16/01/2025
ইউসেপ চট্টগ্রাম রিজিয়ন আগামী ১৮/০১/২০২৫ ইং রোজ শনিবার আয়োজন করতে যাচ্ছে জব ফেয়ার ২০২৫।
📍স্থান: এ. কে. খান ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট
ওয়াসা রোড, মোহরা কালুঘাট, চট্টগ্রাম
⏰ সময়: সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
📃 জব ফেয়ার এ চাকরি আবেদন এর জন্য ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নির্দেশনা (সিভির সাথে যা সংযুক্ত করতে হবে) :
১. প্রতিটি সিভির সাথে পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।
২. প্রতিটি সিভির সাথে এনআইডি কার্ডের / জম্মনিবন্ধন সার্টিফিকেটের ১ কপি ফটোকপি।
৩. প্রতিটি সিভির সাথে ইউসেপ এবং অন্যান্য টেকনিক্যাল কোর্সের সার্টিফিকেট এর ফটোকপি।
৪. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি।
*বিশেষ দ্রষ্টব্য:* একজন একাধিক কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারবে।