15/01/2024
তুমি কিংবা তোমার অনুভূতি, তা যতই ছোট হোক, সবসময় সবচেয়ে গুরুত্ব দিবে। নিজেকে নিজের কাছে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করবে। কারো প্রশংসা বা মনোযোগের অপেক্ষায় না থেকে মাঝরাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে অপলকভাবে চেয়ে থাকবে। ভাববে, আহা! কত সুন্দর আর পারফেক্ট আমি। নিজের কাছে নিজে সুন্দর হতে পারলে, কারো জাজমেন্টের গুরুত্ব আর তোমার কাছে থাকবেনা। নিজেকে নিজে ভালো রাখতে পারলে কারো কাছে কোনো এক্সপেকটেশন থাকবেনা। নিজেকে নিজে ভালোবাসতে পারলে, পুরো দুনিয়ার একটা মানুষও যদি তোমায় না ভালোবাসে, তোমায় দেখে না মুগ্ধ হয়, তবুও তোমায় বিষন্নতা ঘিরে ধরবেনা। এজন্য, নিজেকে নিজে সময় দেওয়াটা জরুরি, একান্ত জরুরি। ❤️