefore, let us join hands and embark on a journey towards a greener, more sustainable future through tree plantation.

26/08/2023
 #নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ।
18/08/2023

#নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ।

14/07/2023
09/07/2023

আমরা হয়তো সকলকেই সাহায্য করতে পারব না, তবে আমরা কাউকে না কাউকে সাহায্য করতে পারব। আর এটাই হলো মানবতা।

09/07/2023

পৃথিবীকে মানবতার দোলনা বলা হয়, তবে মানুষ সারাজীবন এই দোলনায় থাকতে পারে না।কেননা একটা সময় তার ভিতর মানবতার অভাব দেখা যায়।

07/07/2023

কোনো মানুষেরই মনটা ষোল আনা তার নিজের নয়। বড় জোর যদি এক আনা তার নিজের হয় তবে তার পনের আনা সমাজের।

06/07/2023

এই সমাজের রীতি নীতি,
মনের ভেতর জাগায় ভীতি!
কোন্‌ নীতিতে চলে মানুষ?
বুঝতে গিয়ে হলাম বেহুঁশ!
রোলখানা তার এক যে ঠিকই,
মুখস্থটায় তুখোড় সেকি!
প্রশ্ন যদি একটু ঘুরাই,

মাথাটা হ্যাং হচ্ছে পুরাই!
টাকা যতোই আসছে তেড়ে,
অভাবখানি যাচ্ছে বেড়ে!
কালো বাজারে সাচ্চা কাজী,
নামের আগে ঠিকই হাজী!
হোক না ছেলের মনটা কালো,
প্রেম বাজারে ‘ডিম্যাণ্ড’ ভালো!
টাকা আছে, আর কী লাগে?

স্ট্যাটাসের দামটা আগে!
জন্মটা এই বাংলা ভিটায়,
নাক উঁচু হয় ইংরেজিটায়,
হিন্দি ছাড়া যায় কি বাঁচা?
বাংলা ভাষায় ভীষণ কাঁচা!
দেশটা নিয়ে চিন্তা অনেক,
মরলো ‘তণু’ হাজার খানেক।
আন্দোলনের সময় এলে,
আমরা তখন ‘ভদ্র’ ছেলে!

ধনীরা যে মানুষ হয় না, তার কারন ওরা কখনো নিজের অন্তরে যায় না । দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায় । কখনো ও...
06/07/2023

ধনীরা যে মানুষ হয় না, তার কারন ওরা কখনো নিজের অন্তরে যায় না । দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায় । কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না , কেননা অন্তরে কোন বিমান যায় না ।
— হুমায়ূন আজাদ

আমরা বড়ই আজব মানুষবাঙালি কয় যারে,তাই তো শাসক ইস্যু দিয়েশাসন করতে পারে।নিত্য পণ্য কত কিছুনা খেয়ে যায় দিন,কাঁচা মরিচ নিয়ে ...
05/07/2023

আমরা বড়ই আজব মানুষ
বাঙালি কয় যারে,
তাই তো শাসক ইস্যু দিয়ে
শাসন করতে পারে।
নিত্য পণ্য কত কিছু
না খেয়ে যায় দিন,
কাঁচা মরিচ নিয়ে মোরা
বাজিয়ে যাচ্ছি বীণ।
ইস্যুর ফাঁদে পড়ে মোরা
হারিয়ে ফেলি মূল,
শেষে খুজি আসল মোদের
পাই না তো আর কুল।
ইস্যুর জালে পড়ব না আর
এই হোক মোদের পণ,
তবেই হবে দাবি আদায়
শান্ত হবে মন।

ঘরের কোনে মরিচ গাছ লাল মরিচ ধরে, তোমার কথা মনে হলে চোখের পানি পড়ে!
05/07/2023

ঘরের কোনে মরিচ গাছ লাল মরিচ ধরে, তোমার কথা মনে হলে চোখের পানি পড়ে!

তুমি যা কিছুই পরিধান করো না কেন, সেটা তোমার হাসির চেয়ে কখনো মূল্যবান হতে পারে না।
04/07/2023

তুমি যা কিছুই পরিধান করো না কেন, সেটা তোমার হাসির চেয়ে কখনো মূল্যবান হতে পারে না।

ইসলামে স্বামীদের স্ত্রীদের সাথে সম্পর্ক রাখতে সম্পূর্ণ কর্তব্যবান হওয়া উচিত। প্রতিটি স্ত্রীর প্রতি তার স্বামীর প্রেম এব...
04/07/2023

ইসলামে স্বামীদের স্ত্রীদের সাথে সম্পর্ক রাখতে সম্পূর্ণ কর্তব্যবান হওয়া উচিত। প্রতিটি স্ত্রীর প্রতি তার স্বামীর প্রেম এবং সম্মান অনুগ্রহ করা উচিত।

স্ত্রীদের সম্মান করা উচিত এবং কোনও ধরনের শাস্তি নেওয়া উচিত নয়।

স্বামীদের স্ত্রীদের প্রতি সহানুভূতি ও সম্মান করা উচিত। ইসলামে স্ত্রীর প্রতি সম্মান এবং সহানুভূতি করা প্রধান বিষয়।

ইসলামে স্ত্রী এবং স্বামীর মধ্যে একটি সামান্য আদালত বিদ্যমান থাকে, যার মাধ্যমে তারা তাদের সমস্যা সমাধান করতে পারেন।
স্বামী স্ত্রী সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে কথাগুলো বলেছে সে কথাগুলো আমরা মেনে চলব ইনশাল্লাহ।

পাখি ছাড়া প্রকৃতি একেবারেই বেমানান ।
03/07/2023

পাখি ছাড়া প্রকৃতি একেবারেই বেমানান ।

আপনি যদি আজ একটি গাছ লাগান তার মানে আপনি আগামীকালকে বিশ্বাস করেন।”
03/07/2023

আপনি যদি আজ একটি গাছ লাগান তার মানে আপনি আগামীকালকে বিশ্বাস করেন।”

03/07/2023

দাম্পত্য জীবন হচ্ছে বন্ধুত্বের সর্বোচ্চ স্থান যেখানে আপনি আপনার ইচ্ছা মত সবকিছু করতে পারবেন। আপনি যদি চান আপনার দাম্পত্য জীবন সুখী করতে পারবেন, আবার আপনি যদি চান আপনার দাম্পত্য জীবন ধ্বংস করব তাও পারবেন।

03/07/2023

আপনি যদি একজন ভালো দাম্পত্য পান তাহলে আপনার জীবন সুন্দর হবে, আর যদি একজন খারাপ দাম্পত্য পান তাহলে আপনি সারা জীবনের জন্য দার্শনিক হয়ে উঠবেন।

03/07/2023

আল্লাহ তায়ালা বলেছেন, নিশ্চয়ই আমি তাকে রিজিক দিয়ে ভরে দেবো, যে তার বিয়ে ফরজ হওয়ার সাথে সাথেই দাম্পত্য জীবনে পা রেখেছেন।

দাম্পত্য জীবনে মানুষ সুখী হলে তার কোনো সীমা নেই আর যদি কেউ দাম্পত্য জীবনে কষ্ট হয় তাহলে তো তার জীবনের কোনো দুঃখের সীমা ...
03/07/2023

দাম্পত্য জীবনে মানুষ সুখী হলে তার কোনো সীমা নেই আর যদি কেউ দাম্পত্য জীবনে কষ্ট হয় তাহলে তো তার জীবনের কোনো দুঃখের সীমা ছাড়া উপায় নেই। একজন স্বামী ও স্ত্রী তাদের দাম্পত্য জীবনের সুখী হওয়া বেশি জরুরি। কারণ তাদের মধ্যে যদি দ্বিধা-দন্ড থাকে তাহলে তাদের সংসারের কোনো অস্তিত্ব থাকবে না । সংসার শুধু একজন পুরুষ দিয়েই হয়না আবার একজন নারী দিয়েও হয় না তাদের দুজন সম্মিলিত ভাবে একটি সংসার সুন্দর করে গড়ে ওঠা সম্ভব।

সবুজ ঘাসের ভিতরে  পিপিলিকার বাসা
03/07/2023

সবুজ ঘাসের ভিতরে পিপিলিকার বাসা

02/07/2023

✪ Let’s talk- আসুন কথা বলি ।
✪ Let’s share- এসো বিনিময় করি ।
✪ Let’s get started- চলো শুরু করি ।
✪ Let’s take a look- চলো একবার দেখে নেই ।
✪ Let’s take a break - চলো একটা বিরতি নেই ।
✪ Let’s take a rest- চলো বিশ্রাম নেয়া যাক ।
✪ Let’s go by bus, ok ?- চলো বাসে যাই, ঠিক আছে?
✪ Let’s have dinner- চলো রাতের খাবার খাই ।
✪ Let’s meet on Sunday- চলো রবিবার দেখা করি ।
✪ Let’s begin- চলো শুরু করি ।
✪ Let’s study- চলো পড়াশুনা করি ।
✪ Let’s take a walk- চলো হাটা যাক ।
✪ Let’s begin the project- চলো প্রজেক্টটি শুরু করি ।
✪ Let’s clean the our room- চলো আমাদের রুম পরিষ্কার করি ।
✪ Let’s meet in front of the library- চলো পাঠাগারের সামনে দেখা করি ।
✪ Let’s discuss about this- চলো এ সম্পর্কে আলোচনা করি ।
✪ Let’s have a conversation in English - চলো ইংরেজিতে একটি সংলাপ করি ।
✪ Let's study attentively to cut a good figure- চল ভাল ফলাফলের জন্য পড়াশোনায় মনোযোগী হই

23/05/2023

একজন মা শিক্ষিত বা অশিক্ষিত হতে পারেন,
কিন্তু আপনি যখন জীবনে ব্যর্থ হন,
তখন এই গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ উৎসাহ ও উপদেশ খুঁজে পাবেন আপনার সেই মায়ের কাছেই।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hs travelling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hs travelling:

Videos

Share