03/10/2024
Congratulation!
CRP, Dhaka.....!
প্রথম আলো গোল টেবিল বৈঠক
প্রতিবন্ধী ব্যক্তির জন্য কর্মসংস্থান: সমস্যা ও সমাধানের পথ
অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়েই এগোতে হবে। পুনর্বাসনের পর তাঁদের কাজের ব্যবস্থা না করা হলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। পুনর্বাসনের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে তাঁদের স্বনির্ভর করা। একজন প্রতিবন্ধী ব্যক্তি পড়াশোনা করলেন, পুনর্বাসিত হলেন, দক্ষতা অর্জন করলেন, কিন্তু তিনি যদি কর্মক্ষম না হন, তাহলে প্রকৃত অর্থে তিনি পুনর্বাসিত হন না। এ ক্ষেত্রে আমাদের দেশের চাহিদা বিবেচনায় পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ একান্ত প্রয়োজন।
পুনর্বাসনের পেছনে কাজ করেন রিহ্যাবিলিটেশন পেশাজীবীরা। কিন্তু এখনো সরকারি খাতে তাঁদের কর্মসংস্থানের সুযোগ হয়নি। কেবল কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এই মানুষগুলোকে পুনর্বাসন করে, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। সরকারি খাতে হেলথ টিম, রিহ্যাবিলিটেশন টিমের সঙ্গে থেরাপিস্টদের যদি সংযুক্ত করা হয়—ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্টসহ তাঁদের সমমর্যাদা দেওয়া হয়, তাহলে পুনর্বাসিত হয়ে একটা পর্যায়ে তাঁরা সমাজে যেতে পারবেন।
প্রতিবন্ধী মানুষের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ খুবই জরুরি। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) তিন থেকে ছয় মাস মেয়াদি এসব প্রশিক্ষণের আয়োজন করে থাকে। পার্টনারদের সহযোগিতায় আমরা বিনা মূল্যে বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের অধীন এসব প্রশিক্ষণ দিয়ে থাকি। ইন্ডাস্ট্রিয়াল সিলিং অ্যান্ড লিংকিং কোর্সে প্রশিক্ষণ নিয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৫০০ প্রতিবন্ধী ব্যক্তি এখন পোশাক খাতে কাজ করছেন। আত্মকর্মসংস্থানের বিষয়টিও বেশ জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবছর ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তি তাঁদের বাসস্থান বা আশেপাশে গিয়ে কিছু করছেন। আমরা তাঁদের কিছু সিড মানি দিই, তাঁরা সেটা কাজে লাগান। শপ কিপিং, পোলট্রি, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, মোবাইল সার্ভিসিং, বেসিক ইলেকট্রনিকস ট্রেনিং, লাইভ স্টকসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
বিবিডিএন ও আমরা (সিআরপি) যৌথভাবে জব ফেয়ার আয়োজন করেছি। এ ছাড়া আমরা জব সিলেকশন প্রোগ্রাম করি, যেটাও খুব উপকারে আসে। আগামী সপ্তাহে আমাদের একটি জব সিলেকশন প্রোগ্রাম রয়েছে, যেখানে পোশাক খাতের ৪০টি প্রতিষ্ঠান সরাসরি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচন করবে কারা কারা চাকরি করবেন। সুতরাং চাকরির সুযোগ তৈরি করে দেওয়া এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করাই প্রতিবন্ধীদের প্রকৃত পুনর্বাসন বলে আমরা মনে করি। আমাদের প্রশিক্ষণগুলোকে সফল করার ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে আবাসন। ভ্রমণ করে এসে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করা তাঁদের জন্য কষ্টসাধ্য। পাশাপাশি তাঁদের যেন এসব প্রশিক্ষণ পেতে কোনো অর্থ খরচ না হয়, সেটিও লক্ষ রাখতে হবে।
ড. মোহাম্মদ সোহরাব হোসেন
নির্বাহী পরিচালক, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)