Md Bayzid

Md Bayzid Digital Marketer
Canva Designer

Tomorrow BPL- 2024Fast Match Comilla Victorians vs Dundanto Dhaka Match Start 02:00 pm আপনি কোন দল সাপোর্ট  করবেন.?  আমি...
18/01/2024

Tomorrow
BPL- 2024
Fast Match
Comilla Victorians vs Dundanto Dhaka
Match Start 02:00 pm

আপনি কোন দল সাপোর্ট করবেন.?
আমি কুমিল্লা সাপোর্ট করব। ❤️


13/09/2023

ভালোবাসা
গোপনেই সুন্দর!
তাই তো
তাহাজ্জদ এতো উত্তম!
🥀💞

"চেষ্টা কখনো ছাড়া উচিত নয়,কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিওকিন্তু তালা খুলতে পারে"
23/08/2023

"চেষ্টা কখনো ছাড়া উচিত নয়,
কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও
কিন্তু তালা খুলতে পারে"

13/08/2023
💻 চাকরি নয়, ফ্রিল্যান্সার হও 💰আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা।পড়াশুনা এবং চাকরির পাশা-পাশি অবসর সময়টা কাজ...
19/06/2023

💻 চাকরি নয়, ফ্রিল্যান্সার হও 💰
আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা।
পড়াশুনা এবং চাকরির পাশা-পাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করার নামই ফ্রিল্যান্সিং।
হাতে কলমে সঠিক ভাবে কাজ শিখুন, স্বপ্ন পূরণ হবেই ইনশাআল্লাহ 🥰 ।
আর এই ফ্রিল্যান্সিং এর সব থেকে ভালো সেক্টর হলো
ডিজিটাল মার্কেটিং।

💠 ফ্রিল্যান্সিং কেন করবো ? 👉ফ্রিল্যান্সিং  কি এটি আমাদের জানতে হবে তথা মুক্তি  পেশা যা কিনা যুগে বেকারত্বের দূর করে তরুন...
16/06/2023

💠 ফ্রিল্যান্সিং কেন করবো ? 👉
ফ্রিল্যান্সিং কি এটি আমাদের জানতে হবে তথা মুক্তি পেশা যা কিনা যুগে বেকারত্বের দূর করে তরুন প্রজন্মকে আসার আলো হয়ে দাড়িয়েছে। সারা পৃথিবীতে জুড়ে লক্ষ লক্ষ মানুষ Freelancing পেশাকে বেছে নিয়েছে বাজারে চাকরির অভাব । তাই Freelancing কে অনলাইনে ইনকাম করার একটি বিশেষ ভূমিকা পালনের মাধ্যমে একটি পরিবার সুখী হতে পারে যদি সে সুন্দরভাবে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে Freelancing কাজ করেন।

🔷 Freelancing কত প্রকার কী কী ? Freelancing কিভাবে শুরু করবেন
Freelancing অনেক প্রকার হতে পারে যেমন ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার ফ্রিল্যান্সিং সাংবাদিকতা ইত্যাদিনের মাধ্যমে আপনি ঠিক কত ধরনের কাজ করতে পারবেন তার কোন শেষ নেই আপনার ভেতরে যেই জিনিসটি ভালো কাজ করে এবং যে জিনিসটি আপনি ভাল জানেন সেটা নিয়ে আপনি করতে পারেন । 🥰👍


নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারেআমি যদি ২০১০ সালের কথা আজকে চিন্তা করি তাহলে ভাবতেই অবাক লাগে সেই সময় আমরা কি...
13/06/2023

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে

আমি যদি ২০১০ সালের কথা আজকে চিন্তা করি তাহলে ভাবতেই অবাক লাগে সেই সময় আমরা কিভাবে করে কাজ করতাম আর কিভাবে কাজগুলি শিখেছিলাম। ১০ বছরের ব্যবধানে আজকে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং এর জগতে আসাটা যতোটা সহজ হয়েছে, সেটি আসলে বলার মতো নয়।

সেই সময়, ২০১০ সালের দিকে খুব বেশি মানুষের বাসায় কম্পিউটারই ছিল না। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এটি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

তাই ফ্রিল্যান্সিং এর জগতে নতুনদের আসতে এখন আর খুব বেশি কোনো সমস্যা হয় না। ফ্রিল্যান্সিং সর্ম্পকিত সমস্ত তথ্য ইন্টারনেটেই আছে। আপনি গুগল কিংবা ইউটিউবে কিছুটা ঘাটাঘাটি করলে এই বিষয়ে আরো জানতে পারবেন।

তাছাড়া বর্তমানে বিভিন্ন প্রফেশনাল মানের অনলাইন কোর্স থেকে শুরু করে অনেক ভালো ভালো ট্রেনিং সেন্টারও রয়েছে; যেখানে আপনি ট্রেনিং করে দক্ষতা অর্জন করতে পারবেন।

তবে একটি বিষয় অবশ্যই চিন্তা করা প্রয়োজন। ফ্রিল্যান্সিং এমন কোনো পেশা নয় যেখানে আপনি এক মাস কাজ করলেই খুব ভালো আয় করতে পারবেন।

আপনাকে ধৈর্য্য সহকারে কাজ করে যেতে হবে। পথটা দুর্গম ও কষ্টকর হলেও আপনার ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে এটি কোনো সমস্যা হবে না আপনার জন্য।

🔷 ফ্রিল্যান্সিং কেন করবফ্রিল্যান্সিং কাজ করার জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে। যে কারণ গুলো আপনাকে ফ্রিল্যান্সিং শেখার প্রত...
22/05/2023

🔷 ফ্রিল্যান্সিং কেন করব
ফ্রিল্যান্সিং কাজ করার জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে। যে কারণ গুলো আপনাকে ফ্রিল্যান্সিং শেখার প্রতি আরো বেশি আগ্রহী করে তুলবে। এছাড়াও আপনি যদি ফ্রিল্যান্সিং পেশায় দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনার ইচ্ছা শক্তি ও আগ্রহ আরো বৃদ্ধি পাবে। so let's go ফ্রিল্যান্সিং কেন করব সে সম্পর্কে সঠিক তথ্য জেনে নেই।
💠 মুক্ত পেশা : ফ্রিল্যান্সিং এর সবথেকে সুবিধাজনক দিক হলো এটি একটি মুক্ত পেশা। মুক্ত পেশা হলো আপনি যেকোন সময় ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন। সকাল কিংবা বিকাল অথবা রাত আপনি যখন ইচ্ছা তখন করতে পারেন। ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আপনাকে অফিস থেকে ছুটি নিতে হবে না। নির্দিষ্ট সময় কখনো অফিসে যেতে হবে না। যেখানে আপনার কোনো বস থাকবেনা আপনার বস আপনি নিজেই 🥰।
🔶 ঘরে বসে ইনকাম : পৃথিবীর সবাই কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করতে চায়। কিন্তু মানুষ কখনো ঘরে বসে টাকা ইনকাম করতে পারতো না। টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট অফিস অথবা নির্দিষ্ট কর্মস্থলে যেতে হতো। কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ করে দিয়েছে একমাত্র ফ্রিল্যান্সিং। কারণ আপনি ফ্রিল্যান্সিং এর কাজ সম্পূর্ণ ঘরে বসে করতে পারেন। আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন তার সব থেকে ভালো দিক হলো এটি। সুতরাং আমরা সবাই ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারি।
🔳 পরিবারকে সময় দেওয়া : অফিসের কাজে আমরা অনেকেই পরিবারকে ঠিকভাবে সময় দিতে পারি না। দেখা যায় সাপ্তাহিক একদিন ছুটির দিনেও অফিসের বিভিন্ন কাজের চাপ পড়ে যায়। এখানে ছুটির দিনেও আমরা পরিবারকে সময় দিতে পারছি না। আপনি যখন ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন, পরিবারের সবাইকে পর্যাপ্ত পরিমানে সময় দিতে পারেন।
🟥 ক্যারিয়ার : সাধারন একটি চাকরি করে নিজের ক্যারিয়ার দাঁড় করানো অনেক কষ্টদায়ক বিষয়। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিংয়ের কাজ করা শুরু করে দিবেন, তখন আপনার কি ক্যারিয়ার দাড় হয়ে যাবে। এছাড়া অসাধারণ একটি পেশায় আপনার ক্যারিয়ারের মধ্যে সর্বনিম্ন 30 বছর সময় লাগতে পারে। কিন্তু ফ্রিল্যান্সিং পেশা আপনি কয়েক বছরের মধ্যে একটি সুন্দর ক্যারিয়ার গড়তে পারেন। তাই যারা অল্পসময়ের মধ্যে ভালো ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন তারে তাদের জন্য ফ্রিল্যান্সিং পেশাই অন্যতম।
⬛ নিজের সময় মত কাজ করা : পৃথিবীর অন্য কোন পেশায় আপনি নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছেমতো সময় দিয়ে কাজ করতে পারবেন না। কারণ অফিসে আপনাকে বসের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। এছাড়াও আপনি যদি অন্য কোন কোম্পানির চাকরি করেন সে ক্ষেত্রে ও সেই কোম্পানির সময় মত কাজ করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনার ইচ্ছেমতো সময় দিয়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং কেন করব তার ভালো একটি দিক নিজের ইচ্ছামত সময় দেওয়া।
বর্তমান সমাজে বেকারত্ব দিন দিন বেড়েই চলছে, সুতরাং বেকারত্ব দূর করার অন্যতম মাধ্যম হচ্ছে freelancing করা।

🔳 ফ্রিল্যান্সিং কী ?  ফ্রিল্যান্সিং  হলো একটি মুক্ত পেশা। 🟥 ফ্রিল্যান্সিং কাকে বলে ? ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম যার দ...
21/05/2023

🔳 ফ্রিল্যান্সিং কী ?
ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা।
🟥 ফ্রিল্যান্সিং কাকে বলে ?
ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম যার দ্বারা যে কোনো ব্যক্তি অনলাইনে কাজ করতে পারবে। এবং নিজের স্বাধীনতা ও ইচ্ছে শক্তিকে বজায় রেখে যে কাজ করা হয় তাকে ফ্রীল্যান্সিং বলে।
⬛ ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় ?
Freelancing এ বিভিন্ন ধরনের কাজ করা যায় যেমন ছোট পরিসরের কাজ হচ্ছে data entry, photo editing, writing translation, youtube thumbnail making ইত্যাদি। বড় পরিসরে কাজ হচ্ছে web development, programming, graphics design, Android app, development, 3D animation ইত্যাদি।
🟪 ফ্রিল্যান্সিং এর সুবিধা কী?
ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে নিজের স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না এবং কারো বকাজকা খাওয়ার কোন সুযোগ নেই।
◾যেকোনো সময় ফ্রিল্যান্সিং করতে পারেন।
◾ফ্রিল্যান্সিংয়ে নগদ কোন টাকা বিনিয়োগের দরকার হয় না।
◾একটি স্মার্টফোন বা কম্পিউটার ও ইন্টারনেটের সাহায্যের দ্বারা কাজ শুরু করতে পারেন।
◾আপনি আপনার ইচ্ছে ও সময় এবং নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারেন।
◾আপনার কোন boss নেই আপনি নিজেই আপনার বস ☺️।
◾লেখাপড়া বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায়।
◾ঘরে বসে কাজ করা যায়।
◾কোন অফিস এর প্রয়োজন হয় না।
পরিশেষে একজন সফল ফ্রিল্যান্সার হতে চাইলে ইচ্ছে, সময়, ধৈর্য সবকিছুই step-by-step আপনাকে সামনে আগাতে হবে।

15/03/2023

Topic : Sales Funnel

🟪 Sales Funnel বা বিক্রয় ফানেল ( বিক্রয় প্রক্রিয়া হিসাবে ও পরিচিত )
Sales Funnel হলো যার মাধ্যমে কোন ও কোম্পানি তার পন্যগুলি ক্রেতাদের কাছে খুজে পায়, যোগ্য করে তোলে এবং বিক্রি করে তাকে Sales Funnel বলে ।
🔳 Sales Funnel হচ্ছে কোন পন্য বিক্রি করার একটি ভালো প্রক্রিয়া । Sales Funnel এর মধ্যে পাঁচটি ধাপ রয়েছে তাহলো :
🔸 1) Attack
🔸 2) Engage
🔸 3) Capture
🔸 4) Nurture
🔸 5) Convert

🟫 1) Attack -> Facebook & YouTube post
🟪 2) Engage -> Like,Share,Comment & Subscribe
⬛ 3) Capture -> Lead Collection
🟫 4) Nurture -> Database Analyses Communication Build
🟥 5) Convert -> Convert to Sales
এই পাঁচটি ধাপের বিষয় গুলা অবলম্বন করলেই একজন সফল Sales Funnel হওয়া আবশ্যক ইনশাআল্লাহ 🥰।

Topic : Affiliate Marketing 🟥  মার্কেটিং হলো : যে কোন ব্রান্ড , ব্যবসা , পন্য বা সার্ভিস কে  মার্কেটে বা জনসাধারনের  মধ...
09/03/2023

Topic : Affiliate Marketing
🟥 মার্কেটিং হলো : যে কোন ব্রান্ড , ব্যবসা , পন্য বা সার্ভিস কে মার্কেটে বা জনসাধারনের মধ্যে প্রচার করা্ এবং সেগুলোর ডিমান্ড ও ভেলু বৃদ্ধি করার উদ্দেশ্যে
করা একটি প্রক্রিয়া ।
🟫 এফিলিয়েট মার্কেটিং র্মূলত : একটি প্রসেস যেখানে আমাদের নিজেদের কোন পন্য নাই । আমরা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পন্য অনলাইনে প্রমোট করবো ।আমাদের প্রমোটকৃত লিংক বা ব্যানারের মাধ্যেমে যখন কোন ব্যক্তি কোন পন্য ক্রয় করবে তখন আমরা নির্দিষ্ট পরিমানে কমিশন পাবো । আর এটাই হচ্ছে মূলত : এফিলিয়েট মার্কেটিং ।

Topic : Content Creation  ⬛ কন্টেন্ট রাইটিং কেন দরকার  ?  ★ মনের ভাবকে  বিস্তারিত ভাবে লিখিত আকারে  প্রকাশ  করার জন্য  ★...
02/03/2023

Topic : Content Creation
⬛ কন্টেন্ট রাইটিং কেন দরকার ?
★ মনের ভাবকে বিস্তারিত ভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য
★ অনলাইনে মার্কেটিং করার জন্য
★ বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য
🟪 একজন কন্টেন্ট রাইটারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয় ?
★ বাংলা বা ইংরেজি যে ভাষাই কন্টেন্ট রাইট করতে চাই না কেন সে ভাষা সম্পর্কে ভালো ধারনা রাখা।
★ প্রাঞ্জল ভাষায় কন্টেন্ট রাইট করতে পারা
★ লেখার মধ্যে বৈচিত্র নিয়ে আসতে পারা
★ সঠিক বানানে কন্টেন্ট রাইট করতে পারা
🟫 ভালো কন্টেন্ট তৈরীর উপায়
🔸 বিভিন্ন ভালো পড়ে একটি সামগ্রিক ধারনা তৈরী করা।
🔸 অন্যের কন্টেন্ট কপি - পেস্ট না করা স্বতন্ত্র কন্টেন্ট তৈরী করা
🔸বানান এবং বাক্যের গঠনের দিকে খেয়াল রাখা
🔸 নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোন তথ্য না দেওয়া
🔸নির্দিষ্ট কোন তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য সূত্র উল্লেখ করা
🔸 অনেক বড় লেখা না লিখে প্যারা আকারে ছোট ছোট করে লেখা
🔸 যথাযথ কি - ওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা
⬛ There Are 4 Part In Standard Content
★ Header / Title
★ Introduction
★ Body
★ Footer
🟪 Content Tyep কত প্রকার?
উত্তর : Content Tyep দুই প্রকার
যেমন : ১) Tutorial Tyep ২) Product Review Tyep
🟫 কন্টেন্ট আকর্ষনীয় করার উপায় -
🔹 সংক্ষেপে এবং ছোট ছোট প্যারা করে লিখা
🔹 ইমোজী রিয়েক্ট ব্যবহার করা
🔹 কনফিডেন্স ও কিউরোসিটি মূলক শব্দ ব্যবহার করা। যেমন : ১০০ % গ্যারান্টি, নিশ্চিত ক্যারিয়ার, আর মাত্র.....
🔹 গুগোল ফর্ম অথবা ওয়েবসাইটের মাধ্যমে ডাটা কালেক্ট করা

Address

Chattogram
Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when Md Bayzid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Bayzid:

Videos

Share


Other Chattogram media companies

Show All

You may also like