10/08/2024
বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেছে৷ শিক্ষার্থীদের এরকম প্রশংসনীয় উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়েছি আমরাও।
তাই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গণভবনের কাঠামোগত যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করে দিতে চাচ্ছি আমরা, স্বপ্নধরা। আমরা চাই যার যার সামর্থ্য অনুযায়ী দেশের সবাই এগিয়ে আসুক। সবাই এগিয়ে আসলে আমাদের দেশ আমরাই ঠিক করতে পারবো।
শিক্ষার্থীরা পারলে আমরা কেন পারবো না? আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আর গণভবন আমাদেরই সম্পদ।সেটা ঠিক করার দায়িত্ব আমাদেরই!
#আমাদের_গণভবন_আমরাই_সাজাবো