MAHMUD's Dairy

MAHMUD's Dairy I to Die,You to Live.Which is better only Allah knows.

16/02/2024

বসন্ত!💚

09/02/2024

Maf kardena!

a moment of calmness.
06/02/2024

a moment of calmness.

28/01/2024

:)🌚

"Never stop wishing,because you never know what could come true"
22/01/2024

"Never stop wishing,because you never know what could come true"

16/01/2024

কেন সবকিছু আপনার মনের মতো হতে হবে? আপনি নিজেই তো আপনার মনের মতো নাহ্ !!
আপনি চাওয়া মাত্রই কেন সব কিছু পেতে হবে ,, সবকিছু পাওয়ার নাম ই তো আর জীবন নাহ।

ভুলে যাবেন না আপনি পৃথিবীতে আছেন ।এখানে সবকিছু কখনো শতভাগ সুখের হয় না।
আপনি সর্গ কিংবা বেহেস্তে নয়, আপনি পৃথিবীতে আছেন ।
আবার যতটা দুঃখ ,কষ্ট কিংবা যন্ত্রনার বলে পৃথিবীকে অভিযোগ করছেন, এটি আসলে ততটা দুঃখ ,কষ্ট কিংবা যন্ত্রনারও না ,, কারণ আপনি নরক কিংবা দোযখে নয় , আপনি পৃথিবীতে আছেন।
যদি জেদ ধরে বসে থাকেন যে সব কিছু আপনার মনের মতোই হতে হবে ,,তবে বিশ্বাস করুন আপনি কখনো সুখি হতে পারবেন নাহ । এই পৃথিবীতে সবকিছু কখনোই আপনার মনের মতো হবে নাহ,,, আবার আপনি যেমনটা চান ঠিক তেমনটাও কখনো হবে নাহ।
এই না পাওয়ার পরেও মেনে নিতে পারার নাম জীবন । সবকিছু যেমনটা চাই তেমনটা না পাওয়ার পরেও মেনে নিতে পারার নাম সুখ ।
এই পৃথিবী ছেড়ে যারা চলে গেছে তাদের সুখ , দুঃখ , কষ্টের কোন অনুভুতি নেই , আপনি বেঁচে আছেন তার মানে আপনাকে এই অনুভুতি নিয়েই বেঁচে থাকতে হবে ,, তাহলেই আপনি প্রকৃত সুখি হতে পারবেন।
শিক্ষণীয়:যা করতে ভালো লাগে তা করার চেয়ে যা করলে ভালো হয় তাই করুন , যা বলতে ভালো লাগে তা বলার চেয়ে যা বললে ভালো হয় তাই বলুন।

08/01/2024

★আপীল, রিভিউ ও রিভিশন:

★আপীলঃ
সাধারণত কোন আদালতের রায় বা সিদ্ধান্ত সম্পর্কে অসন্তুষ্ট পক্ষ কর্তৃক তা বাতিল বা সংশোধনের জন্য উচ্চতর আদালতে মেমোরেণ্ডাম আকারে আবেদন করাকে আপীল বলে। [নগেন্দ্র বনাব সুরেশ ৩৬সি ডব্লিউ এন ৮০৩]

আপীল একটা স্বতন্ত্র মোকদ্দমা নয়, মূল মামলার এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাই আপীল কোর্টের ডিক্রী, মূল মামলার ডিক্রী হিসেব গণ্য হয়। দেওয়ানী কার্যবিধিতে আপীলের সংজ্ঞা দেয়া নাই। কিন্তু ৯৬ ধারায় বলা হয়েছে যে, বিপরীত মর্মে অন্য কোথাও কিছু বলা যায় না থাকলে আদি এখতিয়ার (Original jurisdiction) প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিক্রীর বিরুদ্ধে ক্ষমতাপ্রাপ্ত আদালতে আপীল করা যাবে।

★রিভিউঃ
কোন আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তে সংক্ষুব্ধ পক্ষের আবেদনক্রমে সেই আদালত কর্তৃক পুনরায় বিবেচনা করাকে রিভিউ বলে। দেওয়ানী কার্যবিধির ১১৪ ধারা এবং ৪৭ আদেশে এ সম্পর্কে বিস্তারিত বিধান রয়েছে। সকল রায় বা সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যায় না।
(ক) যে ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপীল চলে কিন্তু আপীল করা হয় নি,
(খ) যে ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপীল চলে না, এবং (গ) স্বল্প এখতিয়ার আদালতের রেফারেন্স অনুযায়ী গৃহীত সিদ্ধান্ত এর বিরুদ্ধে রিভিউ এর আবেদন করা যায়।

★রিভিশনঃ
‘রিভিশন' সম্পর্কে ১১৫ ধারায় বলা হয়েছে যে, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অধঃস্তন কোন আদালত যে মামলা নিস্পত্তি করেছেন এবং যে নিস্পত্তির বিরুদ্ধে কোন আপীল চলে না, সেক্ষেত্রে হাইকোট বিভাগ উক্ত মামলার নথি তলব করতে পারেন এবং যদি প্রতীয়মান হয় যে, উক্ত অধঃস্তন আদালত-

(ক) আইনত তার যে এখাতিয়ার নেই, তা প্রয়োগ করেছেন অথবা,
(খ) এখতিয়ার প্রয়োগে অপারগ হয়েছেন, অথবা,
(গ) এখতিয়ার বেআইনীভাবে বা অনিয়মিতভাবে প্রয়োগ করেছেন; তবে সে মামলায় হাইকোর্ট বিভাগ যথোপযুক্ত আদেশ দিতে পারেন।

© আইন এবং আইনি তথ্য

02/01/2024

Restart 🖤

আপনি কি নিজের উপর বিশ্বাস রাখেন? বিশ্বাস অনেক বড় একটি ধারণা। বিভিন্ন ক্ষেত্রে এর ধরণ ভিন্ন ভিন্ন। আমরা বিভিন্ন ধরণের বিশ...
01/01/2024

আপনি কি নিজের উপর বিশ্বাস রাখেন?


বিশ্বাস অনেক বড় একটি ধারণা। বিভিন্ন ক্ষেত্রে এর ধরণ ভিন্ন ভিন্ন। আমরা বিভিন্ন ধরণের বিশ্বাসের সাথে পরিচিত। অন্যের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, নিজের লক্ষ্যের প্রতি বিশ্বাস, নিজের আদর্শের প্রতি বিশ্বাস ইত্যাদি। সব ধরণের বিশ্বাসের সাথে একটা ব্যাপার কমন রয়েছে। আর সেটি হলো সাফল্যের মূল ভিত্তি এটি। তাই জীবনে সাফল্য অর্জন করতে নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরী।

31/12/2023

~জানো তুমি কে?
তুমি হচ্ছো একটা ঐশ্বরিক চিঠির খসড়া, তুমি একটা আয়না আর দেখাচ্ছ একটা মহৎ চেহারা, মহাবিশ্ব তোমার বাইরে নয়, নিজের ভিতরে তাকাও, তুমি যা চাও সবই তুমি নিজে!

জালাল উদ্দীন মুহাম্মদ রুমি

20/12/2023

Lines 🖤

06/12/2023

😎😎

Don’t mess with a lawyer 😎
26/11/2023

Don’t mess with a lawyer 😎

23/11/2023

মাশা-আল্লাহ্, রাসুলুল্লাহ (সাঃ) এর সুরাত এবং সীরাত সম্পর্কে অভূতপূর্ব চমৎকার আলোচনা,,,!

25/10/2023

Address

Chawkbazar
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAHMUD's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAHMUD's Dairy:

Videos

Share