Chhatak Islamic TV

Chhatak Islamic TV Chhatak Islamic TV(CI TV) চ্যানেলে আপনাকে স্বাগতম।

Chhatak Islamic TV(CI TV) চ্যানেলে আপনাকে স্বাগতম।এখানে কুরআন তিলাওয়াত, ইসলামিক ওয়াজ, ইসলামিক গজল, ইসলামিক শর্টফিল্ম এবং পাশাপাশি সমসাময়িক ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।

22/05/2023

আলহামদুলিল্লাহ খুব সুন্দর উদ্দেগ ,,আলেম উলামাদের বেতন নির্ধারণ করা হয়েছে,,

🌱🌱 সকল দায়িত্বশীল দের প্রতি বিনীত অনুরোধ, শায়েখের নির্ধারণ করা বেতন অনুযায়ী,,সকল ওস্তাদ বেতন দেওয়ার জন্য 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

বিষয়ঃ-বেতন নির্ধারণ প্রসঙ্গে।🌹🌹🌹🌹

বরাবর....
👉বেফাক চেয়ারম্যান 👉বেফাক মহাসচিব
👉হুফফাজ প্রধান ও নূরানী ট্রেনিং সেন্টার প্রধানগণ

িনীত নিবেদন এই যে,,, দেশের চলমান পরিস্থিতি ও যুগের চাহিদা অনুযায়ী বেতন নির্ধারণ না করলে, যোগ্য হাফেজ ও নূরানী শিক্ষকের দ্বারা অচিরেই বিলুপ্ত হয়ে যাবে, তখন হয়তো আকর্ষণীয় বেতন দিয়েও একজন যোগ্য শিক্ষক পাওয়া যাবে না,,,
তাই জাতির কর্ণধার হিসাবে এখনই আপনাদেরকে এগিয়ে আসা এবং এর সঠিক সমাধান খোঁজে বের করা অতিব জরুরী...
বেতন নীতিমালা,,, বাকিটা আপনাদের সূদুর প্রসারিত চিন্তা ভাবনা দিয়ে বিবেচনা করবেন,,, ইনশাআল্লাহ
👉শুধু ইমাম 15000 টাকা,
👉শুধু মুয়াজ্জিন 12000 টাকা,
👉শুধু খাদেম 12000 টাকা,
👉শুধু খতিব 6000 টাকা।
👉নূরানী প্রধান শিক্ষক 15000 টাকা
👉নূরানী সহকারি শিক্ষক 12000 টাকা,
👉নূরানী সাধারণ শিক্ষক 11000 টাকা,
👉নূরানী অনাঃ শিক্ষক 10000 টাকা,
👉হিফজ প্রধান শিক্ষক 20000 টাকা,
👉হিফজ সহঃ শিক্ষক 18000 টাকা,
👉হিফজ মাশ্কের শিক্ষক 16000 টাকা
👉হিফজ সাধারণ শিক্ষক 15000 টাকা,
👉কিতাব বিভাগের সকল শিক্ষক ও স্যারদের বেতনও যুগের চাহিদা অনুযায়ী নির্ধারণ করার জন্য অনুরোধ করা হলো,,,
উল্লেখিত নীতিমালার মধ্যে মোটেও বাড়াবাড়ি করা হয়নি বরং প্রত্যেক সেক্টরের প্রত্যেক ব্যক্তির ন্যায্য অধিকারের কথা তুলে ধরা হয়েছে।
👉নয়তো পুরো জাতিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে,,
👉পরিশেষে মহান আল্লাহর কাছে আপনাদের দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা কামনা করছি
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক....🤲

বাংলাদেশি হাফেজের বিশ্বজয়! কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করলো হাফেজ আবু রাহাত।
19/10/2022

বাংলাদেশি হাফেজের বিশ্বজয়!
কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করলো হাফেজ আবু রাহাত।

আলহামদুলিল্লাহ....দীর্ঘ সাড়ে ১৭ মাস কারাভোগের পর আজ ২-অক্টবর-২০২২ইং তারিখে খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব (বার...
02/10/2022

আলহামদুলিল্লাহ....
দীর্ঘ সাড়ে ১৭ মাস কারাভোগের পর আজ ২-অক্টবর-২০২২ইং তারিখে খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব (বারাকাল্লাহু ফি হায়াতিহি) জামিনে মুক্তি পেয়েছেন।

27/09/2022

✍️পূর্ণতার পিছু ছুটে
শূন্য হাতে ফিরতে হয়।

__________কবর😭

29/08/2022

‘শখের বশে কুকুর পালন করলে আপনার আমল থেকে প্রতিদিন এক ক্বিরাত পরিমাণ সওয়াব কমতে থাকবে!’

(সহীহ্ বুখারী, হাদীস নং : ৩৩২৪)

এক ক্বিরাত = সর্বোচ্চ উঁচু/উহুদ পাহাড় এর সমান।

27/07/2022

মন মুগ্ধকর খুতবা।

20/06/2022

আপনার বদনামকারী আপনার জন্য এক অনন্য নিয়ামত। বদনামকারী আপনার গুনাহ নিজের কাঁধে নিয়ে আপনার গুনাহের বোঝা হাল্কা করে দেয়।

15/04/2022

নামাজ ভিডিও হচ্ছে!
ক্যামেরার সামনে দাড়িয়ে হাফেজ সাহেব তারাবীর নামাজ পড়াচ্ছেন!
পকেটে মোবাইল রেখে তিলাওয়াত রেকর্ড করছেন!
নামাজের খুশুখুজু থাকলো কই?
নামাজ হবে এমন;যেনো আমরা আল্লাহ কে দেখছি কিংবা আল্লাহ আমাদের দেখছেন।
কিন্তু হচ্ছে কি এসব!
এগুলো ভয়ংকর, দ্বীনকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন ভাবনার বাহিরে।

05/02/2022

Yasin Arafat Salman 🤎

আলেমদের সঙ্গে সাক্ষাৎ হলে সেলফি নয় দোয়া নেওয়া উচিত। 🗣️ মুফতি দিলওয়ার হুসাইন সাহেব হাফিঃ
17/01/2022

আলেমদের সঙ্গে সাক্ষাৎ হলে সেলফি নয় দোয়া নেওয়া উচিত।

🗣️ মুফতি দিলওয়ার হুসাইন সাহেব হাফিঃ

01/01/2022

গতকাল দেশের এমন কোনো মসজিদ নেই যেখানে থার্টি ফাস্ট নাইট সম্পর্কে আলোচনা হয়নি। অধিকাংশ মসজিদেই মুসুল্লীদেরকে হাত তুলে নিয়ত করানো হয়েছিলো যেন এই গুনাহে কেউ জড়িত না হয়। কিন্ত দিন শেষে এই কাজগুলো কারা করলো!
এর দায়ভার কি কারো উপরে বর্তায়না? আল্লাহর পাক হয়ত সামান্য সতর্ক করেছেন! কিন্তু তিনি ছাড় দেন ছেড়ে দেননা। আল্লাহ পাক বলেন।

اقترب للناس حسابهم وهم في غفلة معرضون
মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে।
সুরা আম্বিয়া । আয়াত ০১

আল্লাহ তা'আলা আমাদের ক্ষমা করুন হেদায়াত দান করুন । আমিন

✍️✍️দাড়ি_না_রাখার_অপকারিতা_✍️✍️ বাংলাদেশের এক যুবক সৌদি আরব থেকে.. মক্কার ইমামের ওয়াজ শুনেছেন. দাড়ি না রাখা কবিরা গুন...
31/12/2021

✍️✍️দাড়ি_না_রাখার_অপকারিতা_✍️✍️

বাংলাদেশের এক যুবক সৌদি আরব থেকে.. মক্কার ইমামের ওয়াজ শুনেছেন. দাড়ি না রাখা কবিরা গুনাহ এবং দাড়ি না রাখলে নবীর শাফায়াত পাওয়া যাবে না।। সেই থেকে ওই যুবক দাড়ি রেখে দিলেন.. স্ত্রীর কাছে বলল আমি দাড়ি রেখে দিয়েছি... তখন স্ত্রী বলল দাড়ি আমার ভালো লাগেনা তুমি দাড়ি কেটে ফেলো।। কিন্তু যুবক কিছুতেই দাড়ি কাটলো না তারপরে কিছুদিন পরে:বাড়িতে আসবে... স্ত্রীকে জানানো হল স্ত্রী বলে দাড়ি কেটে বাড়িতে আসবে না হয় তোমার সাথে. সংসার করবো না..
যুবক বাংলাদেশের মাটিতে পা দিল স্ত্রী গেল তাকে নিয়ে আসতে বাংলাদেশ এয়ারপোর্টে...... স্ত্রী স্বামীর সাথে সাক্ষাৎ হওয়ার পর স্বামীর মুখে যখন স্ত্রী দাঁড়ি দেখল তখন স্ত্রীর নারাজ হয়ে ঐখান থেকে স্বামীর সাথে আর আসতে চায় না.. বলে বাড়িতে গিয়ে তোমাকে আমি ডিভোর্স দেব আমি তোমার সাথে এখন যাব না... একথা শুনে স্বামী গাড়ি নিয়ে চলে আসলো এবং স্ত্রী অন্য গাড়ি নিয়ে ভাড়া করে বাড়িতে আসার সিদ্ধান্ত নিল.... তারপরে স্বামী চলে আসলো স্ত্রী অন্য এক গাড়িতে আসতে ছিল হঠাৎ স্ত্রী মাঝ রাস্তায় এসে এক্সিডেন্ট মারা গেলেন।।

খোঁজখবর নিয়ে লাশ বাড়িতে না হল.. সকলেই কান্নাকাটি শুরু করল কিন্তু ওই যুবক.. এক ফোটা চোখের পানি ফালায় না এবং একটু মন বেজার ও করে না.. সকলে অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার স্ত্রী মারা গেছে তুমি কান্না করো না কেন...? তুমি এত বড় পাষাণ......? যুবক বলে কোন... পৃথিবীতে এমন কোনো স্বামী নেই যে কিনা তার স্ত্রীকে কাছে পেয়ে খুশি হবে না.. যুবক বলে আমার স্ত্রী, আল্লাহর রাসুলের সুন্নত এর বিরোধিতা করেছে তাই এই দাড়ি তার জীবন নিয়ে নিয়েছে... অর্থাৎ দাড়ি কেন আমি রেখেছি সেজন্য আমাকে ডিভোর্স দিবে বলেছিল.. সে আমাকে ডিভোর্স দিবে কি আল্লাহ ই তাকে ডিভোর্স দিয়ে দিছে। অর্থাৎ আমার জীবন থেকে এক কুলাঙ্গার নারী কে আল্লাহ আলাদা করে দিয়েছেন.। এতে আমি সামান্য পরিমাণের দুঃখ প্রকাশ করি না কারণ... আল্লাহ আমার জন্য উত্তম ভালো কিছু রেখেছেন...

আমার ফেসবুকের দ্বীনি বোনেরা.. তোমাদেরকে বলি.. আল্লাহর রাসূলের আদর্শ দাড়ি কখনোই কাটার জন্য আপনার স্বামীকে আপনি বলবেন না... এতে আমার আল্লাহ. রাসুল সহ্য করতে পারবেন না আপনার উপরে গজব নাযিল হয়ে যাবে!!

ও যুবক ভাই তোমাদের বলি...? তুমি কেন দাড়ি রাখ না তুমি ভাবতেছ দাড়ি সুন্নত রাখলে সওয়াব হবে. না রাখলে কিছুই হবে না...?, এটা সম্পূর্ণ ভুল ধারণা
দাড়ি সুন্নত না এটা ওয়াজিব... এটা 1 লক্ষ 24 হাজার পয়গম্বর দের আদর্শ.... সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের আদর্শ.. সমস্ত তাবে-তাবেঈন ওলী-আউলিয়া গাউস কুতুব সকলের আদর্শ... এটা মুসলমানদের চিহ্ন. সুন্নতে খাতনা করা যেমন এক চিহ্ন ঠিক সে রকম দাড়ি রাখা রাসুলের আদর্শ এবং মুসলমানদের চিহ্ন...

দাড়ি না রাখলে 24 ঘন্টা প্রতিটা সেকেন্ড সেকেন্ডে আমলনামায় কবিরা গুনা লেখা হয়..... শুধু তাই না... বনি ইসরাইলের পুরুষে-পুরুষে সমকামিতা করত... সেই সমকামিতা করার গুনাহ দাড়ি না রাখলে আমল নামায় লিখা হবে ক্লিন শেভ দিলে প্রতি কাজে-কর্মে. ইমামতি করেন. ঘুমানোর সময়. খাওয়ার সময় ইত্যাদি প্রতিটা সময়ই গুনা লেখা হয়

এরপরে দাড়িবিহীন কবরে গেলে জাহান্নামের একটুকরো আগুনের অংশ গালের মধ্যে লাগবে আর গালের গোশত খসে খসে পড়ে যাবে...আহ।

তোমাদেরকে অতি বিনয়ের সাথে বলেছেন দাড়ি রেখে দাও আর আপুরা তোমরা উৎসাহ দাও...বোন তোমার কথায় তোমার স্বামী যদি দাড়ি রাখে তুমি পাঁচশত বছর আগে জান্নাতে যাবে.

এই সবগুলো আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস.. অতএব দাড়ি কে মূল্যায়ন করতে শেখো.. আলহামদুলিল্লাহ আমরা দাড়ি রাখছি আমাদের সম্মান সৌন্দর্য কোনটাই কমে যায় নাই!!✍️✍️

আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করক 🤲🤲আমন🤲🤲

Masaallah
30/12/2021

Masaallah

Friday period🤲
30/12/2021

Friday period🤲

আয় আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেনরাজধানীর খিলক্ষেতে রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস।
28/12/2021

আয় আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন

রাজধানীর খিলক্ষেতে রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস।

25/12/2021

আলহামদুলিল্লাহ 💗
বড়ই খুশির সংবাদ যে,
সারা পৃথিবীতে ৬ কোটির উপরে কুরআনের হাফেজ আছে।📖

21/12/2021

দাওয়াতুল ইসলাম যুব সংঘ পাটিবাগ,ছাতক
বাংলার তারেক জামিল
আল্লামা নজরুল ইসলাম কাসেমী।

20/12/2021

প্রবাসীরা এবার ফকির হবে ! ঢাকা টু দুবাই - ৯৮হাজার
ঢাকা টু সৌদি -১,১০,০০০ হাজার
কলকাতা টু দুবাই -২০ হাজার
কলকাতা টু সৌদি - ২৫,০০০ হাজার

মনে আছে তার কথা? আলহামদুলিল্লাহ। অবশেষে জামিনে মুক্ত। যারা দৌড়ঝাপ করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুক। শুধুমাত্র...
20/12/2021

মনে আছে তার কথা? আলহামদুলিল্লাহ।
অবশেষে জামিনে মুক্ত। যারা দৌড়ঝাপ করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুক।
শুধুমাত্র ঘোড়ায় চড়ে পতাকা উড়ানোর জন্য দীর্ঘ কারাবাস থাকতে হলো। সব মনে রেখেছি।
ইতিহাস কাওকে ক্ষমা করবে না।

16/12/2021

বেপর্দা মেয়ে অথবা ছেলের ছবি কিংবা অকারণে তোলা ছেলে-মেয়ের ছবিতে "মা শা আল্লাহ" শব্দটি লিখবেন না। কারন "মা শা আল্লাহ" অর্থ আল্লাহ যেমন চেয়েছেন। 🥺
আর আপনি সেখানে মাশাআল্লাহ লিখে কি বুঝাতে চান? আল্লাহ চেয়েছেন এরা বেপর্দা ভাবে চলুক...!

যেখানে আল্লাহ নারী ও পুরুষের ওপর পর্দা করা ফরজ করেছেন,আপনি সেই বেপর্দাওয়ালা ছবিতে(যেখানে নারী-পুরুষের হাঁটু পর্যন্ত কোনো পোশাক থাকে না) "মা শা আল্লাহ"বলে কি বুঝালেন?যে আল্লাহ এমনটাই চান।

আর আল্লাহ অকারণে ছবি তোলাকে হারাম করেছেন।(সেটা কোনো স্কুল-কলেজের ছাএ কিংবা কোনো মাদ্রাসার ছাত্র অথবা কোনো আলেম এক-কথায় যেই করুক না কেন সবার জন্য ত বিধান সমান)
সেই ছবিতে ও আপনি "মা শা আল্লাহ" কমেন্ট করে কী বুঝাতে চাইলেন?যে আল্লাহ অকারণে ছবি তোলাকে হালাল করেছেন অথবা আল্লাহ এমনটাই চান!

আপনি এরকম পোস্টে এই "মা শা আল্লাহ" কমেন্ট করলেন এবার আপনি আপনার বিবেক কে প্রশ্ন করেন যে এই কমেন্ট করায় আপনি কি আল্লাহ র বিধানের বিরুদ্ধে যান নাই! আপনার কি আদৌ ঈমান আছে!🤔

পরিশেষে দেখুন একটা মোবাইল কীভাবে আমাদের ঈমান নিয়ে যাচ্ছে কিন্তু আপনি টের ও পাচ্ছেন না।🥺

আল্লাহ সবাইকে এরকম ফেৎনা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন।🤲🤲

15/12/2021

★আল্লাহ তায়ালার পছন্দনীয় ৭টি গুণ ...

১. তাওবা (অনুশোচনা/ফিরে আসা)
"আল্লাহ তায়ালা তাওবাকারীকে ভালোবাসেন"
(সূরা বাকারাহ, আয়াত নং ২২২)

২. তাহারাত (পবিত্রতা)
"যারা পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন"
( সূরা বাকারাহ, আয়াত নং ২২২)

৩. তাক্বওয়া (আল্লাহ ভীতি)
"নিশ্চই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন"
(সূরা তাওবাহ, আয়াত নং ৪)

৪. ইহসান (পুণ্য কাজ)
"আল্লাহ নেককারদের ভালোবাসেন"
( সূরা আল ইমরান,আয়াত নং ১৩৪)

৫. তাওয়াক্কুল (ভরসা করা/নির্ভর করা)
"নিঃসন্দেহে আল্লাহ তায়ালা তার উপর
ভরসাকারীদের ভালোবাসেন। "
(সূরা আল ইমরান, আয়াত নং ১৫৯)

৬. আদল (ন্যায়বিচার/ইনসাফ)
"আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন"
(সূরা মায়িদাহ, আয়াত নং ৪২)

৭. সবর (ধৈর্য/সহিষ্ণুতা)
"আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন"
(সূরা আল ইমরান, আয়াত নং ১৪৬)

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাঁর পছন্দের বান্দা হওয়ার তাওফিক দান করুন৷ আমিন।

13/12/2021
এভাবে রাতের পর রাত সাদা পোষাকে ওলামায়ে কেরামদের কে গুম করার দুঃসাহস কে দিয়েছে আপনাদের কে?😡😡😡😡😡দেশটা কারো বাপ দাদার না! দ...
11/12/2021

এভাবে রাতের পর রাত সাদা পোষাকে ওলামায়ে কেরামদের কে গুম করার দুঃসাহস কে দিয়েছে আপনাদের কে?
😡😡😡😡😡
দেশটা কারো বাপ দাদার না!
দিনের পর দিন আপনাদের
জুলুম নির্যাতন দেখছি।
এভাবে আপনারা পার পাবেন না!
সময় হলে সব কিছুর জবাব চাইবো ইনশাআল্লাহ।

কন্যা তার পিতাকে জিজ্ঞেস করলো, আব্বু শরীরের কতটুকু অংশ আমি পর্দা করবো? আর, কতটুকু অংশ উম্মুক্ত রাখবো? উত্তরে পিতা বললেন,...
09/12/2021

কন্যা তার পিতাকে জিজ্ঞেস করলো, আব্বু শরীরের কতটুকু অংশ আমি পর্দা করবো? আর, কতটুকু অংশ উম্মুক্ত রাখবো?

উত্তরে পিতা বললেন, যতটুকু পরিমাণ জাহান্নামের উত্তাপ তুমি সহ্য করতে পারবে ততটুকু তুমি খোলা রেখো।

কন্যা তখন তার পিতাকে বলল, আব্বু জাহান্নামের উত্তাপ সহ্য করার সামর্থ তো আমার নেই। এখন আমি কি করব?

উত্তরে পিতা বললেন, তাহলে তুমি এমন ভাবে পর্দা করো যাতে তুমি জাহান্নামের উত্তাপ থেকে বাঁচতে পারো।

কন্যা তখন তার পিতাকে বলল, আব্বু আমি সব বুঝতে পেরেছি। "ইনশাআল্লাহ" এখন থেকে আমি সেভাবেই পর্দা করে চলবো যাতে করে জাহান্নামের উত্তাপ থেকে রেহাই পেতে পারি।🌸🥰

বোন একটু ভাইবে দেইখেন 🙂

06/12/2021

মদীনার বনু কাইনুকা’র বাজারে একজন নারীর শ্লীলতাহানির চেষ্টা করা হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জেরে যুদ্ধে অবতীর্ণ হতেও পিছপা হননি।

নারীকে নিয়ে কেউ বাজে চিন্তা ও অশ্লীল কল্পনা করুক সেটা কোনোভাবেই চায় না ইসলাম। আর সেজন্যই মহান আল্লাহ পুরুষকে দৃষ্টির সংযম এবং নারীকে পর্দার নির্দেশ করেছেন।

মুক্ত করার নামে নারীকে প্রদর্শন ও পণ্যায়নের সংস্কৃতি নারীকে নিছক ভোগ্যপণ্যে পরিণত করে। আর তাই স্বভাবগত লাজ-লজ্জা বিসর্জন দিয়ে তথাকথিত ‘সাহসী’ উপাধী পাওয়া নারীর অসহায়ত্ব ও করুণ চিত্র দু-এক সময় প্রকাশ পেলেও বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায় অপ্রকাশিত।

নারীর ইজ্জতের দিকে নোংরা হাত বাড়ানো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাতেও নিষেধ করেছে ইসলাম। নিষেধাজ্ঞার ব্যত্যয় হলে রেখেছে কঠোর শাস্তির ব্যবস্থা।

নারী-পুরুষ সবার জন্য পরিপূর্ণ সম্মান ও মর্যাদা রয়েছে একমাত্র ইসলামের ছায়াতলে। সুতরাং আসুন, আমরা ইসলামের দিকেই ফিরে আসি; পরিপূর্ণ মুমিন হয়ে উঠি। এতেই রয়েছে মুক্তি এবং দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা।

05/12/2021

ফেসবুকে এই কয়েকদিন থেকে শুধু
"বাদামের" ছড়াছড়ি মনের, অজান্তেই শুধু মাথার মধ্যে গানটি
ঘুরপাক খাচ্ছে, আমি মুখে গাইছিনা তবুও মাথার মধ্যে জাকিয়ে বসে আছে।

একবার ভেবে দেখুনতো, মৃত্যুর সময় যখন শয়তান কাছে
আসবে,এটা শয়তানের শেষ সুযোগ আপনার ইমানকে নষ্ট
করার,তখন আপনার বা আমার মুখের কথা বন্ধ হয়ে যাবে,কিন্ত
অন্তর কথা বলবে,আপনি আপনার অন্তরকে নিজের ইচ্ছামত
কন্ট্রোল করতে পারবেন না,ঠিক যেন ওই বাদামের গানের মতো,না
গাইলেও মনের মধ্যে চলে আসে, তখন শয়তান বলবে "তুমি বলো
ইসলাম মিথ্যা",
যদি বলতে পারো তাহলে আমি তোমাকে পানি পান করাবো,যেহেতু
সেই সময় পানির অনেক তেষ্টা পাবে। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য
যদি ভালো থাকে,অন্তরের মধ্যে যদি আল্লাহর জিকির থাকে,তাহলে
মৃত্যু সময় শয়তানের মুখোমুখি হয়ে আমাদের অন্তর বলবে "লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুলাহ" (সঃ)

আলহামদুলিল্লাহ মুফতি রিজওয়ান রফিক্বী সাহেব এইমাত্র জামিনে মুক্তি পেয়েছেন।
30/11/2021

আলহামদুলিল্লাহ মুফতি রিজওয়ান রফিক্বী সাহেব এইমাত্র জামিনে মুক্তি পেয়েছেন।

18/11/2021

আল্লামা মামুনুল হকের জ্বালাময়ী হুংকার।

17/11/2021

সুরা হাশরের শেষের তিন আয়াতের মনমুগ্ধকর তেলাওয়াত।

ইনশাআল্লাহ আগামী ১৯,২০,২১,ডিসেম্বর রোজ রবি, সোম ও মঙ্গলবার দাওয়াতুল ইসলাম যুব সংঘ পাঠিবাগ ছাতকের উদ্যোগে তিন দিনব্যাপী ...
15/11/2021

ইনশাআল্লাহ আগামী ১৯,২০,২১,ডিসেম্বর রোজ রবি, সোম ও মঙ্গলবার দাওয়াতুল ইসলাম যুব সংঘ পাঠিবাগ ছাতকের উদ্যোগে তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে দেশ- বরেণ্য ওলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন আপনাদের দোয়া অংশগ্রহণ কামনা করি। দাওয়াতক্রমে দাওয়াতুল ইসলাম যুব সংঘ পাঠিবাগ।

Address

Chhatak
3080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhatak Islamic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chhatak Islamic TV:

Videos

Share

Category