Shukran - শুকরান

Shukran - শুকরান Assalamu Alaikum �

Cool Water 🌊 (The intense freshness ❄️)(Perfume Oil)(৩০মিলি পাচ্ছেন পাশের পিকচারের প্রিমিয়াম স্প্রে বোতলে 👑) Notes: Arom...
31/12/2024

Cool Water 🌊
(The intense freshness ❄️)
(Perfume Oil)

(৩০মিলি পাচ্ছেন পাশের পিকচারের প্রিমিয়াম স্প্রে বোতলে 👑)
Notes: Aromatic+ Marine+ Fresh spicy+ Lavender+ Woody+ Salty
শীত-বর্ষা-গ্রীষ্ম,আবহাওয়া হোক যেমন তেমন ফ্রেশনেস চাই সবসময়!

এক্সট্রা মনকাড়ানো ফ্রেশনেস কে না চায়? অনেক লোকের ভিড়ে নিজের সুগন্ধিতে আলাদা হয়ে থাকতে কে না চায়!আপনার এই এক্সট্রা ফ্রেশনেসের চাহিদা পুরণ করতে পারে একমাত্র Cool Water সুগন্ধিটি 🔥

তরতাজা এই সুগন্ধি আপনাকে যেনো নিয়ে যাবে অন্য এক স্নিগ্ধ মনমাতানো সুগন্ধির রাজত্বে,যেখানে আপনিই রাজা 👑

মনকাড়ানো এই সুগন্ধি আপনার গা মাতিয়ে রাখবে ইনশাআল্লাহ ৬-৮ঘন্টা একটানা। প্রজেকশন ৩-৪ফিট পাবেন এভারেজে। 😇

Brand: Shukran - শুকরান

27/12/2024
ইউসুফ ইবন আসবাত্বকে জিজ্ঞাসা করা হয়েছিল, “চূড়ান্ত বিনয় কী?”তিনি উত্তর দেন,“চূড়ান্ত বিনয় হলো আপনি ঘর থেকে বের হওয়ার পর যা...
26/12/2024

ইউসুফ ইবন আসবাত্বকে জিজ্ঞাসা করা হয়েছিল,
“চূড়ান্ত বিনয় কী?”

তিনি উত্তর দেন,
“চূড়ান্ত বিনয় হলো আপনি ঘর থেকে বের হওয়ার পর যার সাথেই আপনার সাক্ষাৎ হবে, তাকেই আপনি নিজের চাইতে উত্তম মনে করবেন।”

তথ্যসূত্রঃ আদ-দীনাওয়ারীর 'আল-মুজালাসা ওয়া-জাওয়াহিরুল ইলম', ৪/২৯৬

এখন থেকে সারা মাস ফ্রী তে আতর ব্যাবহার করুন।" Shukran - শুকরান " Brand সাথেই থাকুন। 🥰আমাদের পেজের পোস্টে যারা নিয়মিত লাই...
23/12/2024

এখন থেকে সারা মাস ফ্রী তে আতর ব্যাবহার করুন।
" Shukran - শুকরান " Brand সাথেই থাকুন। 🥰
আমাদের পেজের পোস্টে যারা নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং তাদের মধ্য থেকে প্রতি মাসে 1 জনকে বিজয়ী নির্বাচন করা হবে।

👉 বিজয়ীদের নাম আমরা সারপ্রাইজ পোস্ট দিয়ে ঘোষণা করবো।

✅ কী কী করতে হবে?
1️⃣ রেগুলার লাইক, কমেন্ট ও শেয়ার করুন আমাদের পোস্টে।
2️⃣ একদিনে সব পোস্টে একসঙ্গে লাইক-কমেন্ট না করে প্রতিদিন একটু একটু করে অ্যাক্টিভ থাকুন।
3️⃣ আপনার সাপোর্ট এবং উপস্থিতি যত বেশি চোখে পড়বে, ততই বাড়বে আপনার বিজয়ী হওয়ার সুযোগ!

📦 গিফট গ্রহণের নিয়ম:
গিফট সম্পূর্ণ ফ্রি! তবে ডেলিভারি চার্জ বিজয়ীকেই বহন করতে হবে।

💬 তাহলে আর দেরি কেন?
Like, Comment, এবং Share করে হয়ে উঠুন আমাদের পরবর্তী বিজয়ী!
এখনই Follow করে রেগুলার আপডেট পেতে যুক্ত থাকুন আল রেহান স্টোরের সাথেই।

📸©️Google

চলে যাচ্ছে গোপালগঞ্জ 🙂
23/12/2024

চলে যাচ্ছে গোপালগঞ্জ
🙂

17/12/2024
25% OFF__25% OFF__25% OFFসারাদেশে ৪৯ টাকাই ডেলিভারি 🚚রিফ্রেশিং টাইপের আতরের মাঝে প্রথম সারিতে থাকবে "SHUKRAN-শুকরান" এর ...
16/12/2024

25% OFF__25% OFF__25% OFF
সারাদেশে ৪৯ টাকাই ডেলিভারি 🚚
রিফ্রেশিং টাইপের আতরের মাঝে প্রথম সারিতে থাকবে "SHUKRAN-শুকরান" এর Cool Water আতরটি
অসাধারণ এই আতরটিতে আপনি পাবেন এক শীতল অনুভূতি,সামুদ্রিক ঘ্রাণ
মনে করুন আপনি এক শীতের সকালে সমুদ্রের পাড়ে বসে আছেন। মাঝে মাঝে এক দমকা হাওয়া এসে আপনার শরীর মনকে শীতল আবেশে জড়িয়ে নিচ্ছে
এরকমই ফ্রেশ অনুভব করতে ব্যবহার করুন আমাদের Cool Water আতরটি।
স্কুল,কলেজ যে কোন অনুষ্ঠানে ব্যবহারের উপযোগী পারফিউম টাইপের আতরটি।

Available Size : 3ml.,6ml.,12ml.,28ml.

এটি ২৮মিলি নিলে পাবেন 25% Discount & 49 TAKA DELIVERY 🚚

আপনার পছন্দের সাইজটি অর্ডারের জন্য
ইনবক্সে মেসেজ করুন অথবা কমেন্ট করুন

Cool Water 🌊
Brand: Shukran - শুকরান

12/12/2024

📣"৪৯ টাকাই সারা বাংলাদেশ ডেলিভারি 🛒
ওয়ার্ল্ড এর বেস্ট আতর এখন পাচ্ছেন আপনাদের হাতের কাছেই।আমাদের প্রত্যেকটি আতরের ঘ্রাণই সফ্ট, রিফ্রেশিং আর সুইট এর কম্বিনেশন । এই পারফিউম গুলো পছন্দ হবেনা এরকম মানুষ ১০০ এ ১ জন পাওয়াও মুশকিল ।
💠 কোনো অগ্রিম পেমেন্ট নেই;
💠 ফুল ক্যাশ অন ডেলিভারি;
💠 সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র ৪৯ টাকায়....
______________________________
" ৫ পিসের টম্বো গুলোতে যা যা থাকছে,

১ম কম্বো:

১)কুল ওয়াটার
২)দালাল
৩)ভ্যাম্পায়ার ব্লাড
৪)বাকারাত রোজ
৫)এফ মাস্ক

২য় কম্বো:
১) সুলতান
২) এহসাস আল আরাব
৩)ফেন্টাসি
৪) প্যারিস হিলটন
৫) গ্রীন লাভ

৮ থেকে ১২ ঘন্টা ঘ্রান থাকবে ইনশাআল্লাহ্‌।
কাপড় ভেদে কিছুটা কমবেশি হতে পারে।
------------------------------------------
সাইজ:- ৩ মিলি।
৫ পিসের কম্বো : ৮৫০ টাকা

আপনার অর্ডারটি কনফার্ম করতে অথবা যেকোনো তথ্য জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠান অথবা কল করুন।
01568-337931

Order Website : shukran.engaze.ai

Brand : Shukran - শুকরান

বিঃদ্রঃ সুন্নাহ অনুযায়ী বিক্রিত মাল ফেরত নেয়া হয়।

07/12/2024

📣"৪৯ টাকাই সারা বাংলাদেশ ডেলিভারি 🛒
ওয়ার্ল্ড এর বেস্ট আতর এখন পাচ্ছেন আপনাদের হাতের কাছেই।আমাদের প্রত্যেকটি আতরের ঘ্রাণই সফ্ট, রিফ্রেশিং আর সুইট এর কম্বিনেশন । এই পারফিউম গুলো পছন্দ হবেনা এরকম মানুষ ১০০ এ ১ জন পাওয়াও মুশকিল ।
💠 কোনো অগ্রিম পেমেন্ট নেই;
💠 ফুল ক্যাশ অন ডেলিভারি;
💠 সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র ৪৯ টাকায়....
______________________________
" ৫ পিসের সেটে যা যা থাকছে "
১)কুল ওয়াটার
২)দালাল
৩)ভ্যাম্পায়ার ব্লাড
৪)বাকারাত রোজ
৫)এফ মাস্ক

হাদিয়া হিসেবে থাকছে
জনপ্রিয় আরো একটি আতর এবং একটি পকেট তসবি 🙂

৮ থেকে ১২ ঘন্টা ঘ্রান থাকবে ইনশাআল্লাহ্‌।
কাপড় ভেদে কিছুটা কমবেশি হতে পারে।
------------------------------------------
সাইজ:- ৩ মিলি।
৫ পিসের কম্বো : ৮৫০ টাকা

আপনার অর্ডারটি কনফার্ম করতে অথবা যেকোনো তথ্য জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠান অথবা কল করুন।
01568-337931

Order Website : shukran.engaze.ai

Brand : Shukran - শুকরান

বিঃদ্রঃ সুন্নাহ অনুযায়ী বিক্রিত মাল ফেরত নেয়া হয়।

কি ভাইজান,সুগন্ধি ব্যবহারে কি Paris 🗼 চলে যেতে চাচ্ছেন...?তাহলে আপনাকেই বলছি এই সুগন্ধিটি আপনার জন্যই অপেক্ষা করছে...• ক...
05/12/2024

কি ভাইজান,
সুগন্ধি ব্যবহারে কি Paris 🗼 চলে যেতে চাচ্ছেন...?

তাহলে আপনাকেই বলছি এই সুগন্ধিটি আপনার জন্যই অপেক্ষা করছে...

• কারণ এই সুগন্ধিতে পাবেন অসাধারণ এক অনুভূতি...

• Prais Hilton প্রথম স্নিথ এ নিজেকে হারিয়ে ফেলবেন সুন্দর সুইট মিষ্টি ঘ্রাণের এক সাগরে🌊...

• সুইটে ভরপুর এই আতরটির আপনাকে মিষ্টি ঘ্রাণের সুভাষে মুগ্ধ করবে, বাইরের ব্যক্তিত্বময় পরিবেশ কিংবা ঘরের ভেতরের পরিবেশ, Prais Hilton তার মিষ্টি সুভাষ দিয়ে আপনার মনে জায়গা করে নেবে ইনশাআল্লাহ 🙂

• কিছু মিষ্টি ঘ্রাণের আতর আছে যাদের ঘ্রান ঝাঁঝালো কিন্তু Prais Hilton এর মাঝে এই ঝাঁঝালো ভাবটা নেই। এর মধ্যে আছে খুব সুইট একটা স্মেল যা পুরুষ নারী উভয়ের পছন্দ হবে 🥰

চমৎকার এই আতরটিকে নিজের সঙ্গী করে নিতে চাইলে কমেন্টে জানিয়ে দিন না হয় ইনবক্সে সরাসরি যোগাযোগ করুন

𝗟𝗔𝗦𝗧𝗜𝗡𝗚:- 12-16 Hours.

অর্ডার করতে মেসেজ করুন 01568-337931
অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট
shukran.engaze.ai

Brand : Shukran - শুকরান

বিঃদ্রঃ সুন্নাহ অনুযায়ী বিক্রিত মাল ফেরত নেয়া হয়।

অর্ডার করতে মেসেজ করুন 001568-337931অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট shukran.engaze.ai Brand : Shukran - শুকরান
03/12/2024

অর্ডার করতে মেসেজ করুন 001568-337931অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট
shukran.engaze.ai

Brand : Shukran - শুকরান

"VAMPIRE BLOOD 🩸"আপাতত স্টক শেষ,পরবর্তী স্টক আগামী বৃহস্পতিবার পাবেন ইনশাআল্লাহ...Our Website :shukran.engaze.aiBrand : ...
02/12/2024

"VAMPIRE BLOOD 🩸"
আপাতত স্টক শেষ,
পরবর্তী স্টক আগামী বৃহস্পতিবার পাবেন ইনশাআল্লাহ...

Our Website :
shukran.engaze.ai

Brand : Shukran - শুকরান

Pre-order করলে 15% Discount...𝗩𝗔𝗠𝗣𝗜𝗥𝗘 𝗕𝗟𝗢𝗢𝗗𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 𝐏𝐞𝐫𝐟𝐮𝐦𝐞 𝐎𝐢𝐥.অফিস কিংবা যেকোনো বিশেষ মুহূর্তে আপনাকে করে তুলবে অনন্য 💼...
30/11/2024

Pre-order করলে 15% Discount...
𝗩𝗔𝗠𝗣𝗜𝗥𝗘 𝗕𝗟𝗢𝗢𝗗
𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 𝐏𝐞𝐫𝐟𝐮𝐦𝐞 𝐎𝐢𝐥.

অফিস কিংবা যেকোনো বিশেষ মুহূর্তে আপনাকে করে তুলবে অনন্য 💼✨
Vampire Blood এর সুইটনেস ও বোল্ডনেস পার্ফিউম টিকে অসাধারণ করে তুলে যার ঘ্রাণ নেওয়ার সাথে সাথেই সবাই ভাববে অনেক বেশি এক্সপেন্সিভ একটি পার্ফিউম অয়েল ব্যবহার করেছেন আপনি৷ বিগত ২ মাস ধরে টপ সেলিং থাকা আতরটির পজিটিভ রিভিউ রয়েছে ৯৫%। এর ডার্ক রেড বেরি যখন ভ্যনিলা ও পাউডারি স্মেল এর সাথে লেয়ার করে স্মেল ছড়াতে থাকে তখন যে ম্যনলি ম্যচিউর সেন্ট প্রোজেক্ট হয় তা নিঃসন্দেহে প্রত্যেক পুরুষের ফেভারেট এবং ড্রিম স্মেল এ যায়গা করে নেয়। তাই আজই সংগ্রহ করুন এবং অন্যদের নজর কেড়ে নিন!"

𝗙𝗥𝗔𝗚𝗥𝗔𝗡𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘𝗦:-
Red Berries,Plum,Jasmine,fruity,Sweet,Fresh,Sour,White Floral~

𝗟𝗔𝗦𝗧𝗜𝗡𝗚:- 8-16 Hours.

অর্ডার করতে মেসেজ করুন 01568-337931
অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট
shukran.engaze.ai

Brand : Shukran - শুকরান

ঘোড়া যেখানে পানি খায়, সেখানে পানি পান করো, কারণ ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। বিছানা পাতো সেখানে, যেখানে বিড়াল শা...
29/11/2024

ঘোড়া যেখানে পানি খায়, সেখানে পানি পান করো, কারণ ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। বিছানা পাতো সেখানে, যেখানে বিড়াল শান্তিতে ঘুমায়। এমন ফল খাও যা পোকা স্পর্শ করেছে, কারণ সেটি ভয়ের কিছু নয়। সেই মাশরুম সংগ্রহ কর, যেখানে পোকামাকড় বসে। গাছ লাগাও সেখানে, যেখানে তিলাচিতা মাটি খুঁড়েছে। গর্ত খুঁড়ো সেখানে, যেখানে পাখিরা রোদ থেকে লুকায়। পাখির মতো একই সময়ে ঘুমোও এবং জাগো, তাহলে জীবনের সোনালী ফসল তুমি ঘরে তুলতে পারবে। বেশি শাক-সবজি খাও, তোমার পা শক্তিশালী হবে এবং হৃদয় হবে অটুট, যেমন বনভূমির আত্মা। আকাশের দিকে বেশি তাকাও এবং কম কথা বলো, যাতে নীরবতা তোমার হৃদয়ে প্রবেশ করতে পারে, আত্মা প্রশান্ত হয় এবং জীবন শান্তিময় হয়।
অনুদিত

28/11/2024

আমি আগে মুসলিম 🕋
তারপর বাংলাদেশি 🇧🇩

20/11/2024

"Ehsas Al Arabia - এহসাস আর আরাবিয়া"
আতর প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষ একটি আতর "Ehsas Al Arabia - এহসাস আর আরাবিয়া"
আতর প্রেমেরাই জানে এই আতরের বিস্তারিত।আর যারা প্রতিদিন নতুন নতুন ভিন্ন আতর ব্যবহার করতে পছন্দ করেন তারা একবার ব্যবহার করে এটির প্রেমে পড়ে যাবেন।
এটি সম্পর্কে বেশি কিছু বলব না শুধু বলবো দেখার জন্য হলেও ব্যবহার করতে পারেন।

তাই দেরি না করে এখনই অর্ডার করতে পারেন আপনার পছন্দের সাইজ :
৩ মিলি,৬মিলি,১২মিলি,২৮মিলি অথবা আপনার প্রয়োজন অনুযায়ী...

অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন
whatsapp : 01568-337931

our website : shukran.engaze.ai

Send a message to learn more

🟩 মুসলিমদের কেনো ব্যবসা করা উচিত? 🎯 ১. রাসূলুল্লাহ ﷺ ব্যবসা করেছেন, বিখ্যাত সাহাবীরা ছিলেন ব্যবসায়ী। ব্যবসার মধ্যে রয়েছে...
19/11/2024

🟩 মুসলিমদের কেনো ব্যবসা করা উচিত?


🎯 ১. রাসূলুল্লাহ ﷺ ব্যবসা করেছেন, বিখ্যাত সাহাবীরা ছিলেন ব্যবসায়ী।

ব্যবসার মধ্যে রয়েছে বরকত, কল্যাণ। ব্যবসার ফযিলত নিয়ে অসংখ্য হাদীস আছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- "সৎ, আমানতদার ব্যবসায়ীগণ কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন।" (জামে আত-তিরমিজি: ১২০৯)

🎯 ২. একজন মুসলিম যখন ব্যবসা করবে, তখন সে নিজের, পরিবারে, সমাজের বৃহত্তর কল্যাণে অংশ নিতে পারবে।

প্রথমত সে কর্মসংস্থান করতে পারবে, যার ফলে মানুষ উপকৃত হবে। তাছাড়া সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে, যার ফলে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।

জনৈক ব্যক্তি এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানায়, “নিজে চলার মতো আর্থিক ব্যবস্থা আমার আছে।” তারপরও তাকে ইবনে হাম্বল বলেন, “তুমি ব্যবসা কর। তাহলে সেটার লভ্যাংশ দিয়ে আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবে। কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করতে পারবে।” (ইবনুল জাওযী, তালবিস: ২৮৫)

🎯 ৩. ব্যবসা করলে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না। সালাফগণ এই কারণে মানুষকে ব্যবসা করতে উৎসাহ দিতেন।

তাবেঈ আবদুল্লাহ ইবনে যায়েদ বলেন, “ব্যবসাকে তোমরা পেশা হিসেবে নাও। কেননা নিরাপদ থাকার অন্যতম বড় মাধ্যম হচ্ছে, মানুষ প্রতি মুখাপেক্ষী না থাকা।” (আল্লামা ইবনে আসাকির, তারিখে দিমাশক: ৫৬০-৫৬৩)

🎯 ৪. ব্যবসা করা আল্লাহর ওপর নির্ভরতা শেখায়।

অন্যদিকে চাকরি করলে সে মনে করবে, যাই হোক না কেনো মাস শেষে বেতন আসবেই। চাকরির ওপর এই নির্ভরতাকে শায়খ আবুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন- এমনটা হলে এটা আকীদায় সমস্যার কারণ হতে পারে!

একজন চাকরিজীবী সকালে অফিসে যাবার আগে কি কখনো দু'আ করে, "হে আল্লাহ! আমার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দাও, আমার রিজিক সহজ করে দাও?"

যারা ইতোমধ্যে চাকরি পেয়ে গেছে, মাসে ১০ হাজার, ৫০ হাজার, ১ লক্ষ টাকা বেতন পায়, তারা সাধারণত রিজিকের দু'আ করে না।

রিজিকের দু'আ না করতে করতে আনমনে একসময় ভাবা শুরু করে তাদের বস, সরকার তার রিজিকের ব্যবস্থা করছে।

একটানা কয়েক বছর চাকরি করা একজন যখন খুব সুখে-স্বাচ্ছন্দ্যে চলছে, তাকে যদি বলেন সে যেন তার রিজিকের জন্য দু'আ করে, রিজিকের জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সে অবাক হবে।

কারণ, দু'আ না করার অনভ্যস্ততার ফলে 'আল্লাহ যে রিজিকদাতা' এই বিশ্বাসে তার জং ধরেছে!

আমানতদার ব্যবসায়ী প্রতিমুহূর্তে আল্লাহর ‘আর-রাজ্জাক’ গুণটি উপলব্ধি করতে পারে।

🎯 ৫. ব্যবসা সম্মান বাড়ায়।

একজন ব্যবসায়ী আত্মসম্মানের মধ্যে থাকতে পারে। ‘আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না’ এই চিন্তা তার মধ্যে বেশি কাজ করে। অন্যদিকে, চাকরিজীবী একধরনের আতঙ্কে থাকে, কোথায় তার ভুল হয়, তাকে জবাবদিহি করতে হবে ইত্যাদি।

যার ফলে দেখা যায় মুসলিম ইতিহাসে অন্যের অধীনে চাকরি করার চেয়ে নিজে যেকনো একটা ব্যবসা করাটাই ছিলো সবচেয়ে জনপ্রিয়।

বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন-

“আমি ব্যবসা করি নিজের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে। সেই সঙ্গে আল্লাহর আনুগত্য করতে যেন এই সম্পদ আমার সহায়ক হয়।” (খতিবে বাগদাদী, তারিখে বাগদাদ: ১০/১৬০)

Address

Panwala Para, Agrabad
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Shukran - শুকরান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shukran - শুকরান:

Videos

Share