সহজ জীবন

সহজ জীবন Welcome to the officials fan page
(80)

বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি ক...
06/08/2024

বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও ৯০ ভাগ বাঙ্গালীর নাই। বাঙ্গালীর আরো ৩০/৪০ বছর লাগবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ এটা বুঝতে।

নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!?

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে থাকবেন। অনেকে তাকে ১ নম্বরে রাখবে। একজন বাঙ্গালী মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটে নাই। আবার কবে হবে কেউ জানে না।

প্রফেসর ইউনুসের সাথে কিছু মূর্খ যে আচরণ করে এটা লজ্জাজনক।
Collected:

06/08/2024

ব্রেকিং নিউজ:
দেশে আসছেন সবার পরিচিত মুখ প্রিয় ড. মিজানুর রহমান আজহারী 🇧🇩❤️

13/07/2024

কী সুন্দর হাতিরঝিলের প্রকৃতি! ❤️

10/07/2024

কী সুন্দর হাতিয়ার কমলার দীঘি! ❤️

01/07/2024

আহ! কি রাতটাই না ছিলো সেদিন 💞চোখের শান্তি মনের শান্তি☺️ 🇦🇷

29/06/2024

যারা_ভাগ্যকে_দোষ_দেন_তারা_দেখুন_!_When_A_Man_Became_Eagle_!_Life_Changing_Motivational_Story

27/06/2024

অল্প _টাকাতে_৭ টি নতুন_বিজনেস প্ল্যান😱😱_

27/06/2024

কেও_আপনাকে_অপমান_করলে_এভাবে_জবাব_দিন_ !_Buddhist_Story_on_Insult_!_Life_Changing_Moral_Story)

পদ্মা সেতু কি তাহলে ভারতের জন্য করা হইছে?আমাদের জন্য না❗😭😭😭বুঝলা, ভাতিজা? এদেশে এখন ভারতীয় ট্রেন আসবে।কয়দিন পর নিজেরাই ট...
26/06/2024

পদ্মা সেতু কি তাহলে ভারতের জন্য করা হইছে?
আমাদের জন্য না❗😭😭😭

বুঝলা, ভাতিজা? এদেশে এখন ভারতীয় ট্রেন আসবে।
কয়দিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে,
তখন ট্রেনের নিরাপত্তার জন্য ভারতীয় সৈন্য আসবে।
এভাবেই ওঁরা বাংলাদেশটা দখলের চিন্তা করছে......

২৩ জুন, ১৭৫৭। পলাশীর যুদ্ধ।
২৩ জুন, ২০২৪। গোলামীর চুক্তি।

#প্রিয়_মাতৃভূমি_বাংলাদেশ
তোমায় খুব ভালোবাসি।
তোমার কোনো ক্ষতি হোক, আমরা চাই না❗
সেন্টমার্টিন যাচ্ছে!
বুক চিরে রেল লাইন যাচ্ছে!
আমরা পড়ে আছি রাসেলস ভাইপার নিয়ে।

[সংগ্রহীত ]

26/06/2024

Argentina🇦🇷📌📌_vs_Chile_1-0-_All_Goals___Highlights_-_Copa_America_2024

জেনে নিন চট্টগ্রাম মহানগরীতে কত নাম্বার বাস কোন রোড়ে  চলে। 👉১ নং বাস:নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - চকবাজার - কাপ...
18/06/2024

জেনে নিন চট্টগ্রাম মহানগরীতে কত নাম্বার বাস কোন রোড়ে চলে।

👉১ নং বাস:
নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - চকবাজার - কাপাসগোলা - বাদুড়তলা - বহদ্দারহাট

👉২নং বাস:
নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - জামালখাঁন - চকবাজার - মেডিকেল/প্রবর্তক - ২ নং গেট - মুরাদপুর - বহদ্দারহাট পুলিশ বক্স - বাস টার্মিনাল - পুরান চান্দগাঁও - সি এন্ বি রাস্তার মাথা - কাপ্তাই রাস্তার মাথা।

👉৩নং বাস:
নিউ মার্কেট - ডি.সি. হিল - কাজীর দেউরী - আলমাস - গোলপাহাড় - প্রবর্তক মোড়- মুরাদপুর - বিবিরহাট - অক্সিজেন - আমানবাজার - বড়দিগির পাড় - ফতেয়াবাদ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

👉৪নং বাস:
নিউ মার্কেট - টাইগারপাস - লালখাঁন বাজার - ওয়াসা মোড় - জিইসি - ঝাউতলা - একে খান - কর্ণেল হাট - ভাটিয়ারী।

👉৬ নং বাস:
লালদীঘি - নিউ মার্কেট - টাইগার পাস - দেওয়ানহাট - বাদামতলী মোড় (আগ্রাবাদ) - বারেক বিল্ডিং - ইপিজেড - সিমেন্ট ক্রসিং - কাঠগড় - সী বিচ

👉৭নং বাস:
কোতোয়ালি - নিউ মার্কেট - কদমতলী - টাইগারপাস - দেওয়ানহাট মোর - চৌমুহনী মোড় - শান্তিবাগ - আগ্রাবাদ - আগ্রাবাদ একসেস রোড - এসি মসজিদ - নয়াবাজার - সরাইপাড়া - সাগরিকা - অলংকারমোড় - একে খান।

👉৮নং বাস:
নিউ মার্কেট - টাইগার পাস - লালখান বাজার - জিইসি - ২ নং গেট - বায়েজিদ বোস্তামী - অক্সিজেন।

👉১০নং বাস:
কালুরঘাট - কাপ্তাই রাস্তার মাথা - বহদ্দারহাট - মুরাদপুর - ২ নং গেট - জিইসি - টাইগার পাস - দেওয়ানহাট- বারেক বিল্ডিং - ইপিজেড - বন্দরটিলা - সিমেন্ট ক্রসিং - কাঠগড়।

👉১১নং বাস:
ভাটিয়ারী - কর্ণেল হাট - একে খান বড়পোল - সল্টগোলা ক্রসিং - ইপিজেড- কাঠগড় - সী বিচ।

কিছু ভুল থাকতে পারে। সংশোধন করে দেওয়ার অনুরোধ রইলো। সবাই শেয়ার করে রেখেদিন। ভবিষ্যতে প্রয়োজন হতে পারে।

14/06/2024

বাস্তব_জীবনের_হিরো_!_Bear_Grylls_Life_Story_!_Every_Youth_Must_Watch_This_Motivational_

12/06/2024

সফলতার_জন্য_নিজেকে_SIGMA_MALE_তৈরি_করুন_!_How_to_Be_Sigma_Male_!_Unlock_Your_Sigma_Attitude

11/06/2024

এভাবে_কথা_বললে_সবাই_পাগল_হয়ে_যাবে_😱😱!_5_Communication_Techniques_!_How_to_Impress_Anyone

10/06/2024

নিজেকে_মানসিকভাবে_কিভাবে_শক্তিশালী_করবেন_!_Buddhist_Story_on_Mind_Power_!_Self_Development

বই লাগবে কারোর , বই ! লাগলে বলিয়েন গ্রাজুয়েশন শেষ করে গ্রামের ছেলে গ্রামে ফিরে যেতে হবে। সরকারি চাকরি এখন শুধুই স্বপ্ন।...
10/06/2024

বই লাগবে কারোর , বই ! লাগলে বলিয়েন
গ্রাজুয়েশন শেষ করে গ্রামের ছেলে গ্রামে ফিরে যেতে হবে। সরকারি চাকরি এখন শুধুই স্বপ্ন।

দেশের মোট জনসংখ্যা =১৬,৫১,৫৮,৬১৬ জন।
মুক্তিযোদ্ধা = প্রায় ২ লাখ কোটা=৩০%
প্রতিবন্ধী =২০লাখ ১৬ হাজার কোটা =১%
উপজাতি =১৫লাখ ৮৬ হাজার কোটা =৫%
নারী কোটা =১০%
জেলা কোটা =১০%
----------------------মোট কোটা =৫৬%

মাত্র ২.৬৩% মানুষের জন্য কোটা ৫৬%!
৯৭.৩৭% মানুষের জন্য কোটা ৪৪%!
----
মনে করুন ৪৭তম বিসিএস-এ সরকারীভাবে ২০২৪ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। ইন্টারভিউ কল করা হয়েছে। যারা উত্তীর্ণ হবে তাদের মধ্যে
মুক্তিযোদ্ধা =২ লাখের জন্য =৩০% কোটা
প্রতিবন্ধী =২০লাখ ১৬ হাজারের জন্য =১%
উপজাতি =১৫লাখ ৮৬ হাজারের জন্য =৫%
নারীদের জন্য =১০%
বিশেষ জেলার জন্য =১০%

সর্বমোট ২.৬৩% মানুষের জন্য ৫৬% কোটা ১১৩৪টি বিসিএস ক্যাডার পদ বরাদ্দ।
আর সাধারন ৯৭.৩৭% মানুষের জন্য ৪৪% কোটা ৮৯০টি পদ বরাদ্দ।

এর মানে আপনি যত মেধাবী হোন না কেন, চাকরি পাবেন না। আপনার চেয়ে কম মেধাবী- তার জন্য কোটা থাকার কারণে চাকরি পেয়ে যাবে অনায়েশেই।

২.৬৩% লোক ১১৩৪টি পদ পাবে বিনা কন্ট্যাস্টে। আর ৯৭.৩৭% লোক ৮৯০টি পদের জন্য লড়তে হবে।
সংগৃহীত:

08/06/2024

📌📌আজকে আমি অনেক খুশি🙊🇧🇩

ম্যানসিটির সাবেক স্ট্রাইকার ওলানরেয়াজু কায়োদে গত সপ্তাহে তার লাইফের সবচেয়ে বড় শকটা পেলেন। ৩০ বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটব...
05/06/2024

ম্যানসিটির সাবেক স্ট্রাইকার ওলানরেয়াজু কায়োদে গত সপ্তাহে তার লাইফের সবচেয়ে বড় শকটা পেলেন। ৩০ বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটবলার জানতে পারেন, এতদিন যে তিন সন্তানকে নিজের মনে করে বড় করেছেন, তাদের একজনের বাবাও তিনি নন!

কয়েক বছর আগে ক্লাবের সাথে কন্ট্রাক্ট শেষ হলে তার স্ত্রীর আচরণ বদলে যায়। তার স্ত্রীর পরকীয়া শুরু করে ব্রিটিশ যাজক টবির সাথে। কায়োদের টাকায় কেনা দুটো মার্সিডিজ এসইউভি গিফট করে টবিকে। এ ধরণের নানান ভয়ঙ্কর তথ্য উঠে আসে অনুসন্ধানে।

ডরি এত বছরের সংসার জীবনে স্বামী কায়োদের কোনো সন্তানকে দুনিয়ায় আসতে দেয়নি। বরং জন্ম দিয়েছে প্রেমিক টবির সন্তানকে। কিন্তু কায়োদেকে বলেছে এগুলো তারই সন্তান।

আপনি ভাবতে পারেন, প্রথমবার বাবা হওয়ার অনুভূতি! তারপর একটু একটু করে তাকে বড় করা। কিন্তু এত বছর পর জানলেন সে আপনার সন্তান নয়! তারচেয়েও বড় ব্যাপার, জীবনের অংশ হয়ে যাওয়া স্ত্রী এতবছর ধরে গোপনে ধোঁকা দিয়েছে। অবৈধ সন্তানকে পেটে ধরে আপনাকে বাবা হবার মিথ্যা ফিলিংস দিয়েছে। তাও একবার নয়, পরপর তিনবার!

কায়োদের ইন্সটাগ্রামে সেই সন্তানদের সাথে কত হ্যাপি ফটো ছিলো! আধমরা লোকটা একে একে সব ছবি ডিলেট করে দিয়েছেন।

এবার আসে সবচেয়ে দুঃখজনক পার্ট। নির্লজ্ব ডোরা এক ডিভোর্স উকিল হায়ার করেছে। কায়োদের সম্পত্বির অর্ধেক সে পাবে। সাথে কায়োদে যে তুর্কি ক্লাবে খেলছে, সেখানকার চলমান চুক্তির টাকা পাবে।

এই না হলে পশ্চিমা আইন! যেই নারী একজন নির্দোষ পুরুষের সংসার-সন্তান-সম্পত্ত্বি সব কেড়ে নিলো তাকেই গিফট করা হলো সন্তান আর টাকা, যাতে সে প্রেমিকের সাথে এক সুখী জীবন কাটাতে পারে।

**
তবু পশ্চিমাদের জন্য সহানুভূতি আসতে চায় না। ইসলামী আইনে ডোরা নামের ওই নোংরা জীবটাকে পাথর দিয়ে খালাস করতে হবে। কিন্তু পশ্চিমা পুরুষেরাই যে এর বিরোধী!

পৃথিবীতে বর্তমানে চার জায়গায় এই ব্যাভিচারিকে পাথরে হত্যার আইন চালু আছে। সেখান থেকে আসা নিউজের নিচে পশ্চিমা পুরুষদের কমেন্ট দেখবেন - "কী বর্বর", "প্রস্তর যুগের বর্বরেরা" , "ইসলাম আসলে ডেথ কাল্ট" ইত্যাদি।

মানে নিজেরা কাকোল্ডারি, চিটিং আর এরকম ফ্রডের শিকার হয়ে ধ্বংস হয়ে যাক, তবু সমাধান ওরা মানবে না, ইসলামের বলে।

সিম্প্যাথি আসা তাই কষ্টকর।

10/04/2023

--ভ্যাগিস বাংলাদেশ এ বাস করি🙂না হয় কত বিনোদন যে মিস করতাম🤣🤣
সূএ-ডি বি সি নিউজ💫

06/04/2023

-বিয়ের ভিডিও এইভাবেই না হলে বিয়ে আবার করমু😔🤣🥀

31/03/2023

ফজরের নামাজের পর বাইরে বের হলেই বাতাসের সাথে একটা মিষ্টি সুঘ্রাণ ভে'সে আসে, এটাই হয়তো রমজানের বিশেষ সৌন্দর্য! ❤️🌸

26/03/2023

--রমজান মাসে নামাজ পড়ার যে অভ্যাসটা হয়েছে এটা রমজান চলে গেলেও ধরে রেখো!'🖤

-আলহামদুলিল্লাহ  রমজানের প্রথম তারাবী ❤️🌸🥀
23/03/2023

-আলহামদুলিল্লাহ রমজানের প্রথম তারাবী ❤️🌸🥀

16/02/2023

-পেশা বড় কথা নয়,বাবা থাকাটা বেশি গুরুত্বপূর্ণ🥀🖤স্যালুট ভাই❣️

15/02/2023

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা পেজ আমাদের কে উপহার দেওয়ার জন্য সব সময় মানুষের পাশে থাকবেন মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে

05/02/2023

পেইজটা ঘুরে আসলাম �
খুব সুন্দর �
সবাই সার্পোট দিয়ে পাশে থাকুন �
শুভকামনা রইলো �
ফলো দিলাম ব্যাক দেন
রিভিউ ব্যাক দিয়ে পাশে থাকবেন আশা রাখি ��

Address

Chitagoung
Chittagong

Telephone

+8801788534856

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহজ জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সহজ জীবন:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Chittagong

Show All