হাদীস প্রতিদিন

হাদীস প্রতিদিন নিশ্চয় মুমিনগণ সফলকাম, যারা নিজেদের নামাজে অন্তরের বিনয় প্রকাশ করে। (সূরা: মু‘মিন, আয়াত: ১-২)

আসসালামু আলাইকুম ।প্রতিদিন আল্লাহ এবং রসুলের বাণী জানতে আমাদের সংগে থাকুন।

ফেইসবুক বন্ধুদের মাঝে এই পাতাটি শেয়ার করুন ও প্রতিদিন হাদীস জানার সুযোগ করে দিন। আপনার মাধ্যমে শুরু হওয়া পরবর্তী প্রত্যেকের ভালো কাজের সওয়াব ও পুরষ্কারের অধিকারী হবেন ইনশাল্লাহ ! "কেহ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা, আর

কেহ ভ্রান্ত পথে ডাকলে যতজন তার অনুসারী হবে প্রত্যেকের গুনাহের সমান ভাগ সে পাবে, তবে অন্যদের গোনাহে কোন প্রকার কমানো হবেনা"।
{সহীহ্ মুসলিম: ২৬৭৪}

•তোমরা হতাশ হয়োনা, চিন্তিত হয়োনা, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মমিন হও।(সূরা আল-ইমরান)
•যে ব্যাক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে, কিয়ামতের দিন আল্লাহ তাহালা তাহার দোষ গোপন রাখিবে।(আল-কোরআন)
•সবোত্তম সাদকা হলো কোন ক্ষুধাতর্কে পেটপুরে খাওয়ানো।(মিশকাত)
•সুন্দরী স্ত্রী আর পিছনের দরোজা- যে কোন সময় একজন ধনী লোককে দরিদ্র করতে পারে।(ব্রিটিশ লেখক টি.এল.পিকক)
•হে ঈমানদারগন!তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় কর আর পরিপূণর্ভাবে মুসলিম না হয়ে মৃত্যুবরন করোনা।(সূরা আল-ইমরান)

ঈদ মোবারক🌙তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম ।
10/04/2024

ঈদ মোবারক🌙
তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম ।

02/02/2024
25/12/2023

24/12/2023




প্রশান্তির ঘুম..হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অ...
14/08/2023

প্রশান্তির ঘুম..

হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং প্রবেশ করো আমার জান্নাতে’ (সূরা ফাজর : ২৭-৩০)।

আল্লাহ তুমি সব দেখছো!
তুমি সব কিছুর বিচার করো!

❤️❤️আমাদের আসল হিরো❤️❤️
09/04/2023

❤️❤️আমাদের আসল হিরো❤️❤️

আল্লাহ যাকে ধন-সম্পদ দিয়েছেন কিন্তু সে জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে দু'টি দাগওয়ালা একটি সাপে পরিণত করা হবে...
22/03/2023

আল্লাহ যাকে ধন-সম্পদ দিয়েছেন কিন্তু সে জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে দু'টি দাগওয়ালা একটি সাপে পরিণত করা হবে। এই সাপ সেই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে। অতঃপর সাপ উক্ত ব্যক্তির গলায় ঝুলে তার দু'গালে কামড়াতে থাকবে এবং বলবে আমি-ই তোমার সঞ্চিত সম্পদ। (বুখারি : ইফা-১৩২১)



07/03/2023

🤲🤲সূরা আদ-দোহা🤲🤲

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالضُّحَىٰ﴾

১) উজ্জ্বল দিনের কসম

﴿وَاللَّيْلِ إِذَا سَجَىٰ﴾

২) এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় ৷

﴿مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ﴾

৩) ( হে নবী !) তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি৷

﴿وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ﴾

৪) নিসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো ৷

﴿وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ﴾

৫) আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে , তুমি খুশী হয়ে যাবে৷

﴿أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ﴾

৬) তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি ?তারপর তোমাকে আশ্রয় দেননি ?

﴿وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ﴾

৭) তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান , তারপর তিনিই পথ দেখান৷

﴿وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ﴾

৮) তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান , তারপর তোমাকে ধনী করেন৷

﴿فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ﴾

৯) কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না৷

﴿وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ﴾

১০) প্রার্থীকে তিরস্কার করো না ৷

﴿وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ﴾

১১) আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো৷





19/02/2023

রাসূল ﷺ বলেছেন,
“তোমরা আঙ্গুলে তাসবীহ গণনা কর কেননা কেয়ামতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে।”🖤
— আবু দাউদ, ১৫০১

17/02/2023

পবিত্র রজব মাসের দোয়া-
اَللهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শা’বান ওয়া বাল্লিগনা রমাদান।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শা’বান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’

রজব ও শা’বান মাসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি বেশি বেশি পড়তেন। যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল।❤

12/02/2023

আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার
দিবাগত রাতে পবিত্র
শবে-ই-মিরাজ
আলহামদুলিল্লাহ।

11/02/2023

❤️❤️❤️

Address

S. K Mojub Road, Dewanhat
Chittagong
4001

Telephone

+8801771158061

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাদীস প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাদীস প্রতিদিন:

Videos

Share

Category