It’s my Pleasure

It’s my Pleasure Enjoy life✌

পার্টনার ভালো হইলে মেয়েদের চেহারায় অন্যরকম গ্লো আসে। এই গ্লো এর নাম "সুখী গ্লো"। চোখ মুখ দেখলেই বোঝা যায়। তবে এই গ্লো রে...
01/12/2024

পার্টনার ভালো হইলে মেয়েদের চেহারায় অন্যরকম গ্লো আসে। এই গ্লো এর নাম "সুখী গ্লো"। চোখ মুখ দেখলেই বোঝা যায়। তবে এই গ্লো রেয়ার গ্লো। পৃথিবীতে খুব কম নারী এই গ্লো পাওয়ার ভাগ্য নিয়া আসে।

Collected Caption...

ভাইরাল কোন টপিক নিয়ে সচারাচর  আমার কথা বলতে ইচ্ছে করে না, আর যাকে নিয়ে বলছি সেই আপুটাকেও আমি চিনিনা, উনি মে বি ব্লগার......
27/11/2024

ভাইরাল কোন টপিক নিয়ে সচারাচর আমার কথা বলতে ইচ্ছে করে না, আর যাকে নিয়ে বলছি সেই আপুটাকেও আমি চিনিনা, উনি মে বি ব্লগার...

টপিক হচ্ছে 'পরোকিয়া' আমার মাথায় একটা ব্যাপার আসে না সবাই কাচ্চি আর ভাত কেন মিলাতে যান, আরে ভাই যে পুরুষের বাহিরের টান সে পারলে পঁচা ভাত ও খেয়ে ফেলবে...

পরোকিয়া প্রসঙ্গ আসলেই আমরা কেনো সেই পুরুষের বউয়ের রূপ সৌন্দর্যে আটকে যাই? সৌন্দর্য দিয়ে সব হলে তো ঐশ্বর্য রায়,প্রিন্সেস ডায়না, পরীমনি,র মতন গ্লামার'স দের স্বামী অন্য নারীতে আসক্ত হতো না! ঘরে সুন্দরী বউ থাকতে অন্য নারীর প্রতি টান অনুভব করাটাকে আমি সরাসরি 'মানসিক রোগ' মনে করি, কিছু পুরুষ তো বিবাহিত যে এইটা অবধি স্বীকার করে না, আবার কিছু পুরুষ আসে 'বিবাহিত জীবনে সুখী না' হওয়ার ভান ধরে আল্টিমেটলি তাদের কারোরই উদ্দেশ্য কিন্তু বিয়ে করা নয় তারা শুধু নতুন একটা শরীরের সন্ধানে আসে, না কাচ্চি, না ভাত ওরা ভাই এত কিছুই বুঝে না 🙂

আবার প্রসঙ্গত ঔ পুরুষেরা যেসব নারীদের সাথে পরোকিয়া য় আসে তারাও আবার আরেক প্রকার শরীর এক্সপ্লিমেন্টে বিশ্বাসী জগৎ এ শুধু পুরুষই খারাপ না রে বইন,মেয়েরাও তারচেয়ে বেশী খারাপ...

এরা বিবাহিত পুরুষ জেনেও অনেকের সাথে জড়ায় কেউ টাকা, কেউ পাওয়ার৷ কেউ বা ঔ যে শরীর.... 🙂

চিটিং ইজ অ্যা চয়েজ, ইট’স নট অপশনাল ওর পারমানেন্ট! এই যে আপনার ঘরে বউ থাকতেও আপনি সিঙ্গেল একটা নারীর পোষ্টে 'সুন্দরী' কমেন্ট করছেন এটাও চিটিং, এই যে জামাই থাকতেও আরেকটা ছেলের পোষ্টে গিয়ে 'হ্যান্ডসাম' কমেন্ট করছেন এটাও চিটিং🙂

আসলে জগৎ এ যার বাহিরে মুখ'মারা স্বভাব,পঁচা সামুকে পা কাটা স্বভাব সে সেটা করবেই বিশ্বাস করেন,ঘরে সুন্দরী বউ/জামাই,ভাত/কাচ্চি এইসব শুধুই কওয়া কথা ভাই...

কালো নারীর ঘর করা সুর্দশ পুরুষেরেও আমি দেখছি 'কোন নারীর দিকে ললসা ছিলো না যার' আবার বিশ্ব সুন্দরী নারীর জামাইরে দেখছি 'আরেক বেডিরে আইসা সংসার জীবনে সুখী না হওয়ার গল্প শুনাইতে' তাই এইসব ডাইল ভাত কাচ্চির উদাহরণ বাদ দেন সরাসরি 'আপনার চরিত্র খারাপ' বলতে শিখেন 🙂

আল্লাহ সকল প্রকার সাপ দের থেকে বিয়ে নামক পবিত্র বন্ধনটা বাঁচায় রাখুক এই দোয়াই সবসময় করি!

দিন শেষে মনে রাখবেন, জগতে একজন নেক্কার,লয়াল,এক নারীতে/পুরুষে আসক্ত জীবন সঙ্গী পাওয়া দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত! ❤️
©️

যদি দেখেন যে কোন বিবাহিত দম্পতি বছরের পর বছর ধরে একসাথে আছেন এবং একে অপরকে খুব ভালোবাসেন, তখন হয়তো  ভাবতে পারেন তারা কত...
27/11/2024

যদি দেখেন যে কোন বিবাহিত দম্পতি বছরের পর বছর ধরে একসাথে আছেন এবং একে অপরকে খুব ভালোবাসেন, তখন হয়তো ভাবতে পারেন তারা কতটা সৌভাগ্যবান। কিন্তু বাস্তবতা হচ্ছে ,তারা তাদের সংসার জীবনে অনেক আপোষ করেছে, তারা একে অপরের ভুলকে উপেক্ষা করেছে।
তারা একে অপরের অনেক ভুল ক্ষমা করে দিয়েছে ,এবং তারা হাজারো সমস্যা সহ্য করেছে। এবং একে অপরকে বুঝতে শিখতে বছরের পর ব্যয় করেছে ।❤️‍🔥
ভালোবাসা কখনো ভাগ্যের ব্যাপার ছিল না। এটি ছিলো পারস্পরিক প্রতিদান, আপোষ , ভাগ করা স্বপ্ন, যত্ন, সম্মান, দয়া "ভালোবাসা" এবং অনেক বেশি ধৈর্য। ❤️‍🩹💫
©️

হাসতে হাসতে আমি শেষ 😌🤣শ্বশুরবাড়িতে ঘটে যাওয়া কিছু লজ্জা জনক ঘটনা😐১. একবার বরের বাইকের শব্দ শুনে রুমের দরজার পেছনে লুকিয়ে...
27/11/2024

হাসতে হাসতে আমি শেষ 😌🤣

শ্বশুরবাড়িতে ঘটে যাওয়া কিছু লজ্জা জনক ঘটনা😐

১. একবার বরের বাইকের শব্দ শুনে রুমের দরজার পেছনে লুকিয়ে ছিলাম তারে ভ য় দেখাতে!!"ভাউউউ" করে এক চিৎ*কার করার পর দেখি বরের জায়গায় শ্বশুর দাড়িয়ে🐸 বরের সাথে বাসায় ফেরায়,,বরের আগেই তিনি আমার রুমে এসেছিলেন, আমার পছন্দের সি'ঙা'রা দিতে😑

২. অলয়েজ আমি ওয়াশরুমে ঢুকলেই বর লাইট অফ করে ভীষণ বিরক্ত করে। সেদিন সে বাথ*রুমে ঢুকেছে,,কাজেই চেঁচা*মেচি ও করতে পারবে না!এই ভেবে বাথরু*মের , লাইট অ*ফ করে ফিস*ফিস করে বলছিলাম,

"আজাদের পোলা এবার কেমন লাগে?"😏 ভেতর থেকে মামা শ্বশুর উত্তর দিলো,,, "মা, আমি কালামের পো*লা!!এবার লাইট টা দে😐🤧

এক আপুর কাহিনী 🤣🤣🤣

পোস্ট - কালেক্ট করা

27/11/2024

"অন্যের সফলতা দেখে কখনো আফসোস করবেন না! কারন মানুষ তাই ই দেখায়, যা সে পেয়ে যায়! মানুষ তা-ই দেখায়, যা তার ভালো দিন.... কিন্তু সেই পাওয়ার জন্য যে তাকে কি কি সেক্রিফাইস করতে হয়েছে.. কত শত কষ্টের দিন কাটাতে হয়েছে তা কেবল সে ই জানে! 🙂😊

সেই যুগ আর এই যুগের বাস্তব চিত্র! 🙂
23/11/2024

সেই যুগ আর এই যুগের বাস্তব চিত্র! 🙂

কথা দিয়ে কথা রাখা'টা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতা'র পরিচয়!❤️‍🩹💛🧡
20/11/2024

কথা দিয়ে কথা রাখা'টা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতা'র পরিচয়!❤️‍🩹💛🧡

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
10/11/2024

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

09/11/2024

কারা যেনো বছরে একবার আড়ং বয়কট করে, তাহলে এরা কারা ভাই! 😪😪 তেজগাঁও আড়ং এর সেইল এর চিত্র!... 🫣😇

Video : collected

01/11/2024

"আমি অফলাইনে থাকলে কেউ-ই ছটফট করে না! নিজেই ছটফট করতে করতে অনলাইনে আসি...!🐸🙂

Episode>32 🥱🤣😆 cheater der emon e sikka dewa uchit🙃Well done! Rubab👏
29/10/2024

Episode>32 🥱🤣😆 cheater der emon e sikka dewa uchit🙃
Well done! Rubab👏

23/10/2024

When sarjeena started crying, I felt overwhelmed with emotion. It made me realize how much we all crave just a little attention, love,care, comfort, and effort in communication. No matter how hard we try to make others understand that money can never replace the peace and comfort of loved Ones, it’s heartbreaking to see sharjeena in this state, suffering because of misunderstanding and lack of communication with mustafa!🙂

আমাদের বিয়ে১০বছর। আর প্রেমের সম্পর্ক ছিল ৫ বছর। ৫ বছর প্রেম এর পর পারিবারিক ভাবেই বিয়ে হয়েছিল আমাদের। টোটাল ১৫বছর ধরে আম...
22/10/2024

আমাদের বিয়ে১০বছর। আর প্রেমের সম্পর্ক ছিল ৫ বছর। ৫ বছর প্রেম এর পর পারিবারিক ভাবেই বিয়ে হয়েছিল আমাদের। টোটাল ১৫বছর ধরে আমরা একে ওপরের জীবনে ছিলাম।💖

"I am sure আপনি একজন মেয়ে হলে পূরোটা পড়লে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না!🙂

আমি দেখতে মোটেও ভালো না অপর দিকে আমার উনি তো মাশাআল্লাহ্! যেমন সুদর্শন_সুন্দর স্মার্ট তেমনি ভদ্র। স্টুডেন্ট লাইফে বিয়ে হওয়ার জন্য অনেক কঠিন সময় ও কষ্ট আমাদের কে সহ‍্য করতে হয়েছে।
কিন্তু যখনই সে একটা ভালো জব পেয়ে গেল বেশি দিন আর সে কষ্ট আমাদের ছিলো না। আগেই বাসার ভাগ পেয়েছিলাম, ৪ বছর পরেই বেশ কিছু টাকা জমিয়ে ও আব্বু আম্মুর সহযোগিতা নিয়ে আমরা ছোট্ট দুই রুমের একটা বাসা বানিয়ে ফেললাম।
আল্লাহ্ র রহমতে কোনো কিছুর ই অভাব ছিলো না আমাদের,শুধুমাএ একটা সন্তান ছাড়া। 😥
আমার হাজবেন্ড খুব পরিশ্রমী ও সৎ মনের একজন মানুষ কিন্তু প্রচন্ড রাগী ছিলেন। খুব ভালোই জীবন চলছিল আমাদের।
আমার মেরুদণ্ডের সমস্যা আছে, যা মাঝে মাঝেই আমাকে বিপাকে ফেলে। সেই দিনও সেম একই অবস্থা। হঠাৎ ও এসে বললো আপু বার বার ফোন দিচ্ছে মা না কি খুবই অসুস্থ হয়েগেছে, আমাকে এখনই যেতে হবে। আমি বললাম আমিও যাবো। কিন্তু ও বললো তুমি অসুস্থ এই অবস্থায় তুমি কি করে যাবা? আরো অসুস্থ হয়ে যাবা তুমি বাসায় থাকো, মানলাম না ওর কথা,ওর সাথেই গেলাম।

আপু ভাইয়ারা সবাই চলে এসেছে। বাসায় যাবার পর দেখলাম আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে খুব একটা অসুস্থ মনে হচ্ছে না।
ও রুমে ঢুকেই বললো মা কি হয়েছে তোমার, এ কথা শুনে শাশুড়ি উঠে বসে ওর হাত ধরে কান্নাকাটি শুরু করলো। এতো কান্না যে কথা বলতে পারছে না।
ভাইয়ারা সবাই থামানোর চেষ্টা করলো থামছেই না। অনেকক্ষন পর শাশুড়ি ওকে বললো আমি আমার পোতার মুখ কি দেখতে পাবো না আব্বা?
ও হেসে বলে উঠলো ওহ্ এইজন্যই তুমি অসুস্থ!আল্লাহ যখন চাইবে তখনই হবে, তুমি মন খারাপ করছো কেন? তাছাড়াও ভালো ডাক্তার দেখাবো একটু র্ধয‍্য ধরো মা।
শাশুড়ি এবার রেগে গেলেন বললেন বাচ্চা হলে এতো দিন হয়ে যেত, এই বউ দিয়ে কিছু হবে না।
আমি তোর জন্য মেয়ে দেখেছি তুই ঐখানেই বিয়ে করবি। আমার ছেলে বাঝা হয়ে থাকবে এটা আমি মানবো না। আমার মাথা ঘুরে উঠে ছিলো কিছুই বলতে পারছিলাম না!😮
ও খুবই চিৎকার চেচামেচি করে আমাকে নিয়ে বাইরে চলে আসলো। শাশুড়ি পেছন পেছনে এসে বললো সবাই শুনে রাখ আজ থেকে আমি পানিও খাবো না।
বাসায় আসলাম রাতে আর কোনো কথা হলো না আমাদের। ভোরে সে আমাকে বললো মন খারাপ করোনা আমি এমন কোনো কিছুই করবো না, আমরা এমনই ভালো আছি,
শান্তি পেলাম আমি।
সকালে আমার ফোন আসলো শাশুড়ির।
আমাকে অনেক বোঝালেন বাচ্চা ছাড়া জীবন অচল, বাচ্চা ছাড়া ছেলে মানুষের কোনো মূল্য নাই, বাইরের মানুষ তোমার স্বামী কে ছোট করে দেখবে তোমার কি ভালো লাগবে, আরো অনেক কিছু বললেন।
শেষে বললেন তুমি বলো তাহলেই আমার ছেলে বিয়ে করবে। সাথে সাথেই আমি বললাম আমি ওকে হারাতে পারবো না। আমি কখনোই এই কাজ করতে দিবো না।
৫দিন পর রাতে ফোন আসলো শাশুড়ি মেডিক্যালে ভর্তি।
সে তাড়াহুড়ো করে চলে গেল।
জানতে পারলাম ৪দিন থেকে না খেয়ে ছিলেন উনি আর বয়স বেশি হওয়ার কারণে খুব খারাপ অবস্থা।
দুই দিন পার হয়ে গেল তেমন কোনো উন্নতি নাই। কিছুইতে উনাকে খাওয়ানো যাচ্ছে না।
তখন ই আবার খবর আসলো শশুর অসুস্থ, তিনিও অনশন করছেন।
আপু আর ভাইয়ারা রেগে গেল ওর ওপর। মেডিক্যালের মধ্যেই লেগে গেল গন্ডগোল। মেজো ভাইয়া যা মনে আসলো তাই বললো, শেষে বললো তোর খুশির জন্য তোর বাচ্চার জন্য আজ আমাদের মা বাপ মরে যাচ্ছে, আর তুই তোর বউকে ছাড়তে পারছিস না। ও কিছু না বলে আমাকে নিয়ে বাসায় চলে আসলো।
কিছুক্ষন চুপ করে থাকার পর, আমাকে কাছে টেনে নিয়ে ভেজা ভেজা কন্ঠে বললো, এমনও একটা দিন আমাদের আসবে কখনও চিন্তা করিনি।
অনেক ভালোবাসি তোমাকে। কিন্তু আব্বা মা র জন্য হয়তো আমাকে এই কাজ করতেই হবে।
না হয় আমার মা মরে যাবে, আমি নিরুপায় বলেই কাদতে লাগলো সে।
আমি রাগে কষ্টে কান্নাকাটি চিল্লাচিল্লি সব কিছু এক সাথেই করে ফেললাম।
আব্বু আম্মু কে ফোন দিয়ে বাসায় ডেকে নিলাম (৪ টা বাসার পরেই আব্বুর বাসা)।
আমার ভাইয়ারাও সাথে আসলো। বাসার সবাই আগে থেকেই জানতো এই ঝামেলা চলছে তারপরও সে সব কিছু খুলে বললো।
সবাই রাগ করলো বোজালো, বাধা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আমি বন্ধা হওয়ায় আমার আব্বু আম্মু বা আমি কিছুই করতে পারলাম না।
সে চলে গেল, আমি কোনো দিক পাচ্ছিলাম না, কি দিয়ে আমি ওকে ধরে রাখবো!😢
তিন দিন পর বাসায় আসলো। শুধুই কাদলাম। ও জড়িয়ে ধরে কাদলো আর বললো বিয়ে শেষ সবার আশা পূরণ করে দিলাম আর যাবো না।
সে দিন থেকেই শুরু হলো শশুর শাশুড়ি আর তার নতুন বউ এর ফোন। দুই দিন পর ওর নতুন শশুর আর ভাইরা চলে আসলো আমাদের বাসায়।
ও ঝামেলা এড়াতে প্রায় দুই দিন পর পরই তার নতুন বউ এর সাথে দিনে দেখা করে আসতো। কিন্তু বেশিরভাগ সময় আমার কাছেই থাকতো।
কিন্তু আগের মত আর কথা হয় না আমাদের। বিয়ের ৯ মাসের সময় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বললেন নতুন বউ এর বাচ্চা হবে, ও সামনেই ছিল।
ওর দিকে তাকাতেই ও মাথা নিচু করে বললো কষ্ট পাবা তাই বলতে পারিনি। সত্যি কষ্ট পেলাম কি যে কষ্ট বলে বোঝানোর মত না! 😢

আমি জানার পর থেকে ও প্রায় ওর নতুন বউয়ের কাছেই থাকতো। দুই এক দিন পর পর ফোন দিতো আমাকে। মেনেই নিয়েছিলাম এভাবেই আমার জীবন যাবে।
বাচ্চা হলো ক্লিনিকে বাচ্চা দেখে আসলাম। বাচ্চার বাবার আনন্দ দেখে ভালো লাগছিল! কিন্তু কোথায় যেন এক চাপা কষ্ট ছিলো চোখে পানি আটকে রাখতে পারছিলাম না। বাবুর আকিকা হলো জমকালো অনুষ্ঠানে, কেউ আমাকে ডাকলো না বাচ্চার বাবাও না, হয়তো ভুলে গেছে!

সপ্তাহে দুই দিন ও আমার কাছে থাকতো বাকি ৫ দিন তার পরিবারের সাথে।
আস্তে আস্তে বাসায় আসা আরো কমিয়ে দিলো। ১৫ দিন পর পর আসতো!
প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলতো না, খাবার খেতো না, ঠিক মতো ঘুমাতো না। সারা রাত সোফায় শুয়ে থেকে পার করে দিতো!
একটু পর পর তার বউ ফোন দিতো ভিডিও কল দিতো। কিছু ক্ষন পর পর ও ছেলের ছবি দেখতো আর ছটপট করতো। সবই বুঝতাম কিন্তু কিছুই করার ছিলো না আমার। মনে হতো এক অপরিচিত মানুষের সাথে আছি আমি।এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিলো।

হঠাৎ এক দিন শুনলাম বড় চাচা শশুর মারা গেছেন। আমি আর আব্বু আম্মু দেখতে গেলাম। আমি আমার চিরোচেনা রুমে ঢুকতে পারছিলাম না। যাদের সাথে আমি ১০বছর ভালো মন্দ সময় পার করেছি সেই মানুষ গুলোই এড়িয়ে যাচ্চে,তেমন কথা বলছে না।
মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি! অনেক এদিকে ওদিকে ঘুরে রুমে গিয়ে বসলাম। ও রুমে আসলো আমার থেকে একটু দূরে বসলো! কিছুক্ষণ পর ওর বউ রুমে আসলো ৬মাসের বাচ্চা কোলে নিয়ে! বাচ্চা কে ওর কোলে দিলো আর পাশে ওর বউ বসলো।
কথা বলতে বলতে ও বাচ্চা কে নিয়ে খেলা শুরু করলো। তিন জনের মুখে আনন্দ, সুখ -শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিলো। কি সুন্দর একটা মুহূর্ত তাদের।
সে দিন আমি আমার স্বামীর চোখে কোথাও নিজেকে খুজে পেলাম না। 😥
আমার ১০ বছরের সংসারজীবন কম পরে গেছে তার ২বছরের সংসারের কাছে। মনের মধ্যে কেমন করে উঠলো, আমি কি করছি এদের জীবনে!!!????এখানে কি আছে আমার!😢😢😢
নিজেকে তখন মা বাবার পঙ্গু সন্তানের মতো মনে হচ্ছিলো। পঙ্গু সন্তানদের কে মা বাবা যেমন ফেলেও দিতে পারে না আবার নিরুপায় হয়ে কষ্ট করে টানেও, ঠিক তেমনি ও আমাকে টানছিলো, আমি কোনো কিছুই ছিলাম না তার কাছে ।
চলে আসলাম আর আসার সময় বলে আসলাম দুই এক দিন মধ্যে বাসায় আসো, কথা আছে। ও এগিয়ে দিলো আমাদের কে।
ও আসলো আবার আগের মতই কথা বলছে না ফোনেই ব‍্যস্ত।এক দিন পার হয়ে গেলো, রাতে চলে যাবে ও। সন্ধ্যায় বসলাম ওকে বললাম তোমাদের মধ্যে আমি শুধুই একটা বোঝা। আমি এইভাবে থাকতে পারবো না।
তুমি হয়তো আমার থাকো আর না হয় আমরা আলাদা হয়ে যায়। প্রতিদিন আমি তোমার অপেক্ষায় রাস্তায় তাকিয়ে থাকি, ফোনের দিকে তাকিয়ে থাকি আমি আর সহ‍্য করতে পারছি না।
ও বললো আমি আমার ছেলে কে ছাড়া থাকতে পারবো না, আর এতো ছোট্ট বাচ্চা মা ছাড়া থাকতে পারবে না। ও অনেক কাদলো আর বললো এই বাচ্চাটা যদি তোমার হতো তাহলে কোনো দিন এতো কষ্ট পেতে হতো না আমাদের কে।দুই জনই অনেক অনেক কাদলাম।
জীবনের সব চেয়ে বড় সম্পদ কে আমি হারিয়ে দিতে যাচ্ছি😢
ও অনেক কষ্ট পাচ্ছে ঠিকই কিন্তু আমাকে ধরে রাখার কোনোই ইচ্ছাই তার মধ্যে দেখলাম না! 😔
সেই দিন আর ও বাসায় গেল না, সারা রাত আমাকে জড়িয়ে ধরে কাদলো😢

কিছু দিন পর আমাদের ডিভোর্স হয়ে গেল, আব্বু আম্মু বাদে সবাই আমাকেই বকাবকী করলো, দোষী করলো।

আজ কত দিন যে তাকে দেখিনা, কিন্তু এমন একটা মুহূর্ত নাই যে ওকে মনে পরে না!
আমার জীবন জুড়ে শুধু ও আছে,থাকবে। আমি অসুস্থ একটা মানুষ, ও আমাকে এক বালতি পানিও আনতে দিতো না। অথচ এতো দিনে এক বারের জন্য খোঁজ নেই নি আমার! 😢
হয়তো ও এতো দিনে আমাকে ভুলেই গেছে। এক সময় হয়তো ও এটাও ভুলেও যাবে যে ওর বিয়ে হয়েছিল, একটা বউ ছিলো!
মা বাবা সব সময় ভালোই চাই, ওর জন্য ওর মা বাবা ভালো চেয়েছিল বলেই সে আজ বাচ্চার বাবা।কষ্ট শুধু একটাই সে নিজেকে পরিপূর্ণ করতে আমাকে নিঃসঙ্গ করে দিয়েছে! 😢

কিন্তু তারপরও এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ,
বাসাটা ভাড়া দিয়ে আব্বুর বাসায় আছি, আর্থিক কোনো সমস্যা হয় না। আর সব চেয়ে বড় কথা এখন আর রাস্তায় তাকিয়ে থাকতে হয় না ওর অপেক্ষায়।
বার বার ফোন দেখতে হয় না, যে এই বুঝি ফোন আসলো।কারণ সে আর আমাকে চেনে না, সে আর কখনোই ফিরে আসবে না, কোনো দিনও না!
ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা পরিবার নিয়ে , সব সময় দোয়া করি!🙂
©️

!!😓২ মিনিটের অসাধারণ গল্প!😓! বিয়ের ১০ বছর পরে উনি মা হতে চলেছেন।🥰তিনি আমার দূরসম্পর্কের এক আন্টি। একটি সন্তানের জন্য আন্...
20/10/2024

!!😓২ মিনিটের অসাধারণ গল্প!😓!
বিয়ের ১০ বছর পরে উনি মা হতে চলেছেন।🥰

তিনি আমার দূরসম্পর্কের এক আন্টি। একটি সন্তানের জন্য আন্টি খুব ব্যাকুল ছিলেন।কত কি ত্যাগ করেছেন।সবাই ভেবেছিল,উনি কোনোদিন মা হতে পারবেন না।তাই উনার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য চেষ্টা চলছিল।কিন্তু, তিনি মানলেনও উনার স্বামী মানেন নি।আংকেল আন্টিকে খুব ভালোবাসতেন।সবার কটু কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে আংকেল বাড়ি ছেড়ে শহরে এসে বাসা নেন।

আন্টির শারীরিক অবস্থা ভালো ছিল না।স্ট্রো*ক করেছেন একবার।এ ছাড়া শ্বাস*কষ্ট ছিল।যার জন্য ডাক্তার উনাকে বলেছেন, কনসিভ যাতে না করেন।এতে বাচ্চা ও মা দু'জনেরই ক্ষ*তি হবে।আংকেল নিজেও একজন ডাক্তার।তিনি নিজেও চান নি, আন্টি মা হন।বুঝেছিলেন, এতে আন্টিকে বাঁচা/নোর হয়তো সম্ভব হবে না।তাই হারাতেও চান নি।কিন্তু, আন্টি মৃ*ত্যুর ঝুঁকি নিয়েও চেয়েছেন নিজের স্বামীকে শ্রেষ্ঠ উপহার দিয়ে যেতে।

আন্টি একটি সন্তানের জন্য অনেক দোয়া করতেন।অবশেষে ১০ বছর পরে উনি নতুন এক অস্তিত্বের অনুভব করলেন।সেদিন যে তিনি কী পরিমাণ খুশী হয়েছিলেন! যেন জীবনের সমস্ত স্বার্থকতা পূর্ণ হয়ে গেছে।

তবে আংকেল একটুও খুশী হতে পারেন নি। বলেছিলেন,
"দেখো!আমাদের সন্তান না হলেও ঠিক আছে।আমরা দ*ত্তক নিয়ে নিব।কিন্তু,তোমার ক্ষ*তি করে এই বাচ্চাটি আমি চাই না।"
এভো*রেশন করতে চাওয়ার কথা বারবার বললেও আন্টি মানেন নি।কীভাবে-ই বা মানতেন।একজন নারীর কাছে গোটা পৃথিবী একদিকে, আর মা*তৃত্ব আরেকদিকে।
কোনো নারী কি স্ব-ইচ্ছায় মা*তৃত্বের স্বাদ হারাতে চায়?কোনো মা কি সন্তানের চেয়ে নিজের জীবনকে বেশী প্রাধান্য দেয়?
প্রায় আন্টিকে দেখতাম, অনাগত সন্তানের জন্য নানান প্রস্তুতি করছেন।কখনো ছোট ছোট কাঁথা,কখনো মেয়েদের ড্রেসও বানাতেন।সবকিছু ঠিকঠাক চলছিল।এরপর ৯ মাস পূর্ণ হল।
হঠাৎ একরাতে ঠিক ১টার দিকে আন্টির শ্বাস/কষ্ট শুরু হয়।কয়েক সেকেন্ড পর কাশতে কাশতে বললেন,
"পানি খাব।"
উনার বোন পানি খাইয়ে দিয়ে এম্বু*ল্যা*ন্সের জন্য ফোন করলেন।পানিটুকু খেয়ে-ই আন্টি অবচেতন হয়ে রইলেন।হ*স্পি*টালে নেওয়ার পর ডাক্তার সবকিছু চেকাপ করে জানালেন, আন্টি ও উনার অতি আদরের অনাগত সন্তান দু'জনেই মা*রা গেছেন।এ কথা শুনে আংকেল সম্পূর্ণ ভেঙ্গে পরলেন।সেদিন তিনি আন্টির হাত ধরে কান্না করতে করতে বলেছিলেন,
"তুমি আমার সাথে এটা ঠিক করো নি।এত মানা করা সত্বেও তুমি শোনো নি।কী দরকার এই সন্তানের? আমি তো সন্তান চাই নি, তোমাকে চেয়েছিলাম।সবার সব কথা ফেলে তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিলাম।কিন্তু, তুমি শুধু নিজের কথা-ই ভাবলে।আমার কথা একবারও চিন্তা করলে না।আমার সমস্ত সুখ-শান্তি নিয়ে চলে গেলে।এখন আমি কী করব?কীভাবে বেঁচে থাকব?"

ঘটনাটি ৯ আগস্টের।এতটুকু পর্যন্ত এই কাহিনী হৃদয়বিদারক ছিল।একদিকে একজন স্ত্রী মৃ/ত্যু/র ঝুঁ*কি নিয়ে স্বামীর পিতৃত্বের স্বপ্ন পূর্ণ করতে চেয়েছিলেন।অপরদিকে স্ত্রীকে ভালোবেসে একজন স্বামী পিতৃত্ব নিতেও অনাগ্রহী ছিলেন।কি নিদারুণ ভালোবাসা! দুটোই এখানে ফুটে উঠেছে।
কিন্তু, বাস্তবতা কি আসলেও এমন?আমরা যা দেখি তা-ই কি সত্য?আংকেল ৪ বছর আগে গোপনে আরেকটি বিয়ে করেছিলেন এবং দু'টি সন্তান সেখানে আছে।সে রাতে আন্টি এই চরম সত্য কথাটি জানতে পেরেছিলেন।একদম মেনে নিতে পারেন নি।তীব্র আ*ঘা*ত পেয়েছিলেন।যার জন্য হঠাৎ করেই বুকে ব্যথা হয়।এরপর শ্বাস*কষ্ট শুরু হয়েছিল।

মাঝে মাঝে মনে হয়,যদি তিনি এই সত্যটি কোনোদিনও জানতে না পারতেন?তবে কি আজ বেঁ/চে থাকতেন?না-কি এটা জানতে না পারলেও চিরদিনের মত ঘুমিয়ে পরতেন?
আচ্ছা!কী এমন হত, যদি এই নির্মম সত্য কোনোদিনও না জানতেন?এভাবে কেন একবুক শূন্যতা,আক্ষেপ,ব্যর্থতা নিয়ে চলে যেতে হল?
শেষ সময়টুকু কেন এত অপ্রিয় হয়ে গেল?
ইশ! এমন য*ন্ত্রণা*দা*য়ক সত্যগুলো কেন চাপা থাকে না?
কেনই বা প্রিয়জন সবকিছু প্রকাশ করার সাহস রাখে না?
যে বিশ্বাস করে,তার বিশ্বাসেই কি ভুল থাকে?না-কি ওরা বিশ্বাসের সুবিধা নেয়?
আন্টি মা* রা যাওয়ার ৫মাস হয়ে গেছে। সবাই আগের মতোই চলছে।সব ভুলে সুন্দর সংসার করছে।কেউ মনে রাখে নি।মৃ*ত মানুষগুলোকে দ্রুত ভুলে যাওয়াটা বোধহয় খুব সহজ।

(সত্য ঘটনা অবলম্বনে)

সংগ্রহীত

 #বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফল...
18/10/2024

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না।
বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই।
চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই । আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন রাসূল(সঃ) যেভাবে চলেছেন সেভাবে চলার মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি।; আর কাউকে না ঠকাই।
আমাদের জীবন সুখের হবে।
ইং শা আল্লাহ্
©️

10/10/2024

🙂

10/10/2024

জানিনা কবে শেষ হবে মানুষের এই ভোগান্তি!
ব্রাহ্মণবাড়িয়ার এই রাস্তাটা এতো ভয়ানক রুপ নিচ্ছে–যেখানে যেতে সময় লাগে ৫ ঘণ্টা সেখানে যেতে লাগছে ১২ ঘন্টা! এই দেশে মানুষের সময়ের কোনো মূল্য নেই? কোনো দিন যদি এই দেশ ছেড়ে যাই, এই রাস্তায় যেতে যতটা কষ্ট পেয়েছি তা মনে করলে আর দেশ ছাড়তে কষ্ট লাগবেনা!🥲🙂🥀
゚ ゚viralシ2024fyp

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s my Pleasure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies