Md Zonaed

Md Zonaed Hello, I am a social media expert. I assure you I will be able to develop your social accounts properly. I will increase your targeted organic followers

Hello sir I am a digital marketer. I have been following Facebook Instagram LinkedIn Pinterest. Twitter marketing. I have been for two years working on I have read your proposal very carefully. I look forward to doing your job. I do my job very carefully. I Facebook Setup Promote Booster Ads. Add profile picture cover picture. I added a LinkedIn account and LinkedIn business page setup profile and

cover picture. And increase connections. I set up an Instagram account and Instagram business page setup profile and cover picture. And increase the following.

28/02/2024
আমাদের কতো পূর্বাভাস, কতো অভিমত— আজ দুপুরের মধ্যে আস্ত সেন্টমার্টিন সমুদ্রের নিচে তলিয়ে যাবে৷ তিন থেকে চারতলা বিল্ডিংও ন...
14/05/2023

আমাদের কতো পূর্বাভাস, কতো অভিমত— আজ দুপুরের মধ্যে আস্ত সেন্টমার্টিন সমুদ্রের নিচে তলিয়ে যাবে৷ তিন থেকে চারতলা বিল্ডিংও নিরাপদ হবে না আশ্রয়ের জন্য৷

কিন্তু দেখুন— আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার একেবারে ক্ষুদ্র ইশারায় আমাদের সকল পূর্বাভাস আর অভিমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রবল শক্তিশালী সুপার সাইক্লোন ‘মোখা’ দূর্বল হয়ে গেছে৷ আল্লাহর অপার রহমতে সেন্টমার্টিন সহ উপকূল অঞ্চলকে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি, আলহামদুলিল্লাহ।

আবহাওয়াবিদ হিশেবে যারা কাজ করেন বা যারা এ-সংক্রান্ত সংবাদ আমাদের কাছে পৌঁছান তাদের প্রতি কৃতজ্ঞতা৷ কিন্তু— অনেকসময় যেটা হয়— মানুষের সকল কল্পনা-জল্পনা, সকল অনুমান-অনুধাবন সত্যি হতে থাকলে তাদের অহংকারের মাত্রা বেড়ে যেতে থাকে৷ আধুনিক যন্ত্রপাতি দিয়ে যা দেখা আর পরিমাপ করা যায় তা নিয়মিতভাবে ঘটে যেতে থাকলে আল্লাহর ‘কুদরত’ তথা ‘ক্ষমতার’ ওপর থেকে তাদের আস্থা লোপ পেতে থাকে এবং বস্তুবাদীতার ওপরে তারা অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ে৷

‘সব ডুবে যাবে’, ‘পানির নিচে তলিয়ে যাবে’, ‘মহাশক্তিশালী সাইক্লোন’, ‘ঘণ্টায় ২৩০ কিলোমিটার বাতাসের বেগ’— এ জাতীয় অবস্থা থেকে একটা ব্যাপারকে একেবারে সাধারণ ঝড়-বাতাসে পরিবর্তন করে ফেলতে পারেন আমাদের সর্বশক্তিমান রব। তিনি যখন কোনোকিছু করার ইচ্ছা করেন তখন কেবল বলেন ‘হও’ আর তা হয়ে যায়৷ তিনি ‘হও’ বললেই ঝকঝকে পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং শান্ত সমুদ্রে তৈরি হয় ভয়ঙ্কর জলোচ্ছ্বাস। আবার, তিনি ‘হও’ বললেই অশান্ত সমুদ্রের মহাশক্তিশালী ‘মোখা’ও সাধারণ বাতাসে পরিণত হয়৷ সকল ক্ষমতা কেবল তাঁর! ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর— তিনি সমস্তকিছুর ওপরে ক্ষমতাবান।

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার YouTube Channel এ 1000 Subscribers হয়েছে। My channel Link https://www.youtube.com...
03/05/2023

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার YouTube Channel এ 1000 Subscribers হয়েছে।
My channel Link
https://www.youtube.com/

প্রিয় ছাত্র ছাত্রীদের থেকে  ঈদ উপহার পেলাম।
29/04/2023

প্রিয় ছাত্র ছাত্রীদের থেকে ঈদ উপহার পেলাম।

জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত- যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জু...
28/04/2023

জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত
- যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)।

28/04/2023

‘খুব সাদামাটা জীবন ছিলো নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের৷ তবে— যখন সাদাকার বিষয় সামনে আসতো, ( তিনি এতো উদারভাবে দান করতেন যে) তাঁর সামনে রাজারাও লজ্জায় পড়ে যেতো’।

— ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু।

27/04/2023

কর্নেল হাট জেনারেল হসপিটালের সাথে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক দোকান পুড়ে যায়।

~তুমি স্ত্রী~তুমি রাগ করবে।তুমি আবার রাগ কমলে  ক্ষুধা লেগেছে কিনা পাশে এসে জিজ্ঞেস করবে।~তুমি বলবে এই রঙে আমাকে মানাচ্ছে...
25/04/2023

~তুমি স্ত্রী

~তুমি রাগ করবে।
তুমি আবার রাগ কমলে ক্ষুধা লেগেছে কিনা পাশে এসে জিজ্ঞেস করবে।

~তুমি বলবে এই রঙে আমাকে মানাচ্ছে না।
তুমি ওই আমার দিকে অপলকে তাকিয়ে বলবে " মা শা'আল্লাহ কি সুন্দর লাগছে "

~তুমি ওই সারা রাত ঝগড়া করবে।
ভোর হলে কাঁথার বদলে আমাকে জড়িয়ে শুয়ে পড়বে।

তুমি ওই অভিমান নিয়ে বলবে "থাকব না আমি তোমার সাথে"!
তুমি ওই নামাজে বসে মৃত্যুর আগ পর্যন্ত আমাকেই পাশে চাইব!💞

~তুমি রাগ হলে আমার দিকে ফিরে তাকাবে না।
আবার আমি ঘুমিয়ে পরলে ঘরের হালকা বাতি জ্বালিয়ে আমার দিকে অপলক তাকিয়ে থাকবে।💖

তুমি ওই সকালে নামাজ পড়ার জন্য আমাকে টেনে টেনে তুলবে।
তুমি ঝগড়া হলে কান্না করে আমাকে বলবে " তোমার সাথে ভালো নেই আমি"!
তুমি কোন এক বিকেলে আমার কাঁধে মাথা রেখে খুশির অশ্রু ঝড়িয়ে নিজেকে সবচেয়ে সুখী ভাববে।

~হুম তুমি তো আমার বুকের বাঁকা পাজরের হাড় দিয়ে তৈরী। একটু তো বাঁকা হবেই....!

তুমি ভালোবাসবে।
তুমি ওই অভিমান করবে। তুমি ওই কাছে টেনে নিবে।
তুমিই আজীবন আমার পাশে থাকবে।
কখনো আমার প্রেয়সী হয়ে আবার কখনো আমার বন্ধু হয়ে কখনো আমার সন্তানের মা হয়ে।
তুমি ওই আমার জীবন সঙ্গীনি।

~তুমি ওই বারবার প্রমাণ করে দিবে তোমার রাগের চেয়ে তোমার ভালোবাসাটাই অধিক!

কারন তুমি স্ত্রী.!!
🥀❤️

Spend some time with family on the second day of Eid.
23/04/2023

Spend some time with family on the second day of Eid.

Eid Mobarak 🌺🌺🌺🌺🌺
22/04/2023

Eid Mobarak 🌺🌺🌺🌺🌺

আলহামদুলিল্লাহ,,, সৌদি আরবের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে,,আগামীকাল সৌদি আরব পবিত্র ঈদুল ফিতর।
20/04/2023

আলহামদুলিল্লাহ,,,
সৌদি আরবের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে,,
আগামীকাল সৌদি আরব পবিত্র ঈদুল ফিতর।

-----আস্সালামুআলাইকুম -----অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমান। কারণ,মুসলমান হতে হলে নিজের মধ্যে যা থাকা দরকার ...
11/04/2023

-----আস্সালামুআলাইকুম -----
অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমান। কারণ,মুসলমান হতে হলে নিজের মধ্যে যা থাকা দরকার তা আমাদের মধ্যে নেই কিংবা আমাদের থেকে প্রকাশিত হয়না।
বর্তমান সময়ের মানুষ কেয়ামতের আলামত হিসেবে যে, কতরকম গুজব বের করেছে তার কোনো ঠিক নাই। অথচ আল আকসার মধ্যে যে ঘটনা ঘটেছে & ঘটতেছে আর যার কোনো প্রতিবাদ আমাদের মধ্যে নাই এইটাকে আমরা কেয়ামতের আলামত হিসেবে মনেই করিনা।
তাইতো রাসূলের সেই হাদিসের কথা মনে পড়ে যায়, শেষ জামানায় মানুষের ঈমান এত দুর্বল হবে যে, তারা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধরে রাখতে পারবে কিন্তু ঈমান টিকিয়ে রাখতে পারবেনা। অন্যত্রে আছে যে, মানুষ সকালে ঈমানদার থাকবে ঠিকই কিন্তু সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যায় ঈমানদার থাকবে ঠিকই সকালে বেঈমান হয়ে যাবে। রাসূলের সেই হাদিসের বার সাম্য আমাদের বর্তমান সময়ের সাথে হুবহু মিলে যাচ্ছে।

আল আকসা আমাদের ক্ষমা করে দিও
আমাদের আর ঈমানের অনুভূতি নেই।

আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরামে ইবাদত করে রমজান মাস পার করে দিচ্ছি।
অথচ তুমি রক্তা-ক্ত!
আমাদের ঈমান সালাউদ্দিন আইয়ুবির ঘোড়ার পায়ের ধুলোর চেয়েও নগন্য!
আমরা সংখ্যায় অধিক কিন্তু আমরা পানিতে ভাসমান খড়কুটোর মতো।
আমরা কিয়ামতের নানান আলামত খুঁজে বেড়াই অথচ আমরা নিজেরাই কিয়ামতের আলামত হয়ে আছি!
হে আকসা
হে আমাদের প্রথম কাবা
আমরা পঁচে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি!
আমাদের চোখে পানি নেই কলবে ঈমান নেই।
তোমায় নিয়ে অন্তরে কোনো পেরেশানি নেই
আমরা ভোগ বিলাসে ব্যস্ত ঈদ শপিংয়ে ব্যস্ত!
আমরা কতই না হতভাগা।

হে আল্লাহ
আমাদের দুর্বল ঈমানের চেতনাকে প্রকৃত ঈমানের ন্যায় উজ্জীবিত করে দেও। এইভাবে চলতে থাকলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অসম্ভব। আমরা তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। আমাদেরকে তোমার অনুগ্রহ হতে নিরাশ করিওনা আল্লাহ।
আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করে ক্ষমা করে দাও। আর তোমার একনিষ্ঠ বান্দা হয়ে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান কর।

 #ভয়াবহ_আগুনে_পুড়ছে_বঙ্গবাজারদেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজার ঈদের আগে ভয়াবহ আগুনে পুড়ছে।ফায়ার সার্ভিস ...
04/04/2023

#ভয়াবহ_আগুনে_পুড়ছে_বঙ্গবাজার

দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজার ঈদের আগে ভয়াবহ আগুনে পুড়ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা বাহিনী ও বিমানবাহিনী।

কিন্তু বাতাসের মধ্যে ঘিঞ্জি ওই মার্কেটের আগুন পাঁচ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি মার্কেটে। এনেক্সকো টাওয়ারসহ পশ্চিম দিকে ভবনগুলো থেকেও ধোঁয়া বের হতে দেখা যায়।

01/04/2023

মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় বেশি।
অথচ মৃতুই ভবিষ্যৎ।

عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ صَامَ يَوْمًا فِي سَب...
28/03/2023

عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا ‏"‌‏.‏
আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত:
তিনি বলেন আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমন্ডলকে দোযখের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন।
সহিহ বুখারী, হাদিস নং ২৮৪০

26/03/2023

আপনার জীবনটা দুঃখ আর দূর্দশায় ভরা। হতে পারে— আপনার আখিরাতের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা অধিকতর সহজ করতে চান।

হাদিসে এসেছে— মুমিন বান্দার প্রতিটা কষ্টের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তার গুনাহ মাফ করে দেন৷ এমনকি— সে যখন হোঁচট খেয়ে ব্যথা পায়, সেই ব্যথার ফলেও তার গুনাহ মাফ হয়।

23/03/2023

রামাদান খাওয়ার মাস নয়, ইবাদাতের মাস৷ ইফতারে পেট পুরে খেলে তারাবীহ আর ইশার সালাতের জন্য আপনি যথেষ্ট আগ্রহ পাবেন না৷ আপনার শুধু ইচ্ছে করবে বিছানা ধরতে। ইফতারে ভাজা-পোড়া বাদ দিয়ে, সবজি আর সালাদ জাতীয় খাবার বেশি রাখা যায় মেনুতে৷ সাহরিতে অবশ্যই নাক ডুবিয়ে খাবেন না৷ এতে করে সারাদিন আপনার ক্লান্তি ক্লান্তি লাগবে৷

অল্প খান, কিন্তু যা খাবেন তা যেন ভালো খাবার হয়৷

প্রকৃত পিতার শিক্ষা।।
20/03/2023

প্রকৃত পিতার শিক্ষা।।

Address

Colonelhat. Akborshah
Chittagong
4217

Alerts

Be the first to know and let us send you an email when Md Zonaed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Zonaed:

Videos

Share