CS Daily News

CS Daily News Journalist - MD Hafizur Rahman Liton.
লাইক কমেন্ট করে CS Daily News এর সাথেই থাকুন
(1)

ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চৌমুহনী বাজার শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
06/11/2023

ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চৌমুহনী বাজার শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন এর চৌমুহনী বাজার শাখার ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক ....

06/11/2023

ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চৌমহনী বাজারে গ্রাহক সমাবেশ

ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
31/10/2023

ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের একমাত্র দূরশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রে আজ মঙ্গলবার ৩১ নভ....

29/10/2023

বি.এন.পি জা.মা.তে.র স*ন্ত্রা*স, নৈ'রা'জ্য ও হ'র'তালের প্র'তি'বা'দে ছাতকে বি*ক্ষো*ভ মি'ছি'ল ।

সেবা ব্লা*ড ফাউন্ডেশন ইসলামপুর ইউপি'র উদ্যোগে ফ্রি ব্লা*ড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন
28/10/2023

সেবা ব্লা*ড ফাউন্ডেশন ইসলামপুর ইউপি'র উদ্যোগে ফ্রি ব্লা*ড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

সেবা ব্লাড ফাউন্ডেশন ইসলামপু ইউপি এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধু মহল রক্তদান সোসাইটি সিলেট এর সহযোগীতায়...

ছাতকে কংক্রিট শ্লীপার কারখানা ১২ দিনে কয়েক ঘন্টা উৎপাদন।। আবারো উৎপাদন ব'ন্ধ
25/10/2023

ছাতকে কংক্রিট শ্লীপার কারখানা ১২ দিনে কয়েক ঘন্টা উৎপাদন।। আবারো উৎপাদন ব'ন্ধ

ছাতকে রেলওেয়ের কংক্রিট শ্লীপার কারখানাটি একদিন চালু হয়ে আবারো বন্ধ হয়ে গেছে। কংক্রিট শ্লীপার কারখানা চালুর নাম.....

ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডে ৩দিন বিদ্যুৎবিহীন থাকার পর নতুন দুইটি ট্রান্সফর্মার স্থাপনার মাধ্যমে ফিরে পেলো বিদ্যুৎ
24/10/2023

ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডে ৩দিন বিদ্যুৎবিহীন থাকার পর নতুন দুইটি ট্রান্সফর্মার স্থাপনার মাধ্যমে ফিরে পেলো বিদ্যুৎ

সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী, মিনি মার্কেট, পেপার মিল স্কুল ও ফেরীঘাট এলাকায় ৩দিন বি....

সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করছেন এমপি মুহিবুর রহমান মানিক
23/10/2023

সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করছেন এমপি মুহিবুর রহমান মানিক

23/10/2023

বিভিন্ন পুঁজা মন্ডপ পরিদর্শন করলেন ছাতক পৌরসভার মেয়র জনাব আবুল কালাম চৌধুরী

ফি.লি.স্তি.নে  ই.স.রা.য়ে.লী আ'গ্রা'সী হা'ম'লা'র প্র'তি'বা'দে ছাতকে জাউয়া বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের বি*ক্ষো*ভ মি'ছি'ল অ...
20/10/2023

ফি.লি.স্তি.নে ই.স.রা.য়ে.লী আ'গ্রা'সী হা'ম'লা'র প্র'তি'বা'দে ছাতকে জাউয়া বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের বি*ক্ষো*ভ মি'ছি'ল অনুষ্ঠিত হয়েছে

খেলাফত মজলিস জাউয়া বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে  আজ ২০/১০/২০২৩ শুক্রবার জুমার নামাজের পরে ফিলিস্তিনে ইসরায়িলের আগ.....

শা'স'ক নয়, পৌরবাসীর সেবক হয়ে কাজ করতে ভালো লাগে - মেয়র কালাম চৌধুরী
20/10/2023

শা'স'ক নয়, পৌরবাসীর সেবক হয়ে কাজ করতে ভালো লাগে - মেয়র কালাম চৌধুরী

ফলক উন্মোচনের মধ্যদিয়ে সম্পন্ন হওয়া শহরবাসীর কাংখিত চাঁদনীঘাট সৌন্দর্য্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন...

শারদীয় দুর্গোৎসবে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন- শামীম আহমেদ চৌধুরী!ডেস্ক নিউজঃশারদীয় দুর্গোৎ...
19/10/2023

শারদীয় দুর্গোৎসবে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন- শামীম আহমেদ চৌধুরী!

ডেস্ক নিউজঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ছাতক-দোয়ারাবাজারসহ সারা দেশের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি জননেতা জনাব শামীম আহমেদ চৌধুরী।
তিনি বলেন প্রতিবারের ন্যায় আবারও সারাদেশে দুর্গোৎসব শুরু হয়েছে,ছাতক-দোয়ারাবাজারসহ সনাতন ধর্মাবলম্বী প্রতিটা ভাই বোন এই উৎসব যেন শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারেন এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের ভাইদের প্রতি আহবান জানান।
পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

ছাতকের সুরমা নদীর উপর নির্মিত সেতু ভার্চুয়ালি উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃডেস্কনিউজঃ-আজ বৃহস্পতিবার (১৯ অক্টোব...
19/10/2023

ছাতকের সুরমা নদীর উপর নির্মিত সেতু ভার্চুয়ালি উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ

ডেস্কনিউজঃ-
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাতকের সুরমা সেতু ভার্চুয়ালি উদ্বোধন ক‌রেন।
সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারাবাজার উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল সুরমা নদীর উপর সেতু নির্মাণ। ৪০৩ মিটার দীর্ঘ ১৫ মিটার প্রস্তের এই সেতু তৈরিতে খরচ হয়েছে ১২৬ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া সেতুর দুই প্রান্তে রয়েছে আড়াই কিলোমিটার সংযোগ সড়ক, টোলপ্লাজা। গোবিন্দগঞ্জ ছাতক দোয়ারাবাজার সড়কের ছাতক উপজেলার বাজনামহল ও নোয়ারাই এলাকায় নির্মাণ করা হয় এই সেতু।
সেতু উদ্বোধন উপলক্ষে আজ ছাতক উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সেতু এলাকায় সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ইদ্রিস আলী বীর প্রতীক ও সুনামগঞ্জ সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিকসহ স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সুরমা সেতু নির্মাণের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন দোয়ারাবাজার উপজেলার সঙ্গে সিলেট সুনামগঞ্জ ও ঢাকাসহ সারাদেশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। দোয়ারবাজার ও ছাতক উপজেলার ৫ লাখ মানুষের স্বপ্ন পূর্ণ হয়েছে। এছাড়া শিল্পনগরী ছাতকের লাফার্জ সুরমা ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পণ্য পরিবহনের বিপ্লব ঘটেছে।
নোয়ারাই ইউনিয়ন সিংগেরকাছ গ্রামের স্থায়ী বাসিন্দা ফয়ছল আহমেদ ও অন্যান্যরা বলেন, আগে আমরা অনেক রাস্তা ঘুরে সিলেট বা অন্যান্য জায়গায় যেতে হতো। আমাদেরকে দীর্ঘদিন খুবই ভোগান্তি পোহাতে হয়েছে। এই ব্রিজটা হওয়ায় আমাদের সবচেয়ে বড় কষ্টটাই দূর হয়েছে।
সুধী সমাবেশে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, সুরমা সেতু উদ্বোধনের ফলে আমার দোয়ারাবাজার উপজেলার মানুষ কৃষিপণ্য, মাছ, চুনাপাথর সড়ক পথে সরাসরি ঢাকা, বিভাগীয় শহর সিলেট জেলা শহর ও সুনামগঞ্জে নিতে পারবেন। সুনামগঞ্জে আরও এ ধরনের উন্নয়ন হবে। সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা আওয়ামী লীগের অন্যতম লক্ষ্য।

জগন্নাথপুরে আইইএলটিএস পাস করলেই বিয়েঃডেস্কনিউজঃ সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় তরুণ-তরুণীদের মধ্যে ইউরো...
19/10/2023

জগন্নাথপুরে আইইএলটিএস পাস করলেই বিয়েঃ

ডেস্কনিউজঃ
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় তরুণ-তরুণীদের মধ্যে ইউরোপ যাত্রার হিড়িক পড়েছে। উচ্চশিক্ষার নামে আইইএলটিএস পাস করে স্টুডেন্ট ভিসার পাশাপাশি কেয়ার ভিসাতেও পাড়ি জমাচ্ছেন যুক্তরাজ্যেসহ ইউরোপের বিভিন্ন দেশে।
তবে এ সুযোগে সত্যিকারের বিয়ের পাশাপাশি ব্যাপকহারে বেড়েছে কন্ট্রাক্ট ম্যারেজে বা চুক্তির বিয়ে। উল্লেখযোগ্য সংখ্যক তরুণ তরুণী ইউরোপে পাড়ি জমাচ্ছেন বিয়ের চুক্তিতে। আর এক্ষত্রে যোগ্যতা আইইএলটিএস-এ ভালো ফল।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক লোক যুক্তরাজ্যপ্রবাসী। স্থানীয়ভাবে লন্ডনপ্রবাসী হিসেবে পরিচিত। এক সময় লন্ডন যাবার অন্যতম উপায় হিসেবে লন্ডনপ্রবাসী ছেলে কিংবা মেয়েকে আত্মীস্বজনদের ছেলে মেয়ের সাথে বিয়ে দেবার ব্যাপারটি নিয়ম হয়ে দাঁড়িয়েছিলো। এ ধরনের বিয়েতে বর-কনের সম্মতি না থাকায় দিনদিন হ্রাস পায় লন্ডনযাত্রা।
বর্তমানে আইইএলটিএস পাস করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্টুডেন্ট ভিসায় লন্ডন পাড়ি জমানোর রীতি শুরু হয়েছে। সঙ্গে স্বামী বা স্ত্রীকে স্পাউস ভিসায় নিয়ে যাওয়ার সুযোগকেও কাজে লাগাচ্ছেন তাঁরা।এইচএসসির পর আইইএলটিএসে নির্ধারিত পয়েন্ট অর্জন করে পাড়ি দিচ্ছেন লন্ডনে। এতে কলেজের ভর্তি ফিসহ থাকা খাওয়ার খরচ ২০ থেকে ৩০ লাখ টাকা ব্যয় হয়। অন্যদিকে উচ্চশিক্ষা ছাড়াও আইইএলটিএস পাস করে কেয়ার ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন অনেকে। এতেও প্রায় সমান খরচ।
এই ব্যয় সুরাহা করতে কেউ কেউ কন্ট্রাক্টে আবার অনেকে সত্যিকারের বিয়ে করছেন। বিয়ের সময় কনে কিংবা ছেলে পক্ষের কাছ থেকে খরচের সমুদয় টাকা নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইইএলটিএস পাস তরুণীকে বিয়ে করে লন্ডনে যাওয়া এক তরুণ এই প্রতিবেদককে বলেন, ‘আইইএলটিএস কনে এখন সোনার হরিণ! কেউ তো আর চাইলেই ২০-২২ লাখে লন্ডন আসতে পারবে না। তাই আইইএলটিএস পাস করা কনেকে বিয়ে করে লন্ডনে এসেছি। এতে আমার প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক তরুণ বলেন, ‘আমার পরিবার আর্থিকভাবে দুর্বল থাকায় আইইএলটিএস করেও লন্ডন যেতে পারছি না। তাই বিয়ে করার চিন্তা করছি। অনেকেই যোগাযোগ করছেন; বলছেন তাঁরা কনে পক্ষ থেকে ১০-১৫ লাখ দেবেন। কিন্তু সব মিলিয়ে ৩০ লাখ টাকার প্রয়োজন। তাই ভাবছি ২০ লাখের কনে পেলে রাজি হয়ে যাব।’
অনেকের মতে আগে বিয়ের সময় জাত-পাত, পরিবার-বংশ খোঁজাখুঁজি করা হলেও এখন আর এগুলোর কিছুই লাগেনা, আইইএলটিএস পাস হলেই চলে।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সজীব রায় দুর্জয় বলেন, এক সময় চাচাতো-খালাতো ভাই-বোনের মধ্যে উভয় পরিবারের অভিভাবকদের সম্মতিতে বিয়ের মাধ্যমে লন্ডন যেতেন। পরিবেশের সঙ্গে তাল মেলাতে গিয়ে এ ধরনের বিয়ে এখন প্রায় বন্ধ হয়ে গেছে। নতুন করে স্টুডেন্ট ও কেয়ার ভিসায় বিয়ের মাধ্যমে তরুণ-তরুণীকে লন্ডন যাওয়ার চল শুরু হয়েছে। যার ফলে আইইএলটিএস পাস বর-কনেরা ২৫ থেকে ৩০ লাখ টাকা নিয়ে বিবাহ করছেন। স্পাউস ভিসায় (ডিপেন্ডেন্ড) স্বামী বা স্ত্রীকে সঙ্গে নিয়ে লন্ডনে যাচ্ছেন।
যুক্তরাজ্যের বাংলা মিরর পত্রিকার সম্পাদক আবদুল করিম গণি বলেন, সাম্প্রতিককালে স্টুডেন্ট ও কেয়ার ভিসায় যুক্তরাজ্যে এসে অনেক তরুণ-তরুণী বিপাকে পড়েছেন। এসব ভিসায় এসে কর্মসংস্থানে কাজের সুযোগ না পেয়ে বেকায়দায় আছেন অনেকে। কেউ কেউ আবার লন্ডন থেকে পালিয়ে ইউরোপের অন্য দেশগুলোতে গিয়ে আশ্রয় নিচ্ছেন।
পাসপোর্টের তথ্য যাচাইকারী ডিএসবির জগন্নাথপুর উপজেলার দায়িত্বে থাকা উপসহকারী পরিদর্শক (এএসআই) আল-আমিন বলেন, গত দুই বছর ধরে এ উপজেলায় প্রতি মাসে গড়ে ৫০০ নতুন পাসপোর্ট হচ্ছে। এর মধ্যে শতকরা ৯০ ভাগেই তরুণ-তরুণী এবং তাঁরা পেশায় শিক্ষার্থী।

দোয়ারাবাজারে বিজিবি'র উপর চো'রা'কা'র'বা'রি'দে'র   হা.ম.লা
19/10/2023

দোয়ারাবাজারে বিজিবি'র উপর চো'রা'কা'র'বা'রি'দে'র হা.ম.লা

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া শিমুলতলা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) উপর হামলার ঘট...

ফ্রান্সের প্যারিসে স'ড়'ক দু.র্ঘ.ট.না.য় মা*রা গে'ছেন ছাতকের মন্ডলীভোগ এলাকার মোস্তাকিম
18/10/2023

ফ্রান্সের প্যারিসে স'ড়'ক দু.র্ঘ.ট.না.য় মা*রা গে'ছেন ছাতকের মন্ডলীভোগ এলাকার মোস্তাকিম

ফ্রান্সের প্যারিস শহরে  সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছাতকের মোস্তাকিম আহমেদ। বুধবার প্যারিসের একটি হাসপাতালে মৃত.....

সিলেটে ট্রেনে কা*টা পড়ে এক ব্যক্তি নি*হ*ত
18/10/2023

সিলেটে ট্রেনে কা*টা পড়ে এক ব্যক্তি নি*হ*ত

সিলেটে ট্রেনে কাটা পড়ে ইফতেখার হোসেন সুমন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের ...

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অ'ভি'যা'নে ৩ চো'রা'কা'র'বা'রি গ্রে*ফ'তা'র, ২১ বস্তা ভারতীয় চিনি উ*দ্ধা'র
18/10/2023

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অ'ভি'যা'নে ৩ চো'রা'কা'র'বা'রি গ্রে*ফ'তা'র, ২১ বস্তা ভারতীয় চিনি উ*দ্ধা'র

সুনামগঞ্জ জেলার ছাতক থানার এসআই নাজমুল হাসান শেখ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে  ২১ বস্তা ভারতীয় চি.....

ছাতকে ভাতগাঁও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন
17/10/2023

ছাতকে ভাতগাঁও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছাতকে ভাতগাঁও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন। গত রবিবার ভাতগাঁও বাজারের অস্থায়ী অফিসে ৮২সদস্য...

15/10/2023

আবারও ক্ষমতায় গেলে সুনামগঞ্জে বিমানবন্দর হবেঃ এম,এ মান্নান এমপি

ছাতকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার যোগদানঃ ডেস্ক নিউজঃ ছাতকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হ...
15/10/2023

ছাতকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা
গোলাম মুস্তাফা মুন্নার যোগদানঃ

ডেস্ক নিউজঃ ছাতকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন গোলাম মুস্তাফা মুন্না। তিনি রবিবার বিকেল ছাতকে এসে নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
রবিবার বিকেলে ছাতকে পৌঁছার পর তাঁকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি)মোঃ ইসলাম উদ্দিনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
এসময় ছাতক উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া,উপ সহকারি প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দাস, জয়নাল আবেদিন,অফিস সহকারী অরুন অধিকারী, জিতেন বর্ম্মণ,সাংবাদিক আমির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৪ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) স্বাক্ষরিত সরকারি এক প্রজ্ঞাপনে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গোলাম মুস্তাফা মুন্নাকে দায়িত্ব প্রদান করা হয়।
তিনি ২০২২ সালের ১৭ মে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে (সাধারণ শাখা,স্থানীয় সরকার শাখা, আর.এম শাখা, তথ্য ও অভিযোগ শাখায়) দায়িত্ব পালন করেছেন।
৩৫ তম বিসিএস'র এ কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার বাড়ি চট্টগ্রাম জেলায়। # #

সুনামগঞ্জ জেলার ছাতক থানায় ভাইয়ের হাতে ছোট বোন খু*ন, ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার-১ডেস্ক নিউজঃ সুনামগঞ্জ জেলার ছাতক ...
07/10/2023

সুনামগঞ্জ জেলার ছাতক থানায় ভাইয়ের হাতে ছোট বোন খু*ন, ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার-১

ডেস্ক নিউজঃ সুনামগঞ্জ জেলার ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশি তৎপরতায় ৪৮ ঘন্টার মধ্যে একটি চাঞ্চল্যকর ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করে। গতকাল শুক্রবার (৬ অক্টোবর ২০২৩ খ্রি.) হ*ত্যা মামলার ১জন মূল আসামি রবিউল হাসান (১৯), পিতা-মশাহিদ আলী, সাং-দক্ষিণ কূর্শী, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ গ্রে*ফতার করা হয়।

গত ৪ অক্টোবর সন্ধ্যায় দক্ষিণ কূর্শী গ্রামের আতাউর রহমানের ধান ক্ষেতে মা*থাবিহীন অর্ধউলঙ্গ অবস্থায় ইভা বেগম (১০) নামের এক শিশুর মৃ*তদেহ পাওয়া যায়। উক্ত ঘটনার শিশুটির পিতা মোঃ মশাহিদ আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ছাতক থানায় একটি হত্যা মামলা করেন। শিশুটির ভাই রবিউল হাসানের কথা বার্তায় সন্দেহজনক মনে হলে তাকে নিবিড়ভাবে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায় সে তার বোন ইভাকে হ*ত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

আসামি রবিউল হাসানসহ দক্ষিণ কূর্শী গ্রামের লিকসন @ আক্কল মিয়া ও হোসেনগণ একই গ্রামে একটি হ*ত্যা মামলায় দীর্ঘদিন হাজতবাস করেন। জামিনে মুক্ত হয়ে রবিউল হাসান, লিকসন@আক্কলসহ একই গ্রামের আহমেদ আলী (৩৮), মুজিব (৪২) ও লিটন মিলে খু*ন মামলাটি সহজে আপোষ মীমাংসা করার জন্য আরেকটি খু*ন করে পূর্বের খু*ন মামলার বাদি পক্ষের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা অনুযায়ী গত ৪ অক্টোবর রবিউল হাসান তার ছোট বোন ইভাকে মোবাইলের মিনিট কার্ড আনার জন্য গ্রামের একটি দোকানে পাঠায়। মিনিট কার্ড কিনে দোকান থেকে বাড়ি আসার পথে আসামিগণ শিশু ইভাকে আক্কলের বাড়িতে নিয়ে যায়। আসামিরা শিশু ইভার মুখ, মাথা ও পা চেপে ধরে একটি রা*মদা দিয়ে ঘাড়ে কো*প মেরে মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। পরবর্তীতে আসামিরা ছু*রি দিয়ে শিশু ইভার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জ*খম করে। আসামিরা শিশু ইভার দেহ আতউর রহমানের ধান ক্ষেতে এবং মাথা লিটনদের জমিতে ফেলে রেখে যায়। গ্রেফতারকৃত আসামি রবিউল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ৬ অক্টোবর রাত ৮টার দিকে শিশু ইভার মাথা লিটনদের জমি থেকে উদ্ধার করা হয়। শিশু ইভা বেগমকে হ*ত্যার ঘটনা স্বীকার করে আসামি রবিউল হাসান বিজ্ঞ আদালতে ফৌ: কা:বি: ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে। আসমিকে বিজ্ঞ আদালত কর্তৃক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তগণ পরিদর্শন করে দ্রুত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে নির্দেশনা প্রদান করেন।

বহুল প্রত্যাশিত জুরাপানি থেকে সিংগেরকাছ রাস্তার কাজ উদ্ভোদন হচ্ছে মঙ্গলবারডেস্ক নিউজঃছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের অন্তর...
02/10/2023

বহুল প্রত্যাশিত জুরাপানি থেকে সিংগেরকাছ রাস্তার কাজ উদ্ভোদন হচ্ছে মঙ্গলবার

ডেস্ক নিউজঃ
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের অন্তর্ভুক্ত জুরাপানি থেকে সিংগেরকাছ রাস্তার বেহাল অবস্থার কারনে বহু দিন ধরে দূর্ভোগ পুহাতে হয়েছে উত্তর এলাকার মানুষের। সেই দূর্ভোগের অবসান ঘটিয়ে কাজ শুরু হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। মঙ্গলবার কাজের উদ্ভোদন করবেন ছাতক-দোয়ারা বাজার সুনামগঞ্জ -৫ এর সাংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মুহিবুর রহমান মানিক এমপি।এসময় আওয়ামিলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

হবিগঞ্জে ট্রাকের চা'পা'য় মা-ছেলে নি*হ*তডেস্ক নিউজঃহবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চা'পা'য় সিএনজিচালিত অটোরি...
01/10/2023

হবিগঞ্জে ট্রাকের চা'পা'য় মা-ছেলে নি*হ*ত

ডেস্ক নিউজঃ
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চা'পা'য় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-ছেলে নি*হ*ত হয়েছেন। আ'হত হয়েছেন আরও তিনজন।
রোববার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের দৌলতপুর ব্রিজে এ দু*র্ঘ'ট'না ঘটে।
নি*হ*ত'রা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মতিবুর রহমান (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিলা-মতিবুরসহ পাঁচ যাত্রী সিএনজি অটোরিকশাযোগে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এ সময় সিএনজিটি দৌলতপুর ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে আসা বে'প'রো'য়া গতির একটি ট্রাক সেটিকে চা*পা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
ফরিদা বেগম ঘটনাস্থলেই মা*রা যান। স্থানীয়রা আহতাবস্থায় অন্য চারজনকে উ*দ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিবুর রহমানকেও মৃ*ত ঘোষণা করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে ম*র'দে'হ উদ্ধার করে। আ'হত তিনজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

22/09/2023

ছাতক পৌরসভা ৩নং ওয়ার্ডের সালেহ আহমদ নামের এক যুবক ৩ দিন ধরে নি*খোঁ'জ

28/08/2023

২নং নোয়ারাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌমুহনী যাওয়ার প্র'ধা'ন রা'স্তা'র বে'হা'ল অ'ব'স্তা

21/08/2023

২ নং নোয়ারাই ইউনিয়ন ৮ নং ওয়ার্ড - কলাবাড়ি থেকে রাজারগাওঁ যাওয়ার প্রধান রাস্তার বে'হা'ল অ'ব'স্তা - চলাচলের অ'নু'প'যো'গী

ছাতক রেলওয়েতে চরম পর্যায়ের লুটপাট কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালু অনিশ্চিত।। Online news 27 ছাতকে রেলওেয়ের কংক্রিট শ্লীপা...
04/07/2023

ছাতক রেলওয়েতে চরম পর্যায়ের লুটপাট কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালু অনিশ্চিত।।

Online news 27
ছাতকে রেলওেয়ের কংক্রিট শ্লীপার প্ল্যান্টে আবারো শুরু হয়েছে হরিলুট। এ প্ল্যান্টটি চালুর উদ্যোগ নেয়া হলেই এখানে নানা ধরনের অনিয়ম-দুর্ণিতিতে জড়িয়ে পড়েন কর্মকর্তা- কর্মচারীরা। রেলওয়ের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীরা ঠিকাদারির নামে এ প্ল্যান্টে হরিলুট চালিয়ে যাচ্ছেন। অনিয়ম ও দূর্ণীতির কারণে দেশের একমাত্র সরকারি এ প্রতিষ্ঠানটি উৎপাদন থেকে বার-বার মুখ থুবড়ে পড়ছে। ১৯ ৮৮ সালের ২৭ অক্টোবর দৈনিক ২৬৪ শ্লীপার উৎপাদন ক্ষমতা নিয়ে দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান ছাতক কংক্রিট শ্লীপার প্ল্যান্টে উৎপাদন শুরু হয়। ২০০০ সাল পর্যন্ত টানা উৎপাদনে ছিলো এ প্রতিষ্ঠানটি।

এরপর থেকেই অনিয়ম- দুর্নীতি ও লুটপাটের কারণে এটির উৎপাদন বার-বার বন্ধ হয়ে পড়ে। ২০১২/২০১৪ সাল সহ কয়েক বার কারখানাটি চালু করা হলেও এর স্থায়িত্ব বেশিদিন টিকেনি। কিছুদিন চালু থাকার পর তা আবারো বন্ধ হয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটি, কাঁচামাল সঙ্কট সহ নানা অজুহাতে বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে বাংলাদেশ রেলওয়ের একমাত্র সরকারি প্রতিষ্ঠান ছাতক কংক্রিট শ্লীপার প্ল্যান্ট।

মাঝে-মধ্যে কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালুর উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন টেন্ডার আহ্বান করা হয়। আর এসব টেন্ডার নিয়েই ঘটে লংকাকান্ড ও লুটপাটের মহোৎসব। এতেই কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালু করা সম্ভব হয়নি বা চালু করা হলেও একমাসের মধ্যে তা আবার বন্ধ হয়ে পড়ে।
কংক্রিট শ্লীপার প্ল্যাণ্টের সকল প্রকার টেন্ডার নামে-বেনামে বাগিয়ে নেন রেলওয়ের কর্মকর্তারা।ছাতক রেলওয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঠিকাদারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে ।
কর্মকর্তা-কর্মচারীরা ছাতক রেলওয়েকে একটি লুটপাটের ক্ষেত্রে পরিণত করে রেখেছেন । কর্মক্ষেত্রে না থেকে ঢাকায় বসে বেতন-ভাতা এবং টিএডিএ নেন ছাতকের নামে এমন একাধিক কর্মকর্তা রয়েছেন রেলওয়েতে । এখানে কর্মরত ২/৩ জন টিএলআর (পাহারাদার) দেখতে পাওয়া যায় ।
কিন্তু ১৫ জন টিএলআর"র নামে মাসিক ১৫ হাজার ক টাকা করে বেতন উত্তোলন করছেন কর্মকর্তারা। আর এর ভাগবাটোয়ারা হচ্ছে ছাতক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে ও। দু' বছর ধরে ছাতক রেলওয়ে কর্মকর্তা শুন্য রয়েছে। খাতায়-পত্রে কর্মকর্তা থাকলেও কর্মস্থলে নেই তারা। কিন্তু বেতন-অভারটাইম,ভ্রমণভাতা সবই আছে তাদের। দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে ছাতক বাজার রেলওয়ে স্টেশন, কংক্রিট শ্লীপার প্ল্যান্ট, রোপওয়ে,রেলওয়ের কয়েকটি গুদাম,হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা। বিগত বন্যার সময় এখানে কোন কর্মকর্তা না থাকার কারণে সরকারি লক্ষ-লক্ষ টাকার মালামাল চুরি ও নষ্ট হয়েছে।

ছাতক রেলওয়ের ফোরম্যান মাহবুবুল আলম ২০১৮ সালে যোগদান করার পর থেকেই কর্মস্থলে না থেকে দীর্ঘদিন দিন ধরে তিনি সরকারি বেতন -ভাতাসহ সব সুবিধা ভোগ করছেন তিনি এখান থেকে বিভিন্ন ভ্রমণভাতাও নিচ্ছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কর্মস্থলে না থাকলেও এখানের কোন টেন্ডার হলেই তিনি তা বাগিয়ে নিয়ে আসেন । কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালুর জন্য সম্প্রতি রেলওয়ের পুর্বাঞ্চলীয় জোন থেকে প্রায় ২৭ লক্ষ টাকার দুটি টেন্ডারের কার্যাদেশ পায় পঞ্চগড় ও পিরোজপুর এলাকার ঠিকাদারী প্রতিষ্ঠান।

ওই কাজগুলো উপ ঠিকাদার হিসেবে বাগিয়ে নিয়ে বর্তমানে মাহবুবুল আলম ছাতকে এসে কিছু মেরামত কাজ করে চলে গেছেন। হয়তো ইতিমধ্যে কাজের বিল দাখিল করে টাকা ভাগবাটোয়ারা হয়ে গেছে।
কংক্রিট শ্লীপার প্ল্যাণ্টে স্থাপিত মিস্কারমেশিন কেনার জন্য প্রায় ১৮ লক্ষ টাকার টেন্ডার হয়েছে। কিন্তু ইতিমধ্যে মাহবুবুল আলম ও রেলওয়ের এলডিএ মাহমুদ আলম ১০/১৫ হাজার টাকা মুল্যের একটি নতুন প্যানেল বোর্ড বসিয়ে এবং পুরাতন মিস্কারমেশিন রেলওয়ের কর্মচারী আমির হোসেন, আবু বক্কর ও সেলু বড়ুয়াকে দিয়ে সংস্কার করে রং-বার্নিশ করে রেখেছেন। যা নতুন বলেই চালিয়ে দিয়ে ১৮ লক্ষ টাকা হজম করবেন তারা। স্লীপার প্ল্যান্টে ৫/৬ হাজার ঘনফুট নিম্নমানের পাথর সিলেট থেকে সাইডে এনে ১৩ লক্ষ টাকার কেরিং বিল নেয়ারও প্রক্রিয়া করছে একটি চক্র।

৬ টি বাইব্রেডার মোটর ক্রয়ের ও টেন্ডার হয়েছে ৯ লক্ষ টাকায়। এসবের বাজার মুল্য ৩০-৩৫ হাজার টাকা করে।তবে টেন্ডারে প্রতিটির মুল্য ধরা হয়েছে এক লক্ষ ৫০ হাজার টাকা। মাহবুবুল আলম সহ ছাতক রেলওয়ের একটি চক্র কংক্রিট শ্লীপার প্ল্যান্টের পুরনো ৬ টি বাইব্রেডার মোটর বার্ণিশ রিপিয়ারিং করে রেখেছে। এগুলো দেখিয়ে তারা বিল করে নেবে এবং প্ল্যাণ্টটি কয়েক দিনের জন্য চালু করে দিতে পারবে বলে একটি সুত্র জানিয়েছে। অতীতে ও এই প্ল্যান্টটি বারবার এভাবে চালু ও বন্ধ হয়েছে।

বিগত বন্যার পর কংক্রিট শ্লীপার প্ল্যান্ট ও রেলওয়ের বিভিন্ন উন্নয়ণে কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে কিন্তু কোথাও কোন দৃশ্যমান কাজ হয় নি। সব লুটেপুটে খেয়েছেন কর্মকর্তারা। সিলেট ও ঢাকায় বসেই তারা এখানে তাদের মাহমুদ আলমসহ তাদের প্রতিনিধির মাধ্যমে ভাগের টাকা নিচ্ছেন। অনিয়ম দূর্ণীতি ও বিভাগীয় অভিযোগের কারণে ফোরম্যান মাহবুবুল আলম এবং এলডিএ মাহমুদ আলমের বদলি হলেও কিছু দিনের মধ্যে তারা এখানেই চলে আসেন। ওই ২ জনের বিরুদ্ধে অনেক অভিযোগ ও রয়েছে এসবের কোন তদন্ত হয়নি। রেলওয়ের সকল দূর্ণীতির বিষয়ে গত ২ মে দুদকের একটি তদন্তটীম সরেজমিনে তদন্ত করে গেছেন।

রেলওয়ের একাধিক কর্মচারিরা জানান,রেলওয়ের বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেই ৮ মাস ধরে। অথচ তাদের বেতন থেকে গ্যাস বিল কেটে নেয়া হচ্ছে। এ ব্যাপারে তারা বারবার কর্তৃপক্ষকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়া হয় নি। কর্মচারিদের গ্যাসের বিল বকেয়া নেই কিন্তু গ্যাস বিলের বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ছাতকে বন্ধ থাকা কংক্রিট শ্লীপার প্ল্যাণ্ট চালুর উদ্যোগ নিয়ে ইতিমধ্যে পাথর সরবরাহ, রড,বালু- সিমেন্ট সরবরাহ সহ বেশ কয়েকটি টেন্ডার আহবান করা হয়েছে জানিয়ে,ছাতক রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন বলেন,এখানের কয়েকটি কাজ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু করা হয়েছে। প্রধান অফিস সহকারি সুরঞ্জন দাস জানান, এখানে বিভিন্ন কাজকর্ম চলছে।

জনগণের ভালোবাসা ও ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে:  মিজানুর রহমান চৌধুরীOnline news 27  বিএনপি জাতীয় নির্বাহী কম...
03/07/2023

জনগণের ভালোবাসা ও ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে: মিজানুর রহমান চৌধুরী

Online news 27
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার যত অপকর্ম করছে, যত মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুম, খুন হচ্ছে, তা শুধু ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য। ভোট চুরি করে আজ তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জনগণের ভালোবাসা ও ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে। তবে ১০০ ভাগ ভোটার তাদের ভোট দিতে আগ্রহী হবেন। এদেশের মানুষের অধিকার ফিরিয়ে পাবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে নিঃস্ব করেছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সম্পূর্ণ পরাজিত। আজ তাদের কোনো রাজনীতি নেই। তাদের পরাজয় সুনিশ্চিত।

তিনি আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (৩ জুলাই) বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাতক উপজেলা যুবদল আহবায়ক ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও মাসুক আহমদ ও হাবিবুর রহমান সুজন এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আবুল হাসনাত, সিলেট মহানগর বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চেয়ারম্যান নুরুল আলম, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গুলাম হোসেন শাকিল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান, সদস্য আনোয়ার হুসেইন সাগর, ছাতক উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সম্পাদক জিল্লুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ কোষাদক্ষ সৈয়দ মনসুর আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরশাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ সুমন, যুগ্ম আহবায়ক আবু শামিম, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ যুগ্ম আহবায়ক মানিক মিয়া যুগ্ম আহবায়ক কামাল আহমদ তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, সদস্য আজিজুর রহমান আয়েছ, কামাল আহমদ, নাজিম আহমদ ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হুসেইন আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, সদস্য আনোয়ার হুসেইন, সদস্য মারুফ এলাহি সোহেল, সদস্য শাকিল আহমেদ, ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, যুগ্ম আহবায়ক আবু তালেব, যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহির, উপজেলা সদস্য আমির আলী প্রমুখ।

রাস্তার উপরে ময়লা আবর্জনায় ভরা দেখার কেউ নাই  Online news 27 সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক পৌরসভা রাস্তাগুলোই যেন ময়লার ভাগ...
03/07/2023

রাস্তার উপরে ময়লা আবর্জনায় ভরা দেখার কেউ নাই

Online news 27
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক পৌরসভা রাস্তাগুলোই যেন ময়লার ভাগাড়। পাড়া মহল্লার অলিগলির রাস্তাই শুধু নয় প্রধান প্রধান সড়কগুলোও ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র খোলাস্থানে রাস্তাজুড়ে ময়লার স্তুপ ছড়িয়ে ছিটিয়ে পড়ায় যান চলাচলসহ লোকজনের যাতায়াতে সমস্যা হচ্ছে।

বিশেষ করে জনবহুল ও গুরুত্বপূর্ণ জায়গায় জমে থাকা আবর্জনা দিনের পর দিন পরে থাকায় চরম দূর্ভোগে পড়েছে পৌরবাসী। সরা-পঁচা ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে দূষণ ঘটে চারপাশের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। ফলে জনভোগান্তি দেখা দিয়েছে পুরো শহরে। দীর্ঘ দিন থেকে এই পরিস্থিতি বিরাজ করলেও কর্তৃপক্ষ নির্বিকার থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঘুরে ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনেই, কোরবানি ঈদের গরুর চামড়া বুরুী
গৃহস্থালি ও পয়ঃবর্জ্যের স্তুপ। এখানেদিনের পর দিন ধরে এভাবে ময়লা ফেলে অনির্ধারিত উম্মুক্ত ডাস্টবিনে পরিণত করা হয়েছে। পৌর কর্তৃপক্ষই এই স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করেছে। ছাতক সুনামগঞ্জ রোডের দুই পাশে রয়েছে সরকারি প্রতিস্টান সিন,জি স্টেশন ও মাইক্রবাস স্টেশন, বিভিন্ন কলকারখানা, ব্যাংকও একটি সরকারি হাসপাতালসহ উক্ত সহরের লোকজনের চলাচলের অন্যতম এই সড়কটি নোংরা আবর্জনার ভাগাড় হয়ে পড়েছে। এতে যাতায়াতে অসহনীয় কষ্ট পোহাচ্ছে লোকজন।

স্কুলের শিশু শিক্ষার্থী, শিক্ষকরা সহ দোকানদার ও পথচারীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এসব হলো উল্লেখযোগ্য কয়েকটির বর্ণনা। এগুলোর পাশাপাশি বড় বড় প্রায় সব সড়কেসহ পাড়া মহল্লার প্রতিটি রাস্তায় এমন উম্মুক্ত ময়লার স্তুপের ছড়াছড়ি। এমন কোন ওয়ার্ড নাই যেখানে রাস্তায় খোলাভাবে আবর্জনা ফেলা হয়না। এসব ময়লা আবর্জনা সপ্তাহেও পরিষ্কার না করায় সমগ্র শহরই স্থায়ী ডাস্টবিন হয়ে গেছে।

এব্যাপারে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সাথে ফোনে কথা বলার চেস্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

জাউয়া বাজার ডাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি যুবলীগ নেতা হেলাল উদ্দিনের সাথে ছাতক অনলাইন প্রেসক্লাবের ঈদের শুভেচ্ছা বিনিময় জা...
01/07/2023

জাউয়া বাজার ডাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি যুবলীগ নেতা হেলাল উদ্দিনের সাথে ছাতক অনলাইন প্রেসক্লাবের ঈদের শুভেচ্ছা বিনিময়

জাউয়া বাজার ডাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি, জাউয়াবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি, তরুণ সমাজসেবক যুবনেতা হেলাল উদ্দিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাতক অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আজ দুপুরে জাউয়া বাজার সুপার শপ রিফাতে শুভেচ্ছা বিনিময় করা হয়।

ছাতক অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি শংকর দত্ত, সাংবাদিক অজিত দাস, সহসভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির।

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যুএক বোন হাসপাতালে ভর্তিOnline news 27 ছাতকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্য...
26/06/2023

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
এক বোন হাসপাতালে ভর্তি

Online news 27
ছাতকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে। মৃত দুই শিশু উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার সন্তান এবং তারা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের শিক্ষার্থী।

সোমবার দুপুরে ময়না মিয়ার ৩ কন্যা সন্তান একে-একে মোছাঃ তাফসিয়া বেগম (৯), মোছাঃ তানজিনা বেগম (৪) ও মোছাঃ তায়িবা বেগম (৫) বাড়ির সামনের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোছাঃ তানজিনা বেগম ও মোছাঃ তায়িবা বেগমকে মৃত ঘোষণা করেছেন।মোছাঃ তাফসিয়া বেগম কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পানিতে ডুবে মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার দুই শিশু সন্তান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক আছির আলীর লাশ উদ্ধারOnline news 27 ছাতকে আছির আলী নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।...
25/06/2023

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক
আছির আলীর লাশ উদ্ধার

Online news 27
ছাতকে আছির আলী নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরির একজন স্থায়ী শ্রমিক ও পৌর সভার পুর্ব নোয়ারাই গ্রামের বাসিন্দা মৃত উমর আলীর পুত্র।
রবিবার (২৫ জুন) দুপুরে নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর (টিলাগাঁও) সংলগ্ন ডাকারখেউ বিল থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান,দুপুরে বিলে
লাশ ভাসতে দেখে ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।পরে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকিরসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

আছির আলীর পরিবার সুত্র থেকে জানাগেছে শনিবার সন্ধ্যা থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এভাবে তিনি প্রায় দিনই কাউকে না বলে আত্মীয় বাড়ি চলে যান। তারা ভাবছেন তিনি হয়তো কোন আত্মীয় বাড়ি চলে গেছেন।
রবিবার দুপুরে খবর পেয়ে বিলে গিয়ে আছির আলীর লাশ তারা দেখতে পান।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান,লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। # #

ছাতকে মহিলা কাউন্সিলরের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে প্রতিবাদ সভা।। Online news 27 ছাতকে পৌরসভার মহিলা কাউ...
24/06/2023

ছাতকে মহিলা কাউন্সিলরের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে প্রতিবাদ সভা।।

Online news 27
ছাতকে পৌরসভার মহিলা কাউন্সিলর নুরেছা বেগমের উপর সন্ত্রাসী হামলা ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও পৌর কাউন্সিলরবৃন্দ। শনিবার বিকেলে ছাতক সিমেন্ট কারখানা ৪নং বাজার এলাকায় এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার প্রায় তিন সপ্তাহ অতিক্রম হলেও অদ্যাবদি সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আইনী ধরা-ছোঁয়ার বাইরে থাকায় সন্ত্রাসীরা আবারো বেপরোয়া হয়ে উঠছে। বিভিন্নভাবে তারা আত্মগোপনে থেকে মামলা তুলে নেয়ার হুমকী-ধামকী দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে। একদিকে আহত পৌর মহিলা কাউন্সিলর আশংকাজনক অবস্থায় চিকিৎসাধিন আছেন, অন্যদিকে তার পরিবার সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যতায় এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাতক সিমেন্ট কারখানার সিবিএ সভাপতি আব্দুল কদ্দুছ। লিখিত বক্তব্যে বলা হয়, শহরের নোয়ারাই-ইসলামপুর এলাকার বাসিন্দা মৃত জহির আলীর স্ত্রী নুরেছা বেগম বিপুল ভোটে পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচিত হবার পর থেকেই এলাকার সন্ত্রাসী চক্রের নেতা মুছেন আলী ও তার সহযোগী সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারকে নানাভাবে অত্যাচার নির্যাতন ও হয়রানি করে আসছিল। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে নিজের নিরাপত্তার স্বার্থে ছাতক থানায় একটি অভিযোগ করেন নুরেছা বেগম। যা আদালতে নন জিয়ার নং ১৫৮/২৩ ইং (ছাতক) নথিভুক্ত হয়ে বিচার প্রক্রিয়ায় রয়েছে।

এতে ক্ষীপ্ত হয়ে সন্ত্রাসী কয়েছ মিয়া, মুছেন আলী, জরিফুল বেগম, সাগর মিয়া, আব্দুল জব্বার, এবাদুল হক,হোসেন আলী সহ সন্ত্রাসীরা মহিলা কাউন্সিলর নুরেছা বেগমকে হত্যার হুমকী দিয়ে আসছিল।
গত ৪ জুন রাত প্রায় ৯ টায় সন্ত্রাসীরা পূর্বক্রোধ চরিতার্থ করতে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য নুরেছা বেগমের উপর সশস্ত্র হামলা চালিয়ে কুপিয়ে তার নাক-মুখ সহ শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত করে। এসময় সন্ত্রাসীরা তার বোন সামিয়ারা বেগমের উপর ও হামলা চালিয়ে তাদের আহত করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
এঘটনায় ৯ জুন নূরেছা বেগম বাদী হয়ে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং ১০) দায়ের করেন। কিন্তু ঘটনার ৩ সপ্তাহ অতিবাহিত হলেও জড়িত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। এতে বাদীর পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছেন।

পৌর কাউন্সিলর আফরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, রশীদ আহমদ খছরু, মহিলা কাইন্সিলর রত্না রানী মালাকার, সিবিএ সভাপতি আব্দুল কদ্দুছ, কার্যকরী সভাপতি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর সুদীপ দে, মুক্তিযোদ্ধা সন্তান রুপিয়া বেগম,স্থানীয় মদরিছ আলী, আবু সামা, হাজী আব্দুল গফুর, হাজী আব্দুর রজাক ভানু, শুকুর মিয়া চৌধুরী, আমির আলী, ইদন আলী, শাহজাহান, আরিফ আহমদ, জুনায়েদ আহমদ প্রমুখ। # #

ছাতকে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন ৫০ হাজার টাকা জড়িমানাOnline news 27 ছাতকে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন করার অপর...
22/06/2023

ছাতকে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন ৫০ হাজার টাকা জড়িমানা

Online news 27
ছাতকে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন করার অপরাধে ফরিদ আলী(৩০) নামের এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জড়িমানা আদায় এবং উত্তোলনকৃত প্রায় ৮০ফুট পাথর করা হয়। ফরিদ আলী হাদাচানপুর গ্রামের মৃত হানিফ আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার(ভুমি), নির্বাহী ম্যাজিষ্টেট, ইসলাম উদ্দিন হাদা টিলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন করার অপরাধে ফরিদ আলীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা জড়িমানা ধার্য্য ও আদায় করেন। এসময় উত্তোলনকৃত প্রায় ৮০ফুট পাথর জব্ধ করে স্থানীয় ইউপি সদস্য আলী হোসেনের জিম্মায় দেয়া হয়। এ ব্যবাপারে নির্বাহী ম্যাজিষ্টেট ইসলাম উদ্দিন জানান, টিলা কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে। # #

Address

Chhatak

Alerts

Be the first to know and let us send you an email when CS Daily News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CS Daily News:

Videos

Share



You may also like