সুন্নি-সূফী মতাদর্শ

সুন্নি-সূফী মতাদর্শ সুন্নি মতাদর্শভিত্তিক একটি পেইজ।

21/01/2024

ছুটে না কভী তেরা দামান,, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
হে তুম পেহ ফিদা ছব তন মন ধন,, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♦♦♥♦♦♥♦♦♥

আক্বা কি আত্বা হো নূরে আলী, যাহরা কি কালী ওয়ালিয়ু কে ওয়ালী,,
হাছনাঈন কি দিল উছমাঁ কি নয়ন,, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♦♥♦♥♦♥♦♥♦♥

হো কুতুব ও ফরীদ ও নিজাম ও ছিরাজ, ও আলাউ ছাবির আশরাফ ওয়ালী,,
হে কিতনা হাছীন তেরা গুলশান,ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♦♥♦♥♦♥♦♥♦

দরবার মে এয়ছে আও ছব, হাল মেরে মাছতূর রহো,,
আউর বাত করো ম্যায় মন কি মন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♦♦♥♦♦♥♦♦♥♦♦

মায়খানে মে মেরী মাস্তী, কুছ ইছ তরাহ নজর আয়ে ছাকী,,
ম্যাঁয় রক্বছ করো ওয়হ ছন ছন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♦♦♥♦♦♥♦♦♥♦♦

কা’বা হো মদীনা হো ইয়া নজফ, হার জাগাহ তোম নজর আতী হো,,
কুছ এয়ছি লাগী হে দিল মে লগন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♦♦♥♦♦♥♦♦♥♦♦

থক হার কে মে পৌঁহছা দর পেহ, আরাম মিলা যব আপ মিলে,,
আউর তকনে লাগা আপনা মন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♥♥♦♥♥♦♥♦♥♥♦

হে কুয়ী মুহাদ্দিছ কুয়ী ফকীহ, মাখদূমুল মাশায়েখ জেয়ছা ওয়ালী,,
মেহকে ইয়ু ছদা আশরাফ কা ছমন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♦♦♥♦♦♥♦♦♥♦♦

আজমীর কি ধরতী পেহ চলনা, আছান নেহী ইয়েহ বোল উঠি,,
য়ে ‘নূর’তেরী দিল কি দড়কন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♥♥♦♥♥♦♥♥♦♥♥

ম্যাঁয় দূর হো মায়ুছ নেহী, ফয়যান তুমহারা এয়ছা হে,,
মুর্শিদ মে মিলা তেরা দর্শন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♦♦♥♦♦♥♦♦♥♦♦

হে পেয়করে জূদ ও ছাখা খাজা, আগয়ার না কিয়ু হয়রান রহে,,
যব রহমতে আলম ছায়া ফীগন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♥♥♦♥♥♦♥♥♦♥♥

আব হিজর কে দিন কেয়ছে গুজরে, রু রু কে আঁখি ছূজ গেয়ী,,
তড়পে তেরে খাতির ইয়েহ মন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♦♦♥♦♦♥♦♦♥♦♦

আব ‘নূর’ তেরে দর পেহ আ কেহ, ইযহারে আকীদত কেয়ছে করে,,
খায়ে ইছি মে ইয়েহ হে আলজূন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাছান।।
♥♥♦♥♥♦♥♥♦♥♥

গরীব নাওয়াজ সুলতানুল হিন্দ শাহ ছৈয়্যদ মুঈনুদ্দীন হাছান চিশতী সঞ্জরী রাদ্বিয়াল্লাহু আনহুর শানে পূর্ণ মানকাবাত শরীফ।
লিখেছেন এবং কন্ঠে হুযুর তাজুল উলামা শাহযাদায়ে গাজীয়ে মিল্লাত হাফিজ ও ক্বারী আল্লামা শাহ ছৈয়্যদ নূরানী মিয়াঁ আশরাফী জীলানী।

https://fb.watch/n1sLjq1wAo/?mibextid=Nif5oz

19/01/2024

মানকাবাতে খাজা গরীবে নেওয়াজ রহ. 🖤

17/01/2024

জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ❤️❤️❤️
দু’নয়নে রাসুলে পাক (ﷺ) দেখিলে কেমন হতো।

দ্বীনি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসুলে পাক (ﷺ) হতো, পাশে সাহাবাগণ, হযরত আবু বক্কর, ওমর, ওসমান, আলী (রাদ্ধি.) সঙ্গী কেমন হতো।

আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান,
যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান,
দয়াল নবীর (ﷺ) পিছে নামাজ পড়িলে কেমন হতো।

তাহেরী হুজুর কে নিয়ে একসাথে নাতে রাসুল (দঃ)পড়লেন। শায়ের ইমরান হোসেন কাদেরী ও জানে আলম রেজা কাদেরী।

স্থান বারশত আনোয়ার চট্টগ্রাম

https://fb.watch/pwMPfYYtpa/?mibextid=RtaFA8

07/01/2024

যাঁহা রওজায়ে-ই- পাকে খাইরুল ওয়ারা হ্যায়
অসাধারণ নাতে মোস্তফা (ﷺ)

🎙️মাওলানা সৈয়দ শাহ মাশরুফ কাদেরী

05/01/2024

মুসলমানদের চিরন্তন শত্রু যে তিন জাতি...

🎙 ক্বায়েদে আহ্‌লে সুন্নাত ইমাম শাহ্ আহ্‌মাদ নূরানী رحمة الله عليه

29/12/2023

সুন্নিয়তের নয়ন মনি
আল্লামা মুফতী আলাউদ্দীন জিহাদী
হুজুরের কন্ঠে।
আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আমি বড় গুনাগার শাফায়াত চাই নবী আপনার!

28/12/2023

Mowto Hayaat Meri Doono Tere Liye He
Marna Teri Galime Jina Teri Gali Me
Dunya Teri Gali Me Okba Teri Galime

🎙️Sayed shaiful islam bari

25/12/2023

দরুদ শরীফ ❤️

🎙️ মুফতি সলিমুল্লাহ আল কাদেরী (রহমাতুল্লাহি আলাইহি)
সাবেক প্রধান ফকীহ,গহিরা এফ কে কামিল মাদ্রাসা,রাউজান,চট্টগ্রাম।

২৬ ডিসেম্বর, হুযুর মুফতি সলিমুল্লাহ আল কাদেরী (রহমাতুল্লাহি আলাইহি) ২য় ওফাত বার্ষিকী।

দরবারে ইলাহিতে ফরিয়াদ করছি তিনি যেন তার মাহবুবের (ﷺ) এ আশেককে রহমতের চাদরে ঢেকে রাখেন।

08/12/2023

দরুদ শরীফ ❤️

🎙️মাওলানা গাজী সোলাইমান আল কাদেরী।

07/12/2023

❝ আমাদের জন্য সমগ্র ভূপৃষ্ঠকে মসজিদ বানানো হয়েছে। যালিমকে অবশ্যই ধ্বংস করা হবে। এই ভূপৃষ্ঠ আল্লাহ্‌'র। নাম এখানে তাঁরই নেওয়া হবে। ❞

-ক্বাযী উল ক্বুযাত ফিল হিন্দ্, মুফতী আসজাদ রাযা খান ক্বাদিরী دامت بركاتهم العاليه

© Irfan Ziaee

06/12/2023

REMEMBERING BABRI MASJID.

M***i Salman Azhari

05/12/2023

অনুভূতিতে আলা হযরত

#ইমাম #আসিফেরআলাপন #আসিফেরঅনুবাদ

24/11/2023

তুৃমি ছাড়া প্রিয় নবী,
কে আছে মোর এই সংসারে,
কঠোর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যাহার ধারে,,
নাতে রাসূল পরিবেশন করলেন ইমাম হাশেমী(রহ)এর পাশে বসে।
কন্ঠে আল্লামা নুরী হুজুর,

11/10/2023

পাকিস্তানের বিখ্যাত নাত শিল্পী খুরশিদ আলম ২০০৬ সালে চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হয়ে ছিলেন ----
লক্ষ লক্ষ সুন্নী জনতার মিলনমেলা ----
অসাধারণ নাতে মোস্তফা পরিবেশেন করেন।

07/10/2023

জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসুলুল্লাহ (দ.) 💚

সুলতানুল ওয়ায়েজিন, আল্লামা খাজা আবু তাহের নক্বশেবন্দী মুজাদ্দেদী (রহ.)

01/10/2023

❝মোস্তফা জানে রাহমাত পে লাখো সালাম
শাময়ে বাজমে হিদায়াত পে লাখো সালাম❞

🔸জিস তরফ উঠ্ গয়ী দম্ মে দম্ আ-গয়া,
🔸উস্ নিগাহে ইনায়াৎ পে লাখোঁ সালাম।

[প্রিয় রাসূলের কৃপাদৃষ্টি যেদিকে পড়েছে, সেদিকে প্রাণের সঞ্চার হয়েছে।
ওই দয়ার দৃষ্টির প্রতি লক্ষ সালাম।]

🔸পহলে সাজ্দা পে রোযে আযল সে দুরূদ,
🔸ইয়াদ্-গারিয়ে উম্মত পে লাখোঁ সালাম।

[হুযূর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমনের
সময় যে প্রথম সিজদা করেছিলেন, ওই সিজদার উদ্দেশে অনাদিকাল
থেকেই দরূদ বর্ষিত হোক। আর ওই সময় আপন উম্মতকে স্মরণ করার
প্রতি লক্ষ সালাম।]

🔸হাম গরীবোঁকে আক্বা পে বে-হদ দরূদ,
🔸হাম ফকীরোঁ কি সর্-ওয়াত পে লাখোঁ সালাম।

[আমরা গরীবদের প্রিয় আক্বা (মুনিব)-এঁর প্রতি অগণিত দরূদ, আমরা
নিঃস্ব-ফকীরদের সহায়-সম্পদের প্রতি লক্ষ সালাম।]

🔸কাশ মাহশর মে জব উন্‌ কী আ-মদ হো আওর,
🔸ভেজেঁ সব উন্ কী শওকত পে লাখোঁ সালাম।

[রোজ হাশরে যখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু তা'আলা আ'লায়হি ওয়াসাল্লামএঁর আগমন হবে এবং সবাই তাঁর অভ্যর্থনায় সালাম আরজ করবে।]

🔸মুঝ সে খিদমত কে কুদসী কহেঁ হাঁ রেযা,
🔸মুস্তাফা জানে রহমত পেহ্‌ লাখোঁ সালাম।

[তখন হুযূর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম-এঁর সেবায়
নিয়োজিত ফেরেশতারা যেন আমাকে বলেন, হে রেযা! তুমি ওই সালাম
পাঠ কর যার প্রথম লাইন 'মুস্তাফা জানে রহমত পে লাখোঁ সালাম।']

কৃত: ইমাম আলা হযরত আহমদ রেজা খাঁন বেরলভী রহ.।

🎤 খলিফায়ে মুফতীয়ে আযম হিন্দ
আওলাদে সিদ্দীক্বে আকবর
ক্বুতবে আযম মরিশাস আল্লামা ইব্রাহীম খুশতার সিদ্দীক্বী রাযাভী (রাহিমাহুল্লাহ)'র সুললিত কন্ঠে "মুস্তাফা জানে রাহমাত পে লাখোঁ সালাম" ❤️

"কালামুল ইমামে ইমামুল কালাম" বই থেকে ব্যাখ্যা সংগৃহীত।

30/09/2023

তুমি সৃষ্টির সেরা নবী (ﷺ) কামলি ওয়ালা💜

আল্লামা মুহাম্মদ নইমুদ্দিন আল ক্বাদেরী রহঃ হুজুরের ঈমানী কন্ঠে।

28/09/2023

পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) কি ও কেন?

আলোচকঃ
আল্লামা আবুল কাশেম ফজলুল হক,
মুফতি বখতিয়ার উদ্দীন
মুফতি ওসমান গণি সালেহী।

27/09/2023

মাশাল্লাহ, লুরী শরীফ ❤️

খতিবে মিল্লাত হযরত আল্লামা ডাঃ কোকাব নূরানী ওকাদরভি সাহেব
করাচি,পাকিস্তান

27/09/2023

"কোন নবী (ﷺ) এর পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) বিরোধিতা করেন?

সাবধান!

27/09/2023

পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) মানার কথা কোথায় লিখা আছে?

Milaad Un Nabiﷺ Manana Kaha likha huwa hai

M***i Salman Azhari

27/09/2023

🧡নূর নবীﷺ এসেছে🧡
💖নূরﷺ নিয়ে এসেছে💖

💜মরহুম কবি মহিউদ্দিন 💜

“নূর নবী এসেছে,নূর নিয়ে এসেছে
তাই বলে আজ কুল কায়েনাত খুশির ঢেউয়ে মেতেছে।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ”
*যার কারনে সৃজন হল চন্দ্র সূর্য তারকা,
যার কারনে লওহ কলম এমন যে তার মর্যাদা
“নূর নবী এসেছে,নূর নিয়ে এসেছে
তাই বলে আজ কুল কায়েনাত খুশির ঢেউয়ে মেতেছে।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ”
*দোজাহানের বাদশা নবী রাহমাতুল্লীল আলামীন,
সৃষ্টিকুলের প্রাণ এলেন শাফিউল মুজনবীন
“নূর নবী এসেছে,নূর নিয়ে এসেছে
তাই বলে আজ কুল কায়েনাত খুশির ঢেউয়ে মেতেছে।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ”
*দাবি যদি কর সবাই মোরা নবীজীর গোলাম,
দিন রজনী পড় সবাই অধিক দুরুদ ও সালাম
“নূর নবী এসেছে,নূর নিয়ে এসেছে
তাই বলে আজ কুল কায়েনাত খুশির ঢেউয়ে মেতেছে।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ”
*মানবতার কল্যাণ নিয়ে সিয়াম সাধনা নিয়ে,
মানবতার কল্যাণ নিয়ে সালাতু সালাম নিয়ে,
উম্মতের সুপারিশ করেন চিন্তা ভাবনা নিয়ে
“নূর নবী এসেছে,নূর নিয়ে এসেছে
তাই বলে আজ কুল কায়েনাত খুশির ঢেউয়ে মেতেছে।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ”
সকল ঈদের সেরা ঈদ“ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম”

25/09/2023

দরুদ পড় জুলুস কর গাও নবীজির শান.
বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ‍্যবান.

আল্লাহ নিজের নূর হইতে বানায় যাহারে.
তাহার উম্মত বানাইলো আল্লাহ আমরা সবাইরে.(সুবহানাল্লাহ)
সকল নবী সেরা নবী মোদের মোহাম্মদ রাসূল
যার উছিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল.
বার রবিউল আউয়ালের সুবহে সাদিকে
পাপি বান্দার এলেন বন্ধু আরব দেশেতে.
তাহার নূরেতে বিশ্ব জগতে হয় নূরের বাগান.
বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান.

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নি-সূফী মতাদর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category