Tanu Afaa

Tanu Afaa সেলিব্রিটি টপিক & ভাইরাল বিষয়ে গপ্পো সপ্পো
সমালোচনা ভালো লাগলে পেজে ফলো দিয়ে' সাথে থাকুন! ধন্যবাদ
Youtube _ tanuafaa-62

20/02/2025

রোজার মাসে ভালো কিছু করতে চাই!
যোগাযোগ করুন - ছায়াচিত্র - Chayacitro পেজে!

বাংলায় একটা প্রবাদ আছে, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। বারিশা হকের সাথেও এখন ঠিক এমন‌ই হচ্ছে। বারিশা হকের সাথে রুবা...
20/02/2025

বাংলায় একটা প্রবাদ আছে, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে।
বারিশা হকের সাথেও এখন ঠিক এমন‌ই হচ্ছে। বারিশা হকের সাথে রুবাইয়াত ফাতিমা তনির দ্বন্দ্বের সূত্র ধরে বারিশার সকল শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠেছে। যে যেভাবে পারছে সেভাবেই বারিশার প্রতি তাদের ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছে। গর্ত থেকে বারিশার অনেক নতুন পুরানো শত্রু বের হয়ে আসছে। সেসব শত্রুরা আবার গর্ত থেকে বারিশার অতীতের অনেক পুরনো কাহিনীও টেনে হিঁচড়ে বের করছে। যারমধ্যে একটা বিষয় নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে সেটা হলো কবির নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃ*ত্যু । যেটা নিয়ে তনিও বারিশাকে হালকা করে কথা শুনিয়েছে। মানে বারিশা হকের দুর্বলতায় আঘাত করতে, তাকে অপরাধীর ট্যাগ লাগাতে এবং তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করতে কোনো সুযোগই কেউ হাতছাড়া করছেনা।
একটা মানুষ এক্সিডেন্টে মা*রা গেছে অথচ সেই মানুষের মৃত্যুর জন্য আরেকজন নিরপরাধ মানুষকে সবাই দোষারোপ করছে। আমাদের সমাজের মানুষ হিংসার বশবর্তি হয়ে দিন দিন হিংস্রতার সকল সীমা অতিক্রম করে ফেলছে।
আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর কবিরের মৃত্যুর সাথে বারিশা হকের কি কোনো সম্পৃক্ততা আছে ? ঘটনাচক্রে বারিশা হক কবিরের নামে থানায় অভিযোগ করে সেজন্য কি সেই ছেলে এক্সিডেন্ট করে মা*রা যাওয়ার দায়‌ও বারিশার উপর চাপাতে হবে? বারিশা হক কিন্তু এমনি এমনি কবিরের নামে মামলা করেনি। আজ কবির দুনিয়াতে নেই বলে তার অন্যায় কে খাঁটো করে দেখার কোনো মানে নেই। কবির কিন্তু গুরুতর অন্যায় করেছিলো বলেই বারিশা তার নামে থানায় অভিযোগ করেছিলো। কবির নামের ছেলেটি একজন মায়ের মাতৃত্ব নিয়ে নোংরামি করেছিলো। একজন মায়ের মাতৃত্বকে বে*শ্যা বলে উল্লেখ করেছিলো। বারিশা হকের গর্ভের বাচ্চা কি একজনের নাকি একাধিক জনের এমন নোংরা প্রশ্ন‌ও তুলেছিলো। একজন প্রেগন্যান্ট মহিলার প্রেগন্যান্সির সময় তাকে নিয়ে এমন জঘন্য ভিডিও যে বানিয়েছে তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। পৃথিবীর কোনো নারীই তার প্রেগন্যান্সি নিয়ে এমন কুরুচিকর আলোচনা সহ্য করবেনা। একজন নারী অথবা একজন মা হিসাবে কবিরের নামে মামলা করে বারিশা কোনো ভুল করেনি। কারো প্রতি কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার সকলের‌ই রয়েছে। তনির সামীকে নিয়ে বারিশার সামী একটি পোস্ট করাতে তনি বারিশাকে নিয়ে কি পৈশাচিক তান্ডব চালিয়েছে সেটা সবাই দেখেছে। অথচ বারিশা ও তার সামী কিন্তু তনির কাছে সেই পোস্টের জন্য ক্ষমাও চেয়েছিলো। তনি সেই ক্ষমা চাওয়াটা মনে রাখেনি , মনের মধ্যে আক্রোশ ও ক্ষোভ পুষে রেখেছিলো। এবং গত কদিন ধরে সেটার বিকৃত প্রকাশ ঘটিয়ে গেছে। রুবাইয়াত ফাতিমা তনির কাছে ক্ষমা চাওয়ার পর‌ও তার সামীকে নিয়ে করা পোস্টের কষ্ট সে এখনো ভুলতে পারেনি। তাহলে বারিশা হকের মাতৃত্ব নিয়ে করা নোংরামি সে কি করে ভুলে থাকতো? তনির কষ্টের মূল্য আছে আর বারিশার কষ্টের মূল্য নেই? তনিকে যখন কেউ বাজে মন্তব্য করে তখন তনি তার গুষ্টি উদ্ধার করে ছাড়ে, সেটা আবার সবাই খুব প্রসংশাও করে। একজনের প্রতিবাদ নিয়ে প্রসংশা আরেকজনের প্রতিবাদ নিয়ে নিন্দা করার মতো দ্বিচারিতা করার মনোভাব থেকে বের হ‌ওয়া উচিত।এখানে বলে রাখি, কবির‌ও কিন্তু তার ভুল বুঝতে পেরেছিলো এবং জেল থেকে বের হয়ে বারিশার কাছে ক্ষমাও চেয়েছিলো। অর্থাৎ কবিরের সাথে বারিশার দ্বন্দের কিন্তু একটা সুন্দর সমাপ্তি হয়েছিলো। কবির তার ভুল বুঝতে পেরেছিলো। কবির বলেছিলো সে আর কখনোই এই ধরণের ভিডিও বানাবে না। সে মনে হয় ত‌ওবাও করেছিলো। আল্লাহ নিশ্চয়ই কবিরের ত‌ওবা কবুল করেছেন এবং তাকে ক্ষমাও করেছেন। কিন্তু তার নিয়তিতে যেভাবে মৃ*ত্যু লেখা ছিলো সেভাবেই তার মৃ*ত্যু হয়েছে। আল্লাহ তায়ালা কবিরের বুঝে অথবা না বুঝে করা সমস্ত ভুল বা অন্যায়কে ক্ষমা করুন এবং তাকে জান্নাত নসিব করুক ।
আর আপনারাও শুধু মাত্র রাগ ও হিংসা থেকে একজন মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়া থেকে নিজেকে বিরত রাখুন।
Barisha Haque Barisha Haque

20/02/2025

ভস্কা ভুস্কি যা শুরু করলো ' এদের বিয়া বিয়া খেলা কবে শেষ হবে! নিতা আম্বানি ছেলের বিয়ে ও এতদিন লাগে নাও, তাদের যতদিন লাগছে!
#আলামিন #তিশা

20/02/2025

হেনা চাচা কই?

20/02/2025
19/02/2025

🥹

19/02/2025

Bubly আপু কে দেখেন সবাই কত ভালোবাসে ❤️❤️ #আল্লাহ-মহান

19/02/2025

Barisha Haque ও তার husband Alvi Raihan Simanto কবির কে থাপ*রাই নাই এটাই কবিরের ভাগ্য ছিল,
আমি মনে করি কবির অ্যাক্সিডেন্ট করেছে মৃ**ত্যু হইছে সে তার পাপের শাস্তি পাইছে একজন মায়ের মাতৃত্ব নিয়ে এ ধরনের নোংরা মন্তব্য করেছে ব***** বলেছে
বাড়িশা কি তার শত্রু ছিল তখন ⁉️
Barisha Haque

19/02/2025
19/02/2025

জু*তা মেরে গরু দান, ব্যাপার টা তেমন না?
স্টাটাস দেয়ার আগে - যতরকম অপমান অপদস্ত পুরা বাংলাদেশের সামনে এক প্রকার কাপড় খু/লে! লেং/টা
করে দিলাম তার পর স্টাটাস দিলাম, ভুলের জন্য মাফ করে দিবেন৷ এই ব্যাপার টা এখানে স্টপ করা উচিত ,
নিজের যত রাগ ক্ষোপ প্রকাশ এক প্রকার প্রতিশোধ নিয়ে,
হজ্ব করে আসলাম, তার পরে লাইভে এসে বলে আমি তো আমার জায়গা থেকে স্টপ হয়ে গিয়েছে আপনি আর থামেন নাই, আপনি থামার মানুষ না,
আমার সাথে কেউ এমন করলে, আমিও সেম ভাবে অপমান টা ফেরত দিতাম, এত ভদ্র সাজতাম না,
যে যেমন তাকে তেমন টা ফেরত না দিলে, সে বস্তি কখনো বুজবে না৷ অপমানিত ব্যাক্তির কি যন্ত্রণা ,
আবার যার মান সম্মান নাই সে অপমানের বিষয়টা বুঝবে কি !

18/02/2025
18/02/2025
18/02/2025

অপু বিশ্বাসের সাথে থেকে এক টাকা ইনকাম করতে পারেনি বুবলি'র সাথে থেকে লাখ লাখ টাকা ইনকাম হয়েছে গৌতম শাহা _ Apu Biswas Bubly Shakib Khan

18/02/2025

Bubly আপু কে এই জন্য এত ভালোবাসি! কৃতজ্ঞতা বোধ আছে ওনার মাঝে!

18/02/2025

Same Same! দুইজনের সাথে চেহারা দুইজনের অনেকটা মিল ! তাই না? ⁉️

゚viralシ

18/02/2025
18/02/2025

বুঝলাম না তনি আন্টি কি পদ্মা শীল সতী সাবিত্রী হাত মোজা পা মোজা করে লাইভ করেন ?

18/02/2025

একজন Shakib Khan আর একজন Barisha Haque হওয়াটা এত সহজ ছিলো না!
Barisha Haque এ ছোট করতে গিয়ে, তার অবস্থায় বুজিয়ে দ্দিছেন আপনারা! আপনারাই বলছেন যে প্রোগ্রামের আপনারা গেস্ট হিসেবে ছিলেন সে প্রোগ্রামে বাড়িশ নেচেছে, আর এখন সে প্রোগ্রামের গেস্ট হয়ে যান বাড়িশা হক ! এখন বোঝেন আপনাদের মতন রাঘব বোয়াল কে নিচে ফেলে সে উপরে উঠে গেছে ,

Address

Chittagong Port
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Tanu Afaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share