Banglar Mukur- বাংলার মুকুর

Banglar Mukur- বাংলার মুকুর সত্যের পথে নির্ভীক

01/09/2024
সমাজের এইসব কীটের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। এরা ভালো মানুষের রূপ ধারণ করে জনগণকে ধোকা দিয়েছে এতদিন।
24/08/2024

সমাজের এইসব কীটের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। এরা ভালো মানুষের রূপ ধারণ করে জনগণকে ধোকা দিয়েছে এতদিন।

*বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা..
15/01/2023

*বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা..

ভুল বোঝাবুঝির অবসান, রাজের ঘরে ফিরে গেলেন পরীমনি!বাংলার মুকুর ডেক্স :শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে রাজ ও পরীমনিশরীফুল রাজের...
04/01/2023

ভুল বোঝাবুঝির অবসান, রাজের ঘরে ফিরে গেলেন পরীমনি!
বাংলার মুকুর ডেক্স :

শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে রাজ ও পরীমনি
শরীফুল রাজের ঘরে ফিরে গেছেন আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। শিলা কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। এসময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।
শিরিন শিলা পোস্ট শেয়ার করে লিখেছেন, অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।
এর আগে পরীমনি বিচ্ছেদের ঘোষনা দিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান। নতুন বছরের প্রথম প্রহরে রবিবার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। তিনি লেখেন—‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন। ’

এর মাঝে রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে আবার পরীমনি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন।

এদিকে পরীমনির এই চলে যাওয়ার পেছনে গডফাদারের ইন্ধন দেখছেন শরীফুল রাজ। মঙ্গলবার ভোরে শরীফুল রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ।
আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স। ’ এর অর্থ কী? এ ঘটনার নেপথ্যে কোনো গডফাদার রয়েছেন? নাকি শরীফুল রাজ কোনো গডফাদারের হুমকি পেয়েছেন? চলচ্চিত্রে এমন ঘটনা নিত্যই ঘটে। অভিনেতা সালমান শাহর মৃত্যুর পেছনেও গডফাদারের হাত রয়েছে বলে এখনো অনেকে মনে করেন! তবে শরীফুল রাজের ভাষ্য, সেই গডফাদারকে ছেড়ে দেবেন না।

তবে অনেক নাটকীয়তার পরে একই ফ্রেমে পরীমনি ও শরীফুল রাজের দেখা মিলল।

ব্রেকিং:আবারও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা
27/12/2022

ব্রেকিং:
আবারও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা

বিদায় চেয়েছিলেন শেখ হাসিনা, কাউন্সিলরদের ‘না’চলতি মেয়াদের কমিটির শেষ বক্তব্যে দল থেকে বিদায় চান আওয়ামী লীগ সভাপতি শেখ হা...
25/12/2022

বিদায় চেয়েছিলেন শেখ হাসিনা, কাউন্সিলরদের ‘না’

চলতি মেয়াদের কমিটির শেষ বক্তব্যে দল থেকে বিদায় চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, যেখানেই থাকি না কেন আমি আছি আপনাদের সঙ্গে। আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন। দলকে সুসংগঠিত করুন। নতুন আসতে হবে। পুরাতনের বিদায় নতুনের আগমন, এটাই চিরাচরিত নিয়ম।

তবে শেখ হাসিনার এই বক্তব্যের সময় উপস্থিত কাউন্সিলররা ‘না, না’ বলে চিৎকার করতে থাকেন। এতে তার বক্তব্য শেষ করতেও কিছুটা বিঘ্ন ঘটে। কাউন্সিল অধিবেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশন হয়।

সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেন, এই কমিটি ২০১৯ সালে সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয়েছে। আপনারা দায়িত্ব দিয়েছিলেন তা যথাসম্ভব পালনের চেষ্টা করেছি। এরপর অনেক ঝামেলা, অনেক কিছু গেছে। করোনা মোকাবিলা, যুদ্ধ সব কিছুর মধ্যে দিয়েও আমরা সময়মতো কাউন্সিল করতে পেরেছি। যেসব জেলা ও ইউনিটে এখনও সম্মেলন হয়নি, নতুন যে কমিটি আসবে সেই কমিটির নেতৃত্বে এসব জায়গায় অবশ্যই যেন সম্মেলন হয়। সেদিকে নজর দিতে হবে।

উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্য করে তিনি বলেন, যেখানেই থাকি না কেন আমি আছি আপনাদের সঙ্গে। আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন। দলকে সুসংগঠিত করুন। পুরাতনের বিদায় নতুনের আগমন এটাই চিরাচরিত নিয়ম। এই কথা বলে আমি আপনাদের থেকে অনুমতি চেয়ে নিয়ম অনুযায়ী ২০১৯ সালের সম্মেলনে যে কার্যকরী সংসদ নির্বাচিত হয়েছিল সেটা বিলুপ্ত ঘোষণা করছি। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব ছেড়ে দিচ্ছি।

এ সময় ‘না, না’ বলে চিৎকার করেন কাউন্সিলররা। তাদের থামাতে না পেরে শেখ হাসিনা বলে উঠেন— ‘এরকম করলে হবে না তো’।

পরে শেখ হাসিনা বলেন, এখানে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব হবে। সমর্থন হবে। তখন আপনারাই বিবেচনা করবেন। আপনাদের ওপর সব ভার ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছি।

এরপর অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে। এতে দশম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দলটির সাধারণ সম্পাদক পদে টানা তিন বারের মতো পুননির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত। বাংলার মুকুর ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্...
24/12/2022

বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত।

বাংলার মুকুর ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আমি চার বারের প্রধানমন্ত্রী। আমাদের পরিবার দুর্নীতিই যদি করত তাহলে দেশের মানুষকে কিছু দিতে পারতাম না। আমরা দেশের মানুষকে দিতে এসেছি। মানুষের জন্য করতে এসেছি। এ কারণে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে, এটা অন্তত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে মেনে নিতে পারি না। আমরাই পারি দেশের উন্নতি করতে।’

দেশের অগ্রযাত্রায় আওয়ামী লীগ সভাপতি তার সরকারের মেয়াদে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এসেছিল। তাই চ্যালেঞ্জ দিয়েছিলাম নিজের অর্থায়নে পদ্মা সেতু করবো। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। ধন্যবাদ আমাদের দেশের মানুষকে। তারাই আমাকে সাহস দিয়েছে শক্তি দিয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। শুধুমাত্র পদ্মা সেতু না। তিনটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট আওয়ামী লীগ সরকারের করা, চতুর্থটা হচ্ছে কক্সবাজারে। সারাদেশে রাস্তা-ঘাট, ব্রিজ করে... অতো ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে।’

শেখ হাসিনা বলেন, ‘কিছুদিন আগে একশোটা সেতু, একশোটা সড়কের উন্নতি আমরা করতে পেরেছি। কোনদিন আগে কেউ একসঙ্গে করতে পেরেছে। আপনারাই বলেন, পেরেছে কোনো সরকার? কে পেরেছে, আওয়ামী লীগ সরকার। আমরাই পারি দেশের উন্নতি করতে, এটাই হচ্ছে বাস্তবতা।’

‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এবার আওয়ামী লীগের ২২তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে। ২০৪১-এ স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন দলটির জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

23/12/2022

ফয়েজ লেক, চট্টগ্রাম।

সফল বিশ্বকাপ মিশন শেষে  মরক্কোর প্লেয়াররা তুলছে তাদের মায়ের সাথে ছবি  **বাংলার মুকুর ডেক্স
21/12/2022

সফল বিশ্বকাপ মিশন শেষে মরক্কোর প্লেয়াররা তুলছে তাদের মায়ের সাথে ছবি
**বাংলার মুকুর ডেক্স

১০০টি সেতু উদ্বোধনের দেড় মাস পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২১ ডিসেম্বর ২০২২,বুধবার  ভিডিও কনফারেন্সের মাধ্যমে স...
21/12/2022

১০০টি সেতু উদ্বোধনের দেড় মাস পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২১ ডিসেম্বর ২০২২,বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন দেশের ৫০ জেলায় উন্নয়নকৃত ১০০ টি মহাসড়কের উদ্বোধন করেন।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি  হয়েছেন সাদ্দাম হোসেন এবং নতুন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।সাদ্দ...
20/12/2022

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন এবং নতুন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সাদ্দাম ও ইনান দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।

** আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমার..
19/12/2022

** আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমার..

18/12/2022

জয়ের পর পরিবারের সাথে অসাধারণ মুহূর্তগুলো

স্বপ্নের ট্রফি হাতে মেসি, স্বপ্ন ছোঁয়া হলো মেসির।
18/12/2022

স্বপ্নের ট্রফি হাতে মেসি, স্বপ্ন ছোঁয়া হলো মেসির।

গোল্ডেন বল মেসির, গোল্ডেন গ্লাভস মার্টিনেজেরগোল্ডেন বল মেসির, গোল্ডেন গ্লাভস মার্টিনেজের২০১৪ বিশ্বকাপেও টুর্নামেন্টের সে...
18/12/2022

গোল্ডেন বল মেসির, গোল্ডেন গ্লাভস মার্টিনেজের

গোল্ডেন বল মেসির, গোল্ডেন গ্লাভস মার্টিনেজের
২০১৪ বিশ্বকাপেও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেবার থাকতে হয়েছে পরাজিতের দলে।

৮ বছর পর ২০২২ সালে এসে বিশ্বকাপটাই জিতে নিলেন তিনি। সে সঙ্গে আবারও জিতলেন গোল্ডেন বল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বল উঠলো মেসির হাতে।

শুধু মেসিই নন, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ।

দীর্ঘ  অপেক্ষা শেষে বিশ্বকাপ আর্জেন্টিনারবাংলার মুকুর ডেস্ক :৩৬ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ আর্জেন্টিনার৩৬ বছরের অপেক্ষা...
18/12/2022

দীর্ঘ অপেক্ষা শেষে বিশ্বকাপ আর্জেন্টিনার

বাংলার মুকুর ডেস্ক :
৩৬ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ আর্জেন্টিনার
৩৬ বছরের অপেক্ষা। সেই অপেক্ষার প্রহর পেরিয়ে চরম নাটকীয়তার এক ফাইনাল শেষে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বককাপ শিরোপা জিতলো আর্জেন্টিনা।

Address

Chattogram
Chittagong
4041

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Mukur- বাংলার মুকুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglar Mukur- বাংলার মুকুর:

Videos

Share