17/02/2023
দেশের প্রেক্ষাপটে সকল ছাত্র-ছাত্রীর জন্য ভর্তিযুদ্ধ হলো কঠিনতম মূহুর্তগুলোর মধ্যে অন্যতম।
এই সময়টাতে তাদের মোকাবিলা করতে হয় অনেক বড়ো বড়ো বাধা। এসব পার হতে গিয়ে একজন ভর্তিযুদ্ধা স্বাভাবিক ভাবেই পদে পদে খোচট খায়। এটা গুটিকয়েক(ব্যাতিক্রম) ছাড়া সবার ক্ষেত্রে ঘটে থাকে।
তখন কিছু স্টুডেন্ট বারবার হেরে গেলেও তাদের জেদ বাড়তে থাকে সমানুপাতিক হারে অন্যদিকে বেশিরভাগ স্টুডেন্ট এর আত্মবিশ্বাস বর্গের সমানুপাতিক হারে কমতে থাকে। আর একজন মেধাবী স্টুডেন্ট যখন বারবার খোচট খেয়ে আত্মবিশ্বাস হারাতে শুরু করে তার ফলাফল আশানুরূপ হয় না। ফলে শুনতে হয় পারিপার্শ্বিক নানানরকম কটুকথা,বিভিন্নরকম সমালোচনা। এটা যেনো এই সমাজের রীতিতে পরিণত হয়েছে। মনোভাব টা এমনই -ও ভালো ছাত্র কিন্তু পেলো না কেনো?নিশ্বই এই করছে, সেই করছে আরো কতো কথা। তখন তার কিছু করার থাকে না,পুরো সমাজটাকেই এডিয়ে চলতে বাধ্য হয় সেই মেধাবী ছাত্রটিও।
ঐদিকে যারা বারবার হারিয়ে যাওয়ার পরেও মানসিকভাবে ভেঙে পড়ে না,নতুন নতুন চেলেন্জ মোকাবিলা করতে জানে তারাই দিনশেষে সফল হয়ে যায়।আর এই সমাজ তাদেরকেই হাইলাইট করে বেড়ায়।তখন তাকে বাহবা দেয়ার লোকের অভাব থাকে না।এটাও এই সমাজের প্রচলিত একটা রীতি।
সুতরাং একজন ছাত্রের জন্য ভর্তিযুদ্বের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই সবার উচিৎ হার মানতে শেখা,ত্যাগ স্বীকার করার সৎ সাহস অর্জন করা,হেরে গেলে মানসিকভাবে আরো দৃঢ় হওয়ার প্রত্যয় অর্জন করা।
#নিষ্ঠুর_বাস্তবতা