25/04/2025
মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন নিজের ওয়েবসাইট—এই ৫টি ফ্রি AI টুল দিয়ে!
আপনি যদি ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল চালান—তাহলে নিজের একটা ওয়েবসাইট থাকা এখন সময়ের দাবি। আর এখন AI এর সাহায্যে আপনি নিজেই মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলতে পারেন প্রফেশনাল মানের ওয়েবসাইট, কোনো কোডিং ছাড়াই!
১) Durable.co – AI দিয়ে ৩০ সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে দেয়, শুধু পেজের নাম লিখলেই হবে।
২) Bookmark.com – AI ডিজাইনার "AIDA" আপনার ব্যবসা বুঝে ওয়েবসাইট বানিয়ে দেবে নিজে থেকেই।
৩) Zyro.com – AI Website Builder এবং AI Writer দুটোই আছে। সহজ ইন্টারফেসে সব করা যায়।
৪) Framer.ai – যারা একটু ডিজাইন ফোকাসড ওয়েবসাইট চান, তাদের জন্য দারুণ অপশন।
৫) Hostinger AI Website Builder – একদম ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা নিয়ে তৈরি, কোনো কোড লাগবে না।
এইসব টুল ব্যবহার করে আপনি পোর্টফোলিও, ব্লগ, বিজনেস ওয়েবসাইট বা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বানাতে পারেন ফ্রিতে বা অনেক কম খরচে।
একটু সময় দিন, আর নিজের অনলাইন উপস্থিতি তৈরি করে ফেলুন আজই!
#ফ্রিওয়েবসাইট #বাংলায়টেকনোলজি
Domain name Bookmark.com offers a digital sanctuary for users to save, organize, and revisit valuable content. This concise, 2-syllable, 8-letter URL evokes feelings of efficiency, convenience, and connection in the vast online landscape. S