ইসলাম

ইসলাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলাম, Media, Chittagong.

14/07/2023

🏵️ ভালো মন্দ সবকিছুতেই৷ আলহামদুলিল্লাহ 🏵
😊😊

চারিদিকে হজ্জের সুবাস 🌸আকাশে-বাতাসে তালবিয়ার প্রতিধ্বনি।লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 🖤আল্লাহ্ পাক সবাইকে কবুল করুন 🤲
28/06/2023

চারিদিকে হজ্জের সুবাস 🌸
আকাশে-বাতাসে তালবিয়ার প্রতিধ্বনি।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 🖤

আল্লাহ্ পাক সবাইকে কবুল করুন 🤲

22/04/2023

পুরাতন কাপড় দিয়ে
ঈদ করা লজ্জার বিষয় না।☺✅
লজ্জার বিষয় হলো রোযা না
রেখে ঈদ করা!😌👍

انا لله وانا اليه راجعون শ্রদ্ধেয় বাবা হুজুর আর নেইদারুল উলুম  হাটহাজারী মাদরাসার সিনিয়র উস্তাদ, বুজর্গ আলেম, সুন্নতে ন...
27/03/2023

انا لله وانا اليه راجعون শ্রদ্ধেয় বাবা হুজুর আর নেই

দারুল উলুম হাটহাজারী মাদরাসার সিনিয়র উস্তাদ, বুজর্গ আলেম, সুন্নতে নববীর উপর দৃঢ়তার সাথে আমলকারী, সুন্নাহ প্রতিষ্ঠার একনিষ্ঠ ব্যক্তিত্ত্ব উস্তাদে মুহতারম আল্লামা মুমতাজুল করিম (প্রকাশ বাবা হুজুর) আজ (২৮ মার্চ) রাত অনুমানিক ১ '৩০মিনিট ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন....

পরম করুনাময় আল্লাহ তাআ'লা শাহী দরবারে মারহুম উস্তাদ রহিমাহুল্লাহর মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
দোয়া করি মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নতের সম্মানিত স্থান ও উচ্চ মকান দান করুন, আমীন।

আজ বাদ আসর হাটহাজারী মাদরাসায় নামাযে জানাযা ও মকবরায়ে জামেয়ায় দাফন করা হবে।

11/03/2023

শান্তি পাচ্ছেন না?
গোনাহ ছেড়ে দিন এবং আপনার রবকে স্মরণ করুন।

14/02/2023
পাঁচ শ্রেণির লোককে বন্ধু করোনাঃ"""""""""""""""""""""""""""""""১/ মিথ্যুক।-কেননা তার থেকে প্রতারণা ছাড়া কিছু পাবে না। ২/ ...
06/02/2023

পাঁচ শ্রেণির লোককে বন্ধু করোনাঃ
"""""""""""""""""""""""""""""""
১/ মিথ্যুক।
-কেননা তার থেকে প্রতারণা ছাড়া কিছু পাবে না।

২/ অজ্ঞ।
-প্রবাদ আছে অজ্ঞ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রুও ভালো।

৩/ ভীরু।
-সে বিপদে এগিয়ে আসবে না।

৪/ পাপাচারী।
-সে সামান্য জিনিসের বিনিময়ে তোমাকে বিক্রি করে দিবে।

৫/ কৃপাণ।
-সে প্রয়োজনের সময় দূরে দূরে থাকবে। তোমাকে ধরা দিবে না।

06/02/2023

বেশিরভাগ মেয়েরা যৌবনে স্ত্রী হয়ে আলাদা থাকার জন্য আন্দোলন করে •

আবার বৃদ্ধ বয়সে শাশুড়ী হয়ে একসাথে থাকার হাদীস শুনায় •

মিরসরাইয়ের বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে ৪ পা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে...
04/02/2023

মিরসরাইয়ের বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে ৪ পা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে...

04/02/2023

ভালবাসা গোপনেই সুন্দর..😍
তাই তো তাহাজ্জুদের নামাজ এতো উত্তম🕋🤲

সুবহানাল্লাহ
01/02/2023

সুবহানাল্লাহ

19/01/2023

নিজের মাঝে হিংসা পোষণ করে
অন্যর ক্ষতি করা যায় না,, 🚫
বরং নিজ কে ধ্বংস করা হয়,,✅

15/01/2023

ধাঁধা****
বছরে আসে মাসে যায়!😊
দিনে উপস রাতে খাই!🙂
দেখি কইজনে পারো!🥰

13/01/2023

কি হবে জিমে গিয়ে পেশী বহুল দেহ বানিয়ে ! যদি ফজরের নামাজ পড়তে ওঠার মত কোন শক্তি না থাকে !

12/01/2023

🥰 জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন ,,,!!!
🥰যে স্বার্থ ছাড়াই ভালো বাসবে 🥰
আর,,,,,,, ?

প্রয়োজন ছাড়াই খুঁজ নিবে 🥰
❣️❣️❣️🥀

09/01/2023

সর্বপ্রথম কোরআন শরিফ
একসাথে জমা করে লিখেন কার জমানায়

আবু বকর (রা.) ওসমান গনী (রা.)

07/01/2023

যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে, [আল-হাদিস]

""স্বামী স্ত্রী দুজনেই আরবী"🌺"শিখুন, ঝগড়া লাগলে' দুজনেই আরবীতে'' 🥀"ঝগড়া করবেন।..! প্রতিবেশী ভাববে" দোয়া ""🥀🥀 🌺🍁'চলতেছে"🥰...
05/01/2023

""স্বামী স্ত্রী দুজনেই আরবী"🌺
"শিখুন, ঝগড়া লাগলে' দুজনেই আরবীতে'' 🥀
"ঝগড়া করবেন।..! প্রতিবেশী ভাববে" দোয়া ""🥀🥀

🌺🍁'চলতেছে"🥰🥰🥰💕🌺

04/01/2023

ইসলামিক ধাঁধা

কিসের পানি এক বার পান করিলে আর
কখনো পিপাসা লাগবে না?

04/01/2023

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।
- ভালো থাকুক
পৃথিবীর সকল বাবা মা ।

03/01/2023

_রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, জ্বর আদম সন্তানের গোনাহসমূহ মোচন করে দেয়,!
~যেভাবে অগ্নিকুণ্ড লোহার মরিচা দুর করে দেয়,!🌺🥀

01/01/2023

আজকের মিডিয়া পরিমনিকে নিয়ে বেস্ত
কিন্তু কয়দিন আগে দুই হাফেজে কোরআন বিশ্ব জয় করেছিলো তখন তারা কোথায় ছিল

31/12/2022

__২০৭০সালে ছাত্র ছাত্রীরা পড়বে প্রাচীন__
__🥴🙊😜__

মানুষের প্রধান কাজ ছিলো
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸
প্রধান নেশা ছিলো
𝗧𝗶𝗸 𝗧𝗼𝗸
জাতীয় খেলা ছিলো
𝗙𝗿𝗲𝗲 𝗳𝗶𝗿𝗲
জাতীয় খাবার
𝗖𝗿𝘂𝘀𝗵
জাতীয় শোক ছিলো
𝗕𝗿𝗲𝗮𝗸 𝗸𝘂𝗽
জাতীয় মিথ্যা ছিলো
𝗜'𝗺 𝘀𝗶𝗻𝗴𝗹𝗲
জাতীয় হোমকি ছিলো
𝗦𝗰𝗿𝗲𝗲𝗻 𝘀𝗵𝗼𝘁
জাতীয় সপ্ন ছিলো
𝗩𝗮𝗶𝗿𝗮𝗹 হওয়া
জাতীয় রোগ ছিলো
𝗩a𝗹𝗼𝗹𝗮𝗴𝗲 𝗻𝗮..🤧🤭

😂😂😂. I m to obak 😂😂😂

30/12/2022

আগে মেয়েরা ভয় পেতো
, বিয়ের পর তার স্বামী কেমন হবে।

এখন অধিকাংশ ছেলেরা ভয় পায় যে, বিয়ের পর তার বউ কেমন হবে😅

29/12/2022

ইস্তেগফারের ফজিলত

০১. গুনাহ মাফ হয়ে যায়
০২. বালা-মুসিবত দূর হয়
০৩. রিজিক প্রশস্ত হয়
০৪. পরিবারে শান্তি আসে
০৫. শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পায়
০৬. হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়
০৭. আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়
০৮. চিন্তা-পেরেশানি দূর হয়
০৯. রহমতের বৃষ্টি বর্ষিত হয়
১০. সুসন্তান লাভ হয়
১১. নদী-নালা প্রবাহিত হয়
১২. সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়
১৩. আজাব-গজব থেকে রক্ষা পাওয়া যায়
১৪. মুস্তজাবুদ দাওয়ার গুণ অর্জন হয় (অর্থাৎ, ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তায়ালা তা কবুল করবেন)
১৫. পরকালে জান্নাত লাভ হয়।

সূত্র:
সূরা হুদ ৫২ | সূরা আনফাল ৩৩ | সূরা নূহ ১০-১২ |
সূরা হুদ ৩ | সুনানে আবু দাউদ | মসুনানে নাসাই

আল্লাহ তায়ালা আমাদের সকলকে বেশী বেশী ইস্তেগফারের আমল করার তওফিক দান করুন। আমিন।

29/12/2022

✍🥀এক লোক তার স্ত্রীর গায়ে হাত তুললো🌹✍

✍তাতে রাগ করে স্ত্রী বললো ; আমি অভিযোগ করতে যাচ্ছি।

✍স্বামী : তোমাকে বাহিরে যাওয়ার অনুমতি কে দিবে??

✍স্ত্রী তুমি কি মনে কর যে তুমি আমাকে বাধা দিতে পারবে??

✍স্বামী : তুমি যা ইচ্ছা তাই করো। দেখি তোমার দৌড় কতটুকু?

✍স্ত্রী সাথে সাথে বাথরুমে ঢুকে পড়লো।
তাই লোকটি চিন্তা করলো: হয়তো সে বাথরুমের জানালা দিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করছে। তাই লোকটি বাসার বাহিরে গিয়ে ভালো ভাবে দেখলো।
না....... তেমন কিছু বুঝা যাচ্ছে না।

✍একটু পর ঘরে এসে দেখলো যে স্ত্রী ওযু করে বাথরুম থেকে বাহির হয়েছে। লোকটিকে উদ্দেশ্য করে বললো আমি তার কাছেই অভিযোগ করে জানাবো যিনি আমাকে তোমার অধিনস্ত বানিয়েছেন। সেখানে তোমার কোন দেয়াল নেই, নেই কোন দরজা যা তুমি আমাকে বাধা দিবে।।
তার দরজা তো বন্ধ করা যায় না।

✍লোকটি আর কিছু বললো না। টেনশনে পড়ে গেল।

✍স্ত্রী নামাজে দাড়িয়ে পড়লো। নামাজের মধ্যে সিজদা অনেক লম্বা করে দিলো।
সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু সেজদা তো শেষ হয় না।। অনেক ক্ষণ পর নামাজ শেষ হলো।

✍নামাজ যখন শেষ করে স্ত্রী যখন দুহাত উঠালো তখন তার হাত ধরে ফেলে বললো সিজদায় আমার জন্য কি পরিমাণ বদ দোয়া করেছো তাতে কি যথেষ্ট হয় নি??
আল্লাহর শপথ করে বলছি এই একটু রাগারাগি আমি ইচ্ছে করে করেনি?

✍তুমি আর বদ দোয়া করোনা প্লিজ।

✍তখন স্ত্রী বললো এই জন্যই আমি তোমাদের জন্য বদ দোয়া করেনি আমি বদ দোয়া ✍করেছি শ য়তানের জন্য । আমি এতটাই বোকা যে নিজের ক্ষতি নিজে করবো
✍আমার স্বামীর জন্য বদ দোয়া করবো।
যাকে আমি জীবন দিয়ে ভালোবাসি।

✍কথাটি শুনে লোকটির চোখে অশ্রু চলে আসে। স্ত্রীর হাতে চুমু খেয়ে বললো আমি ✍✍তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দিবো না।

আল্লাহ্ তায়ালা আমাদের সবাই কে সঠিক বুঝ দান করুক।🤲আমিন

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলাম:

Videos

Share

Category