Social View

Social View একটি সমাজ উন্নয়ন মূলক পশ্চিম শৈলকোপা তরুণ ক্লাব এর উপ-প্রতিষ্টান
(1)

মাজার জেয়ারত ও আনন্দ ভ্রমণ 😮
08/10/2022

মাজার জেয়ারত ও আনন্দ ভ্রমণ 😮

19/09/2022

★সামাধান খুঁজতে বেশি জোড় না করে
যদি প্রশ্ন নিয়ে মনকে সময় কাটাতে দেন,
উওরটা এমনি ভেসে উঠবে★

17/01/2022

উৎসাহ কোচিং সেন্টারে...ভর্তি চলছে

ফটিকছড়ি ফ্রি সার্ভিস
17/07/2021

ফটিকছড়ি ফ্রি সার্ভিস

13/09/2020

social issue is a problem that influences many citizens within a society. It is a common problem in present-day society and one that many people strive to solve. It is often the consequence of factors extending beyond an individual's control. Social issues are the source of a conflicting opinion on the grounds of what is perceived as morally correct or incorrect personal life or interpersonal social life decisions. Social issues are distinguished from economic issues; however, some issues (such as immigration) have both social and economic aspects. There are also issues that do not fall into either category, such

♥♥
02/06/2020

♥♥

24/05/2020

পশ্চিম শৈলকোপা তরূণ ক্লাবের সকল সদস্য এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক"

সৌন্দর্য বর্ধনের কাজ চলছে........ #উৎসর্গ : "আমাদের শৈলকোপা" গ্রুপ এর সকল সদস্যদের চিন্তা-ভাবনার  বাস্তবায়নের ক্ষুদ্র প্...
22/05/2020

সৌন্দর্য বর্ধনের কাজ চলছে........

#উৎসর্গ : "আমাদের শৈলকোপা" গ্রুপ এর সকল সদস্যদের চিন্তা-ভাবনার বাস্তবায়নের ক্ষুদ্র প্রয়াস মাত্র।

চৌধুরী পাড়া রাস্তার প্রসস্ত করনের উন্নয়ন কাজ চলমান।।
27/04/2020

চৌধুরী পাড়া রাস্তার প্রসস্ত করনের উন্নয়ন কাজ চলমান।।

14/04/2020

"শুভ নববর্ষ ১৪২৭" সবাইকে পশ্চিম শৈলকোপা তরুণ ক্লাব এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা।

আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি।বিত্তবানরা আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন।ইনশাল্লাহ্ অচিরেই করোনা মুক্ত হবে ...
04/04/2020

আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি।বিত্তবানরা আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন।ইনশাল্লাহ্ অচিরেই করোনা মুক্ত হবে দেশ।

03/04/2020

ঘরে থাকুন,সামাজিক দুরত্ব বজায় রাখুন।সুস্থ থাকুন।😷😷

"পশ্চিম শৈলকোপা তরুণ ক্লাব"এর উদ্দেগে শৈলকোপার প্রধান প্রধান ফটক এ জীবানুনাশক ঔষধ ছিটানো কার্যক্রম
01/04/2020

"পশ্চিম শৈলকোপা তরুণ ক্লাব"এর উদ্দেগে শৈলকোপার প্রধান প্রধান ফটক এ জীবানুনাশক ঔষধ ছিটানো কার্যক্রম

26/03/2020

নতুন করে করোনায় আক্রান্ত আরো ৫ জন।
মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন।
- IEDCR

23/03/2020

কভিড-১৯ এ নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন ( পুরুষ ৩, নারী ৩জন)
মারা গেছেন ১জন।
৬জনের মধ্যেঃ
২জন বিদেশ ফেরত ( ভারত ও বাহরাইন)
৩জন স্বাস্থ্য কর্মী (১জন চিকিৎসক, ২জন নার্স)
প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫১জন
- আইইডিসিআর

19/03/2020

আপনি বা আপনার পরিচিত কেউ যদি অসুস্থ বোধ করেন তবে এই লক্ষণসমূহের সাথে মিলিয়ে দেখুন- করোনাভাইরাসে আক্রান্ত কিনা!
যদি আপনি অসুস্থ বোধ করে থাকেন তবে কিভাবে বুঝবেন আপনি করোনাভাইরাসে আক্রান্ত? দিন অনুযায়ী লক্ষ্মণসমূহ মিলিয়ে দেখুনঃ

দিন ১ থেকে ৩

সাধারণ সর্দি-কাশি, হাঁচি, হাল্কা গলা ব্যথা, তেমন কোনো জ্বর থাকবে না। আপেক্ষিক ভাবে সুস্থ বোধ করবেন এবং খাওয়া দাওয়া করতে সমস্যা হবে না।

দিন ৪

গলা ব্যথা প্রথম ৩ দিনের তুলনায় কিছুটা বেশি। মাথা ঘোরানো ও কিছুটা ভারসাম্যহীন অনুভব করা। কথা বলতে কষ্ট হওয়া, শরীরের তাপমাত্রা 36.7°c এর আশেপাশে। খাওয়া দাওয়া করতে সমস্যা হওয়া। হাল্কা মাথা ব্যথা,অনেক সময় ডায়রিয়ার মতো হওয়া।

দিন ৫

গলা ব্যথা পূর্বের চেয়ে বেশি। কথা বললে গলায় বেশি ব্যথা করা। দেহের তাপমাত্রা ৩৬.৫°-৩৬.৭° এর কাছাকাছি। শারীরিক দুর্বলতা ও জয়েন্টে জয়েন্টে ব্যথা।

দিন ৬
জ্বরের তীব্রতা আস্তে আস্তে বেড়ে 37°c এর আশেপাশে থাকা। শুকনা কাশি শুরু হওয়া। কথা বলার সময় বা ঢোক গিলতে গেলে ব্যথা করা। অস্বাভাবিক দুর্বলতা,বমি বমি ভাব, মাঝে মাঝে শ্বাসকষ্ট হওয়া। হাতের আঙুলগুলোতে ব্যথা শুরু হওয়া। বমি, ডায়রিয়া।

দিন ৭

উচ্চমাত্রায় জ্বর (37.4°c - 37.8°c), কফ সহ কাশি, মাথা ও শরীর ব্যথা, বমি ও ডায়রিয়া বৃদ্ধি পাওয়া।

দিন ৮

জ্বরের মাত্রা বৃদ্ধি পেয়ে 38° বা 38°C এর উপরে চলে যাওয়া। শ্বাসক্ষট এবং প্রতিবার শ্বাসপ্রশ্বাস নেয়ার সময় বুক ভার ভার লাগা। বিরতিহীন কাশি। মাথা ব্যথা, জয়েন্ট ব্যথা এবং কোমরের মাংস ব্যথা।

দিন ৯

আগের সকল লক্ষণস্মূহ থাকবে তবে সেগুলো মারাত্মক আকার ধারন করবে। যেমন: জ্বরের অবস্থা আরো অবনতি, শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এগুলোর যেকোনো একটা লক্ষণ দেখা দিলে দ্রুত IEDCR এর ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায়, তাদের ঝুঁকি বেশি।

(Singapore Health Ministry এর Data Analysis করে Dr. Richard Matta এই গাইডলাইন প্রকাশ করেছেন)

শুভ জন্মদিন ইতিহাসের মহানায়ক।তুমি জন্মেছিলে বলে,জন্মেছেএই দেশমুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ।
17/03/2020

শুভ জন্মদিন ইতিহাসের মহানায়ক।
তুমি জন্মেছিলে বলে,জন্মেছে
এই দেশ
মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ।

আমাদের অত্র ক্লাবের সদস্য "নাছির" ভাই এর দোখানের "শুভ উদ্বোধন"...স্থান- হালদা ভ্যালি চা বাগান গেইট
14/03/2020

আমাদের অত্র ক্লাবের সদস্য "নাছির" ভাই এর দোখানের "শুভ উদ্বোধন"...
স্থান- হালদা ভ্যালি চা বাগান গেইট

11/03/2020

করোনা ভাইরাস (কোভিড-১৯) নিজেই পরীক্ষা করুন

এই মুহূর্তে করোনা ভাইরাস পুরো বিশ্ব, বিশেষ করে চীন ও আশেপাশের দেশগুলোতে প্রচণ্ড আতংকের সৃষ্টি করেছে। এযাবৎ প্রায় তিনহাজার মানুষ মারা গিয়েছেন, যার প্রায় দুইহাজার আটশত জনই চীনে। বিশ্বের ৫০টিরও বেশি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান মিলেছে, এবং সারা বিশ্বে আশি হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।বাংলাদেশেও এই রোগ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে এবং ইতোমধ্যেই বিদেশে অবস্থানরত কয়েকজন বাংলাদেশির মধ্যে এই ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গিয়েছে।

সমস্যা হচ্ছে, কেউ আক্রান্ত হলে তার দেহে এই ভাইরাসের চিহ্ন বা লক্ষণ খুঁজে পেতে অনেকদিন সময় লেগে যায়। সাধারণত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বর বা কাশি নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই তার ফুসফুসের ৫০% ফাইব্রোসিস (সূক্ষ্ম অংশুসমূহের বৃদ্ধি) তৈরি হয়ে যায়, যার মানে অনেক দেরি হয়ে গেছে।

তাইওয়ানের বিশেষজ্ঞরা কেউ আক্রান্ত হয়েছেন কি না, সেটা নিজে নিজেই পরীক্ষা করার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যেটা কেউ প্রতিদিন সকালে উঠেই কয়েক সেকেন্ডে একবার পরীক্ষা করে নিশ্চিন্ত হতে পারেন। পরীক্ষাটা হলো;

লম্বা একটা শ্বাস নিয়ে সেটাকে দশ সেকেন্ডের কিছুটা বেশি সময় ধরে আটকে রাখুন। যদি এই দম ধরে রাখার সময়ে আপনার কোনো কাশি না আসে, বুকে ব্যথা বা চাপ অনুভব না হয়, মানে কোনো প্রকার অস্বস্তি না লাগে, তার মানে আপনার ফুসফুসে কোনো ফাইব্রোসিস তৈরি হয়নি অর্থাৎ কোনো ইনফেকশন হয়নি, আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আছেন।
---------
জাপানের ডাক্তাররা আরেকটি অত্যন্ত ভালো উপদেশ দিয়েছেন যে, সবাই চেষ্টা করবেন যেন আপনার মুখের ভেতরটা কখনো শুকনো না হয়ে যায়, ভেজা ভেজা থাকে। তাই প্রতি পনেরো মিনিট অন্তর একচুমুক হলেও পানি পান করুন।

কারণ, কোনোভাবে ভাইরাসটি আপনার মুখ দিয়ে শরীরে প্রবেশ করলেও সেটি পানির সাথে পাকস্থলীতে চলে যাবে, আর পাকস্থলীর এসিড মুহূর্তেই সেই ভাইরাসকে মেরে ফেলবে।

[ইন্টারনেট থেকে প্রাপ্ত এই মেসেজটি বাংলায় অনুবাদ করেছেন বদরুল মিল্লাত। আপনারা আপনাদের আত্মীয়-বন্ধু-স্বজনদের সাথে শেয়ার করতে পারেন]

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আমাদের সকলকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করুন।

স্ট্রিট লাইট এর পুন:সংস্করন।
22/02/2020

স্ট্রিট লাইট এর পুন:সংস্করন।

উন্নয়নের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের শৈলকোপা।ইনশাআল্লাহ,আমাদের আগামি পদক্ষেপ গুলো ও যেন সফল হয়।সবাই,আমাদের পাশে থাকবেন।
20/02/2020

উন্নয়নের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের শৈলকোপা।ইনশাআল্লাহ,আমাদের আগামি পদক্ষেপ গুলো ও যেন সফল হয়।সবাই,আমাদের পাশে থাকবেন।

07/11/2019

সু- খবর। সু- খবর। সু-খবর

"পশ্চিম শৈলকোপা তরুণ ক্লাব"কর্তৃক প্রথম বারের মত বার্ষিক বনভোজন এর আয়োজন করা হয়েছে।এতে ক্লাব সদস্য ও সদস্য বহির্গত সকলের যাওয়ার সুযোগ রয়েছে।যারা যারা যাওয়ার আগ্রহি তারা আগামি ৩০/১১/২০১৯ এর মধ্যে ক্লাব কর্তৃপক্ষের নিকট টাকা জমা দেওয়ার জন্য অনুরোধ করা গেল।

স্হান : রাঙ্গামাটি
ফি : ৭০০ টাকা
গাড়ি: উন্নতমানের বাস

যা যা থাকবে
----------------------
* প্রতিজন কে একটা করে "টি-শার্ট"
*দুপুরের খাবার
* সকাল বিকাল দু বেলা নাস্তা

বিনোদন
----------------
*হাসির বাক্স(কৌতক,নাচ,গান,আরো অনেক)
*লটারি প্রোগ্রাম
*স্হান ভিওিক আলোচনা
★ধন্যবাদ★

#আরিফ উদ্দিন

01/11/2019

পশ্চিম শৈলকোপা তরুন ক্লাব এর পক্ষ থেকে সকল JSC/JDC পরিক্ষার্থীদের জন্য রইলো শুভ কামনা।আল্লাহ তা'আলা সকল শিক্ষার্থীকে সাফল্যমন্ডিত করুক।এই প্রত্যাশা রইল।

17/10/2019

৪টি বিষয়ে লজ্জা পাবেন না
- পুরনো কাপড়
- বয়স্ক মা-বাবা
- দরিদ্র বন্ধু
- সাধারণ জীবনযাপন🙂
-পশ্চিম শৈলকোপা তরুন ক্লাব

01/10/2019

সুখি হতে চান?-ক্ষমা করতে শিখুন।
ধনী হতে চান? - পরিশ্রমী হোন।
ক্ষমা পেতে চান?- বিনয়ী হোন।
ব্যক্তিত্ববান হতে চান?- ঠাট্টা ছাড়ুন।
জ্ঞানী হতে চান ?- কম কথা বলুন।
প্রিয়পাত্র হতে চান?- হাসতে শিখুন।
সম্পদশালী হতে চান?-বেশীবেশী দানকরুন।
মহৎ হতে চান?-নিজের ভুল খুজুঁন।
সফলতা চান?- ধৈর্য্যধারন করুন।
হীনমন্যতা এড়াতে চান?-প্রত্যাশা বর্জন করুন।
পাপ থেকে বাঁচতে চান? -লোভ ত্যাগ করুন।
স্রষ্টার কৃপা চান?-সুসময়ে শোকরিয়া করুন।
অন্তরে শান্তি চান?-আপনজনদের সাথে ভাল ব্যহার করুন।


#পশ্চিম শৈলকোপা তরুন ক্লাব

29/09/2019

নামাজ কেন পড়বেন?? এই ১৫ টি উপকারিতা পড়ে দেখুন আপনার যদি এগুলোর প্রয়োজন পড়ে আপনিও আজ থেকে শুরু করুন। এটি শুধুমাত্র ধর্মীয় ইবাদত নয় বরং মানুষের দেহ ও মনের সার্বিক সুস্থতার জন্য বিনা পয়সার এক মহান উত্তম অফার।
১। নামাজ শারীরিক ও মানসিক রোগের ওষুধ।
২। ব্যায়াম হয়, যার ফলে শরীর সতেজ ও সুঠাম থাকে বিশেষত এটি ডায়াবেটিস রোগীর জন্য বড় উপকারী। এই ব্যায়ামের মাধ্যমে বিশেষ করে মেন্টাল ডিজিজ অর্থাৎ মস্তিষ্কের রোগ, স্নায়ুবিক রোগ, মানসিক রোগ, অস্থিরতা ও অবসাদজনিত রোগ, হৃদ রোগ, আর্থারাইটিস, ইউরিড এসিড থেকে সৃষ্ট রোগ, পাকস্থলীর ক্যান্সার, ডায়াবেটিস এবং এর প্রতিক্রিয়ায় সৃষ্ট অন্যান্য রোগ, চোখ, নাক এবং গলার রোগ দূর হয়।
৩। দৈনিক পাঁচবার সেসব ইন্দ্রিয় ধৌত করা হয় যেসব ইন্দ্রিয়ের মধ্যে বিভিন্ন ভেক্টেরিয়া লেগে থাকে, সারাদিন ধুলাবালি দুষিত ধোঁয়া চোখে মুখে নাকে লেগে থাকে যা বিভিন্ন রোগের কারণ হয় আর দিনে পাঁচবার নামাযের জন্য ওযু করলে এসব ভেক্টেরিয়া,ধুলাবালি ধুয়ে মুচে পরিস্কার হয়ে যায়, ফলে নানান ধরনের রোগ ব্যাধি থেকে বেঁচে থাকা যায়।
৪। তাহাজ্জুদ এবং ফজর নামাজ হৃদ রোগের বড় ট্রিটমেন্ট যা গবেষকদের দ্বারা পরিক্ষিত।
৫। নামাজ যৌগিগ ব্যায়ামের মধ্যে অন্যতম।
৬। নামাজ শৃঙ্খলা,নিয়মানুবর্তিতা ও মনযোগী হওয়ার প্রশিক্ষণ দেয়।
৭। নামাজ সকল পেরেশানি দূর করে মানসিক শান্তনা দেয়।
৮। নামাজ মেধাশক্তি ও স্মরণ শক্তি বৃদ্ধি করে।
৯। যেহেতু নামাজ মানুষকে হাজার রকমের রোগ থেকে বাঁচিয়ে রাখে অতএব নামাজ মানুষকে দীর্ঘজীবী করে।
১০। নামাজ মানুষকে অশ্লিল ও খারাপ কাজ থেকে দূরে রাখে।
১১। নামাজ মানুষকে পবিত্র ও সতেজ রাখে।
১২। নামাজ শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
১৩। দিনে পাঁচবার মুখ হাত পা ধৌত করার ফলে চেহারায় লাবণ্য ও মাধুর্যতা বৃদ্ধি পায়, হাত পা ও চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়।
১৪। মুখে দুর্গন্ধ থাকেনা।
১৫। পাঁচবারের ওযুতে ১৫ বার কুলি দৈনিক কুলি করতে হয়(সুন্নত হিসেবে অনেকে মেসওয়াক ও করে থাকে) এর ফলে খাবার গ্রহণের পর দাঁতের ফাঁকে লেগে থাকা ময়লা ও জীবানু দূর হয়ে যায় আর দাঁতের রোগ ব্যাধি নিরাময় হয় ও দাঁত ঝকঝক ও মজবুত করে

27/09/2019

যদি পেটের ক্ষুধায় কেউ রুটি চুরি করে, তবে চোরের
নয়, সেই রাজ্যের বাদশাহর হাত কেটে দেওয়া হোক।
হযরত আলী (রাঃ)।
uddin

27/09/2019

শুভ সকাল
আজ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ইং, ১২ আশ্বিন ১৪২৬, ২৭ মুহাররম ১৪৪১
নামাজের সময়সূচী
ফজর 4.33
যোহর 11.55
আসর 4.14
মাগরিব 5.59
এশা 7.13
সূর্যোদয় - 5.47
সূর্যাস্ত - 5.56

26/09/2019

#সচেতনতা_মূলক_পোস্ট
দেশে নতুন একটি ভাইরাস এসেছে। কোথা থেকে এই ভাইরাস এসেছে, সরকারি তরফ থেকে তার অনুসন্ধান এখনো শুরু হয়নি। কতজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত, তা–ও জানা যায়নি।
ভাইরাসের নাম ‘ওয়েস্ট নাইল ভাইরাস’। সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তারা বলেছেন, ভাইরাসটি বাংলাদেশে নতুন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) একজন ব্যক্তির শরীরে এই ভাইরাস শনাক্ত করেছে। সপ্তাহ দেড়েক আগে আইসিডিডিআরবি এই তথ্য লিখিতভাবে সরকারের অন্তত তিনটি দপ্তরকে জানিয়েছে বলে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে আইসিডিডিআরবি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো তথ্য বা বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থার একজন পরামর্শক বলেছেন, ঢাকার অদূরে যে এলাকায় এই রোগী শনাক্ত হয়েছে, সেখানে জরিপ করলে আরও রোগী পাওয়া যেতে পারে। সময়ক্ষেপণ না করে কাজটি করা উচিত।
সরকারি সূত্রগুলো বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা, হাসপাতাল শাখা এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) চিঠি দিয়েছে আইসিডিডিআরবি। তিন দপ্তরের তিনজন পরিচালকই গত সোমবার চিঠির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওয়েস্ট নাইল ভাইরাস সাধারণত কাকজাতীয় পাখির শরীরে সুপ্ত অবস্থায় থাকে। এই ভাইরাসে সংক্রমিত মশা কামড়ালে মানুষ এতে আক্রান্ত হয়। ভাইরাসের কারণে স্নায়ুতন্ত্রের রোগে মানুষের মৃত্যু হতে পারে। আক্রান্ত মানুষের ৮০ শতাংশের রোগের কোনো লক্ষণ দেখা যায় না। আক্রান্ত ঘোড়ায় এ রোগের তীব্রতা বেশি দেখা দেয় এবং ঘোড়া মারা যায়।
রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা বলেন, ‘আমারা আরও অনুসন্ধান করার জন্য আইইডিসিআরকে বলব। এরপর আমরা করণীয় ঠিক করব।’
অনুসন্ধানের বিষয়ে রোগনিয়ন্ত্রণ শাখা থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা পাননি বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা। তিনি বলেন, ‘বার্তা পেলে আমরা ঘটনা যাচাই করব, পরিবারের সদস্যদের পরীক্ষা করব এবং প্রয়োজনে জরিপ করব।’
#কোথা_থেকে_এল
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১৯৩৭ সালে আফ্রিকা মহাদেশের উগান্ডার ওয়েস্ট নাইল অঞ্চলে একজন নারীর শরীরে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। ১৯৫৩ সালে নীল বা নাইল নদ উপত্যকার পাখির (কাকজাতীয়) শরীরে এই ভাইরাস চিহ্নিত হয়।
গত ৫০ বছরে বিশ্বের অনেক দেশে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছে। সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা দেয় গ্রিস, ইসরায়েল, রুমানিয়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে। প্রাদুর্ভাব দেখা গেছে এমন এলাকাগুলো পরিযায়ী পাখির বড় কোনো চলাচলের পথ নয়। আফ্রিকা, ইউরোপের কিছু অংশ, মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই রোগের সংক্রমণ দেখা দেয়।
নতুন ভাইরাসে সংক্রমিত মশা কামড়ালে মানুষ আক্রান্ত হয়। আক্রান্তদের ৮০ শতাংশের রোগের কোনো লক্ষণ দেখা যায় না।
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এই ভাইরাস আসে ইসরায়েল ও তিউনিসিয়া থেকে এবং দেশটির বিভিন্ন রাজ্যে এর প্রকোপ চলতে থাকে ২০১০ সাল পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তাদের ওয়েবসাইটে বলেছে, যুক্তরাষ্ট্রে মশাবাহিত রোগের মধ্যে প্রধান হচ্ছে ওয়েস্ট নাইল ভাইরাস। এই ভাইরাস প্রতিরোধে কোনো টিকা নেই এবং আক্রান্ত মানুষের সুনির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত প্রতি পাঁচজনের একজনের জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেয়। আক্রান্ত ১৫০ জনের মধ্যে একজনের পরিস্থিতি তীব্র হয়, মৃত্যুর ঘটনাও ঘটে।
#কীভাবে_ছড়ায়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোনো সংক্রামিত পাখির কাছ থেকে মশা এই ভাইরাস পায়। কয়েক দিনে মশার শরীরে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পায়। এরপর ওই মশা কোনো মানুষ বা পশুকে কামড়ালে সংক্রমণ ছড়ায়। এ পর্যন্ত মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনো ঘটনার নজির দেখা যায়নি। অন্যদিকে মা থেকে শিশুতে সংক্রমণেরও কোনো নজির নেই। মশা নিয়ন্ত্রণই এই ভাইরাস প্রতিরোধের প্রধান উপায়।
#রোগের_লক্ষণ_ও_শনাক্ত_করা
আক্রান্ত ৮০ শতাংশ মানুষের শরীরে কোনো রোগের লক্ষণ দেখা দেয় না। আক্রান্ত ২০ শতাংশের ওয়েস্ট নাইল জ্বর হয়। এর লক্ষণ হচ্ছে জ্বর, মাথাব্যথা, পরিশ্রান্তভাব, শরীরে ব্যথা, বমিভাব, মাঝেমধ্যে শরীরে র্যাশ দেখা দেয়।
ওয়েস্ট নাইল জ্বর মারাত্মক হলে মাথাব্যথা, তীব্র জ্বর, ঘাড় শক্ত হওয়া—এসব উপসর্গ দেখা দেওয়ার পাশাপাশি মানুষ অজ্ঞান হয়ে যায়, পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঝুঁকিও আছে।
অন্তত পাঁচ ধরনের পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করা সম্ভব বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। গত সোমবার রাতে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, দু–একটি গবেষণা প্রতিষ্ঠান ছাড়া এই ভাইরাস শনাক্ত করার প্রযুক্তি কারও কাছে নেই।
নতুন এই ভাইরাস সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘নতুন এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে হবে। স্বাস্থ্যকর্মীদেরও জানাতে হবে। সবচেয়ে বড় কথা, মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে।
..
:collected

Uddin

22/09/2019

তিনজন বোবার সাথে অটোরিকশায় বাড়ি ফিরছিলাম।
তারা তিনজনই নিজেদের ভাষায় কথা বলছিল । দুজনকে নিয়ে সন্দেহ ছিলনা তারা বোবা। অন্যজন নির্ভুল ভাবে তাদের সাথে কথা বলছে।কিন্তু বোবা মনে হচ্ছিলোনা। তাই বার বার তার মুখের দিকে তাকাচ্ছিলাম । বিষয়টা সে খেয়াল করল। একটু হেসে আমাকে বলল,আমি কিন্তু বোবা না। ওদের ভাষা বুঝি।
আমি অবাক হলাম। সে তাদের সব কথা আমাকে বুঝিয়ে বলল। এই প্রথম আমার মাঝে মুগ্ধতা বিরাজমান ছিল। কিছু ভিন্নধারার মানুষের আচরণ,মনের কথা,মুখের ভাষা বুঝলাম। তারা বলছিল,তাদের একজন ড্রাইভার। অপরজন দর্জি। তাদের একজন বেকার বন্ধু আছে।যাকে তারা দুজনেই রোজ টাকা দেয়। সেও তাদের মত জীবনযাপন করে। তাকে টাকা ফেরৎ দিতে হয়না। তার বন্ধুরা তাকে নিঃস্বার্থ ভাবে সাহায্য করে ।
আমাকে যিনি তাদের ভাষা বুঝিয়ে দিচ্ছিলেন তিনি কলেজ গেইট নেমে গেলেন।
আমি ভয় পেলাম। বললাম,ওরা আমার সাথে কথা বলতে চাইবেনা তো ? তখন কী জবাব দিবো ? তিনি তাদের ভাষায় তাদের বললেন,আমার ভাই। জ্বালাতন করবে না। এরপর,তিনি চলে গেলেন। বোবা দুজন,আমার সাথে কোন কথা বললো না।
আমাদের অনেকের প্রেম ও প্রেমিকা দুটোই আছে।
কিন্তু,আমাদের মানবতার বড্ড অভাব। আমি আজ হতে মানবতার চর্চা করবো। আপনিও করতে পারেন। কোন কিছুর বিনিময়ে না। কিন্তু,সুখ পাবেন। গভীর সুখ। এই সুখ যে জীবাত্মার কোথাও মেলেনা। মানবতা ছাড়া !!!!!!
কি পারবেন তো ???



♥♥♥

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Social View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies