তোফাজ্জল হোসাইন

তোফাজ্জল হোসাইন Everyone can do it.
(4)

01/06/2024

আমরাই শেষ জেনারেশন,
গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের হোয়াটস্যাপ চ্যাটিং, ফেসবুক, ই-মেইল পর্যন্তও করছি। অসম্ভব মনে হওয়া অনেক জিনিসই সম্ভব হতে দেখেছি।
আমরা জেনারেশন,
টেলিগ্রাম এসেছে শুনলেই ঘরগুষ্টির মুখ শুকিয়ে যেতে দেখেছি…
আমরাই শেষ জেনারেশন,
মাটিতে বসে ভাত খেয়েছি আর প্লেটে ঢেলে চা খেয়েছি সুরুৎ শব্দে।
আমরাই শেষ জেনারেশন,
ছোটবেলায় বন্ধুদের সাথে লুকোচুরি, বাঘবন্দি, ডাঙ্গুলি, দাড়িয়াবাধা, গোল্লাছুট, মার্বেল খেলেছি, কাঁচা বেলের আঠায় কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি, নাড়া ক্ষেতে ফুটবল বানিয়ে খেলেছি।
আমরাই শেষ জেনারেশন,
হ্যারিকেন আর কূপির আলোতে পড়াশুনা করেছি, বেত থেকে পাখার ডাঁটির চাবকানি খেয়েছি আর চাদরে হাফ বডি ঢুকিয়ে উপুড় হয়ে লুকিয়ে লুকিয়ে পড়েছি দস্যু বনহুর, কুয়াশা, মাসুদ রানা, স্বপন কুমারের সিরিজ।
আমরাই শেষ জেনারেশন,
ফ্যান, এসি, হিটার, ফ্রীজ, গ্যাস, মাইক্রোওভেনের অস্থাবর সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি।
আমরাই শেষ জেনারেশন,
ঈগল পেন থেকে বমি করা সুলেখা কালি হাতে মেখে মাথায় মুছে ‘বাবরের যুদ্ধবৃত্তান্ত’ লিখেছি, বড়দের পকেটে বড় নিবের উইংসাঙ দেখেছি আর নতুন বই-খাতার একটা আলাদা গন্ধ আর আনন্দ উপভোগ করেছি।
আমরাই শেষ জেনারেশন,
বিনা টিফিনে স্কুলে গেছি, ইস্কুলে টিচারের হাতে মার খেয়ে, বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড-রাউন্ড বেদম ফ্রি-ষ্টাইল ওয়ান-ওয়ে ফাইট সহ্য করেছি, দোষ তো আমার নাহলে টিচার মারবেন কেন?
আমরাই শেষ জেনারেশন,
বড়দের সন্মান করেছি এবং এখনো করে যাচ্ছি।
আমরাই শেষ জেনারেশন,
জোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসি’র খবর, অনুরোধের আসর আর বিবিধ ভারতীর শেষ সাক্ষী।
আমরাই শেষ জেনারেশন,
টেলিভিশনে খেলা দেখার জন্য ছাদে উঠে এ্যন্টেনা এডজাস্ট করে স্যিগনাল ধরার চেষ্টা করেছি। আমাদের ছিল তিন লাঠির এন্টেনা, আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিলমিলানি, তাতে কোনও প্রব্লেমই হোত না, ওটা জীবনের অঙ্গ ধরাই ছিল। গন্ডগোল পাকাতো ঐ লোডশেডিং।
আমরাই শেষ জেনারেশন,
আত্মীয় স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি। ইচ্ছে করে বৃষ্টি ভিজে ইস্কুল থেকে বাড়ি ঢুকেছি।
আমরা শেষ জেনারেশন,
সূর্য ডোবার আগেই বাড়ি ঢুকেছি।
আমরা শেষ জেনারেশন,
পূজো বা ঈদের সময় শুধু একটা নুতন জামার জন্য অপারগ বাবার দিকে চেয়ে থেকেছি।
আমরা শেষ প্রজন্ম,
রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখামাত্র রাস্তাতেই নির্দ্বিধায় পায়ে হাত ছুঁয়ে প্রণাম করেছি।
আমরাই লাষ্ট জেনারেশন এখনও বন্ধু খুঁজি। জীবনের চলার স্রোতে হারিয়েছি জীবনের স্বর্গ।
লস্ট প্যারাডাইস।
এখন পৃথিবী রিটার্ন ব্যাক করবে ধীরে ধীরে সেই পিছনের দিনে ফিরে যাবে। আধুনিকতা বলতে আর কিছু সামনের দিকে আসবে না।
পৃথিবীর নানা রকম অবক্ষয় হতেই থাকবে।

#সংগৃহিত

13/10/2023

স্বপ্ন জয়ের অপেক্ষায়
🌹🌹🌹

12/10/2023

ভোরের আলো।
🌄

11/10/2023

চল হারায়, অজানায়।
নিজের অজান্তেই।

09/10/2023

সঠিক সব সময় সঠিক নয়, বেঠিক ও মাঝে মাঝে ঠিক।

09/10/2023

পথ চলা একা একা!

05/10/2023

কেউ নাই তো কি হয়েছে, আল্লাহ তো আছে।

04/10/2023

স্বপ্ন দেখ সেটা, যেটা বাস্তবায়ন করতে পারবে। কারন, আকাশ-কুসুম স্বপ্ন দেখে লাভ নাই।

03/10/2023

সাহসিকতার অপর নাম সুখ!

01/10/2023

জীবন যেখানে যেমন!!!

28/09/2023

মানুষ করে না, করায়।

25/09/2023

কথা হবে ঝিঁ ঝিঁঁ পোকার আলোয়,
কথা হবে নিঃশ্বাসে।
দেখা হবে মুখমুখি বসে
তোমার আমার বিশ্বাসে।

25/09/2023

মনুষ্যত্ব বিকিয়ে কোন কিছু অর্জন করার চেয়ে না পাওয়াই ভালো। 😘

21/09/2023

স্বপ্নের পথে ছুটে চলা।

18/09/2023

স্বপ্ন দেখতে টাকা লাগে না, স্বপ্ন দেখতে মন লাগে। যার স্বপ্ন যত বড়, তার মন তত বড়। 🖤

Address

Mogaltali By Lane, Agrabad
Chattogram
4100

Alerts

Be the first to know and let us send you an email when তোফাজ্জল হোসাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তোফাজ্জল হোসাইন:

Videos

Share

Category