Main Chup Khara Hua Hoon
Darbar e Mustafa (ﷺ) Mein
Aankhon Se Bolta Hoon
Darbar-E-Muatafa (ﷺ) Mein
শানে পাঞ্জাতন 💙
🎙️শায়খ মুহাম্মদ সাইফুল আজম আল আজহারী।
© মদিনার পথ
ঈদের খুতবা
গাযা, ফিলিস্তিন | ১৬ জুন, ২০২৪
:: কোরবানীর সুমহান উদ্দেশ্য ::
মুশরিকদের মধ্যে পশু কোরবানী প্রাচীন কাল থেকে প্রচলিত ছিলো। তারা তাদের উপাস্য বুতদের প্রতি পশু উৎসর্গ করতো। কোরবানীকে সমস্ত জাতি ইবাদত হিসাবে জানে, যে ইবাদত বাতিল উপাস্যদের নামে হয়ে আসছিলো; অথচ ইবাদত শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা'র জন্য নির্দিষ্ট।
শরীআত কোরবানীর হুকুম এজন্য দিয়েছিলো যাতে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে, ইবাদত শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, কোরবানী শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। যাতে করে শিরকের বিপরীতে তাওহীদ কায়েম হয়ে যায়। মুসলমানদের মধ্যে তাওহীদের এই শি'আর, সুন্নাত'এ ইব্রাহিমী আজ অবধি ওয়াজিব এবং কেয়ামত পর্যন্ত মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় পশু কোরবানী করে যাবে ইন শা আল্লাহ তাআলা।
সমস্ত মুসলমানকে ঈদ'এ কুরবান মুবারাক। তাওহীদের অন্যতম গালিব বহিঃপ্রকাশ মুবারাক।
#আ
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ (আঃ) যখন মূর্তি ভেঙ্গেছিলেন😄
❤️আল্লামা হাসানুর রহমান হোসাইন নক্সেবন্দী❤️
দরুদ শরীফ ❤️
🎙️আল্লামা জালালউদ্দিন আল ক্বাদেরী (রহ.)
বড়পীর হযরত শায়খ সায়্যিদ সুলতান আব্দুল ক্বাদির জিলানী رحمة الله عليه' বলেন-
মুরীদী লা তাখাফ্ আল্লাহু রব্বী,
আত্মানী রিক্ততান্ নিতুল্ মানালী।
অর্থ: হে আমার মুরীদ! তুমি কাউকে ভয় করো না। আল্লাহ্-ই আমার মালিক, যিনি আমাকে ওই উচু মর্যাদা দিয়েছেন, যার মাধ্যমে উচুঁতর মর্যাদাগুলোতে (আমার আরজুগুলো) পর্যন্ত পৌঁছে গিয়েছি।
ক্বাদেরী কর, ক্বাদেরী রাখ, ক্বাদেরীঁও মে উঠা ,
ক্বাদরে আব্দুল ক্বাদেরে কুদরত নুমা কে ওয়াস্তে।
আজ পহেলা রমযান মাহবুবে সুবহানী ক্বুতবে রাব্বানী শায়খ সায়্যিদ সুলতান আব্দুল ক্বাদির জিলানী رحمة الله عليه'র বিলাদত দিবস।
বড়পীর হযরত শায়খ আব্দুল কাদের জিলানী কু.সি.আ. এর শানে মানকাবাত।
হক্ব গাউস....💙💙💙
ভিডিওর দুইজন ব্যক্তিই এখন যালিমের কারাগারে অবরুদ্ধ।
একজন সায়্যিদুনা উসমান'এ গনী যুন্নুরাইন رضى الله عنه'র বংশধর, অপরজন জন্মগ্রহণ করেছেন সিদ্দিক্ব'এ আকবর সায়্যিদুনা আবু বকর সিদ্দিক্ব رضى الله عنه'র বংশে।
দুইজন আলিম'এ দ্বীনই হুযুর তাজুশ শরীআহ্ মুফতী আখতার রাযা খান رحمة الله عليه'র খলিফা। হিন্দুস্তানে মুস্তাফা করীম صلى الله عليه وسلم'র মর্যাদা অক্ষুন্ন রাখার পক্ষে কথা বলার 'অপরাধে' আজ তাঁরা সুন্নাত'এ সায়্যিদুনা ইউসুফ عليه السلام পালন করছেন।
আল্লাহ্ তাবারাক ওয়া তাআলা মুফতী ক্বামার গনী উসমানী حفظه الله এবং মুফতী সালমান আযহারী حفظه الله-কে যালিমের যুল্ম্ থেকে আযাদী আত্বা করুন এবং তাঁদের দুইজনের ছায়া আমাদের উপর প্রতিষ্ঠিত রাখুন। آمين
لعنة الله على الظالمين لعنة الله على الظالمين لعنة الله على الظالمين
#𝙇𝙖𝙗𝙗𝙖𝙞𝙠𝙔𝙖𝙍𝙖𝙨𝙤𝙤𝙡𝘼𝙡𝙡𝙖𝙝
#𝙄𝙎𝙩𝙖𝙣𝙙𝙒𝙞𝙩𝙝𝙈𝙪𝙛𝙩𝙞𝙎𝙖𝙡𝙢𝙖𝙣𝘼𝙯𝙝𝙖𝙧𝙞
#𝙍𝙚𝙡𝙚𝙖𝙨𝙚𝙈𝙪𝙛𝙩𝙞𝙎𝙖𝙡
মুসলমানদের চিরন্তন শত্রু যে তিন জাতি...
🎙 ক্বায়েদে আহ্লে সুন্নাত ইমাম শাহ্ আহ্মাদ নূরানী رحمة الله عليه