পরিচ্ছন্ন চট্রগ্রাম

পরিচ্ছন্ন চট্রগ্রাম গুজব নয়,সত্যের সন্ধানে……

13/01/2024

কুকুরের কামড় বা বন্য প্রাণী হতে সাবধান। জলাতঙ্ক রোগের কোন প্রতিশোধক আবিষ্কার না হওয়ায় কুকুরের কামড়ে মানুষের করুন ভাবে মৃত্যু হয়।

#জলাতঙ্ক
#কুকুর
#বাংলাদেশ

#চট্টগ্রাম

#ভারত #রোগ

🥲🥲🥲 বাংলাদেশ বানানে ভুল! অতঃপর যা হলো😔     #বাংলাদেশ
13/01/2024

🥲🥲🥲 বাংলাদেশ বানানে ভুল! অতঃপর যা হলো😔


#বাংলাদেশ

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত ক...
13/01/2024

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"
সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।
শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!
হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উট ,, জিরাফ,, সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো।।
শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।
"ফার্স্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্চা ফেল।।
- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।
-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"
হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।
শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।
হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।
ফার্স্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্চা ফেল।। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে।।
প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।
চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।
-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"
ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।
প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"
মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।
বাচ্চা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"
মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"
হাতি,, উট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।
শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"
হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"
শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"
-- "উট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"
-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"
মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।

#চট্টগ্রাম #বাংলাদেশ #গল্প #ইন্ডিয়া #ভারত

যদিও ভারত নিজেই বিশ্বের বিফ রপ্তানিতে শীর্ষ ৫ দেশের একটি।
13/01/2024

যদিও ভারত নিজেই বিশ্বের বিফ রপ্তানিতে শীর্ষ ৫ দেশের একটি।

উত্তরবঙ্গের লোকজন ১৯৯০-এর দশক থেকেই চালে ইউরিয়ার ব্যবহার করে আসছে। ভাত যাতে শক্ত না থাকে এবং চাল যাতে ফরসা দেখায় সেজন্য ...
12/01/2024

উত্তরবঙ্গের লোকজন ১৯৯০-এর দশক থেকেই চালে ইউরিয়ার ব্যবহার করে আসছে। ভাত যাতে শক্ত না থাকে এবং চাল যাতে ফরসা দেখায় সেজন্য ধান সিদ্ধ করার সময় ইউরিয়া সার দেয়া হয়। ১৯৮৫ সাল থেকেই উত্তরবঙ্গের লোকজন এটা জানে এবং মানে! সাধারণ চুলার তাপে চাল সিদ্ধ হতে প্রায় বিশ-ত্রিশ মিনিট লাগে। কিন্তু বাজারের বেশিরভাগ চাল ৫-১০ মিনিটেই সিদ্ধ হয়। দ্রুত সিদ্ধ হওয়া এবং ভাত (বিশেষ করে মোটা চালের ভাত) নরম করার জন্য ইউরিয়া ব্যবহার করা হয়।

অনেক সময় পাকা ধান বন্যার পানিতে ডুবে গেলে ২-৪ দিনের ভেতরে কাটতে হয়। এই ধান থেকে যে চাল পাওয়া যায় তা কালো রঙা হয়। কালো রং দূর করতে এমোনিয়া সার ও ইউরিয়া সার ব্যবহার হয়। অনেক সময় চালে সাল্টু (এমোনিয়াম সালফেট ও ইউরিয়ার মিশ্রণ) মারা হয়। অনেকে হয়ত খেয়াল করে থাকতে পারেন, চাল ধোঁয়ার সময় হাত পিচ্ছিল হয়ে যায়। চাল যদি খুব ফর্সা তবে এটি অটো মেশিনে প্রসেস করা এবং রাসায়নিক মিশ্রিত। সাদা রঙের চাল থেকে কুঁড়া (Bran) ছেঁটে বাদ দেয়া হয়। দূষণমুক্ত ভালো চাল নাকের কাছে নিলে আপনি যথেষ্ট ঘ্রাণ পাবেন। কিন্তু সাল্টু ব্যবহৃত চালে ঘ্রাণ পাবেন না।

চাল কি দ্রুত সিদ্ধ হয়ে ভাত হয়ে গেল? ভাত কি খুব নরম হয়ে গেল ৫-৭ মিনিটে? নিশ্চিত থাকুন, এই চাল সাল্টু মিশ্রিত। পাতিলের পানি গরম হবার পরেও চাল সিদ্ধ হতে অবশ্যই ২০-৩০ মিনিট সময় লাগবে। চাল ধোয়ার সময় কি হাত পিচ্ছিল লাগছে বা হাতে আঠালো ভাব এসেছে? তাহলে অবশ্যই বুঝবেন চালে রাসায়নিক মিশ্রিত আছে। চাল দুই মাস রাখার পরেও চালে পোকা ধরেনি? এতেও বুঝবেন চালে রাসায়নিক বিষ মেশানো আছে।

রাইস মিলগুলো এখন বিষ ব্যবহার করে যাতে চালে পোকা না লাগে। চালের রঙ চিনুন, ধবধবে চাল মানেই ভালো চাল নয়। চালের রঙ হবে ধূসর থেকে বাদামি। সাদা ভাত হতে পারে বিষাক্ত যা আপনার শরীরকে নিঃশেষ করে চলেছে!

রেফারেন্স :
https://www.deshrupantor.com/amp
https://www.roddure.com/lifestyle/saltu/

⚠️বিজ্ঞাপন: বি*ষমুক্ত চামারা চাল খান, ক্যা*ন্সা*রের বি*রুদ্ধে লড়াইয়ে শামিল হোন।💚💛❤️আন্তরিক ধন্যবাদ!
#বিষ
#রাসায়নিকসার
#চট্টগ্রাম
#বাংলাদেশ

ভাই এটা আবার কি ফল জীবনে প্রথমবার দেখলাম কারো জানা থাকলে জানাবেন..?শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন #প্রকতি    #...
12/01/2024

ভাই এটা আবার কি ফল জীবনে প্রথমবার দেখলাম কারো জানা থাকলে জানাবেন..?
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন

#প্রকতি

#বাংলাদেশ
#চট্টগ্রাম

শাকিব খানকে উপহাস করলেন চিত্রনায়িকা অপুবিশ্বাস------------------------------------------------------গত কয়েকমাস আগে এক অন...
12/01/2024

শাকিব খানকে উপহাস করলেন চিত্রনায়িকা অপু
বিশ্বাস------------------------------------------------------

গত কয়েকমাস আগে এক অনুষ্ঠানে ২০ বছর ধরে অভিনয় করা চিত্রনায়ক শাকিব খান নিজেকে ‘ডক্টরেট’ ডিগ্রীধারী দাবি করে বলেছিলেন, ‘আমি যেহেতু জানি, এই বিষয়ে আমি (চলচ্চিত্র) ডক্টরেট করা- ফলে সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে দেখাতে পারি।’


★★★ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে বিদ্রূপের মুখে পড়েছিলেন এ নায়ক। সেই ইস্যুতে এবার শাকিব খানকে কটাক্ষ করলেন তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।

★★★সম্প্রতি অপু এসেছিলেন দেশের বেসরকারি রেডিও চ্যানেলের একটি অনুষ্ঠানে। ‘টিকটক’ নামের এই অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হয়েছিলো- কোথায় সিনেমার উপর ডক্টরেট করা যায়?

এই প্রশ্নের জবাবে অপু বিশ্বাস উত্তর দিলেন, ‘আমাদের এক পরিচিত আর্টিস্টের কাছে গেলে।’

অপু বিশ্বাসের মন্তব্যে সহজেই অনুমেয় যে তিনি শাকিব খানকে লক্ষ্য করেই কটাক্ষটা করেছেন। যদিও তিনি সরাসরি শাকিবের নাম উচ্চারণ করেননি।

★★★এছাড়া অপুর কাছে আরো প্রশ্ন ছিলো- লুকিয়ে বিয়ে করাটা কী রং ডিসিশন ছিলো? এবার অপু উত্তর দিলেন, ‘তখন আমার ১৭ বছর বয়স ছিলো। ছোট ছিলাম তো। ইমোশনালি করে ফেলেছিলাম। ওই ডিসিশনটাকে আর রংও বলিনা পজিটিভও বলি না’

★★★নিজের ফিটনেস নিয়ে অপু জানান, ‘ট্রাই করছি।’ এখন আমার ওজন ৭২ কেজি।’ জীবনে কখনো ঠকেছেন কী না জানতে চাওয়া হলে তিনি জানালেন, জীবনে একবারই ঠকেছেন অপু।




#শাকিব

#চট্টগ্রাম
#বাংলাদেশ #গল্প

12/01/2024

যেখানে নতুন শিক্ষামন্ত্রীর নামের শেষেই ফেল, সেখানে ভবিষ্যতে পাশ করার চিন্তা করা বিলাসিতা!🙂 👻👻👻

কলেজ থেকে সবাইকে বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজন করা হলো।তো সবাই এসে প্লেনে উঠে পড়ল, প্লেনে ওঠার পর পাইলট ঘোষণা করল আ...
12/01/2024

কলেজ থেকে সবাইকে বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজন করা হলো।

তো সবাই এসে প্লেনে উঠে পড়ল, প্লেনে ওঠার পর পাইলট ঘোষণা করল আপনারা এটা শুনলে খুব খুশি হবেন যে আপনারা যে প্লেন-টি করে বিদেশে যাচ্ছেন এই প্লেন-টি আপনাদের কলেজের সব অভিজ্ঞ ছাত্ররা মিলে বানিয়েছে!😲

এটা শোনার পর সব শিক্ষক প্লেন থেকে তাড়াহুড়ো
করে নেমে গেল, প্লেন-টি আকাশে উড়ার পর ক্রা/শ হয়ে যাবে বলে..

শুধু প্রিন্সিপাল বসে রয়েছিল এটা দেখে পাইলট এসে জিজ্ঞেস করল; কি ব্যাপার স্যার সবাইতো নেমে গেল আপনি বসে আছেন যে?

প্রিন্সিপাল: আমার বিশ্বাস বেশি, আমি জানি প্লেন-টি চালুই হবে না উড়ার তো দূরের কথা.!🤣

only funny post পরিচ্ছন্ন চট্রগ্রাম #চট্টগ্রাম #বাংলাদেশ #গল্প #হাসির

চাটগাঁইয়া ভাষাত ইবেরে কি হ!!!
12/01/2024

চাটগাঁইয়া ভাষাত ইবেরে কি হ!!!

চাটগাঁইয়া ভাষায় এটাকে বলা হয় "মিনজিরি ফুল" সাধারণত এটা "সান্নি" বানিয়ে বা রান্না করে খায়। আপনারা কেউ এই "মিনজিরি ফুল" খে...
12/01/2024

চাটগাঁইয়া ভাষায় এটাকে বলা হয় "মিনজিরি ফুল" সাধারণত এটা "সান্নি" বানিয়ে বা রান্না করে খায়। আপনারা কেউ এই "মিনজিরি ফুল" খেয়েছেন?

#চট্টগ্রাম #বাংলাদেশ #সবুজ #ঐতিহ্য

🤣🤣🤣*হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে....বাদীপক্ষের দুঁদে উকিল 'প্রমথ বিশ্বাস' শিলা মাসি কে...
10/01/2024

🤣🤣🤣*হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে....

বাদীপক্ষের দুঁদে উকিল 'প্রমথ বিশ্বাস' শিলা মাসি কে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন: *"আপনি আমায় চেনেন ??

শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? তুমি প্রমথ তো !! তোমায় ন্যাংটা বয়স থেকেই চিনি। পুরো বখে যাওয়া ছেলে ছিলে। মিথ্যা কথা বলতে। লোক ঠকানোয় ওস্তাদ ছিলে। লাগানি ভাঙানি ভালোই করতে। আরো অনেক গুন তোমার ছিল সে সব আর বলছি না। নিজেকে মস্ত কেউকেটা ভাবতে যদিও কানাকড়ির মুরোদ ছিল না। তোমাকে আমি ভালই চিনি।"*

প্রমথ বাবু স্তম্ভিত হয়ে গেলেন। ভেবে পাচ্ছিলেন না কি করবেন। কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল "অসিত ধরে"র দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন: *“ওনাকে চেনেন ??"*

শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? ওতো অসিত। খুব ভাল করেই চিনি। অলস অকর্মণ্য। কারো সাথে সদ্ভাব ছিল না। পাঁড় মাতাল। শহরের সবচেয়ে পিশাচ উকিল। বৌয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছুঁড়ির সাথে ফষ্টিনষ্টি করে। তার মধ্যে একজন তোমার বৌ। ওকেও ছোট থেকেই চিনি।”*

*বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন।*

এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন। উকিলদ্বয় কাছে যাবার পর নিচু গলায় শান্তস্বরে জজ সাহেব বললেন:

*“দুই গর্দভের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কিনা তাহলে তোমাদের আমি ফাঁসি কাঠে চড়াব।
#নির্বাচন #বাংলাদেশের #চট্টগ্রাম

07/01/2024

৩৯ নং ওয়ার্ডের কেটলি ও নৌকার সর্বমোট ফলাফল >

কেটলি ৯৪৮৭
নৌকা ৫৬৬৭
৩৮২০ ভোটে কেটলি জয়ী।

07/01/2024

৪০ নং ওয়ার্ডের কেটলি ও নৌকার সর্বমোট ফলাফল >
নৌকা-৫৬৩৫
কেটলি -৪৮১৭
নৌকা ৮১৮ ভোটে জয়ী

07/01/2024

চট্টগ্রাম ১১

৩৮নং ওর্য়াড সর্বমোট ভোট।

কেটলি- ৬৮৫৫.
নৌকা - ৫৩৯২.

07/01/2024

চট্টগ্রাম ১১ আসনে

৪১ নং ওয়ার্ড

কেটলি - ৬১২১
নৌকা - ৫২৭১

ডালিম বা আনার উৎপাদন ও রপ্তানি শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান। দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ হয়। তবে এতদিন সাধ...
02/01/2024

ডালিম বা আনার উৎপাদন ও রপ্তানি শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান। দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ হয়। তবে এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি হলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি হচ্ছে। পামির কোলার শাফা/শিফা নামের পানীয়টি বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে। এটিকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কোকাকোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে।
আফিম চাষ বন্ধ ঘোষণার পরেই অনেকে ট্রল করেছিলেন তাহলে এরা খাবে কি! সময়ের পালাবদলে এখন ডালিমের বাম্পার ফলন ইতিহাস গড়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ

24/12/2023

নৌকা পেয়ে নিজেকে এমপি ভাবা শুরু করে দিয়েছেন যারা তারা সাবধান হয়ে যান।

22/12/2023

বদল রা ভালো করে শুনে রাখো

 #চট্টগ্রাম
13/12/2023

#চট্টগ্রাম

28/06/2023
19/06/2023

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৩০০ পাকিস্তানির মৃত্যু

ফোন আসে নাহ কেন?Happy Father's Day🙂
18/06/2023

ফোন আসে নাহ কেন?
Happy Father's Day🙂

Address

Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when পরিচ্ছন্ন চট্রগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Chittagong

Show All

You may also like