পরিচ্ছন্ন চট্টগ্রাম

পরিচ্ছন্ন চট্টগ্রাম গুজব নয়,সত্যের সন্ধানে……

বাংলাদেশ থেকে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সুবর্ণ সুযোগ ২০২৪🔰 ২০২৪ সালে বাংলাদেশ থেকে জার্মানিতে কাজের সুযোগ পেতে...
07/11/2024

বাংলাদেশ থেকে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সুবর্ণ সুযোগ ২০২৪

🔰 ২০২৪ সালে বাংলাদেশ থেকে জার্মানিতে কাজের সুযোগ পেতে আগ্রহীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসার চাহিদা আরও বৃদ্ধি পেতে চলেছে। জার্মানি দীর্ঘদিন ধরে দক্ষ ও পরিশ্রমী কর্মীর ঘাটতি মোকাবিলা করছে, এবং সেই প্রেক্ষাপটেই তারা অভিবাসন নীতিতে পরিবর্তন এনে কাজের উদ্দেশ্যে আসা প্রবাসীদের জন্য আরও সুযোগ করে দিচ্ছে। এর ফলে, বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে দক্ষ কর্মীদের জন্য ২০২৪ সালে জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সহজতর হবে।

✅ জার্মানি ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজনীয়তা

১. যোগ্যতা এবং দক্ষতা:
জার্মানিতে কাজ করার জন্য আপনাকে বিশেষ দক্ষতার প্রমাণ দিতে হবে। এক্ষেত্রে সাধারণত ইনফরমেশন টেকনোলজি (আইটি), ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য সেবা, নির্মাণ শিল্প এবং অটোমোবাইল শিল্পের মতো সেক্টরে দক্ষতার চাহিদা বেশি। আপনার কাজের যোগ্যতা প্রমাণ করতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতা জমা দিতে হবে।

২. ভাষাগত দক্ষতা:
জার্মান ভাষার ওপর ভালো দক্ষতা থাকাটা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে, B1 বা B2 লেভেলের জার্মান ভাষা দক্ষতার প্রমাণ প্রয়োজন হয়। তবে কিছু ক্ষেত্রে, ইংরেজি ভাষার ওপর নির্ভর করে কাজের সুযোগও পাওয়া যায়।

৩. জব অফার:
জার্মানিতে কাজের জন্য আপনাকে প্রথমে একটি চাকরির প্রস্তাব (Job Offer) পেতে হবে। জার্মান নিয়োগকর্তারা যদি আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং ভাষাগত যোগ্যতার সাথে সন্তুষ্ট হন, তাহলে তারা আপনাকে নিয়োগ দিতে আগ্রহী হতে পারেন। জব অফার পেলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

✅ আবেদন প্রক্রিয়া

জার্মান ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে।

১. চাকরির আবেদন:
প্রথমে আপনাকে জার্মানির কোনো কোম্পানিতে চাকরির আবেদন করতে হবে। জার্মানির জনপ্রিয় চাকরির ওয়েবসাইটগুলোতে (যেমন: Stepstone, Indeed, Glassdoor) বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়।

২. চাকরির চুক্তি (Job Contract):
চাকরির জন্য নির্বাচিত হলে, কোম্পানি থেকে একটি চাকরির চুক্তি পাবেন। এই চুক্তি আপনার ওয়ার্ক পারমিটের জন্য গুরুত্বপূর্ণ নথি হবে।

৩. ওয়ার্ক পারমিটের জন্য আবেদন:
চাকরির চুক্তিপত্র পেয়ে গেলে জার্মান দূতাবাস বা কনস্যুলেটে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। আপনার আবেদন প্রক্রিয়ার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে:
- চাকরির চুক্তি
- পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ভাষার দক্ষতা সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)
- মেডিকেল সার্টিফিকেট
- জীবনবৃত্তান্ত (CV)

✅ জার্মান ওয়ার্ক পারমিট ভিসার ধাপসমূহ

১. চাকরির অফার পাওয়া:
প্রথম ধাপ হলো জার্মানির কোনো কোম্পানি থেকে চাকরির অফার পাওয়া।

২. ভিসা আবেদন:
চাকরির অফার পাওয়ার পর জার্মান দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করা হয়।

৩. ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সম্পন্ন:
ভিসা প্রাপ্তি এবং অন্যান্য প্রয়োজনীয়তা পূরণের পর আপনি জার্মানিতে যেতে পারবেন এবং আপনার নতুন চাকরিতে যোগদান করতে পারবেন।

✅ জার্মানিতে ২০২৪ সালে কোন সেক্টরে বেশি কাজের সুযোগ?

২০২৪ সালে জার্মানিতে কিছু নির্দিষ্ট সেক্টরে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকবে বেশি। এই সেক্টরগুলো হলো:
1. ইনফরমেশন টেকনোলজি (আইটি)
2. স্বাস্থ্যসেবা (নার্স, ডাক্তার)
3. ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল)
4. নির্মাণ শিল্প
5. অটোমোবাইল শিল্প
6. কারিগরি কাজ (ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার)

✅ জার্মানিতে কাজের সুবিধা

#জার্মানিতে কাজের সুবিধাগুলোর মধ্যে রয়েছে উন্নত জীবনযাপন মান, চমৎকার কর্মপরিবেশ, স্বাস্থ্য বীমা, পেনশন সুবিধা এবং উচ্চ বেতন কাঠামো। জার্মানির বেতন কাঠামো বেশ উদার, যা অভিজ্ঞতা, যোগ্যতা এবং কাজের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

অভিজ্ঞতা আর মাইনকার চিপা। ১. ওয়ান ইলেভেনের সময় একজন উর্ধতন কর্মকর্তা গ্রেফতার হলেন। সাথে তাঁর স্ত্রী। এসময় তাঁদের সম্পদে...
03/07/2024

অভিজ্ঞতা আর মাইনকার চিপা।

১. ওয়ান ইলেভেনের সময় একজন উর্ধতন কর্মকর্তা গ্রেফতার হলেন। সাথে তাঁর স্ত্রী। এসময় তাঁদের সম্পদের তদন্ত করা হচ্ছিলো। দায়িত্ব প্রাপ্ত টাস্ক ফোর্সের সদস্য হিসেবে ভদ্রমহিলাকে আমি জিজ্ঞেস করলাম,এ বিপুল সম্পদ জোগাড়ের উৎস সম্পর্কে আপনার কিছু বলার আছে?
তিনি উত্তর দিলেন, আমার হ্যাজবেন্ডকে জিজ্ঞেস করুন। তাঁকে আপনারা জেলে দিন, ফাঁসি দিন, কিন্তু আমাকে নিয়ে টানাটানি করছেন কেন?
আমি বললাম, কিন্তু আপনি তো তাঁর সম্পদের সুবিধাভোগী ---
কথা শেষ হওয়ার আগেই তিনি বললেন, আমি তাঁকে বলিনি চুরি করে আমাকে সম্পদ বানিয়ে দিতে। সে দিয়েছে,আমি এনজয় করেছি। আমার কী দোষ? তাঁকে শাস্তি দিন, আমাকে নয়। তাঁর পাপের শাস্তি আমাকে কেন দেবেন?

২. আরেকজন।
বাড়ির সংখ্যা কুড়ির ওপর। জিজ্ঞেস করলাম, ভাই, এত বাড়ি কেন করলেন? কার জন্য? কয়টা বাড়ি এক জীবনে লাগে? অন্তত একটি জায়গায় এসে থামতে তো পারতেন!
তিনি উত্তর দিলেন, স্যার, প্রথম বাড়িটি করার পর কেমন নেশার মতো হয়ে গেলো। কেন এত বাড়ি করলাম নিজেও জানি না।
এর কিছুদিন পর জামিনে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কয়েক দিন পর তাঁর আইনজীবী মৃত্যুর খবর দেওয়ার জন্য অফিসে এলেন। তখন শুনলাম ভয়ংকর এক কাহিনী।
ভদ্রলোকের নাকি দুই বিয়ে ছিলো। তাঁর লাশ উঠানে ফেলে দুই পক্ষ তীব্র ঝগড়ায় মাতলো সম্পত্তির বিলি বন্টন নিয়ে। উভয় পক্ষের জিদ তাঁকে দাফন করার আগেই এ বন্টন নিশ্চিত করতে হবে। অনেকে বুঝালেন যা হবে আইন অনুযায়ী হবে। কে শোনে কার কথা। উভয় পক্ষের দাবী তাঁদের প্রাপ্যতা বেশি।
তাঁরা ঝগড়া করছেন আর সম্পদ উপার্জনকারীর লাশ উঠানে পিঁপড়ায় খাচ্ছে!
৩. অন্য আরেকজন। অতি পদস্থ কর্মকর্তা ছিলেন।
আমার সাথে দেখা এ শতকের প্রথম দিকে। তখন তাঁর বয়স প্রায় পঁচাশি। আমি একবার জিজ্ঞেস করলাম, স্যার, কিছু মনে করবেন না, এ বয়সে আপনার কি এতো ঝামেলা করে অফিসে অফিসে ঘুরার দরকার আছে? বাড়িতে আর কেউ নেই?
তাঁর চেহারা কুঁচকে গেলো, সেখানে কিলবিল করতে লাগলো হতাশা। তিনি বললেন, আপনি আমার পুত্র না, নাতির বয়সী। আপনাকে একটি কথা বলি, চাকুরি জীবনে আমি প্রয়োজনের চাইতে বেশি কামিয়েছিলাম। সেটিই আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একটি মাত্র ছেলে। পড়াশুনা করেনি। সারাদিন ঘুমায় আর সন্ধ্যা হলে ক্লাবে গিয়ে মদ নিয়ে বসে। মাঝরাতে পাঁড় মাতাল হয়ে বাড়ি ফিরে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ভোরের দিকে ঘুমায়। তারপর সারাদিন বিছানায়। বিয়েশাদিও করাতে পারি নাই।
বলতে বলতে তিনি কাছে ঝুঁকে বললেন, ভাই, আমার ছেলে মানুষ হয় নাই কেন জানেন?
আমি তাঁর দিকে তাকিয়ে আছি।
তিনি বলতে লাগলেন, কারণ সে জানে তাঁর বাবার টাকা এক জন্মে খেয়ে সে শেষ করতে পারবে না। আমি যদি প্রয়োজনের বেশি উপার্জন না করতাম তাহলে এটা হতো না। সন্তান 'অমানুষ' হওয়ার মতো কষ্ট আর কিছুতে নেই ভাই।

৪. এবার একদম নিজের অভিজ্ঞতার কথা বলি। একবার আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার উপার্জনে যদি কোনো কালো দাগ থাকে তুমি কি তার দায়ভার নেবে?
আমার স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি জানি আমার উত্তরে তুমি মন খারাপ করবে, তবু সত্য কথাটা বলি।
তাহলো, পরিবার প্রধান হিসেবে আমাদের ভরণপোষণের দায়িত্ব তোমার, কিন্তু সে উপার্জনের দায়ভার ইহকালে বা পরকালে আমি বা অন্য কেউ কখনোই নেবে না। অতীতেও কেউ নেয়নি,ভবিষ্যতেও নেবে না। কেউ চাইলেও নিতে পারবে না। একই ভাবে আমি যে রোজগার করি তার দায়িত্ব তুমি নেবে না।ইউ মাস্ট ডাইজেস্ট দিস বিটার ট্রুথ।

একদম বুকে ধাক্কা দেওয়ার মতো সত্য কথা, তাই না?
#বাদল_সৈয়দ_স্যার

03/07/2024
শুয়োরের বাচ্চারা শুয়োরের বাচ্চাদের পক্ষেই টানবে সেটাই স্বাভাবিক।  দেশের মানুষ অভাবের তাড়নায় না খেয়ে থাকে আর শুয়োরের ছানা...
02/07/2024

শুয়োরের বাচ্চারা শুয়োরের বাচ্চাদের পক্ষেই টানবে সেটাই স্বাভাবিক।

দেশের মানুষ অভাবের তাড়নায় না খেয়ে থাকে আর শুয়োরের ছানারা সিঙ্গাপুর এর শীর্ষ ধনীদের মাফ করে...

অল্পকিছুক্ষণ আগে বহদ্দারহাট এবং মুরদপুরের ফ্লাইওভারের মাঝখানে। বারকোড ফুড জাংসনের সামনে লড়ির ধাক্কায় এক বাইকারের স্পট ডে...
02/07/2024

অল্পকিছুক্ষণ আগে বহদ্দারহাট এবং মুরদপুরের ফ্লাইওভারের মাঝখানে। বারকোড ফুড জাংসনের সামনে লড়ির ধাক্কায় এক বাইকারের স্পট ডেড হয়।

*** ** ফুটফুটে সুন্দর 😏😏😏😏৩ বছরে এস আলমের ২ প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৩৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি: এনবিআর!জরিমানাসহ তাদের কাছে ...
30/06/2024

*** ** ফুটফুটে সুন্দর 😏😏😏😏

৩ বছরে এস আলমের ২ প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৩৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি: এনবিআর!
জরিমানাসহ তাদের কাছে সরকারের পাওনা ৭ হাজার কোটির বেশি;
এস আলম গ্রুপের দাবি, তারা ‘এক টাকাও ভ্যাট ফাঁকি দেয়নি’
ভ্যাট ফাঁকি এবং এর জরিমানাসহ এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড ও এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের কাছে সরকারের পাওনা সাত হাজার কোটি টাকার বেশি। এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন অনুযায়ী, ভ্যাট রিটার্নে কম ক্রয়-বিক্রয় দেখানোসহ বিভিন্ন উপায়ে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে কোম্পানি দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে।

শেখ হাসিনা সরকারের চাপে পড়ে ভারত সরকার আজ সকালে ভালোবাসার নিদর্শন স্বরূপ সব গেইট খুলে দেয়।
30/06/2024

শেখ হাসিনা সরকারের চাপে পড়ে ভারত সরকার আজ সকালে ভালোবাসার নিদর্শন স্বরূপ সব গেইট খুলে দেয়।

Italian Relationship:1st day= S*x2nd day= S*x again.French Relationship:1st day = movies & kiss2nd day = S*x3rd day = S*...
28/06/2024

Italian Relationship:
1st day= S*x
2nd day= S*x again.

French Relationship:
1st day = movies & kiss
2nd day = S*x
3rd day = S*x again

British Relationship:
1st day= hangout & kiss
2nd day = kiss & hug
3rd day= kissing, hug and smooching
4th day = s*x and more s*x

American Relationship:
1st day= Date
2nd day= Hug
3rd day= Hug again (warmly)
4th day= Kiss
5th day= Long kiss
6th day= S*x

Bangladeshi Relationship:
1st day= Toast
2nd day= Toast
3rd day= Toast again
4th day= Agree
5th day= Date
6th day= Date again
7th day= Date again with three of her hungry friends or cousins.
8th day= Date & Hug
9th day= Tried to peck but failed.
10th day = Peck
11th day= Tried to kiss but failed.
12th day= kiss.
13th day= Long kiss.
14th day= Tried to have s*x but failed.
15th day= Tried to have s*x but quarrelled
16th day= Didn't talk to each other.
17th day= Malice till the next day.
18th day= The man called but the woman didn't pick.
19th day= The man called, the woman picked and asked: "what is it?"
The man apologized and she replied: "Leave me alone, am not your type of girl".
The man continued to beg till the next day.
20th day= The woman accepted the unwarranted apology.
21st day= Hug.
22nd day= Long hug.
23rd day= Kiss.
24th day= Long kiss.
25th day= Tried to have s*x but the woman complains that her phone is bad. Guy promises to buy her a new one.
26th day= Tried to have s*x but the woman said until he buys the phone.
27th day= Tried to have s*x but the woman asked: "where is the phone? You are not serious, call me when you are serious".
28th day= "R**e".
29th day= Police case.

Story end 😔😂

 #শোকাহত  #আহত ভয়াবহ আগুনে বৃহস্পতিবার চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে ৩ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাত দেড়টার দ...
28/06/2024

#শোকাহত #আহত
ভয়াবহ আগুনে বৃহস্পতিবার চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে ৩ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাত দেড়টার দিকে ব্রাদার্স টেলিকম নামের এক দোকান থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নিহতরা মার্কেটের উপরে বাসায় ঘুমানো ছিলো। আগুন লাগলে সেখানে অনেকেই আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা আটকা পড়াদের উদ্ধার করেন। আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় শ্বাসরোধে এ তিনজনের মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আল্লাহ ভাইদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

#আল্লাহ #তায়ালা #জান্নাত #ফেরদৌস #দান #করুক #আমিন

উচ্চ শিক্ষিত বেকার যুবকদের গিঁট বেঁধে রাখা উচিত।৬ মাসে বাইক মেকানিক হতে পারবেন।৬ মাসে গাড়ির মেকানিক হতে পারবেন।৬ মাসে স...
28/06/2024

উচ্চ শিক্ষিত বেকার যুবকদের গিঁট বেঁধে রাখা উচিত।
৬ মাসে বাইক মেকানিক হতে পারবেন।
৬ মাসে গাড়ির মেকানিক হতে পারবেন।
৬ মাসে সাইকেল মেকানিক হতে পারবেন।
৬ মাসে মৌমাছি পালন শিখতে পারবেন।
৬ মাসে দর্জির কাজ শিখতে পারবেন।
৬ মাসে আপনি ডেইরি ফার্মিং শিখতে পারবেন।
৬ মাসে আপনি পুডিং শিখতে পারবেন।
৬ মাসে ঘরে বসেই শিখতে পারবেন ইলেক্ট্রিক ওয়্যারিং
৬ মাসে শিখে নিতে পারবেন হাউজ প্লাম্বার এর কাজ।
৬ মাসে মোবাইল রিপিং শিখতে পারবেন।
৬ মাসে আপনি জুতা বানানো শিখতে পারবেন।
৬ মাসের মধ্যে আপনি দরজা তৈরি করতে শিখতে পারবেন।
৬ মাসে আপনি ঢালাই শিখতে পারবেন।
৬ মাসে আপনি জেনে নিতে পারবেন কিভাবে পটারী বানানো যায়।
৬ মাসে আপনি শিখতে পারবেন কিভাবে ঘরে রাজমিস্ত্রি করতে হয়।
৬ মাসে আপনি যোগব্যায়াম শিখতে পারবেন।
৬ মাসে মাশরুম চাষ শিখতে পারবেন।
৬ মাসে আপনি চুল কাটা শিখতে পারবেন।
৬ মাসে আপনি অনেক কিছু শিখতে পারবেন যা আপনার পরিবারকে #ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে দিবে না।
আজ #বাংলাদেশে সবচেয়ে অসুখী মানুষ তারাই যারা উচ্চ #শিক্ষিত এবং #বেকার।
যে শিক্ষা তোমাকে নিয়োগ দিতে পারবে না সে শিক্ষা কোন কাজে আসবে না।

বাংলাদেশ যদি ভারতের প্রদেশ হয়ে যায়, তাহলে আমরা যে সকল সুবিধা পাবোঃ১. কম দামে গরু/খাসির মাংস২. কম দামে চাল/আটা/চিনি/তেল৩....
26/06/2024

বাংলাদেশ যদি ভারতের প্রদেশ হয়ে যায়, তাহলে আমরা যে সকল সুবিধা পাবোঃ
১. কম দামে গরু/খাসির মাংস
২. কম দামে চাল/আটা/চিনি/তেল
৩. কম দামে দ্রুত গতির ইন্টারনেট
৪. Paypal/GPay ব্যবহার করতে পারবো
৫. ভিসা ছাড়াই কাশ্মীরে যেতে পারবো
৬. BGMI খেলতে পারবো
৭. Amazon/Flipkart এর ফ্ল্যাশ সেল এর সুবিধা
৮. ব্র‍্যান্ডের পন্য কিনতে ভ্যাট দিতে হবে না
৯. বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখতে হবেনা
১০. ৬০০০ টাকায় রাশিয়ান
১১. গোয়াতে গিয়ে গোয়া মারতে পারবো
+ ইত্যাদি
#সংগ্রহীত

গরম খবর - ছাগল, রাসেল ভাইপার,  ট্রেন এর পর পরিমনী ময় বাংলাদেশ
25/06/2024

গরম খবর - ছাগল, রাসেল ভাইপার, ট্রেন এর পর পরিমনী ময় বাংলাদেশ

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভ...
25/06/2024

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো।

তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো। দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেলো।

তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যারহাউজ। তারপর একদিন ওয়্যারহাউজে চুরি হলো, ওয়্যারহাউজে বাউন্ডারি দিলো। ব্যবসা বাড়লো।

তারপর ওয়্যারহাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো। উঁচু প্রাচীর হলো। সৈন্য এলো। দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে।

২০০ বছরের গোলামীর রাস্তা শুরু হয়েছিলো দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে।

ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পন্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি (!) রেলে হামলা করবে। নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাটি হবে। ব্যবসা বাড়বে। দুর্গ হবে।

তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো!

24/06/2024

আহত কবি -রক্তাক্ত কবিতার খাতা !!
কাঁদছে না দেশ সাহসের অভাবে,
কেউ বলে না চিৎকারে করে জয় বাংলা !!

ব্রিটিশরা যখন  #ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের...
24/06/2024

ব্রিটিশরা যখন #ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো।

তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো। দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেলো।

তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যারহাউজ। তারপর একদিন ওয়্যারহাউজে চুরি হলো, ওয়্যারহাউজে বাউন্ডারি দিলো। ব্যবসা বাড়লো।

তারপর ওয়্যারহাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো। উঁচু প্রাচীর হলো। সৈন্য এলো। দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে।

২০০ বছরের গোলামীর রাস্তা শুরু হয়েছিলো দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে।

ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পন্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি (!) রেলে হামলা করবে। নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাটি হবে। ব্যবসা বাড়বে। দুর্গ হবে।

তারপর আমরা পাসপোর্ট ছাড়া #বোম্বে, #গুজরাট, #কাশ্মীর ঘুরতে পারবো!

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরিচ্ছন্ন চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share