Taspia Akter Tisha

Taspia Akter Tisha Never
stop learning,
Because
life never stops
teaching.

❓❓ফ্রিল্যান্সিং কী❓ কেন করবো❓➡️📖🛐 পড়াশুনা ও কর্ম জীবনের পাশা পাশি যদি কেউ ঘরে বসে আমরা বাড়তি কোন কাজ করে ইনকাম করতে চাই,...
02/03/2024

❓❓ফ্রিল্যান্সিং কী❓ কেন করবো❓
➡️📖🛐 পড়াশুনা ও কর্ম জীবনের পাশা পাশি যদি কেউ ঘরে বসে আমরা বাড়তি কোন কাজ করে ইনকাম করতে চাই, তাহলে আমাদের চোখের সামনে একটি পেশার কথা ভেসে আসে এর নাম ফ্রিল্যান্সিং💻।
↪️↪️চলুন আজ আমরা এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত কিছু বিষয় জেনে নেই :-⬇️
🚺Free =মুক্ত
🛃Lancing=পেশা
➡️🛃Freelancing = মুক্তপেশা
☣️কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে কোন একটি নির্দিষ্ট বিষয়ে স্কিল ডেভেলপ করে একটি ইনকাম ব্যবস্থা তৈরি করার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং🖥️।
➡❓কেন ফ্রিল্যান্সিং করবো❓
1️⃣অধিক আয় ও অর্থনৈতিক স্বাধীনতা আছে ।
2️⃣ফ্রি সময় কাজে লাগানো যায়।
3️⃣ নিজের ডেভেলপ এর পাশাপাশি অন্যের জন্য কাজ করা যায়।
4️⃣ সময়ের স্বাধীনতা পাওয়া যায়।




29/02/2024

৫ টি Video Editing AI Website , যা আপনার ভিডিও Editing এর কাজে অনেক সাহায্য করতে পারে!🔥🔥|

Nubmer 5 2short AI🔥.
আপনার ভিডিওগুলির সেরা মুহূর্ত গুলা বের করে সেগুলিকে সংক্ষিপ্ত ক্লিপ করে সম্পাদন করে দিবে !

Nubmer 4 Infinite Backgrounds🔥.
Infinite ব্যাকগ্রাউন্ড এটি একটি ai টুল যা দিয়ে ভিডিওর জন্য পেশাদার ব্যাকগ্রাউন্ড তৈরি করে!

Nubmer 3 Nova Ai🔥.
ক্রিয়েটিভ স্টুডিও যা আপনাদের ভিডিও ডিজাইন অনুবাদ এবং সাবটাইটেল যোগ করার জন্য ব্যবহার করতে পারেন !

Nubmer 2 Video Candy🔥.
প্রতিটি Tools FREE এবং সহজেই ব্যবহার করে ভিডিও তৈরী করতে পারবেন !

Nubmer 1 Jitter Video🔥.
অ্যানিমেটিং ভিডিও মেকার Hard Skill to Master, এটি ব্রাউজার ভিত্তিক টুলস যে কেউ অ্যানিমেটেড মোশন ডিজাইন তৈরি করতে সক্ষম.

29/02/2024

আমাদের প্রয়োজনীয় ৫টি গুরুত্বপূর্ণ 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞𝐬🌐👇

𝐂𝐥𝐞𝐚𝐧𝐮𝐩 - যেকোনো ছবি থেকে অবাঞ্ছিত বস্তু বিনামূল্যে মুছে ফেলুন !
𝐀𝐝𝐨𝐛𝐞 𝐅𝐢𝐫𝐞𝐟𝐥𝐲 - ক্রিয়েটিভদের জন্য বিনামূল্যে জেনারেটিভ AI !
𝐈𝐧𝐤𝐟𝐨𝐫𝐚𝐥𝐥 - 𝐒𝐄𝐎 অপ্টিমাইজেশান এবং শব্দার্থিক বুদ্ধিমত্তা !
𝐏𝐥𝐚𝐲 𝐇𝐓 - ভয়েস জেনারেশন 𝐀𝐏𝐈 !
𝐏𝐢𝐱𝐥𝐫 - 𝐚𝐥𝐥𝐨𝐰𝐬 𝐬𝐰𝐢𝐟𝐭𝐥𝐲 𝐞𝐝𝐢𝐭 𝐚𝐧𝐝 𝐢𝐦𝐩𝐫𝐨𝐯𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 !

l

20/02/2024

ভাই, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কোর্স করতে চাই, ইনকাম করতে চাই। আমি সঠিক গাইডলাইন চাই।🖤

কোর্স ফি দিয়ে এডমিশন কনফার্ম করতে বললে, টাকা নাই। 🌹

তোমার কাছে টাকা থাকবে না এটাই স্বাভাবিক। কারণ তুমি বেকার। টাকা ম্যানেজ করে জীবনে এগিয়ে যাওয়ার পথে নামতে হয়। জীবনে অন্যকিছু করতে যান, দেখেন কত টাকা ঢালতে হয়। কেউ তার সময়, মেধা ব্যয় করে আপনাকে ফ্রি শেখাবে না। 🖤

তাই চেষ্টা করেন স্কিল ডেভোলপ করার জন্য টাকা ব্যায় করার।🤲

✍️ ফ্রিল্যান্সিং এর ভাষায় একটা কথা আছে,“যত Learn তত  Earn and Fun 💰তবে অধিকাংশই Learn করার আগেই Earn করতে চায়।আবার অনেকে...
16/02/2024

✍️ ফ্রিল্যান্সিং এর ভাষায় একটা কথা আছে,
“যত Learn তত Earn and Fun 💰
তবে অধিকাংশই Learn করার আগেই Earn করতে চায়।আবার অনেকে তো ফ্রি তে Learn করতে চায়।

কিন্তু নিজের উপর নিজের ইনভেস্ট করে আমরা ক'জন দক্ষ হতে চাই।চলছেই তো দিন চলুক।এরকম মন নিয়ে বসে থাকি।
কিংবা খুব আগ্রহ নিয়ে শুরু করেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌছাতে পারিনা।
কারণ আমরা ধৈর্য হারিয়ে ফেলি,বেশি পরিশ্রম করতে চাই না।
নিয়মিত ক্লাস করবো না,সব কাজ করবো কিন্তু প্র‍্যাক্টিস করবো না তাহলে সফলতা কি আকাশ থেকে পড়বে!আর এরকম ব্যক্তিরাই বলবে ফ্রিল্যান্সিং এ এখন কাজ নাই।নিজে তো নিজের দোষে ব্যর্থ হবে এবং আরেকজনকে পেছন থেকে টেনে ধরবে।

আমরা সকলে সফল হওয়া দেখি,সফল হওয়ার পেছনের গল্পটা দেখি না,পরিশ্রম,কষ্টটা দেখিনা।

ফ্রিল্যান্সিং করতে [সততা,আত্মবিশ্বাস,ধৈর্য,পরিশ্রম এবং ধারাবাহিকতা ] অনেক বেশি জরুরী।

এই ৫ টি গুণকে আপনি একই সুতোয় বাধতে পারলে তবেই আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন ইনশাআল্লাহ।






দক্ষতা অর্জনের গুরুত্ববর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যদি কর্মজীবনকে টেকসই ও সাফল্যমণ্ডিত করতে চান, তাহলে কিছু জীবনমুখী দক্ষ...
15/02/2024

দক্ষতা অর্জনের গুরুত্ব

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যদি কর্মজীবনকে টেকসই ও সাফল্যমণ্ডিত করতে চান, তাহলে কিছু জীবনমুখী দক্ষতা অর্জন করা খুবই জরুরি।

আপনি যত বেশি সৃষ্টিশীল চিন্তা করতে সক্ষম হবেন, আপনার পেশাগত জীবনে উন্নতি করার সম্ভাবনাও তত বাড়বে।

দক্ষতা অর্জনের পথ হলো:-
ক) অপরের অভিজ্ঞতা মনে রাখুন
খ) নিজের উদ্দেশ্য সামনে রাখুন
গ) সাফল্যের জন্য মনকে তৈরি করুন।
ঘ) যতটা সম্ভব অভ্যেস করুন।

একজন ভালো উদ্দোক্তা তার দক্ষতাকে অর্থে পরিণত করে।

☑️Youtube যা কিনা বর্তমান সময়ে জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। ইউটিউব মার্কেটিং হলো, বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ...
14/02/2024

☑️Youtube যা কিনা বর্তমান সময়ে জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। ইউটিউব মার্কেটিং হলো, বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে যেকোন পণ্য (product) বা সার্ভিস (service) প্রচার ও মার্কেটিং করার সবথেকে জনপ্রিয় এবং সেরা উপায়। কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে এটি সার্চ ইঞ্জিন হিসাবে কাজ করে।Google এর পরেই সবচেয়ে বেশী সার্চ করা হয় ইউটিউবে।Youtube Google এরই একটি প্লাটফর্ম।

☑️Youtube থেকে আপনি যেভাবে ইনকাম করতে পারবেন:
১. ভিডিও শেয়ার করে এবং চ্যানেল মনিটাইজেশনে করে গুগল এডসেন্স এর মাধ্যমে।
২. থাম্বেইল ডিজাইন করে।
৩. লগো ডিজাইন করে।
৪. চ্যানেল ম্যানেজার হিসাবে কাজ পেতে পারেন।
৫. ভিডিও SEO করে দিয়ে।
৬. Youtube এর ভিডিও এডিট করে দিয়ে।


ফ্রিল্যান্সিং-এর কোন কাজ অল্প দিনে শিখে টাকা উপার্জন করা যাবে?ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথমেই বলে রাখি, কোন ...
12/02/2024

ফ্রিল্যান্সিং-এর কোন কাজ অল্প দিনে শিখে টাকা উপার্জন করা যাবে?

ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথমেই বলে রাখি, কোন কাজই সহজ নয়। তবে আপনি যদি ৪/৫ নিয়ম মেনে চলতে পারেন তবে ৩/৪ মাসের মধ্যে কাজ শিখে আয় করতে পারবেন।

১) প্রচুর পরিমাণে পরিশ্রম।

২) অনেক ধৈর্য্য।

৩) নিয়মিত সময়।

৪) যে কোন একটি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন। নিজেকে প্রফেশনাল হিসেবে গড়ে তুলুন।

৫) সঠিক গাইড লাইন মনে নিয়মিত কাজ করুন।

সেক্ষেত্রে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেশি। আপনি সোস্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটি কোর্স করতে পারেন। হতে পারে ইউটিউব অথবা আপনার পছন্দের সাইড থেকে। ইচ্ছে করলে কোন ভালো প্রশিক্ষণ




💥বর্তমানে সার্চ ইঞ্জিন সেবাদানকারী ওয়েবসাইট গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুগোল সবসময়ই চেষ্টা করে সার্চ ইঞ্জিনে ভিজি...
11/02/2024

💥বর্তমানে সার্চ ইঞ্জিন সেবাদানকারী ওয়েবসাইট গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুগোল সবসময়ই চেষ্টা করে সার্চ ইঞ্জিনে ভিজিটরদের জন্য সবচেয়ে সঠিক ও নিখুঁত রেজাল্ট প্রদান করার। আর এই সার্চইঞ্জিনে রেজাল্ট আসার একমাত্র উপায় হচ্ছে এসইও। 👩‍💻

অর্থাৎ ওয়েবসাইটে সঠিক ভাবে SEO করেন তাহলেই আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনের রেজাল্ট এ প্রথম সারির দিকে থাকার সম্ভাবনা রয়েছে । এই জন্য সাধারণ SEO এর পাশাপাশি লোকাল অডিয়্যান্স গ্রাব করতে Local SEO সমানভাবে গুরুত্বপূর্ণ।✌️

আপনি যত বড় ব্যবসায়ীই হন না কেন আপনার যত বড় ব্যাবস্যা প্রতিষ্ঠানই থাকুক না কেন আপনার ব্যাবসার প্রচার না হলে আপনি কখনো সফল হতে পারবেন না। তাই এই প্রচারণার মাধ্যম হিসেবে, সময়ের সাথে সাথে Local SEO ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। 👩‍💻

যেমন: daraz com, chaldal নানারকমের ওয়েবসাইটগুলি লোকাল এসইওর মাধ্যমে প্রতিদিন হাজার হাজার গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে। অর্থ্যাৎ, এটি বলা যেতেই পারে যে প্রচার প্রচারণার জন্য লোকাল এসইও এখন অপরিহার্য।

Local SEO কিভাবে কাজ করে?⁉️
গুগল শুধুমাএ ৩ টি পদ্ধতি অনুসরন করে এই কাজটি করে থাকে। যেমন:

1.Index IP & Location Info.
2.Detect IP
3.Detecting Location.

••লাইফে অনেক কিছু করতে চাই। সফল হতে চাই। নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে চাই।__ কিন্তু সফল হওয়ার জন্য কোনো কাজে ঝুঁকি নিতে...
10/02/2024

••লাইফে অনেক কিছু করতে চাই। সফল হতে চাই। নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে চাই।

__ কিন্তু সফল হওয়ার জন্য কোনো কাজে ঝুঁকি নিতে চাই না!
__ নিজেকে একটু কাজের মধ্যে রাখতে চাইনা!
__ পরিশ্রম করতে চাই না, ধৈর্য্য হারিয়ে ফেলি!

••তাহলে কিভাবে আপনি সফল হবেন?
••কিভাবে আপনার স্বপ্নগুলো পূরণ হবে?

__ সফল হতে গেলে অবশ্যই একটা কাজ বেঁচে নিতে হবে। ২টা বছর সময় সেই কাজের জন্য বরাদ্দ করতে হবে। অন্য কোনো কাজে ফোকাস না দিয়ে নির্দিষ্ট কাজে মনযোগ দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে।

__ইনশাআল্লাহ তাহলে আপনিই হবেন সফল🖤


আমাদের সকলের সপ্ন থাকাটা জরুরি। সপ্ন ছাড়া আসলে মানুষের বেচে থাকা সম্ভব না।☺️সপ্নের পাশাপাশি দরকার বিশ্বাস এর।নিজে কি কাজ...
10/02/2024

আমাদের সকলের সপ্ন থাকাটা জরুরি। সপ্ন ছাড়া আসলে মানুষের বেচে থাকা সম্ভব না।☺️
সপ্নের পাশাপাশি দরকার বিশ্বাস এর।নিজে কি কাজ করব সেটার উপর যদি আমাদের বিশ্বাস না থাকে ,আমরা যাই করি না কেন সফল হতে পারবো না🤐
কথায় আছে "বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদুর"🫡
নিজের রাস্তা নিজের বানাতে হবে কে কি বলবে সেটার দিকে খেয়াল না করে ক্রিয়েটিভ কিছু করতে হবে
পরিশ্রম করতে হবে প্রচুর কারন পরিশ্রম ছাড়া পরিবর্তন আসে না ,🥰🔥
সকল কিছু মেইনটেইন করে চলার পর এচিভমেন্ট আসবেই ইনশাআল্লাহ ❤️😍
আমি আলহামদুলিল্লাহ আমাকে পরিবর্তন করতে পেরেছি।বসে থাকতে থাকতে বছরের পর বছর পার হয়ে যাবে। আসলে শুরু করাটা অসম্ভব নয় সময়ের সাথে মিলাই সম্ভব করতে হয়।নিজেকে পরিবর্তন করাটা জরুরী না অত্যাবশ্যক 🥰


টুইটার মার্কেটিং(Twitter Marketing)কি ?📌টুইটার ব্যবহারকারী বা কাস্টমারের নিকট আমরা আমাদের যে কোন পণ্য, কন্টেন্ট, অডিও, ভ...
09/02/2024

টুইটার মার্কেটিং(Twitter Marketing)কি ?

📌টুইটার ব্যবহারকারী বা কাস্টমারের নিকট আমরা আমাদের যে কোন পণ্য, কন্টেন্ট, অডিও, ভিডিও অথবা বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার মাধ্যমকে টুইটার মার্কেটিং বলা হয়। অর্থাৎ টুইটার মার্কেটিং করার মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক প্রচার করতে পারবো ,

💥তবে টুইটার মার্কেটিং Twitter Marketing করার আগে আমরা যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে মার্কেটিং করতে চাইছি। সেই প্রোডাক্ট বা সার্ভিস এর টার্গেট অডিয়েন্স সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা থাকতে হবে



🎉একটি হাই-ডিমান্ড ও জনপ্রিয় স্কিল দিয়ে আইটি ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন ?🌸তাহলে, ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনার জন্য !!...
07/02/2024

🎉একটি হাই-ডিমান্ড ও জনপ্রিয় স্কিল দিয়ে আইটি ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন ?

🌸তাহলে, ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনার জন্য !!!

❓ ডিজিটাল মার্কেটিং মূলত কি চলুন জেনে আসি...

🎯 ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং (Digital marketing). যেটাকে অনলাইন মার্কেটিং ও বলা হয়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে ডিজিটাল মার্কেটিং এর প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে কেননা এখন বেশির ভাগ মানুষই অনলাইন মুখী হয়ে গিয়েছে।

✅ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পদ্ধতি ও প্রকার রয়েছে এবং সেগুলো হলোঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ।

🎯 আপনি যদি ব্যবসার প্রসার ঘটাতে চান অথবা সফল ক্যারিয়ার গড়তে চান তাহলে ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনার জন্য।
বর্তমান সময়ে ৮৬% কোম্পানি তাদের মার্কেটিং এর জন্য ডিজিটাল পদ্ধতিকেই বেছে নিয়েছে এবং বিশ্বে সেরা একশটা চাকরির মধ্যে ডিজিটাল মার্কেটিং ৩১ তম পাশাপাশি ডিজিটাল মার্কেটার এর বেকারত্বের হার মাত্র ১.৮% যা নেই বললেই চলে। তাই বলা যায় ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং খুবই ভালো এবং জনপ্রিয়।

🔰পড়াশোনার পাশাপাশি ফ্রিলান্সিং ⁉️অনেকেই পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে গড়ে তোলার স...
05/02/2024

🔰পড়াশোনার পাশাপাশি ফ্রিলান্সিং ⁉️

অনেকেই পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। যাঁদের কম্পিউটার, স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ আছে, তাঁরা যথাযথ দক্ষ হয়ে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কাজ করতে পারেন। সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন সেগুলো সম্পর্কে:

১. ফ্রিল্যান্সিং একটু কম বয়সে শুরু করা ভালো, কারণ পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন। তবে একাজে যথেষ্ট ধৈর্য থাকতে হবে।

২. প্রথমেই আপনাকে ইন্টারনেট সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি করতে হবে। এরপর আপনাকে খুঁজে বের করতে হবে কোন বিষয়টি নিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট প্রভৃতি। এরপর ওই নির্দিষ্ট বিভাগ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করুন।

৩. আপনি এসইও নিয়ে কাজ করলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করবেন, যা আপনাকে একটি স্থায়ী ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

৪. প্রাথমিক ধারণা লাভের জন্য আপনি ইউটিউবে খোঁজ করুন, পাশাপাশি ফ্রিল্যান্সিং কমিউনিটি যেমন আপওয়ার্ক বাংলাদেশ বা আরও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারেন।

৫. পাশাপাশি আপনি ভালো একজন মেন্টর খুঁজে বের করতে পারেন।

৬. কাজ শেখার পর স্থানীয় কিছু কাজ করে আপনি পোর্টফোলিও তৈরি করুন।

৭. এরপর ভালো মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল তৈরি করুন।

৮. পাশাপাশি অনুরোধ থাকবে, আপনার পড়াশোনার ক্ষতি করবেন না। পড়াশোনার ফাঁকে সময় পেলে নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয় হাতেকলমে শিখতে পারেন।




Input➤ Process ➤ Output =production এটা একটা চিরন্তন সত্য প্রক্রিয়া। ☺️নিউটনের একটি সূত্র আছে যে 🤔প্রত্যেক ক্রিয়ারই সমা...
03/02/2024

Input➤ Process ➤ Output =production

এটা একটা চিরন্তন সত্য প্রক্রিয়া। ☺️

নিউটনের একটি সূত্র আছে যে 🤔

প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে৷👉👈

তার মানে হলো 🤔
যেমন কর্ম তেমন ফল💪🏋️‍♂️

আমের চারাগাছ লাগালে সেখানে যেমন আমই আসবে🥭কাঠালের চারা লাগালে কাঠালই আসবে। কিন্তু আমের চারা লাগিয়ে কাঠাল প্রত্যাশা করা যাবেনা। ❌❌❌
শুয়ে বসে সময় নষ্ট করবেন, জীবনে কিছু করার পথ পাবেন না।
সঠিক পরিকল্পনায় পরিশ্রম করবেন, জীবন উজ্জ্বল হবে। সোজা হিসাব।
যত ঝুঁকি নিবেন ততই লাভবান হবেন।
হেটে যাবেন দেরি করবেন, দৌড় দিবেন তারাতাড়ি যেতে পারবেন।

তাই সময়কে কাজে লাগান।
ভালো কিছু ইনপুট দিয়ে যথাযথ প্রসেসিং করে ভালো কিছু আউটপুট বের করুন।

ধন্যবাদ🥰

01/02/2024

🔰 মার্কেটপ্লেসের বাইরে কিভাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্ট করা যায়? 🤔

🟢 বর্তমানে অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা মার্কেটপ্লেসের বাইরে থেকেই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন এবং তাদের সাথে কাজ করে প্রতিমাসে ভাল অঙ্কের রেভিনিউ জেনারেট করছেন। এখন মার্কেটপ্লেসের বাইরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং করার তো অনেকগুলো উপায় রয়েছে। এ উপায়গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক বা লিংকডইনের সাহায্যে ক্লায়েন্ট জেনারেট করা। মূলত এ দু'টো সোশ্যাল মিডিয়াতে যেকোনো নিশের পটেনশিয়াল ক্লায়েন্টদের প্রেজেন্স অনেক বেশি থাকে। তাই মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করার জন্য আমি ফ্রিল্যান্সারদের এ দু'টো প্ল্যাটফর্ম ইউজ করার পরামর্শ দিয়ে থাকি।

🟢 যদি আপনারা ফেসবুকের সাহায্যে ফরেইন ক্লায়েন্ট খুঁজে পেতে চান, তাহলে শুরুতেই নিজের অ্যাকাউন্টে সব ইনফরমেশন, প্রোফাইল পিকচার ও কভার পিকচার আপলোড করুন। তারপর আপনার নিশের এমন কিছু ফেসবুক গ্রুপ খুঁজে বের করুন, যেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের থাকার সম্ভাবনা রয়েছে। তারপর ওই গ্রুপগুলোর পোস্টে কমেন্ট করার মাধ্যমে অথবা বিভিন্ন হেল্পফুল কনটেন্ট শেয়ার করার মাধ্যমে অ্যাকটিভ থাকুন। এতে করে পটেনশিয়াল ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। এর পাশাপাশি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানেও অ্যাকটিভ থাকুন ও নিজের সার্ভিসের মার্কেটিং করুন।

🟢 আবার যদি লিংকডইন থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট জেনারেট করতে চান, তাহলে শুরুতেই প্রোফাইলে নিজের সব আপডেটেড ইনফরমেশন অ্যাড করুন। তারপর যারা আপনার নিশের পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারেন, তাদেরকে পারসোনালাইজড টেক্সট সহ কানেকশন রিকোয়েস্ট সেন্ড করুন। এরপর নিজের নেটওয়ার্কের সাথে কমেন্ট বা মেসেজিংয়ের মাধ্যমে ইন্টারেকশন বাড়ান। একইসাথে নিজের প্রোফাইলে প্রোপার হ্যাশট্যাগ ও কি-ওয়ার্ড অ্যাড করে বিভিন্ন হেল্পফুল কন্টেন্ট পোস্ট করতে থাকুন। ও হ্যাঁ, আপনার নিশের বিভিন্ন লিংকডইন গ্রুপে জয়েন করতে ভুলবেন না। যদি এভাবে অ্যাকটিভ থাকতে পারেন এবং নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারেন, তাহলে ক্লায়েন্ট পাওয়া অনেক সহজ হয়ে যাবে।
©

Digital Marketingবর্তমান বাংলাদেশের মোট জনসংখ্যার ৬২% ইন্টাএনেট ব্যবহারকারী।যার সংখ্যা প্রায় ৯৩.৭০২ মিলিয়ন।*সমগ্র বিশ্বে...
26/01/2024

Digital Marketing

বর্তমান বাংলাদেশের মোট জনসংখ্যার ৬২% ইন্টাএনেট ব্যবহারকারী।
যার সংখ্যা প্রায় ৯৩.৭০২ মিলিয়ন।

*সমগ্র বিশ্বে মোট প্রায় ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে।

*বর্তমান বিশ্বে মোট প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে

* প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্যে।
এছাড়া আরো একটি সার্ভে রেজাল্ট দেখিয়েছে যে, সারা বিশ্বে ৫৫% মানুষ যেকোন পন্য ক্রয়ের জন্যে সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল।

*৪৩% ই-কমার্স ক্রেতা গুগলে সার্চ করে তাদের পছন্দের ই-কমার্স ওয়েবসাইটে আসে।বিশ্বে প্রায় ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে করে থাকে। এই সংখ্যাটিও দিনকে দিন বেড়েই চলেছে।

*৭০% ক্রেতা যেকোন পণ্য কেনার আগে ইন্টার্নেটে সার্চ দিয়ে সেই পণ্য সম্পর্কে যাচাই বাছাই করেন। পণ্যটি পচ্ছন্দ হলে সাথে সাথেই ঘরে বসেই অনলাইনে অর্ডার করে ফেলেন।
আরো একটি মজার ব্যাপার হচ্ছে, ৮২% ক্রেতা মাত্র ৫ মিনিটের মধ্যেই বিক্রেতার সাথে তাদের লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে চান

উপরের সার্ভে রিপোর্ট গুলোই ডিজিটাল মার্কেটিং এর গুরুর্ত বহন করে।

আমরা অনেকে আছি যারা অনেক ভাল ফ্রিল্যান্সার হতে চাই, ফ্রিল্যান্সিং প্রফেশনে ঘরে বসে নিজেকে মুক্ত পেশায় রাঙিয়ে নিতে চায়।  ...
24/01/2024

আমরা অনেকে আছি যারা অনেক ভাল ফ্রিল্যান্সার হতে চাই, ফ্রিল্যান্সিং প্রফেশনে ঘরে বসে নিজেকে মুক্ত পেশায় রাঙিয়ে নিতে চায়। 🤗👩‍💻

কিন্তু এর জন্য আমাদের কে যে শুরু করতে হবে, শিখতে হবে, আমাদের জন্য সঠিক গাইডলাইন দরকার, সঠিক মেন্টর দরকার সেটা আমরা কেউ চাই না। 😑🎆

ভাই আমরা ফ্রিল্যান্সিং করি আর স্কিল ডেভেলপমেন্ট করি যেটাই করি না কেন আগে আমাকে শুরু করার জন্য কোথাও না কোথাও শিখতে হবে। ✨✨

কারণ এই পৃথিবীতে কোন কিছু ফ্রি তে শিখাবে না অথবা কেউ এসে আপনাকে নিজে থেকে শিখিয়ে দিবে না অথবা আপনাকে কেউ এসে শুরু করিয়ে দিবে না। 😶

নিজে বড় হতে চাইলে আপনাকে শিখার মানসিকতা নিয়ে ফ্রি তে শিখার চিন্তা বাদ দিয়ে ত্যাগ করার মানসিকতা নিয়ে সামনে আগাতে হবে। 🚶‍♀️🚶‍♂️🚸

কারণ আমরা সকলে জানি কিছু ভাল পেতে গেলে কিছু ত্যাগ করে শুরু করতে হয়। 👩‍💻📱

বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসে সাধারণত দুই ধরনের কাজ বেশি করেন ফ্রিল্যান্সাররা। রিমোট ও প্রকল্পভিত্তিক কাজ। রিমোট কাজ বলত...
24/01/2024

বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসে সাধারণত দুই ধরনের কাজ বেশি করেন ফ্রিল্যান্সাররা। রিমোট ও প্রকল্পভিত্তিক কাজ।
রিমোট কাজ বলতে দূর থেকে কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করাকে বোঝায়। এ পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানে চাকরি করার মতোই প্রতি মাসে ১৪০ থেকে ১৬০ ঘণ্টা কাজ করতে হয়। দিন দিনই এ ধরনের কাজের চাহিদা বাড়ছে।
কারণ, অনলাইনে কাজ করিয়ে নেওয়ার সুযোগ থাকায় সরাসরি কর্মী নিয়োগ দিতে হয় না প্রতিষ্ঠানগুলোকে। ফলে অফিস পরিচালনা ব্যয় কম হয়। ফ্রিল্যান্সারদের কাছেও এ ধারনের কাজ বেশ জনপ্রিয়। কারণ, অনলাইন মার্কেটপ্লেসে নিয়মিত কাজ খোঁজার চেয়ে রিমোট কাজ বেশ স্বচ্ছন্দে করা যায়। এতে নিয়মিত আয়ও করা যায়। বর্তমানে ছোট প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বড় প্রতিষ্ঠানও রিমোট কাজের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কাজে সুযোগ নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে।


✅জীবন থেকে প্রতিদিন ২৪ টা ঘন্টা চলে যাচ্ছে। আমরা সময়টাকে সঠিক ব্যবহার করছি নাকি  নষ্ট করছি নিজেকে জিজ্ঞেস করুন।🙋‍♂️✨অনেক...
28/12/2023

✅জীবন থেকে প্রতিদিন ২৪ টা ঘন্টা চলে যাচ্ছে।

আমরা সময়টাকে সঠিক ব্যবহার করছি নাকি নষ্ট করছি নিজেকে জিজ্ঞেস করুন।🙋‍♂️
✨অনেকেই বলে ভাইয়া সময় তো পাই না। কারণ তারা সারাদিন পড়াশোনা করে। সত্যি বলতে একটা মানুষ ৮ ঘন্টার বেশী গড়ে পড়তে পারে না। বাকী সময়টা তারা কী করে?? ফেসবুকে ভিডিও দেখে, ফানি কন্টেন্ট দেখে অথবা খুবই জনপ্রিয় গেমস খেলে সময় কাটায়।✔️

🔮যখন তাদের সামনে ক্যারিয়ার ডেভেলপমেন্টর সুযোগ আসে, তারা বিভিন্ন অজুহাতে সেটা নষ্ট করে। এটা কিন্তু আপনার নিজের ক্ষতি। আজ সুযোগ না নিলে একদিন বেকারত্বের বোঝা কাধে নিতে হবে। নিজেকে নিয়ে একটু ভাবুন।সময় থাকতে তার মূল্যায়ন করুন।😇

কেউ সময়ের সঠিক ব্যবহার করে নিজেকে পরিবর্তন করছে, কেউ নষ্ট করছে...!!
ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে ইনবক্সে যোগাযোগ করুন 👉




সময় থাকতেই সময়ের ব্যবহার করতে হয়। ফ্র‍িল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি আপনার অবসর সময় টুকু কাজে লাগিয়ে ইনকাম করতে পা...
28/12/2023

সময় থাকতেই সময়ের ব্যবহার করতে হয়।

ফ্র‍িল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি আপনার অবসর সময় টুকু কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন।

Students অবস্থায় ফ্র‍িল্যান্সিং : আমরা যারা স্কুল বা কলেজে পড়ি সাধারণত আমাদের পড়ালেখা ছাড়া কোনো কাজ থাকে না। ঐ সময় অনেক সময় থাকে আমাদের হাতে, আমরা গেম খেলে,ক্র‍িকেট খেলে,বাইরে আড্ডা দিয়ে, নেটে মুভি দেখে সময় কাটাই। ঠিক ঐ সময় যদি হাতে থাকা ফোনটা নিয়ে ফ্র‍িলান্সিং করি তাহলে সময় টা ও কাজে লাগবে আর আপনি আপনার হাত খরচের টাকা টা ও আয় করতে পারবেন। মনে রাখবেন গাছ লাগালে একদিনে ফল পাওয়া যায় না। আগে যত্ন করতে হয় তারপর আস্তে আস্তে গাছ আমাদের ফল দেয়। তেমনি একটু একটু করে সময় দিতে দিতে দেখবেন আপনি একটা ভালো পজিশনে চলে গেছেন। সেদিন আপনাকে আর চাকরির পিছনে ছুটতে হবে না আপনি নিজেই দশ জনের উদক্তা হয়ে যাবেন।

পরিবারের পাশে দাঁড়াতে কার না মন চায়? কিন্তু সেই দায়িত্ব নিতে পারেই বা কয়জন?

একটি সিদ্ধান্তই পারে জীবনকে পরিবর্তন করে দিতে। তাই আসুন পরালেখার পাশাপাশি নিজের ভবিষ্যৎ গড়ুন।


আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🥰💖
24/10/2023

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🥰💖

Address

Boalkhali
Chattogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taspia Akter Tisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taspia Akter Tisha:

Videos

Share


Other Digital creator in Chattogram

Show All