Toyub2.0

Toyub2.0 Hello. I am Toyub Ullah and I am Googol Certified Digital Marketer,

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
10/09/2024

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

22/04/2024

তীব্র গরমে মহানবী (সা.) যে দোয়া পড়তেন।

দেশের বিভিন্ন স্থানে অতি তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত দুদিনের হিট অ্যাটাকে বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর, ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়িয়েছে।

তীব্র গরমে নবী (সা.) দোয়া পড়েছেন

প্রখ্যাত সাহাবি জাবির ইবনু আবদুল্লাহ (রা.) বলেন, বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী (সা.) এর কাছে কিছু লোক এলো। (গরমের তীব্রতায়) তারা কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন ।
‎اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ ‏

উচ্চারণ: আল্লাহুম্মাস কিনা গাইসান মুগিসান মুরিয়্যান নাফিয়ান গাইরা দাররিন আজিলান গাইরা আজিলিন।

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো।

বর্ণনাকারী বলেন, এরপর তাদের ওপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)। (আবু দাউদ ১১৬৯, ইবনু খুযাইমাহ ১৪১৬)

হাদিসে গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে। আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন দান সদকা করতে বলেছেন, তেমনি দোয়াও শিখিয়ে গেছেন।

দোয়াটি হলো:

‎اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা আউজুবিকা মিন যাওয়ালি নি-মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ি সাখাতিকা।

অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহের অপসরণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, আকস্মিক পাকড়াও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (মুসলিম ২৭৩৯, আবু দাউদ ১৫৪৫)

প্রচণ্ড গরম থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। বৃষ্টি দিয়ে আমাদের অন্তরগুলো প্রশমিত করেন ।Toyub2.0

অভাবের সংসারে চার সন্তানের পড়াশোনার খরচ জোগানো কষ্টকর ছিল বাবার জন্য। তাই বাবা তাঁর মেয়ে তানজিম রহমানকে পরামর্শ দেন উচ্চ...
19/01/2024

অভাবের সংসারে চার সন্তানের পড়াশোনার খরচ জোগানো কষ্টকর ছিল বাবার জন্য। তাই বাবা তাঁর মেয়ে তানজিম রহমানকে পরামর্শ দেন উচ্চমাধ্যমিকে বিজ্ঞানের বদলে মানবিক বিভাগে ভর্তি হতে। কিন্তু তানজিমের ইচ্ছা বিজ্ঞানে পড়ার। তিনি ঠিক করেন পড়াশোনার খরচ নিজেই জোগাড় করবেন। তখন থেকেই উপার্জন করার কথা ভাবছেন তানজিম।

তানজিম রহমান মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চানদুইর গ্রামে থাকেন। এখন তিনি মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে উদ্ভিদবিজ্ঞান নিয়ে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী। একই সঙ্গে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি। মানিকগঞ্জে বসেই তাঁর আয় প্রতি মাসে গড়ে দুই লাখ টাকা।
অভাবের সংসারে চার সন্তানের পড়াশোনার খরচ জোগানো কষ্টকর ছিল বাবার জন্য। তাই বাবা তাঁর মেয়ে তানজিম রহমানকে পরামর্শ দেন উচ্চমাধ্যমিকে বিজ্ঞানের বদলে মানবিক বিভাগে ভর্তি হতে। কিন্তু তানজিমের ইচ্ছা বিজ্ঞানে পড়ার। তিনি ঠিক করেন পড়াশোনার খরচ নিজেই জোগাড় করবেন। তখন থেকেই উপার্জন করার কথা ভাবছেন তানজিম।

তানজিম রহমান মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চানদুইর গ্রামে থাকেন। এখন তিনি মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে উদ্ভিদবিজ্ঞান নিয়ে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী। একই সঙ্গে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি। মানিকগঞ্জে বসেই তাঁর আয় প্রতি মাসে গড়ে দুই লাখ টাকা।

কলেজে উচ্চমাধ্যমিক পড়ার সময় চার–পাঁচজন ছাত্র পড়িয়ে পড়াশোনার খরচ জোগাড় করেছেন তানজিম। চার থেকে পাঁচ ঘণ্টা সময় চলে যেত পড়াতে। মাসে আয় করতেন পাঁচ হাজার টাকার মতো। উচ্চমাধ্যমিক পাস করার পর চাকরির চেষ্টাও করেছিলেন, কিন্তু পাননি। স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে পরিবারে আর্থিক সহায়তা করার কথা ভাবেন তিনি। কিন্তু কীভাবে? তানজিম রহমান বলেন, ‘সেই সময়টা আমি ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কে জানার চেষ্টা করি। ফেসবুক ও ইউটিউবে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি, যা এখন আমার জীবন বদলে দিয়েছে।’

২০২০ সালে ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে দক্ষ হতে কিছু প্রতিষ্ঠানে খোঁজ নেন তানজিম। কিন্তু কোর্স ফি ছিল তাঁর সামর্থ্যের বাইরে। তখন তাঁর শিক্ষক মোহাম্মদ রমজান আলী লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে (এলইডিপি) ভর্তি হতে বলেন। দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তুলতে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ তখন এই প্রকল্প চালাত।
টাকা আয় করতেন। এক বছর পর ২০২১ সালে ৪২ হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কেনেন। কেনার পর নতুন সমস্যায় পড়েন। তানজিম বলেন, ‘আমার পরিবারের কেউ তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই বুঝতেন না। সবাই আমাকে বলতেন, কম্পিউটার কিনে আমি ভুল করছি। কিন্তু এমন অসহযোগিতা আমাকে থামাতে পারেনি।’

কম্পিউটার কেনার পর তানজিম আবার চেষ্টা করেন এলইডিপির প্রশিক্ষণ নিতে। কিন্তু তত দিনে সেই প্রকল্প শেষ হয়ে গেছে। এরপর ১২ হাজার ৭০০ টাকা ফি দিয়ে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কোর্স করেন। তবে সেটিতে উল্লেখ করার মতো কিছু শিখতে পারেননি। একটা সংস্থা থেকে ১০ হাজার টাকা ঋণ নেন তানজিম। সেই টাকায় আবার বেসরকারি আরেকটি প্রতিষ্ঠানে ভর্তি হন। শিখতে থাকলেন তথ্যপ্রযুক্তির কিছু কাজ। কিন্তু সমস্যা পিছু ছাড়ে না। গ্রামে তারহীন ওয়াই–ফাই সংযোগের ইন্টারনেট ধীরগতির। সেটা দিয়ে শুধু ফেসবুক আর ইউটিউব চালানো যায়। অনলাইনে ক্লাস করার সময় ঘণ্টায় অন্তত দশবার সংযোগ কেটে যেত। তারপরও কোর্স সম্পন্ন করেন তিনি।
Toyub2.0

12/01/2024

💙ফ্রিল্যান্সিং কাজ শিখুন 💙

👉ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যার সফলতা নিরভর করে নিজের কাজের উপর । আমরা যদি সঠিক গাইডলাইন পাই তা হলে আমরা সহজে সফল হতে পারব। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দটির বাংলা আভিধানিক অর্থ “মুক্ত পেশাজীবী”। ফ্রিল্যান্সিং শব্দটির প্রথমেই “ফ্রী” কথাটি আছে যার মানে হল এটি পুরোপুরি স্বাধীন একটি পেশা। ফ্রিল্যান্সিং মানে স্থায়ীভাবে কোন কম্পানি বা কোন বাক্তির অধীন না থেকে নিজের পছন্দের কাজ, নিজের পছন্দের কৌশলে, নিজের সুবিধামত সময়ে করা। এখানে আপনি যেকোনো একটি কাজের বিষয়ে দক্ষ হলে সেই কাজটি করতে পারবেন।

ফ্রিল্যান্সিং নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে রাত আটটায়। আগ্রহীরা দ্রুত সম্ভব ইন বক্সে যোগাযোগ করুন।

যে কোন সহযোগিতার জন্য পার্সোনাল ইন বক্সে যোগাযোগ করুন।

  Toyub2.0
07/01/2024

Toyub2.0

থার্টিফার্স্ট নাইটকে না বলি..আমি মুসলমান হিসেবে বয়কট করলাম।
31/12/2023

থার্টিফার্স্ট নাইটকে না বলি..

আমি মুসলমান হিসেবে বয়কট করলাম।

26/12/2023

💙ফ্রিল্যান্সিং কাজ শিখুন 💙
👉সরাসরি ইনবক্স করুনঃ https://www.facebook.com/toyub397?mibextid=ZbWKwL

👉ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যার সফলতা নিরভর করে নিজের কাজের উপর । আমরা যদি সঠিক গাইডলাইন পাই তা হলে আমরা সহজে সফল হতে পারব। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দটির বাংলা আভিধানিক অর্থ “মুক্ত পেশাজীবী”। ফ্রিল্যান্সিং শব্দটির প্রথমেই “ফ্রী” কথাটি আছে যার মানে হল এটি পুরোপুরি স্বাধীন একটি পেশা। ফ্রিল্যান্সিং মানে স্থায়ীভাবে কোন কম্পানি বা কোন বাক্তির অধীন না থেকে নিজের পছন্দের কাজ, নিজের পছন্দের কৌশলে, নিজের সুবিধামত সময়ে করা। এখানে আপনি যেকোনো একটি কাজের বিষয়ে দক্ষ হলে সেই কাজটি করতে পারবে ।

Hello. I am Toyub Ullah and I am Googol Certified Digital Marketer,

বয়স কোনো মেটার না নিজের ইচ্ছাশক্তি থাকলে সবকিছু সম্ভব তারই প্রমাণ এই চাচা।ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে যেখানে তরুণদের অংশগ্...
22/12/2023

বয়স কোনো মেটার না নিজের ইচ্ছাশক্তি থাকলে সবকিছু সম্ভব তারই প্রমাণ এই চাচা।

ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে যেখানে তরুণদের অংশগ্রহণই বেশি, সেখানে আবেদ সিরাজ চাচা নিঃসন্দেহে এক ব্যতিক্রম।
বয়স ৬৮, বাক্‌প্রতিবন্ধী, তবু ফ্রিল্যান্সিং করে নিজের সংসার চালান ফ্রিল্যান্সার আবেদ সিরাজ চাচা।


Toyub2.0

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নেওয়ার প্রথম ধাপে ঠিক করে নিতে হবে আপনি ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে ফুলটাইম কাজ ক...
21/12/2023

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নেওয়ার প্রথম ধাপে ঠিক করে নিতে হবে আপনি ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে ফুলটাইম কাজ করবেন, নাকি চাকরি বা অন্যান্য পেশার পাশাপাশি পার্টটাইম ফ্রিল্যান্সিংকরবেন? আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে চাইলে ফ্রিল্যান্সিংকে ফুলটাইম জব হিসেবে বেছে নিতে পারেন ।

প্রাথমিকভাবে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে ইচ্ছুক বা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদের মনে হাজারো রকম প্রশ্ন থাকে । যেমন- কোন পথে যাওয়া উচিত? কোন পথে হাঁটলে সহজেই ফ্রিল্যান্সিংয়ে সহজ ক্যারিয়ার করতে পারব? এক কথায় বলা যায় সিদ্ধান্তহীনতায় ভুগে থাকেন । তাদের উদ্দেশ্যে আমি বলবো এ ব্যাপারে নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে । ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো আপনার ভালো লাগে সেটি নিয়ে রিসার্চ করুন এবং সে বিষয়টি নিয়ে কাজ শুরু করুন ।

অনেকেরই কাজ শুরু করার আগে যেহেতু ধারণা কম থাকে সে কারণেই ফ্রিল্যান্সিং এর সেরা ১০ টি বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ।

অনলাইনে যে কাজগুলো করার মাধ্যমে সফলতা অর্জনের সম্ভাবনা বেশি, অনলাইন মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরেও যে কাজগুলো বেশি পাওয়া যায় তার মধ্যে সেরা ১০ টি কাজ হচ্ছে - আর্টিকেল রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, ইমেইল মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ।

ফ্রিল্যান্সিং এর সেরা কয়েকটি কাজ নিয়ে আলোচনা :

১। আর্টিকেল রাইটিং

বর্তমানে অনলাইনে যে সকল মার্কেটপ্লেস রয়েছে, যেমন- আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম ইত্যাদি এগুলোতে এবং এই মার্কেটপ্লেস এ ছাড়াও অনলাইনে অনেক সাইট রয়েছে যেগুলোতে আর্টিকেল রাইটিং এর প্রচুর কাজ পাওয়া যায় । আর এই কাজের সফল হওয়ার সম্ভাবনাও প্রচুর । আমি এমন অনেককে দেখেছি তারা মাসে ৫ থেকে ৭ হাজার ডলার ইনকাম করছে । আবার অনেকে তার থেকেও বেশি ইনকাম করছে । আপনি যদি ভালো ইংরেজি জানেন আর লেখালিখিতে ভালো হলে আপনি এই বিষয়টি বেছে নিতে পারেন । এছাড়াও ব্লগ সাইট তৈরি করে সেখানে লেখালেখি করলে প্রচুর ইনকাম করা সম্ভব ।

২। অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়ে খুব সহজেই এ ব্যাপারে ধারনা নিয়ে কাজ শুরু করতে পারবেন । অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন প্রতিষ্ঠান বা সাইটের অনুমতি সাপেক্ষে তাদের পণ্য বিক্রয় করা । এক্ষেত্রে তাদের প্রতিটি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয় এর বিপরীতে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণের পারসেন্টেন্স বা কমিশন দেয়া হবে । এটাই সংক্ষেপে এফিলিয়েট মার্কেটিং । বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা অ্যামাজন, ক্লিকব্যাংক ইত্যাদিতে কাজ করে থাকেন এবং তারা অনেকটাই সফল । যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা বেশ ভালো অর্থ উপার্যন করেন ।

৩।ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং বলতে মূলত ইন্টারনেট ব্যবহার করে যে সকল পণ্যের মার্কেটিংয়ের জন্য অর্থাৎ বিজ্ঞাপন বা এ্যাড দেওয়া হয় সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলে । এক্ষেত্রে বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল সাইট গুলোকে ডিজিটাল মার্কেটিং এর জন্য বেছে নেওয়া হয় । যেমন- গুগোল, ফেসবুক, টুইটার, লিংকডিন, ইনস্টাগ্রাম ইত্যাদি । আপনি ফেসবুকে একটি ভিডিও দেখার সময় যে বিজ্ঞাপন গুলো দেখতে পান সেগুলোই মূলত ডিজিটাল মার্কেটিং এর বিজ্ঞাপন । এই বিজ্ঞাপন দেওয়ার জন্য মার্কেটপ্লেস গুলোতে প্রচুর কাজ পাওয়া যায় । এই কাজ তুলনামূলক অনেক সহজ এবং কাজের রেটও ভালো । এই বিষয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ করলে ভালো সফলতা পাওয়া সম্ভব ।


Toyub Ullah Toyub2.0

ফ্রিল্যান্সিং কিভাবে বেকারত্ব কমাতে পারে?প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ চাকরির বাজারে ঢোকেন, যার সিংহভাগই স্নাতক ও স্নাতকো...
21/12/2023

ফ্রিল্যান্সিং কিভাবে বেকারত্ব কমাতে পারে?

প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ চাকরির বাজারে ঢোকেন, যার সিংহভাগই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। সম্প্রতি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জরিপে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশ বা ৬৬ শতাংশ বেকার। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও এ হার খুব বেশি কম, তা নয়।
এই বেকারত্বের হার অনেকটাই কমাতে পারে ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন একজন শিক্ষিত বেকার, তাঁর পরিবার এবং দেশ।

সময় ও চাহিদা অনুযায়ী কাজ করতে পারার সুবিধার কারণে সারা বিশ্বে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা বেড়ে চলেছে। তা ছাড়া সারা বিশ্বের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখন স্থায়ী কর্মকর্তা নিয়োগের চেয়ে ফ্রিল্যান্সারদের দিয়ে তাঁদের প্রয়োজন মেটানোর দিকে বেশি ঝুঁকছে, যা ৪৮ শতাংশেরও বেশি।

তাহলে আর দেরি কেন?
চলুন, বেকার তালিকা থেকে নিজের নাম মুছে দিয়ে, ফ্রিল্যান্সিং এর সাথে সুনিশ্চিত ক্যারিয়ার গড়ি।


Toyub2.0 Toyub Ullah

15/12/2023

#চাকরি_খুঁজে__বেকারত্বের_হতাশায়_না_ভুগে।

💁‍♂️ ডিজিটাল যুগে স্মার্ট ইনকাম করুন ঘরে বসে অনলাইনের মাধ্যমে।ডিজিটাল মার্কেটিং কোর্স করে আপনি নিজেকে দক্ষ করুন।

💁‍♂️ চাকরি থেকে আপনাকে অবসর গ্রহণ করতে হবে।চাকরি কোন কারনে চলে যেতে পারে।
কিন্তু দক্ষতা অর্জন করলে দক্ষতা কখনো চলে যাবে না!!! এবং দক্ষতা কাজে লাগিয়ে আপনি সারাজীবন #ইনকাম করতে পারবেন।

💁‍♂️ তাহলে আর দেরী না করে এখনিই
ফ্রিল্যান্সিং শিখা শুরু করতে পারেন, ঘরে বসে ইনকাম লক্ষ্যে।
ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত জানতে অংশগ্রহণ করতে পারেন, এই অনলাইন সেমিনারে....👇👇👇

বিস্তারিত জানতে ইনবক্স করুন।👇


হাতখরচের টাকা বাঁচিয়ে ব্যবসার জন্য পাঁচ হাজার টাকা মূলধন জোগাড় করেছিলেন শাহেদ সালমান। দুই বছরেরও কম সময়ে সেই ব্যবসায়ে এখ...
28/11/2023

হাতখরচের টাকা বাঁচিয়ে ব্যবসার জন্য পাঁচ হাজার টাকা মূলধন জোগাড় করেছিলেন শাহেদ সালমান। দুই বছরেরও কম সময়ে সেই ব্যবসায়ে এখন তাঁর মাসিক লাভ প্রায় দেড় লাখ টাকা। ক্রাউন কালেকশন নামের এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহেদ সালমান এখনো কিন্তু ছাত্র। ঢাকা কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ছেন তিনি। ফেসবুক বিপণনের কোর্স করে নিজের একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। সেখানে ১৭ জন তরুণের কর্মসংস্থানও করেছেন তিনি।

কলেজে উচ্চমাধ্যমিকে পড়ার সময় শাহেদ বাসা থেকে প্রতিদিন ১০০ টাকা করে হাতখরচ পেতেন। শাহেদ প্রথম আলোকে বলেন, ‘সেখান থেকে ৮০ টাকা করে জমাতাম। কলেজে যাওয়া-আসা করতাম হেঁটে হেঁটে। প্রতিদিন ১০-১‌২ কিলোমিটার হাঁটতে হতো।’ একসময় শাহেদের হাতে প্রায় জমে যায় ৫ হাজার টাকা। সেটা দিয়ে শুরু করেন পাঞ্জাবির ব্যবসা। ৪টি ডিজাইনের ১২টি পাঞ্জাবি দিয়ে ব্যবসায় নামেন শাহেদ। লালবাগের কাছে উর্দু রোডের পাঞ্জাবির মার্কেট দেশের অন্যতম বড় বাজার। সেটা শাহেদের বাসার পাশেই। সেখান থেকে পাঞ্জাবি সংগ্রহ করেন তিনি।

২০২২ সালের জানুয়ারি মাসে ফেসবুকে একটা পেজ খুলে ব্যবসা শুরু করেন তিনি। ফেব্রুয়ারিতে ৫ ডলার খরচ করে তাঁর পেজের বিজ্ঞাপন (পেজ বুস্ট) দেন ফেসবুকে। সেখান থেকে তিনটা অর্ডার আসে, লাভ হয় ৮০০ টাকা। এরপর আবারও পেজের বিজ্ঞাপন দেন শাহেদ। পরের মাসে গড়ে প্রতিদিন একটা করে অর্ডার আসতে থাকে শাহেদের পেজে। মার্চে লাভ হয় প্রায় ১০ হাজার টাকা। এপ্রিলে রমজান মাস শুরু হলে পাঞ্জাবির চাহিদা বাড়ে এবং শাহেদের ব্যবসাও বাড়তে থাকে। এর আগে যা লাভ হয়েছিল সেই পুরো টাকা আবার ব্যবসায়ে খাটান তিনি। নতুন নতুন নকশার পাঞ্জাবি বিক্রি করতে থাকেন ফেসবুক পেজ থেকে।

সারা দেশেই পণ্য সরবরাহ করেন শাহেদ সালমান
সারা দেশেই পণ্য সরবরাহ করেন শাহেদ সালমানছবি: সংগৃহীত
অনলাইনে ব্যবসা করতে হলে ভালো ছবির প্রয়োজন। শাহেদ ভালো মানের ক্যামেরাযুক্ত স্মার্টফোন কেনেন। যেহেতু ফেসবুকের বিজ্ঞাপনের কারণে তাঁর বিক্রি দিন দিন বাড়ছিল, শাহেদ সিদ্ধান্ত নেন ফেসবুক বিপণনের ওপর কোর্স করার। এ জন্য তিনি ভর্তি হন এএন আইটি একাডেমিতে। এই কোর্সের শিক্ষা কাজে লাগিয়ে বিক্রি প্রায় দ্বিগুণ করেন শাহেদ।

গত জুন-জুলাই মাসে প্রায় ৫০ হাজার টাকা করে তাঁর মাসিক লাভ হয়। কোর্সটা করার পর মাসিক লাভের পরিমাণ বেড়ে এক লাখ টাকায় দাঁড়ায়। শাহেদের প্রতিষ্ঠান ক্রাউন কালেকশনে এখন পাঞ্জাবির পাশাপাশি শার্ট, টি-শার্ট, ঘড়ি, সুগন্ধি, সানগ্লাস, বেল্ট, চামড়ার ওয়ালেট ইত্যাদি পাওয়া যায়।

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে পরিবারের হাল ধরেছে প্রতিবন্ধী সামি.সমাজে প্রতিবন্ধী সন্তান জন্ম মানেই পরিবারের বোঝা ...
26/11/2023

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে পরিবারের হাল ধরেছে প্রতিবন্ধী সামি.

সমাজে প্রতিবন্ধী সন্তান জন্ম মানেই পরিবারের বোঝা এ প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আশরাফুল আলম সামি। ১৭ বছর বয়সী মেধাবী সামি বর্তমানে গোপালপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের নিয়মিত ছাত্র। সে উপজেলার কাজীবাড়ী মহল্লার বাসিন্দা মীর সাজ্জাদ হোসেন ও কাকলী পারভিন দম্পতির প্রথম সন্তান।

হাত, পা একেবারেই চিকন। মুখ বাঁকা, স্পষ্ট কথা বলতে পারে না। কিছুটা শ্রবণ শক্তিহীন। সামির জন্ম ২০০৬ সালে। দাঁড়ানোর সক্ষমতা না থাকায় হাতের ওপর ভর করে বসে বসে এগিয়ে চলে। বাবা মীর সাজ্জাদ হোসেন পেশায় গাড়ি চালক। শারীরিক অসুস্থতার কারণে তিনিও বর্তমানে কর্মক্ষম নয়। মা কাকলি পারভীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পারিবারিক সূত্রে জানা যায়, পিএসসি, জেএসসি ও এসএসসিতে সামি পেয়েছে জিপিএ ফাইভ। এ পর্যন্ত তিনটি ট্যালেন্টপুলসহ মোট সাতটি বৃত্তি পেয়েছে। রান্নাবান্না, ছোট সাইকেল চালানো, ক্রিকেট ব্যাটিং, কেরাম, কম্পিউটার চালানো ও গাছে ওঠায় পারদর্শিতা ছাড়াও অনলাইনে সার্ভে করে বিগত ৩ মাস প্রায় ৮০ হাজার টাকা আয় করেও সবাইকে চমকে দিয়েছে।

খাতায় লিখে সামি জানায়, আমেরিকান ওয়েবসাইট ফ্রিক্যাশ, সার্ভেজুনকিসহ অন্যান্য সাইটে সার্ভের কাজ করে অনলাইন আয়ের টাকায় একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন ও বাসার আইপিএস কিনেছে। স্নাতকোত্তর শেষ করে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী।

মা কাকলি পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ছেলেকে নিয়ে ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল। তাই কোলে করে নিয়ে স্কুলে দিয়ে আসতাম। প্রতিবন্ধী বিদ্যালয়ে নয়, শুরু থেকেই সাধারণ বিদ্যালয়ে পড়িয়েছি। ছোট থেকেই ছেলের মেধা স্কুলের সহপাঠী ও শিক্ষকদের মুগ্ধ করত। ছেলেকে স্নাতকোত্তর সম্পন্ন করাতে চাই। সরকার ওর প্রতি সদয় হয়ে যদি আইটি ডিপার্টমেন্ট বা কম্পিউটার অপারেটর পদে চাকরি ব্যবস্থা করে দেয় তবেই আমার কষ্ট সার্থক হবে।’

সহপাঠী কামরুল ইসলাম বলে, ‘শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও সামি অনেক মেধাবী ছাত্র। হাতের লেখাও সুন্দর। পড়ালেখায় আমরা ওর বিভিন্ন সহযোগিতা পাই। সহপাঠীরা সবাই ওকে ভালো চোখেই দেখি।

সূতী ভি এম সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, ‘সামিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ওর মা কোলে নিয়ে বিদ্যালয়ে দিয়ে যেত। পরবর্তীতে একাই সাইকেল চালিয়ে আসত। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ওর মেধা আমাকে মুগ্ধ করত। আমাদের বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন আমরা খুব বেশি খরচ ওর থেকে নিতাম না। আমার বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে জেএসসি ও এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে। ওর মেধা অনুযায়ী ভালো কোনো চাকরি পেলে আমি অনেক খুশি হব।’

গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিকুজ্জামান বলেন, আশরাফুল আলম আমার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। ওর শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও অনেক মেধাবী ছাত্র।

18/10/2023

হামাস অফিসিয়াল পেইজ থেকে সংগৃহীত..

17/10/2023

আপনি কি আইটি স্কিলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান?

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বাংলাদেশের জন্য একটি ক্যারিয়ার গড়ার বড় প্লাটফর্ম। যেখানে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। সেখানে আইটি সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারেন আপনিও। এখনই সময় প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে নিজের স্কিলকে আরও সমৃদ্ধ করার। বিশেষ করে প্রতিযোগিতার বর্তমান যুগে সবাই যখন স্কিল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আপনি কেন পিছিয়ে থাকবেন? তাই এখনই সময় নিজেকে যোগ্য করে গড়ে তোলার।

বিস্তারিত জানতে ইন বক্সে যোগাযোগ করুন।
ধন্যবাদ।

14/10/2023

I've received 1,400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Chauddagram
799153

Alerts

Be the first to know and let us send you an email when Toyub2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toyub2.0:

Videos

Share


Other Digital creator in Chauddagram

Show All