I'am Pure Single

I'am  Pure Single вarιѕнal

পৃথিবীতে সকলেই স্বার্থপর। তবে সবচেয়ে বেশি আঘাত লাগে যখন নিজের কাছের মানুষগুলি খুব বেশি স্বার্থপর.কাছের মানুষগুলো যে যার...
01/04/2023

পৃথিবীতে সকলেই স্বার্থপর। তবে সবচেয়ে বেশি আঘাত লাগে যখন নিজের কাছের মানুষগুলি খুব বেশি স্বার্থপর.কাছের মানুষগুলো যে যার মত নিজেকে নিয়ে ব্যাস্ত ! শালা আমার কপাল জীবনে সব থাকতেও অভিশপ্ত

বরিশাইল্লা একটা কথা আছে। আমি কান্দি ঝির লাইগা ঝি কান্দে লাঙ্গের লাইগা। বাস্তবতা ভীষণ কঠিন।
নিজের কাছের মানুষগুলি মনে করে আমি কিছু বুঝিনা। আসলে আমি সবই বুঝি কিন্তু কিছু বলি না। কথা একটাই মনে থাকবে সব!
ভীষণ কষ্ট লাগে যখন দেখি আমার নিজের বলতে কিছু নাই

তারপর একদিন আস্তে আস্তে ভুলে যাব;আমার একজন প্রিয় মানুষ ছিলো, কিছু স্বপ্ন ছিল, কারো হাত ধরে গোটা জীবন কাটিয়ে দেবার কথা ছি...
28/03/2023

তারপর একদিন আস্তে আস্তে ভুলে যাব;
আমার একজন প্রিয় মানুষ ছিলো, কিছু স্বপ্ন ছিল,
কারো হাত ধরে গোটা জীবন কাটিয়ে দেবার কথা ছিল,
সব ভুলে যাব! শান্ত জলের মত শুধু মনে রাখবো;
নিজের জায়গাটুকু ছাড়া আমার কিচ্ছুটি নেই, কেউ নেই।

শিক্ষার আলোর চোদনে জীবন অন্ধকার হয়ে যাইতেসে।☹️
20/03/2023

শিক্ষার আলোর চোদনে জীবন অন্ধকার হয়ে যাইতেসে।☹️

- Your family doesn't know how much difficulties and pressure you go through in your daily life or in your job. - And yo...
18/03/2023

- Your family doesn't know how much difficulties and pressure you go through in your daily life or in your job.

- And your work doesn't know the circumstances of your life and your home.

- Your colleagues, your friends, and loved ones will not understand the size of the new and old responsibilities that are above you.

- And your partner is always expecting unconditional love and support from you, he/she wont understand the amount of pressure you go through no matter how much you talk and explain to him/her.

No one will understand what you're really going through and they most likely don't appreciate efforts.

আজকে আমি অনেক খুশি  কারন আজকে আমি আবার নতুন করে জিবন ফিরে পেয়েছি আল্লাহর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই।   হে আল্লাহ তুমি...
17/03/2023

আজকে আমি অনেক খুশি কারন আজকে আমি আবার নতুন করে জিবন ফিরে পেয়েছি আল্লাহর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। হে আল্লাহ তুমি অসিম দয়ালু তুমি তোমার বানদার কথা কবুল করছো আমিন 🤲🤲

কখনো কাউকে মি'থ্যা আশ্বাস বা ভরসা দিওনা, হতে পারে এই ভরসাটুকুই তার শে'ষ সম্বল। 🥺
17/03/2023

কখনো কাউকে মি'থ্যা আশ্বাস বা ভরসা দিওনা, হতে পারে এই ভরসাটুকুই তার শে'ষ সম্বল।
🥺

এই র'ঙ্গ ম'ঞ্চের পৃ'থিবীতে বাঁচতে হলে ,হয়তো খুব স্বা'র্থপর হতে হবে।নয়তো মি'থ্যা ভালো থাকার পা'ক্কা অভিনয় জানতে হবে !!
12/03/2023

এই র'ঙ্গ ম'ঞ্চের পৃ'থিবীতে বাঁচতে হলে ,হয়তো খুব স্বা'র্থপর হতে হবে।নয়তো মি'থ্যা ভালো থাকার পা'ক্কা অভিনয় জানতে হবে !!

কিছু মানুষ আশ্বা'স দেয়া পর্যন্তই থাকে, কাজের বেলায় শূন্য..।
09/03/2023

কিছু মানুষ আশ্বা'স দেয়া পর্যন্তই থাকে, কাজের বেলায় শূন্য..।

আমরা মাঝে মাঝে এমন কিছু পর্যায়ে পড়ে যাই ; যে পর্যায়ে না তো চিৎ'কার করে কাঁ'দা যায়, না মন খুলে হাসা যায়।না তো নিজের সব কষ...
07/03/2023

আমরা মাঝে মাঝে এমন কিছু পর্যায়ে
পড়ে যাই ; যে পর্যায়ে না তো চিৎ'কার
করে কাঁ'দা যায়, না মন খুলে হাসা যায়।

না তো নিজের সব কষ্ট আর য'ন্ত্রণা
গুলোকে বুকের ভেতর দ'মিয়ে রাখা যায়,
না কাউকে নি'র্দ্বিধায় বলা যায়।

আর এই পর্যায় গুলোতে নিজেকে পৃথিবীর
সব থেকে অসহায় প্রাণী গুলোর
একজন মনে হয়...! মনে হয় যেন
চারিদিকে সব কিছু আছে শুধু
নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও...।

সত্যিই সব সময় স্ট্রং থাকা যায় না, ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না, জমে থাকা ব্যাথা গুলো হঠাৎ করে এভাবেই চিৎকার দি...
05/03/2023

সত্যিই সব সময় স্ট্রং থাকা যায় না, ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না, জমে থাকা ব্যাথা গুলো হঠাৎ করে এভাবেই চিৎকার দিয়ে বলে ওঠে..
"আমি আর পারছি না".. 😅💔

বিশ্বাস করো যতটা সহজে তুমি বলে গেলে ভুলে যাও। আমি ভুল করেও ভাবতে পারি না তোমাকে ভুলে যাব।এতদিনের এত প্রেম, এত মায়া, চাইল...
27/02/2023

বিশ্বাস করো যতটা সহজে তুমি বলে গেলে ভুলে যাও। আমি ভুল করেও ভাবতে পারি না তোমাকে ভুলে যাব।এতদিনের এত প্রেম, এত মায়া, চাইলেই কি ভোলা যায় বলো?

তুমি চলে যাওয়ার সময়ে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো একবার হলেও তুমি ফিরে তাকাবে।ধীরে ধীরে তুমি অদৃশ্য হয়ে গেলে চোখের দৃষ্টি থেকে। তবুও একবার ফিরে দেখোনি।
জানো? আমার খুব কষ্ট হয়েছিলো সেদিন।
এতটাই কষ্ট হয়েছিলো যে, ভেবেছিলাম এ যাত্রায় হয়তো মারা যাব।

যে আমি সব সময়ে ভাবতাম পৃথিবীতে এমন একজন মানুষ আছে যার কাছে নিজের সকল দুঃখ গুলো প্রকাশ করতে পারব।কিন্তু ভুল করেও কখনো ভাবিনি সেই তুমি কখনো আমাকে চিরতরে একা করে দিয়ে যাবে।

এখন এতটাই একা একা লাগে যে,কোনো কিছুতেই মন বসে না। সারাক্ষণ তোমার স্মৃতির আনাগোনা মনটাকে বিষণ্ণ করে তোলে। মুহূর্তেই চোখ ভরে যায়, চোখ ভেসে যায়।

আজকাল আর রাত হলে তোমার গান শুনতে ইচ্ছে করে না বুঝি? আজকাল কি আর আমার কথাও মনে পড়ে না? আমার মত তোমারও কি মন পোড়ে না? কিভাবে পারো এত সহজে ভুলে যেতে? কিভাবে?

তুমি তো শুধুই আমায় ভালোবাসতে শিখিয়ে গেছো। যদি ছেড়েই যাবে, তবে কেনো আমাকে ভুলে যাওয়া শিখিয়ে গেলে না।

আমি যে তোমায় ভুলতে পারছি না। খুব কষ্ট হয় আমার তবুও পারছি না। এখনও রাতে আমি অপেক্ষায় থাকি যদি তোমার কোনো কল অথবা মেসেজ আসে। তোমার অপেক্ষায় চাঁদ ফুরায় সূর্য হাসে, নির্ঘুম আমার রাত কাটে, তবুও তোমার কোনো খবর আসে না।

এই যে অবহেলায় প্রতিদিন একটু একটু করে বেঁচে থাকি, এভাবে আর কতদিনই বা বাঁচবো বলতে পারো? ভুলে যেতে বললে, তবে কেনো ভুলে যাওয়া শিখালে না?

ⓒ. Ar'fee Ri'mon..?'
Time'1:55 am

বিশ্বাস করো,তোমাকে তোমার মত করেই বোঝার জন্য কেউ কোনদিনও আসবেনা।তুমি হয়তো ভাবছো,অপেক্ষা করছো,কেউ একদিন নিশ্চই আসবে।আমাকে ...
27/02/2023

বিশ্বাস করো,তোমাকে তোমার মত করেই বোঝার জন্য কেউ কোনদিনও আসবেনা।তুমি হয়তো ভাবছো,অপেক্ষা করছো,কেউ একদিন নিশ্চই আসবে।আমাকে আমার মত করেই বুঝবে।আমার সব কষ্ট দূর করে দিয়ে তার সবটুকু ভালবাসা আমাকে দিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আমাকে রাখবে।মুখ ফুটে না বললেও চোখের দিকে তাকিয়ে সব ভাষা পড়ে নিবে।মনের কোণে জমানো সমস্ত সুপ্ত বাসনাগুলো পরিপূর্ন করে দিবে।না চাইতেই হয়তো আমার সবচেয়ে পছন্দের প্রিয় জিনিসগুলো সামনে এনে দিবে।যতটুকু চাই তার চেয়ে হয়তো বহুগুন বাড়িয়ে আমাকে ভালবাসবে।

একদম নাহ্!সত্যি বলছি,এসব শুধু আমাদের নিজস্ব কল্পনা ছাড়া আর কিচ্ছুই নাহ্।জানো তো,মানুষ কল্পনায় সবচেয়ে বেশি সুখি।বাস্তবে তার কানাকড়িও থাকেনা।কারো ভরসায় নিজেকে বরবাদ করা ছাড়া কিছুই হয়না।কল্পনার মত করেই এসব মানুষ হয়না।কখনই আমাদের জীবনেও আসেনা।যদিও আসে তার স্থায়ীত্ব বেশিদিন হয়না।কথায়,গল্পে,চ্যাটিংয়ে,ফোনলাপে,উপন্যাসে,পবিএ বন্ধনে আবদ্ধ না হয়ে মানুষ এসব মনগড়া বাক্য নিত্যদিন নতুন নতুন আঙ্গিকে আমাদের কাছে উপস্থাপন করে।আমাদের কল্পনাবিলাশী মনটাকে আরো কয়েকগুন কল্পনায় মাতিয়ে রেখে দিনশেষে এরা নিরুদ্দেশ হয়ে যায়।

তাই বলছি,কল্পনাকে সত্যি রুপে বাস্তবায়নের লক্ষ্যে কারো জীবনে আসার অপেক্ষার প্রহর না গুনে তুমি নিজেকে নিজেই বোঝ।তোমার ব্য'থা,তোমার ক'ষ্ট,তোমার য'ন্ত্র'নাগুলোকে তুমিই উপলব্ধি করে তা থেকে বেড়িয়ে আসার পথ তৈরি করো।নিজেই নিজের ভরসা হও।নিজেই নিজের কথাগুলো মনোযোগ সহকারে শোনো।কোনটা ঠিক,কোনটা ভুল,কি করলে সবচেয়ে ভাল হবে,এগুলো তুমি যতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।বিশ্বাস করো,এতটা দ্রুত তোমার কথাগুলো উপন্যাস আকারে কাউকে লিখে দিলেও সেই সিদ্ধান্তটা এতটা দ্রুত কেউ নিতে পারবেনা।তোমার নিজস্ব বলতে,তুমি নিজেই।কেউ তোমার জন্য সবটুকুই না।তোমার কল্পনার রাজ্যে তুমিই একমাএ রাজা/রানী।কেননা,তোমার কল্পনা গুলো একমাএ তুমিই রুপান্তরিত করতে পারো,আর কেউ না!

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801950102499

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque I'am Pure Single publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager