14/01/2025
উত্তর সতর পূর্ব পাড়া ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন উত্তর সতর পূর্ব পাড়া যুব সংঘ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) সন্ধায় ৮ টায় সেমিফাইনাল ও ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উত্তর সতর পূর্ব পাড়া বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত টুর্ণামেন্টে মোট ৪০ টি দল অংশ নেয়।
পুরস্কার বিতরণের পূর্বে হাফেজ এনামুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শুরু হয়।
উত্তর সতর পূর্ব পাড়া বায়তুর রহমান জামে মসজিদ এর সাধারণ সম্পাদক মাস্টার জুলফিকার আলির সভাপতিত্বে ও উত্তর সতর পূর্ব পাড়া যুব সংঘের উপদেষ্টা সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায়
আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম লিটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফসারুল হাই উজ্জল, উত্তর সতর পূর্ব পাড়া বায়তুর রহমান জামে মসজিদ সভাপতি আলহাজ্ব শহীদ উল্লাহ ভূঁইয়া, ফুলকুড়ি সংঘের সাবেক সভাপতি আরিফ উদ্দিন বাদল।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মুন্সী লোকমান হোসেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সদস্য কায়সার হামিদ শিকদার পিনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মহামায়া ইউনিয়ন ছাত্র প্রতিনিধি আহসান হাবিব আরাফাত, মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন শুভ, আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তৈয়ব সাগর, মহামায়া ইউনিয়ন যুবদল নেতা মুন্সী শামীম প্রমুখ।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। খেলায় ৬ হাজার টাকা প্রাইজ মানি সহ চ্যাম্পিয়ন ট্রপি লাভ করেন সৈয়দ জুটি দক্ষিন সতর। ৪ হাজার টাকা প্রাইজ মানি সহ রানার্সআপ ট্রফি অর্জন করেন ফুলকুড়ি সংঘ উত্তর যশপুর। সেরা আম্পায়ারিং পুরস্কার লাভ করেন মাস্টার আনোয়ার হোসেন। সম্মাননা পুরস্কার লাভ করেন স্কোর বোর্ডের দায়িত্ব পালন করা মোসলেহ উদ্দিন ও জাহিদুল ইসলাম জুয়েল। ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়াড় অপু, ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন খেলোয়াড় আজাদ, সেরা দায়িত্বশীল পুরস্কার লাভ করেন সোহান, সেরা দর্শক পুরস্কার লাভ করেন মাহিম ও সিয়াম।
সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে ছিলেন উত্তর সতর পূর্ব পাড়া যুব সংঘ এর সদস্য শাহাদাত হোসেন ভূঁইয়া, সবুজের রহমান, মাহাবুর রহমান ভূঁইয়া, আবু বক্কর, ইসমাইল হোসেন বাবু, মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জাহিদুল ইসলাম জুয়েল, জামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।