![চট্টগ্রাম আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মোঃ আবু তাহের উদ্দিন আমিরী চিফ রিপোর্টার Chittagong Daily news 24tv গত ...](https://img3.medioq.com/624/852/628155976248523.jpg)
11/02/2025
চট্টগ্রাম আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মোঃ আবু তাহের উদ্দিন আমিরী চিফ রিপোর্টার Chittagong Daily news 24tv
গত ১১/০২/২০২৫ইং সন্ধ্যা ৭.২০ মিনিটের সময় চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী টেক্সটাইল সিএনজি পেট্রোল পাম্পের সামনে থেকে আওয়ামী লীগের ক্যাডার যুবলীগ নেতা এম আর আজিমের সহযোগী মোহাম্মদ হোসেন সিকদার বাবলু এবং মোহাম্মদ দুদুল সহ আরো অজ্ঞাত নামক কয়েকজন সন্ত্রাসীরা আমাকে অপহরন করে নিয়ে যায় তারা আমাকে মারতে মারতে সিএনজি চালিত অটোরিকশা গাড়িতে তুলে টেকনিক্যাল এর পাশে লিটল মটরসের ওই এলাকায় নিয়ে যায় তারা আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে আমার সাথে থাকা ক্যামরা ভোটার আইডি কার্ড সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় আমাকে অপহরণ ও মারধর করার সময় টেক্সটাইল গেট সিএনজি পেট্রোল পাম্পের সিসিটিভির ফুটেজ রয়েছে অপহরণকারীরা কিভাবে আমার উপর হামলা চালিয়ে আমাকে অপহরণ করে নিয়ে যায়। এলাকার পথচারীদের থেকে খবর পেয়ে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম সাইফ ভাইয়ের এলাকার ছোট ভাই মোঃ শাহাদাত সহ ৪/৫ জন আমাকে উদ্ধার করে অপহরণকারীদের কবল থেকে। বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম সাইফ লোকমুখে খবর পেয়ে চতুর্দিকে তাহার লোক জন দিয়ে তল্লাশি চালিয়ে অবশেষ আমাকে উদ্ধার করতে সক্ষম হয় বিএনপি'র নেতারা যদি এগিয়ে না আসতো হয়তো অপহরণকারীরা আমাকে জানে মেরে ফেলত,বিএনপি'র নেতা মোঃ সাইফুল ইসলাম সাইফ ভাইয়ের হস্তক্ষেপের কারণে আমি প্রাণে বেঁচে যাই, বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ ভাই ও তার দলের সহযোগী মোঃ সাহাদাত ভাই সহ সবার প্রতি আমিও আমার পরিবার চির কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি সন্ত্রাসীদের হামলায় শিকার হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ, মোহাম্মদ হোসেন সিকদার বাবলু আওয়ামী লীগের স্বয়ংক্রিয় ক্যাডার তার প্রমান কমেন্ট বক্সে দেওয়া হল