Emranul Haque, HR DESK BD

Emranul Haque, HR DESK BD HR Professional || Content Creator

May Allah Subhanawatawala accept us and our good deeds. Please keep Awaken International School in your Dua.
23/12/2024

May Allah Subhanawatawala accept us and our good deeds. Please keep Awaken International School in your Dua.

I had the opportunity to participate in an insightful Round Table Discussion. It was a fantastic platform for engaging w...
22/12/2024

I had the opportunity to participate in an insightful Round Table Discussion.
It was a fantastic platform for engaging with thought leaders, exchanging ideas, and discussing "Human Resources Expectations" in perspective of Healthcare Industry.
Grateful for the opportunity to contribute and learn from experts in the field, and I'm leaving the discussion feeling inspired and energized about the future.
It was also a small get together program of CTG HR Leaders.
Big thanks to
CUCBA ALUMNI ASSOCIATION for hosting such a dynamic event. Looking forward to implementing some of the ideas we discussed and continuing the conversation!

21/12/2024

সীমিত সময় হাতে নিয়ে এই পৃথিবীতে এসেছি। দ্রুত ফুরিয়ে যাচ্ছে সময়। জাগতিক জীবন শেষ করে অপার্থিব জীবনের দিনগুলো ভালোভাবে কাটানোর প্রস্তুতি নেওয়ার সময় পাবো কি না তা নিয়ে দ্বিধায় আছি। অন্যকে নিয়ে ভাববার সময় আমার নেই। আপনি হয়তো ভাবছেন, এ কেমন কথা? মানুষ মাত্রই অন্যকে নিয়ে ভাববে। এ কথা হয়তো বলার জন্য বলা।
মূলত আমার ভাবনার জায়গাটুকু আমার মতো করে ঠিক করে নিয়েছি।
অন্যকে নিয়ে ভাববার জন্য যে সময়, মেধা দরকার, সে পরিমাণ সময় অপচয় করার মত অবস্থা আমার নেই। আমি নিজেকে নিয়ে ভেবে এখনো শেষ করতে পারিনি।
অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু দেওয়ার বাকি আছে- পরিবার, সমাজ আর রাষ্ট্রকে। এই সীমিত সময়ে কতটুকু দায়িত্ব পালন করতে পারবো, কতটুকু কাজ শেষ করে যাতে পারবো, আমার জানা নেই। তাই অন্যকে নিয়ে ভাবা বাদ দিয়েছি।
নিজেকে নিয়ে ভেবে সময়কে বরকতময় করার চেষ্টা করছি। সীমিত সময়ে অনেক ভালো কাজে নিজেকে যুক্ত করার চেষ্টা করছি। ভালো মানুষের সংষ্পর্শে থাকার চেষ্টা করছি। যেসব মানুষ সারাদিন অন্যের পেছনে লেগে থাকে, তাদের সচেতনভাবে এড়িয়ে চলছি। যারা হারাম আয়ে জড়িত, তাদের কাছ থেকে কোন খাবার বা, সুবিধা না নেওয়ার চেষ্টা করছি। মানুষকে তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাওয়াতায়ালা যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তা পালনে মনযোগী হওয়ার চেষ্টা করছি।
এই সীমিত সময়ে এত এত কাজ বাকি রাখার পরে অন্যকে নিয়ে ভাববার সময় কোথায়?
কাল সকালে পৃথিবী ছেড়ে বিদায় নিলে, দায়িত্ব অবহেলার জন্য আমার রব যখন পাকড়াও করবেন, কি জবাব দেবো? কিভাবে মুখ দেখাবো? কোথায় মুখ লুকাবো? এসব ভাবতে গিয়ে সময় শেষ হয়ে আসছে, মানুষের খারাপ চিন্তা করার সময় কোথায়?
ও আমার রব, আমার সময়ে বরকত দিয়ে দিন, সীমিত সময়ে বেশি কাজ করার তওফিক দান করুন, আপনার কাছে ফিরিয়ে নেওয়ার আগে অর্পিত দায়িত্ব পালন করে ফেরার তওফিক দান করুন।
বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যেভাবে মনে আনন্দ আর মুখে হাসি দিয়েছেন, আল্লাহ সুবহানাওয়াতায়ালা, আমার ইন্তেকালের সময় একই আনন্দ ও হাসিমুখে বিদায়ের সুযোগ করে দিবেন।।

20/12/2024
Allah always listens to your prayer, we just have to be patient for the answer.
16/12/2024

Allah always listens to your prayer, we just have to be patient for the answer.

16/12/2024

যে ১০ ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন :

ফেরেশতারা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। তাঁরা নিষ্পাপ ও পূত-পবিত্র। তাঁরা সর্বদা আল্লাহর তাসবিহ ও ইবাদতে মগ্ন থাকেন। তাঁদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল। মানুষের জন্য ফেরেশতাদের দোয়া করার বিষয়টি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত।

এমন কিছু আমল আছে, যেগুলোর মাধ্যমে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। সেসব আমল থেকে ১০ আমল (সবগুলো নয়) এখানে উল্লেখ করা হলো—

১. অজু করে ঘুমানো : রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি অজু করে রাতযাপন করেন তাঁর শিয়রে একজন ফেরেশতা রাতযাপন করেন। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন (কোনো কোনো বর্ণনা মতে, যতবার ঘুমের ভেতর নড়াচড়া করেন) তখন ওই ফেরেশতা বলতে থাকেন, হে আল্লাহ! অমুককে মাফ করে দিন। কেননা তিনি পবিত্র অবস্থায় রাতযাপন করেছেন।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ১০৫১)

২. মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করা : বারা বিন আজেব (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘নিশ্চয়ই আল্লাহ প্রথম কাতারে সালাত আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৯৮৭

৩. কাতারের ডান দিকে নামাজ পড়া : রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয় আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা কাতারের ডান পাশে সালাত আদায় করে।’ (আবু দাউদ, হাদিস : ৫৭৮)

৪. কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা : রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাত আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে, আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৯৮৫)

৫. দ্বিনি জ্ঞান শেখানো : রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা মানুষকে কল্যাণকর বিষয় (দ্বিনি জ্ঞান) শেখায়। এমনকি গর্তের পিপীলিকা ও সাগরের মাছ তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে।’ (তিরমিজি, হাদিস : ২৬০৯)

৬. রোজার জন্য সাহরি খাওয়া : রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘সাহরি খাওয়া বরকতের বিষয়। তোমরা তা পরিত্যাগ কোরো না। এমনকি এক ঢোক পানি পান করে হলেও (সাহরি খাও)। কারণ যারা সাহরি খায় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করে।’ (মুসনাদ আহমদ, হাদিস : ১১৮৭)

৭. রোগীর সেবা-যত্ন করা : রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিম রোগীর সেবা-যত্ন করে তাহলে আল্লাহ তাআলা তার কাছে ৭০ হাজার ফেরেশতা প্রেরণ করেন। এসব ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সে ব্যক্তি দিনের যেকোনো সময় রোগীর পরিচর্যা করে, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। অনুরূপ যে ব্যক্তি রাতের যেকোনো সময় রোগীর পরিচর্যা করে, সকাল পর্যন্ত তারা তার জন্য দোয়া করতে থাকে।’ (মুসতাদরাক হাকেম, ইবনে হিব্বান ও সহিহ তারগিব ওয়াত তারহিব : ৩/১৯৭)

৮. রাসুল (সা.)-এর ওপর দরুদ পড়া : আবদুল্লাহ বিন আমের বিন রাবিয়া তাঁর পিতা (আমের) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি রাসুল (সা.)-কে মিম্বারে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আমার প্রতি দরুদ পেশ করবে ফেরেশতারা তার জন্য দোয়া করবে। তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দরুদ পেশ করতে থাকে। সুতরাং কম হোক বেশি হোক—যার ইচ্ছা সে দরুদ পড়তে পারে।’ (সহিহুল জামে, হাদিস : ৫৭৪৪)

৯. মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা : রাসুল (সা.) বলেছেন, কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেশতা বলে, আমিন। অর্থাৎ ‘হে আল্লাহ! কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ (তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন)।’ (সহিহ মুসলিম, হাদিস : ৮৮)

১০. প্রতিদিন দান করা : রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে দুজন ফেরেশতা আসেন। তাঁদের একজন বলেন, ‘হে আল্লাহ! খরচকারীর ধন আরো বাড়িয়ে দিন।’ আর দ্বিতীয়জন বলেন, ‘হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন।’ (মুসলিম, হাদিস : ২২২৬)

মহান আল্লাহ সুবহানাওয়াতায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন।

লেখাঃ মাওলানা সাখাওয়াত উল্লাহ।

The fact is that no matter how hard we try, we ultimately commit errors. This is the reason we need to make this du’a fr...
15/12/2024

The fact is that no matter how hard we try, we ultimately commit errors. This is the reason we need to make this du’a frequently. Because as long as we ask for forgiveness with sincerity, Allah will forgive us.

With Awaken International School – I just got recognized as one of their top fans! 🎉
15/12/2024

With Awaken International School – I just got recognized as one of their top fans! 🎉

When you commit sins in private, the witness is Allah himself.
14/12/2024

When you commit sins in private, the witness is Allah himself.

এক সাগর রক্তের বিনিময়ে,বাংলার স্বাধীনতা আনলে যারা,আমরা তোমাদের ভুলবো না।শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৪ ডিসেম্বর। বাঙালিকে মেধা...
14/12/2024

এক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলবো না।

শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৪ ডিসেম্বর। বাঙালিকে মেধাশূণ্য করে দেওয়ার গভীর চক্রান্তের সূচনা হয়েছিল এইদিনে। পরাজয় নিশ্চিত জেনে, পাকিস্তানি শোষক গোষ্ঠী ও তাদের এদেশীয় দোসরেরা, এই মাটির কৃতি সন্তানদের রাতের আঁধারে ডেকে নিয়ে হত্যা করে। মাটি চাপা দেয় মিরপুরে, যেখানে আজ বধ্যভূমি দাড়িয়ে।

দেশ স্বাধীনের পর বীর মুক্তিযোদ্ধারা মিরপুর আক্রমণ করেন, এই আশায়, হয়ত সেখানে বন্দী হয়ে আছে, দেশমাতার কৃতি সন্তানেরা। আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইমদাদুল হক, ছিলেন সেই মুক্তিসেনাদের একজন হয়ে।

আমরা সকল শহীদের মাগফেরাত কামনা করি। যারা দেশের জন্য নিজের জীবন দিয়ে গিয়েছেন, আল্লাহ সুবহানাওয়াতায়ালা তাদের ক্ষমা করে দিন।।

13/12/2024

Beautiful Nasheed

Consider yourself blessed if you lead a God-conscious life, and Allah has given you the privilege of understanding His r...
12/12/2024

Consider yourself blessed if you lead a God-conscious life, and Allah has given you the privilege of understanding His religion.

উচু স্থানে উঠার সময় 'আল্লাহু আকবার' এবং নিচু স্থানে নামার সময় 'সুবহানাল্লাহ' পাঠ করা সুন্নত:-------------উঁচু স্থানে উঠত...
12/12/2024

উচু স্থানে উঠার সময় 'আল্লাহু আকবার' এবং নিচু স্থানে নামার সময় 'সুবহানাল্লাহ' পাঠ করা সুন্নত:
-------------
উঁচু স্থানে উঠতে আল্লাহর বড়ত্ব প্রকাশ স্বরূপ ‘আল্লাহু আকবার’ এবং নীচে নামতে ‘সুবাহানাল্লাহ’ বলা সুন্নত।

জাবির রা. বলেন,
كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا وَإِذَا نَزَلْنَا سَبَّحْنَا
"আমরা যখন উপরের দিকে উঠতাম, ‘আল্লা-হু আকবার’ ও যখন নীচের দিকে নামতাম তখন ‘সুব্হা-নাল্লাহ’ বলতাম।" (বুখারী হা/২৯৯৩)

অন্য হাদিসে বর্ণিত হয়েছে,
عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ وَجُيُوشُهُ إِذَا عَلَوا الثَّنَايَا كَبَّرُوا، وَإِذَا هَبَطُوا سَبَّحُوا . رواه أَبُو داود بإسناد صحيح
ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সেনা বাহিনী যখন উঁচু জায়গায় চড়তেন তখন আল্লাহু আকবার বলতেন। আর যখন নিচু জায়গায় নামতেন তখন সুবহানাল্লাহ’ বলতেন। [আবু দাউদ ২৫৯৯, সনদ সহীহ]

দুর্ভাগ্য হলেও সত্য যে, বর্তমানে এই সুন্নত টি আমাদের মাঝ থেকে প্রায় বিদায় নিয়েছে। তাই এটিকে পুনর্জীবিত করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ।

সুতরাং সিঁড়ি বেয়ে উপরে উঠার সময়, নামার সময়, পায়ে হেঁটে অথবা গাড়িতে চলার ক্ষেত্রে উপরে যাওয়া এবং নিচে নামার সময় আমরা খুব সহজ এই সুন্নতটির প্রতি আমল করে অবারিত সওয়াব অর্জন করতে পারি।

আল্লাহ তাওফীক দান করুন।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার , সৌদি আরব

11/12/2024

প্রতিটি নেয়ামতেরই হিসাব নেয়া হবেঃ

প্রচন্ড রোদের মধ্যে হযরত আবু বকর (রাঃ) তাঁর ঘর থেকে বের হয়ে আসলেন। মসজিদ-ই-নববীর দিকে হাঁটতে শুরু করলেন আবু বকর (রাঃ)। পথেই দেখা হয়ে গেল উমর ইবনুল খাত্তাব (রাঃ) এর সাথে।
--হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেনঃ
– "এই গরমের মধ্যে বাড়ি থেকে বের হয়ে আসলেন যে!"
– "কি করবো? দুঃসহ ক্ষুধা তাড়িয়ে নিয়ে এসেছে আমাকে বাড়ি থেকে।"
– "হে আবু বকর, আমি নিজেও যে একই কারণে ঘর থেকে বের হয়ে এসেছি।"
দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। হঠাৎ দেখলেন রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসছেন তাঁদের দিকে। রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা তুললেন,
– "কি ব্যাপার? এই অসময়ে কোথায় যাচ্ছ তোমরা?"
– "ইয়া রাসুলুল্লাহ! ক্ষুধার কষ্টই আমাদের বাড়ি থেকে বের করে এনেছে।'
– "সেই পবিত্র স্বত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ, আমিও যে একই কারণে বের হয়ে এসেছি ঘর থেকে। চলো সামনে এগিয়ে যাই।
তিনজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছলেন আবু আইয়ুব আল-আনসারী (রাঃ) এর বাড়িতে। আবু আইয়ুব (রাঃ) এর স্বভাব ছিল প্রতিদিন রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাবার তৈরী করে অপেক্ষা করা। তিনি সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম না এলে বাড়ির সবার সাথে সেই খাবার ভাগাভাগি করে খেতেন আবু আইয়ুব।
সেদিনও অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সময় না আসায় তিনি সবাইকে নিয়ে খাওয়া শেষ করে ফেলে বাহিরে গিয়েছিলেন। খাবার শেষ হয়ে গেছে। আর রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর দুই সঙ্গীকে নিয়ে এলেন। তিনি হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) এর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন,
- "আবু আইয়ুব কোথায় গিয়েছে?"
- স্ত্রী জবাব দিলেন, "বাহিরে গিয়েছে। এখুনি এসে পড়বে।"
এই অবস্থায় আবু আইয়ুব আল-আনসারী (রাঃ) এসে একছড়া কাঁচা-পাকা-আধাকাঁচা খেজুর নিয়ে এলেন। রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ
- "এতো খেঁজুর আনলে কেন? শুধু পাঁকা খেঁজুর আনলেই পারতে।"
-তিনি বললেনঃ "সব ধরণের খেঁজুর পেশ করেছি যেটা ভালো লাগে গ্রহন করবেন। অনেক সময় পাঁকা খেজুরের থেকে আধাপাঁকা খেঁজুর মজা লাগে।"
তিনি তাড়াতাড়ি একটি বকরী জবাই করে তা কিছু গোশত আগুনে ঝলসালেন আর বাকিটুকু ভুনা করার ব্যবস্থা করলেন। তাঁর স্ত্রী রুটি বানিয়ে ফেললেন ইতিমধ্যে। মেহমানদের সামনে খাবার পরিবেশন করা হলো এক সময়ে।
রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম খেতে নিয়ে থেমে গেলেন হঠাৎ। তারপর একটি রুটির উপরে কিছু ভুনা গোশত রেখে সেটি আবু আইয়ুব আনসারী'র হাতে দিয়ে বললেন,
"একটু আমার মেয়ে ফাতিমার কাছে দিয়ে এসো এই খাবার। অনেক দিন হয় আমার মেয়ে এমন খাবার খেয়েছে।"
আবু আইয়ুব আনসারী ফাতিমা (রাঃ) খাবার দিয়ে ফিরে এলেন। রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুই প্রিয় সাথীকে নিয়ে খাবার খেলেন। খাবার শেষে খাবারের দিকে তাকিয়ে রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
"রুটি, গোশত, খুরমা, পাকা ও আধ-পাকা খেজুর!" এইটুকু বলতেই গলা ধরে এলো তাঁর। দু'চোখ ভর্তি পানি নিয়ে আবার কথা বললেন রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম,
"মহিমান্বিত আল্লাহ পাকের শপথ, এইসবই হচ্ছে সেই নিয়ামত - যার বিষয়ে তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে।" অতঃপর তিনি পড়লেনঃ
ﺛُﻢَّ ﻟَﺘُﺴـَٔﻠُﻦَّ ﻳَﻮﻣَﺌِﺬٍ ﻋَﻦِ ﺍﻟﻨَّﻌﻴﻢِ ★
"এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।" [সুরা তাকাসুরঃ ৮]
এত কষ্টের পর খাবার খেয়ে হিসেবের কথা শুনে সাহাবীগণ অবাক হয়ে বললেনঃ "এই খাবারেরও হিসেব দেয়া লাগবে?"
রাসুল সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ "তোমরা যখন কোন নিয়ামত গ্রহণ করার জন্য হাত বাড়াবে, তখন 'বিসমিল্লাহ' ( ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ) বলবে। তারপর তৃপ্তি নিয়ে খাবার শেষ করার পরে
বলবে -
'আল'হামদুলিল্লাহিল্লাযি হুয়া আশবা'আনা ওয়া আন'আমা 'আলাইনা ওয়া আফদ্বালা'
( ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺍﻟﺬﻱ ﻫﻮ ﺃﺷﺒﻌﻨﺎ ﻭﺃﻧﻌﻢﻋﻠﻴﻨﺎﻭﺃﻓﻀﻞ )
অর্থঃ "সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আমাদেরকে পরিতৃপ্ত করেছেন এবং আমাদেরকে নিয়ামত দান করেছেন যা অনেক উত্তম।"
তাহলে এই দুয়া আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য যথেষ্ট হবে।
-- আল্লাহ রহম করুন -- আমিন--
(সংগৃহীত)

[সুত্রঃ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদীস থেকে। হায়াতুস সাহাবাঃ খন্ড ১, পৃষ্ঠা ৫১৫ – ৫১৮ আত তারগীব ওয়াত তারহীব, জাকিউদ্দিন আব্দুল আযীম আল-মুনযিরি (রহিমাহুল্লাহ) সুওয়ারুম মিন হায়াতিস সাহাবাঃ খন্ড ১, পৃষ্ঠা ১২৪ – ১৩০]
মহান আল্লাহ সুবহানাওয়াতায়ালা যেন আমাদের সঠিক বুঝ দান করেন, ক্ষমা করেন এবং হেফাজত করেন।

জাযাকা আল্লাহু খাইরান।
Mahfuzur Rahman ভাইয়ের ওয়াল থেকে কপিকৃত।

11/12/2024

Bismillah
A Vision Soon to Be a Reality!
We are delighted to share the 3D design of Awaken International School! This is more than just a building—it’s a symbol of our dream to create a dynamic and nurturing space for learning and growth.

As we take steps to bring this vision to life, we invite you to join us on this incredible journey of transformation and excellence.

Thanks to Archifact Architects for designing. Special thanks goes to Mr and Mrs Habib

Address

Haven, 2nd Floor, 05 Rajapur Lane, Andarkilla
Chattogram
4000

Opening Hours

Monday 19:00 - 22:00
Tuesday 19:00 - 22:00
Wednesday 19:00 - 22:00
Thursday 19:00 - 22:00
Friday 15:00 - 18:00
Saturday 19:00 - 22:00
Sunday 19:00 - 22:00

Telephone

+8801975233888

Alerts

Be the first to know and let us send you an email when Emranul Haque, HR DESK BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emranul Haque, HR DESK BD:

Videos

Share

Category