সুন্নি-সূফী মতাদর্শ

সুন্নি-সূফী মতাদর্শ সুন্নি মতাদর্শভিত্তিক একটি পেইজ।

08/01/2025

ইমাম আ’লা হযরত কখনো খাজা গরীবে নেওয়াজ (রহ.) রওজার
ভিতরে ঢুকতেন না! কেনো?

আলোচকঃ আল্লামা ড. মাসুম বিল্লাহ ক্বাদেরী।
সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ) ঢাকা বিশ্ববিদ্যালয়

https://www.facebook.com/share/v/18UpbFUyWs/

26/12/2024

দরুদ শরীফ ❤️

🎙️ মুফতি সলিমুল্লাহ আল কাদেরী (রহমাতুল্লাহি আলাইহি)
সাবেক প্রধান ফকীহ,গহিরা এফ কে কামিল মাদ্রাসা,রাউজান,চট্টগ্রাম।

২৬ ডিসেম্বর, হুযুর মুফতি সলিমুল্লাহ আল কাদেরী (রহমাতুল্লাহি আলাইহি) ৩য় ওফাত বার্ষিকী।

দরবারে ইলাহিতে ফরিয়াদ করছি তিনি যেন তার মাহবুবের (ﷺ) এ আশেককে রহমতের চাদরে ঢেকে রাখেন।

21/12/2024

দরুদ শরীফ ❤️

🎙️আল্লামা জালালউদ্দিন আল ক্বাদেরী (রহ.)

08/11/2024

Main Chup Khara Hua Hoon
Darbar e Mustafa (ﷺ) Mein

Aankhon Se Bolta Hoon
Darbar-E-Muatafa (ﷺ) Mein

24/10/2024

নামাযের নিয়্যত মুখে করবেন, নাকি অন্তরে??
মাওলানা মিসবাহুল ইসলাম আকিব
#মাসয়ালা #নামায

18/10/2024

বড়পীর হযরত শায়খ সায়্যিদ সুলতান আব্দুল ক্বাদির জিলানী رحمة الله عليه' বলেন-

মুরীদী লা তাখাফ্ আল্লাহু রব্বী,

আত্মানী রিক্ততান্ নিতুল্ মানালী।

অর্থ: হে আমার মুরীদ! তুমি কাউকে ভয় করো না। আল্লাহ্-ই আমার মালিক, যিনি আমাকে ওই উচু মর্যাদা দিয়েছেন, যার মাধ্যমে উচুঁতর মর্যাদাগুলোতে (আমার আরজুগুলো) পর্যন্ত পৌঁছে গিয়েছি।

ক্বাদেরী কর, ক্বাদেরী রাখ, ক্বাদেরীঁও মে উঠা ,
ক্বাদরে আব্দুল ক্বাদেরে কুদরত নুমা কে ওয়াস্তে।

15/10/2024

শানে গাউসুল আজম দস্তগীর (রাঃ)

শুনলে মনটা জুড়িয়ে যাবে!!

আল্লামা আবুল কাশেম নুরী

বাগদাদ ওয়ালে আক্বা, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আজম, বড়পীর, শায়খ সৈয়্যদ হযরত আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু এর স্মরণে একটি জনপ্রিয় মানকাবত শরীফের উর্দু উচ্চারণ ও বাংলা পদ্যানুবাদ দেয়া হলো:

Lyrics: Khuda Ke Fazl Se, Hum Par Hai Sayah Gauth-e-Azam Ka
Hamay Do No Jahaan Me Hai, Sahara Gauth-e-Azam Ka

অনুবাদ: খোদার দয়ায় আমাদের উপর রয়েছে গাউছে পাকের দয়ার ছায়া,
দুই জাহানে আমাদের জন্য গাউছুল আযম হলেন বড় সাহারা।

Lyrics: Muhammad Ka Rasoolo Mein Hai Jeise Martaba Aala
Hai Afzal Awliya Mein Yoon Hi Rutba Gauth e Azam Ka

অনুবাদ: নবী-রসূলদের মধ্যে প্রিয় নবীজির যেমন সম্মান,
আউলিয়াদের মাঝে গাউছে পাকের তেমন স্থান।

Lyrics: Mureedi LA TAKHAF Keh kar Tasalli Di Ghulamo Ko,
Qayamat Tak Rahe Be-Khauf Banda Gauth-e-Azam Ka

অনুবাদ: হে মুরিদ তোমার কোন ভয় নেই-এটা গাউছে পাকের ঘোষণা!
কিয়ামত পর্যন্ত নির্ভিক থাকবে যারা হবে গাউছে পাকের মুরিদ বান্দা।

Lyrics: Bulakar Fasikoko Deta Hai Abdal Ka Rutba
Hamesha Josh Par Rehata Hai Dariya Gauth-e-Azam Ka

অনুবাদ: অাউলিয়ার মর্যাদা দিয়ে দেন তিনি গুনাহগারদের ডেকে!
সবসময় রহমতের জোয়ার থাকে গাউছে পাকের দরিয়াতে।

Lyrics: Hamari Laaj Kis Ke Haath Hai, Baghdaad Wale Ke
Musibat Taal Dena Kaam, Kis Ka Gauth-e-Azam Ka

অনুবাদ: আমাদের সম্মান কার হাতে? নিশ্চয় তা গাউছে পাকের হাতে,
মুসিবত দূর করার কাজ কার? নিশ্চয় তিনি হলেন বাগদাদ ওয়ালে।

Lyrics: Gaye Ik Waqt Sattar Mureedo Ke Yahaan Hazrat,
Samajh Me Aa Nahin Sakta Muamma Gauth-e-Azam Ka

অনুবাদ: একই সময়ে সত্তর মুরিদের কাছে গিয়েছেন গাউছে পাক,
গাউছে পাকের রাজ রহস্য বুঝতে গিয়ে সবাইতো নির্বাক!

Lyrics: Azizo Kar Chuko Taiyaar, Jab Mere Janaze Ko,
To Likh Dena Kafan Par Naam Leva Gause Azzam Ka

অনুবাদ: হে নিকটজনেরা, যখন দেখবে আমার জানাযা হবে তৈরি,
কাফনে লিখে দিয়ো এ তো গাউছে পাকের নাম স্মরণকারী।

Lyrics: Lahad Me Jab Farishte, Mujh Se Pochenge To Keh Doonga
Tareeqa Qadri Hoon, Naam Lewa Gauth-e-Azam Ka

অনুবাদ: কবরে যখন ফিরিশতা আমায় প্রশ্ন জিজ্ঞেস করবে তিনটি,
বলবো তরিকা ক্বাদেরী আর গাউছে পাকের নাম জপি!

Lyrics: Rasoolallah Ka Dushman Hai, Gauth-e-Pak Ka Dushman
Rasoolallah Ka Pyara Hai, Pyara Gauth-e-Azam Ka

অনুবাদ: নবীজির দুশমন যারা, গাউছে পাকের দুশমন তারা,
নবীজির প্রিয় যারা, গাউছে পাকের প্রিয় তারা।

Lyrics: Khuda Wanda, Dua Maqbool Kar Hum Rooh Siyaho(n) Ki,
Gunaho Ko Hamare Baksh Sadqa Gauth-e-Azam Ka

অনুবাদ: হে আল্লাহ! অন্ধকার হৃদয়ের দোয়া কবুল করুন আমাদের,
আমাদের গুনাহ মাফ করুন, সাদকা দিচ্ছি গাউছে পাকের।

Lyrics: Farishto Rok Te Ho Kyo Muje Jannat Me Jane Se
Ye Dekho Haath Me Daaman He Kis Ka Gause Aazam Ka

অনুবাদ: ফিরিশতারা আমাকে বাঁধা দিচ্ছো কেন জান্নাতে যাওয়া থেকে,
দামান ধরে মুরিদ হয়েছি প্রিয় গাউছে পাকের হাতে।

Lyrics: Jameel-e-Qadri So Jaan Se Ho Qurbaan Murshid Par,
Banaya Jis Ne Tujh Jeise ko Banda Gauth-e-Azam Ka

অনুবাদ: জামিল কাদ্বেরী (কবি)! শত প্রাণে উৎসর্গ হও মুর্শিদের কদম পাকে,
যিনি গাউছে পাকের গোলাম বানিয়েছেন তোমার মত একজনকে।

Lyrics: Khuda Ke Fazl Se, Hum Par Hai" Sayah Gauth-e-Azam Ka
Hamay Do No Jahaan Me Hai, Sahara Gauth-e-Azam Ka

অনুবাদ: খোদার দয়ায় আমাদের উপর গাউছে পাকের দয়ার ছায়া,
দুই জাহানে আমাদের জন্য গাউছুল আযম বড় সাহারা।

✍ পদ্যানুবাদে কোন অসংগতি বা অনিচ্ছাকৃত কোন ভুল দেখলে দয়া করে মন্তব্যের মাধ্যমে জানিয়ে কৃতজ্ঞ করবেন।

11/10/2024

শানে পাঞ্জাতন 💙

🎙️শায়খ মুহাম্মদ সাইফুল আজম আল আজহারী।

© মদিনার পথ

15/09/2024

ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ (ﷺ) ❤️
এলোরে দুনিয়ায়
আয়রে সাগর আঁকাশ বাতাস
দেখবি যদি আয়

30/08/2024

আ'লা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভি (রহমাতুল্লাহি আলাইহি)'র শানে মানকাবাত

মুফতি আব্দুল আজিজ রেজভী ছাহেব

https://www.facebook.com/share/v/YLM9NDHhqCRwmAzM/?mibextid=oFDknk

28/07/2024

হুযুর তাজুশ শরীআহ্ عليه الرحمة লিখেন,

توڑ دے ہر ظلم کی بڑھ کر کلائی توڑ دے
تو غلام مصطفےٰ ہے بزدلی اچھی نہیں

ভেঙ্গে দে, সমস্ত যুল্‌মের বেড়ে ওঠা হাত ভেঙ্গে দে
তুই মুস্তাফা ﷺ'র গোলাম, কাপুরুষতা ঠিক না।

17/07/2024

#কারবালার হৃদয়বিদারক ঘটনা বয়ান

আলোচকঃ মুফতি ওবায়দুল হক নঈমী (রহঃ)

17/07/2024

পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে.....

গাজী সোলাইমান আল কাদেরী

16/07/2024

মেরা বাদশাহ হোসাইন হে ||

Golam Mostafa Qaderi

12/07/2024

জিসনে হক্ব কারবালা মে, আদা কার দিয়া
আপনে নানা কা ওয়াদা ওয়াফা কার দিয়া

সাবকুছ উম্মাত কে খাতির ফিদা কার দিয়া
ঘার কা ঘার সাব সোপর্দ খোদা কার দিয়া

উস্ ইমাম হুসাইন ইবনে হায়দার পে লাখো সালাম ❤️

11/07/2024

💚স্লোগান: من سب نبيا + فاقتلوه
উচ্চারণ: মান ছাব্বা নাবিয়্যান + ফাক্বতুলূ-হু
অর্থ: যে নবীকে গালি দেয় + তাকে হত্যা করো।

(তাবারানি শরীফ)

১, من (মান): যে
২, سب (ছাব্বা): গালি দেয়
৩, نبيا (নাবিয়্যান): নবীকে
৪, فاقتلو (ফাকতুলূ): হত্যা কর
৫, ه (হু): তাকে

01/07/2024

শানে মোস্তফা (ﷺ) ❤️

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নি-সূফী মতাদর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category