MD imad BhuiyaN

MD imad BhuiyaN ♥️যে আল্লাহর সামনে হাঁটু গেঁড়ে সিজদাহ করতে পারে সে সবার সামনে দৃঢ় হয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে♥️♥।

⌢║🌼🖤⏤ সৌন্দর্যের আলাদা কোনো রং নেইআল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর.!!🖤🍁🌼
03/12/2024

⌢║🌼🖤
⏤ সৌন্দর্যের আলাদা কোনো রং নেই
আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর.!!🖤
🍁🌼

12/11/2024

শীত একটি পর্দাশীল ‌ঋতু--!!🌸🌺🌼
--যা অশ্লীল পোশাক পরিধানে বিরত রাখে--!!🖤🥀
--আলহামদুলিল্লাহ্,,🤲❤️

04/11/2024

হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ করে নাহ!
আল্লাহর উপর বিশ্বাস রাখো,
সময় মতো সব আশা পুরণ হবে!! ❤️
ইনশাআল্লাহ ❤️🥀

27/10/2024

__একদিন সব ইচ্ছা পূর্ণতা পাবে ! 🖤🥀
𝐈𝐧 𝐒𝐚𝐡 𝐀𝐥𝐥𝐚𝐡____☺️🌺

༆❝শুকরিয়া আদায় করতে শিখুন❞🥰🥰࿐ღ🌺༆❝আল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিস টাই দিবেন…💞༎༊❞ইনশাআল্লাহ❝༎༊
25/10/2024

༆❝শুকরিয়া আদায় করতে শিখুন❞🥰🥰࿐
ღ🌺༆❝আল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিস টাই দিবেন…💞
༎༊❞ইনশাআল্লাহ❝༎༊

....★❤️কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল।😒😒__
24/10/2024

....★❤️কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল।😒😒
__

....🥀বিপদ কেটে গেলেমানুষ উৎফুল্ল এবং অহংকারী🥹হয়ে যায়।🥹
24/10/2024

....🥀বিপদ কেটে গেলে
মানুষ
উৎফুল্ল এবং অহংকারী🥹
হয়ে যায়।🥹

••বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি••-'পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না'!-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই ...
03/09/2023

••বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি••

-'পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না'!

-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না।

-' মিষ্টির দোকানে এমনি মাছি বেশি থাকে।ঐটা দোকানদারের এটিটিউট না।

-'খোশা সহ একটা কলার দাম ৫ টাকা....
ঠিক ঐ কলার যখন খোশা ফেলে দিবে তখন ফ্রি দিলেও কেউ নিবে না।

তখন এটা মশা মাছির খাবার হবে...

∆ তোমাকে এটাই বলতে চাই ∆

👉 তোমার দেহকে এমন করো না যে, সবাই পুকুরের পানির মতো ব্যবহার করবে।

👉 তোমার মন কে আলুর মতো করো না যে, সবাই মিশবে বাট কেউ-ই পছন্দ করবে না।

👉 তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানাইও না। যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে।খুদা মিটিয়ে চলে যাবে।

তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না। যেখানে মশা মাছির মতো সবাই খুদা মিটিয়ে চলে যাবে। অথচ কাউকে ফ্রি দিলেও নিবে না।😔

তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছো বা দিচ্ছো...
তারা তোমাকে ব্যবহার করে, ব্যবহার শেষে ফেলে দিবে।

যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কাল বলবে " ও " ভালো না, চরিত্র খারাপ.. গালি তো আছেই,,,,,,,

"""বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ংকর
মোকাবেলা করতে পারবে না"".....

আমার কথায় খারাপ লাগলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏🙏

 #নারীর_সতীত্বপর্ব_০১  imad Bhuiayan বাসর ঘরে ঢোকার সময় আমার মা আমার হাতে একটা সাদা রুমাল দেয়।আমি বললাম কি হবে মা এটা?...
26/08/2023

#নারীর_সতীত্ব
পর্ব_০১
imad Bhuiayan

বাসর ঘরে ঢোকার সময় আমার মা আমার হাতে একটা সাদা রুমাল দেয়।
আমি বললাম কি হবে মা এটা?
মা বলে এটা রাখ তোর স্ত্রীর সতীত্ব পরীক্ষার জন্য এটা দরকার হবে। সহবাসের সময় যদি তোর স্ত্রীর রক্তপাত হয় তাহলে বুঝবি তোর স্ত্রী ভালো আর না হলে বুঝতেই পারছিস। রুমাল টা কালকে আমাকে দেখাবি।

আমি তখন অবাক হয়ে বললাম ছিঃ ছিঃ লজ্জা করছে না মা ছেলের সাথে এসব কথা বলতে। আর সবথেকে বড় কথা হলো এসব কুসংস্কার আগের কালের মানুষ এগুলো বিশ্বাস করত। এগুলোর প্রতি বিশ্বাস ছাড়ো।

মা তখন বলে তুই কি আমার থেকে বেশি জানিস।

হ্যাঁ মা অবশ্যই আমি বেশি জানি তোমার থেকে। আর আমি একজন ডাক্তার। তোমার থেকে এসব বিষয়ে আমি ভালো জানি মা।

বেশি কথা না বলে যা বলছি তাই কর। আমি তোর সন্তান না তুই আমার সন্তান। মুখে মুখে তর্ক করিস না।

আমি আর কোনো কথা বললাম না। রুমাল টা নিয়ে রাগে রাগে রুম ঢুকে গেলাম। আমি কখনো অন্যায়ের প্রশ্রয় দিই না। কিন্তু আজ বিয়ের দিন কোনো ঝামেলা করতে চাচ্ছি না। বাসায় সবাই কত আনন্দ করছে। তাদের আনন্দ মাটি করতে চাচ্ছি না। বাসায় নতুন বউ এসব বিষয় জানলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। কখনো তার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না।

রুমে ঢুকে খাটের উপর বসলাম রুমাল টা পকেটে রাখলাম। মা যেমনটা বলেছে যদি এমনটা করি তাহলে আমার আর আমার পরিবারের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। যদি সে মা তারপর সব কথা মেনে চলা আমার দায়িত্ব কিন্তু মা হোক বা বাবা হোক অন্যায় কোনো কাজ করতে বললে সেটা তো করা যাবে না। বুঝাতে হবে, না বুঝলে প্রতিবাদ করতে হবে।

পৃথিবীর কোনো মেয়ে চায় না তার স্বামী প্রথম রাতেই তার সাথে সহবাস করুক। আমার স্ত্রীর পাশে বসার সাথে সাথে কিছুটা ভয় পেয়ে যায়। তারপর আস্তে আস্তে কান্না করতে থাকে।

আমি বললাম কান্না কেন করছেন। স্ত্রী ( সানজিদা সাবনাজ) বলে আমার ভয় করছে।

আমি তখন বললাম আপনার মাঝে হয় না জড়তা কাজ করছে আর বেদনা। কারণ নতুন জায়গা নতুন পরিবেশে। সবারই এমন হয়। বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে নতুন জায়গায়। মা বাবা থেকে দূরে থাকা বেশ ভালোই কষ্ট। আমি সাধারণত পড়াশুনার জন্য ক্লাস এইট থেকে বাইরে থেকেছি বাবা মা ছেড়ে। মাঝে মাঝেই মা বাবার জন্য ডুকরে ডুকরে কেঁদে উঠতাম। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমাকে শুধু স্বামী না একজন বন্ধু হিসেবে পাবেন আপনার পাশে। অনেক রাত হয়েছে ঘুমিয়ে

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
26/08/2023

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

24/08/2023

Assalamualaikum♥️♥️♥️♥️ ♥️♥️

❤️ হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও...
10/07/2023

❤️ হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও।

🥀আমিন 🥀
-সূরা নামাল, আয়াত ১৯

__প্রিয় বোন আমার..❤️পড়াশোনার পাশাপাশি অন্তত সেলাই মেশিনের কাজটা শিখে রাখুন। ই'ন'কা'ম না হোক অন্তত নিজের শ"রী'রে'র  ভাঁ...
10/07/2023

__প্রিয় বোন আমার..❤️
পড়াশোনার পাশাপাশি অন্তত সেলাই মেশিনের কাজটা শিখে রাখুন। ই'ন'কা'ম না হোক অন্তত নিজের শ"রী'রে'র ভাঁ'জে'র মা'প পর পু'রু'ষে'র কাছে দিতে হবে না...

হে আল্লাহ আমার প্রিয় নেতা মজলুম আলেম আল্লামা মামুনুল হকের মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও আমিন 🤲
27/06/2023

হে আল্লাহ আমার প্রিয় নেতা মজলুম আলেম আল্লামা মামুনুল হকের মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও আমিন 🤲

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
09/06/2023

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

Address

Chittagong Division
1540

Opening Hours

Monday 07:01 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD imad BhuiyaN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies