Ohee's Vlog & Cooking

Ohee's Vlog & Cooking আসসালামু আলাইকুম💖💖আমার এই ছোট পেইজটা ভিজিট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ🧡💚❤️💙💜🤎

27/01/2025

বাস্তব চিএ

দেখতে মনে হয় একত্রে জুড়ে আছে, আসলে কিন্তু একত্রে থেকেও একত্রে নেই।।আসলে দেখতে যেমন দেখায় , আমরা যেটা মনে করি  আসলে দে...
27/01/2025

দেখতে মনে হয় একত্রে জুড়ে আছে, আসলে কিন্তু একত্রে থেকেও একত্রে নেই।।

আসলে দেখতে যেমন দেখায় , আমরা যেটা মনে করি আসলে দেখতে যা হয়, তাই কিন্তু নয়।
এটাও একটা দারুন আর্ট বেঁচে থাকার।

এভাবেই দিনের পর দিন অভিনয় চলে একসাথে বেঁচে থাকার।

কেউ কিছু বুঝে না!
এভাবে কেটে যায়, দিন, মাস , বছর , যুগ!!

সেলাই গুলো হলো সমাজ, পরিবার, সন্তান, সম্পর্ক, স্বার্থ, প্রয়োজন।।

বড় অদ্ভুত মানুষের জীবন।
প্রতি মুহূর্তে অভিনয় , প্রতিটা বয়সে, প্রতিটা পরিস্থিতিতে।।

14/01/2025

ছোট শিশুকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না,,,,ওদের কে কস্ট সহিষ্ণু করে গড়ে তুলুন🥀🌸 তাতে ওদের ফিউচার ব্রাইট হবে🌸🌸

💖💖
14/01/2025

💖💖

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মান...
11/01/2025

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?
গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মানুষ কস্মিনকালেও থাকতে পারে না।

যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়। যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়।

প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে, সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মানুষ মাত্র।

অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামী, জানো তো?

আজকাল মানুষকে সবকিছু উজার করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কীভাবে রাখবে? বলো...

আগ্রহ কমে গেলে, বলে দিতে হয়। মুখে না বলে আচরণে বোঝালে, মানুষ যে কষ্ট পায়! যাকে ভালো লাগে না আর, যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না আর, তাকে মুখে বলে দিতে হয়।

অন্তরে অবহেলা, ঘৃণা লুকিয়ে কাউকে “ ভালোবাসি ” বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারোনি, তাকে ভালোবাসবে কী করে? বলো...

ভালোবাসা কী আর এমনি এমনি হয়? মানুষ কী আর এমনিতেই থেকে যায়? যাকে ভালোবাসো, তাকে আগলে রাখতে হয়, বুকের কাছে যত্নে রাখতে হয়। এতটা ভালোবাসতে হয়, যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনোই।

মানুষ যেখানে আদর, যত্ন, ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না– সরে যেতে পারে না। মানুষ সেখানে আমৃ ত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয়।

30/12/2024

বেঁচে থাকতে স্ত্রী কে একটি ঘর উপহার দিন ❤️
যদি একটি ঘর দিতে না পারেন তাহলে তাকে মাথা তুলে দাড়াবার সুযোগ অনন্ত করে দিন,তাকে স্বাবলম্বী হবার পথ দেখিয়ে দিন। ভালোবাসা যে মানুষটিকে সবসময় আপনার বুকে জায়গা করে রেখেছেন আপনার অবর্তমানে যেন তাকে পথে গিয়ে দাড়াতে না হয়। আপনার উপস্থিতি যেমন তাকে সাহস,শক্তি দেয় আপনার অনুপস্থিতিও যেন তাকে ভাঙতে না পারে সেটার খেয়াল রাখুন। কারন দিন শেষে সব ছেড়ে আসা মেয়েটি আপনার মুখের দিকেই কিন্তু তাকিয়ে থাকে ,তাকে আগলে রাখুন ❤️🙏

জীবনের একটা পর্যায়ে এসে মানুষের স্বপ্ন, ইচ্ছা ছোট হয়ে আসে তার আয়ুর দৈর্ঘ্যের মত। রঙিন জীবন থেকে বের হয়ে সাদাকালো ভালো ল...
19/11/2024

জীবনের একটা পর্যায়ে এসে মানুষের স্বপ্ন, ইচ্ছা ছোট হয়ে আসে তার আয়ুর দৈর্ঘ্যের মত। রঙিন জীবন থেকে বের হয়ে সাদাকালো ভালো লাগে, এই সাদা কালো আপনার দামী সেলফোনের বিএন্ডডাব্লিউ ফিল্টারের সাদাকালোর থেকেও সুন্দর বোধহয়।

একটা বয়সে এসে মানুষ কেমন শান্ত হয়ে যায়, ছুটতে ইচ্ছা করে না, কোনো জাগতিক মোহ টানে না। সুখ খুঁজতে হয়না সুখ ধরা দেয় সব ছোট ছোট জিনিসে। একটা ছোট ঘর, ঘরে স্তব্ধতা, জানালার পর্দা ফাকি দিয়ে ঘরে ঢোকা ভোরের আলো অযথা হয় সুখের কারণ।

ছোট হোক তবু নিজের একটা সংসার হোক।যেখানে থাকবে না কোন পরাধীনতা...🖤
18/11/2024

ছোট হোক তবু নিজের একটা সংসার হোক।যেখানে থাকবে না কোন পরাধীনতা...🖤

Big shout out to my newest top fans! 💎 Tabassum Islam, Dustu Borer Misty Bou, Fahomida Jitu
13/11/2024

Big shout out to my newest top fans! 💎 Tabassum Islam, Dustu Borer Misty Bou, Fahomida Jitu

নিজের কষ্ট নিজের মাঝে চেপে রাখতে পারাটাই,,,,,, Strong Personality😅
08/10/2024

নিজের কষ্ট নিজের মাঝে চেপে রাখতে পারাটাই,,,,,, Strong Personality😅

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
06/10/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

"ভাগ্য" আর কত কাঁদাবে একদিন ভাগ্যও....ক্লান্ত হয়ে বলবে যা মুক্তি দিলাম তোকে😞😞
05/10/2024

"ভাগ্য"
আর কত কাঁদাবে
একদিন ভাগ্যও....
ক্লান্ত হয়ে বলবে
যা মুক্তি দিলাম তোকে😞😞

Welcome October 🕊️🤲
02/10/2024

Welcome October 🕊️🤲

01/10/2024

আপনার পথ যত কঠিনই হোক না কেন, মনে রাখবেন, সৃষ্টিকর্তা সবসময় আপনার পাশে আছেন। মানুষের কাছে না চেয়ে নিজের প্রচেষ্টায় এগিয়ে যান।

বিয়ের পর একটা মেয়ে কতোটা হাসিখুশি থাকবে, তার চেহারা কতোটা গ্লো করবে, মেয়েটা কত্ত হ্যাপি থাকবে, তার সবটাই নির্ভর করে তার ...
01/10/2024

বিয়ের পর একটা মেয়ে কতোটা হাসিখুশি থাকবে, তার চেহারা কতোটা গ্লো করবে, মেয়েটা কত্ত হ্যাপি থাকবে, তার সবটাই নির্ভর করে তার জামাইর উপরে!
জামাই ভালো রাখলে সেইটা তার চেহারা দেখলেই বুঝা যায়, জামাই খারাপ রাখলে সেইটাও তার চেহারা দেখলেও বুঝা যায়! যতোই স্কিন কেয়ার করুক, মেকাপ করুক, মেয়েটা যে 'ভালো নাই' সেইটা তার চেহারার দিকে তাকালেই বুঝা যায়!

যারা নিজের বউ কে 'ভালো' রাখতে পারেনা, সেইসব পুরুষ বোকা! নিজের বউ কে ভালো রাখলে মানুষ তার বউয়ের চেয়ে তার ই প্রশংসা করে বেশি, মেয়েটাকে হাসিখুশি দেখলেই বলে 'তার জামাই তারে কত্ত ভালো রাখছে মাশাল্লাহ! জামাই টা ভালো!'
আপনার বউ হাসিখুশি থাকলে ক্রেডিট টা কিন্তু সবাই আপনার ই দেয়!

বউ কে 'ভালো' রাখতে হলে নিজের জান দিয়ে দেওয়া লাগেনা, আপনি তাকে ভালোবাসুন,সম্মান করুন, সাপোর্ট করুন, সব সময় তার পাশে থাকুন। আপনার বউ সুখে থাকবে। সে সুখে থাকলে আপনি নিশ্চিত সুখে থাকবেন! ❤️

🖤🖤
01/10/2024

🖤🖤

আপনি ভাত খেতে বসছেন। আপনার মনে একটুও শান্তি নাই, জীবনে ঝড় বয়ে যাচ্ছে। প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সে শক্তি টাও পাচ্ছ...
30/09/2024

আপনি ভাত খেতে বসছেন। আপনার মনে একটুও শান্তি নাই, জীবনে ঝড় বয়ে যাচ্ছে। প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সে শক্তি টাও পাচ্ছেন না! ভাত খেতে গিয়ে টের পেলেন আপনি সব অস্পষ্ট দেখছেন, আপনার চোখে পানি! চোখে পানি নিয়েই আপনি ভাত খেতে থাকলেন! আপনি জানেন আপনার কিছু করার নাই! কষ্ট টা কমাইতে পারবেন না কোনো ভাবে!

মানুষ এর জীবনে এতো 'খারাপ' সময় না আসুক!🤍

Alhamdulillah
30/09/2024

Alhamdulillah

Address

Noakhali
Chittagong
3820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ohee's Vlog & Cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ohee's Vlog & Cooking:

Videos

Share