Emranul Haque, HR DESK BD

Emranul Haque, HR DESK BD HR Professional || Content Creator

লেখা ও ছবি: আরিফ আজাদ ভাই।। একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম সেদিন। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সদ্যই কৈশোরে পড়বে এমন একটা বয়স৷ তা...
25/06/2025

লেখা ও ছবি: আরিফ আজাদ ভাই।।

একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম সেদিন। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সদ্যই কৈশোরে পড়বে এমন একটা বয়স৷ তার সামনে একটা থালা এবং থালায় একটামাত্র শক্ত রুটি। রুটির উপরে একটু লবণ আর সাথে একটা শুকনো মরিচ।

মেয়েটা একটা ম্যাচের কাঠি জ্বালিয়ে সেই শুকনো মরিচটা পোড়াল। তারপর লবণটুকুর সাথে মরিচটাকে কচলিয়ে, সেই শক্ত রুটি ছিঁড়ে ওই মরিচভর্তা দিয়ে রুটি খাচ্ছে আর কাঁদছে।

আমি আদৌ জানি না ভিডিওটা সত্য কী না৷ তবে এটুকু নিশ্চিত জানি—আমাদের চারপাশে এমন অনেক মানুষজন বাস করেন যাদের কাছে প্লেটে একটুকরো মাংস কিংবা একটু গোশতের ঝোল পাওয়াটাও স্বপ্নের মতোন ব্যাপার।

রাস্তাঘাটে যখন খুব বয়োবৃদ্ধ কাউকে রিকশা চালাতে দেখি, অথবা বাংলাবাজার, গুলিস্তান, চকবাজারের মতো জায়গাগুলোতে যখন এমন কাউকে ভারি জিনিসপত্রে বোঝাই ভ্যান ঠেলতে দেখি—অন্তরটা হুঁ হুঁ করে উঠে। মাঠ ফেঁটে চৌচির হওয়ার মতোন রোদে যখন একজন অশীতিপর বুড়ো মানুষ কয়েক আঁটি শাক আর প্রায় শুকিয়ে যাওয়া সবজি নিয়ে গ্রাহকের আশায় রাস্তার একপাশে চাতক পাখির মতো তাকিয়ে থাকে—কী যে মায়া লাগে আর কষ্ট হয় বলে বোঝানো দায়।

মাযলুম উপত্যকাগুলোতে আমাদের বাচ্চাদের বয়েসি বাচ্চারা ঘাস রান্না করে খেয়ে বেঁচে আছে কোনোরকমে৷ একটা ভিডিওতে দেখেছিলাম—সমুদ্র থেকে তারা কচ্ছপ ধরে রান্না করে বা পুড়িয়ে খাচ্ছে যা তারা জীবনেও কোনোদিন খায়নি।

আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতো আরাম আর আয়েশে, কতো আনন্দ আর সুখের মাঝে রেখেছেন, তাই না? আমরা ঠিকঠাক খেতে পারছি। পছন্দের খাবার দাবারের কোনো কমতি নেই৷ আমাদের জীবনে খুব কম ইচ্ছাই অপূর্ণ থাকছে। ভালো পরছি, ভালো জায়গায় ঘুরছি। উৎসব, আনন্দ আর বিনোদনে ভরা যেন আমাদের জীবন।

এই যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে এতো সহজ করেছেন, এতো আনন্দমুখর রেখেছেন আমাদের জীবন, কখনো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরজন্য একবার একান্ত নিরালায়, একান্ত মোনাজাতে, একান্ত ফরিয়াদে কৃতজ্ঞতা জানিয়েছি?

কারও নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, কারও ঘরে নুনও থাকে না, পান্তাও থাকে না৷ অথচ আমাদের ফ্রিজ ভর্তি খাবার, আলমিরা ভর্তি কাপড়। যাবতীয় ইচ্ছা, ছোট আর বড়—আমাদের থাকছে না অপূর্ণ। এই যে জীবনের এই সহজীকরণ, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রহমত।

কখনো কি এই সহজ জীবনের জন্য দু’ফোঁটা অশ্রু নিবেদন করেছি আসমানের রবের সমীপে?

জীবন মিথ্যা, মানুষ মিথ্যাকে আকড়ে ধরতে চায়। মৃত্যু চির সত্য, মানুষ মৃত্যু থেকে পালাতে চায়।।
25/06/2025

জীবন মিথ্যা, মানুষ মিথ্যাকে আকড়ে ধরতে চায়।
মৃত্যু চির সত্য, মানুষ মৃত্যু থেকে পালাতে চায়।।

Big shout out to my newest top fans! 💎 চৌধুরি আসিফ শাফাত, Mohammed Abdul Mannan, মোহাম্মদ মুন্না হোসেনDrop a comment to ...
25/06/2025

Big shout out to my newest top fans! 💎 চৌধুরি আসিফ শাফাত, Mohammed Abdul Mannan, মোহাম্মদ মুন্না হোসেন

Drop a comment to welcome them to our community,

তাকওয়ার একটি দৃষ্টান্ত: একজন নারী আটা মাখছিলেন, অর্থাৎ রান্নার বা রুটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তিনি শুনলেন, ত...
25/06/2025

তাকওয়ার একটি দৃষ্টান্ত:

একজন নারী আটা মাখছিলেন, অর্থাৎ রান্নার বা রুটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তিনি শুনলেন, তার স্বামী মারা গেছেন। সঙ্গে সঙ্গে তিনি হাত গুটিয়ে বললেন—
"এই আটা এখন মীরাসের সম্পত্তি হয়ে গেছে।"

এর অর্থ:

➤ মীরাস অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি। ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্যুর পর সঙ্গে সঙ্গে তার সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হওয়ার অধিকার তৈরি হয়।
➤ ওই নারী বুঝাতে চাইলেন, স্বামীর মৃত্যুর পর যেহেতু সেই আটা তাদের যৌথ বা পারিবারিক সম্পত্তি নয়, বরং সেটা এখন মৃত ব্যক্তির সম্পদ, তাই এটা তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মীরাস বা উত্তরাধিকারীদের মধ্যে হিসাব হয়নি।

মূল বার্তা বা শিক্ষা:

✔ এটা একজন ধর্মপরায়ণ, নীতিনিষ্ঠ এবং আইন মান্যকারী নারীর দৃষ্টান্ত, যিনি সামান্য আটার মতো সাধারণ জিনিসকেও নিজের বলে ধরে নেননি, বরং শরীয়তের নিয়ম মেনে চলেছেন।
✔ সম্পত্তির প্রতি সততা, হালাল-হারামের প্রতি সচেতনতা এবং মৃত্যুর পর সম্পদের আইনি অবস্থা কেমন হয় তা বোঝানোর জন্য এমন উদাহরণ বলা হয়।
✔ এটা সমাজে সততা, ইমানদারী এবং শরীয়তের প্রতি দায়িত্বশীলতা শিক্ষা দেয়।

সংক্ষেপে: এই ঘটনাটি দিয়ে বোঝানো হয়, কেউ যদি খুব ছোট বিষয়েও শরীয়তের বিধান মেনে চলে, তাহলে সে সত্যিকার অর্থে নীতিনিষ্ঠ এবং আল্লাহভীরু

23/06/2025

"They planned, but ALLAH also planned. And ALLAH is the best of planners."

We make so many plans every day for the future, yet none of us knows what the future truly holds or when death will over...
23/06/2025

We make so many plans every day for the future, yet none of us knows what the future truly holds or when death will overtake us. Only Allah is All-Knowing and Aware, and we only have faith to carry us on. We should spend our time doing good and being thankful to Allah for each breath He allows us to take in this world since every moment is a chance to be better.

22/06/2025

ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ) যখন বিয়ে করতে মনস্থির করেন তখন তার চাচিকে বলেন, ওই শায়েখের বাড়িতে দু'জন বিবাহযোগ্য মেয়ে আছে, আপনি তাদের দেখে আসুন এবং তাদের সম্পর্কে আমাকে জানান।
চাচি মেয়ে দুটিকে দেখে আসার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তাদের বর্ণনা দিতে শুরু করলেন। তিনি বাড়ির ছোট মেয়ের ব্যাপারে অনেক প্রশংসা করলেন। ফর্সা চেহারা, তার চোখ ও চুলের সৌন্দর্য, দীর্ঘতা বর্ণনায় পঞ্চমুখ হলেন।
ইমাম আহমদ তখন তাকে বড় মেয়েটির ব্যাপারে বলতে বললেন। বড় মেয়েটির ব্যাপারে তিনি অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে কথা বললেন। অবিন্যস্ত চুল, খর্বকায় উচ্চতা, শ্যাম বর্ণ এবং একটি চোখে ক্রটি থাকার কথা উল্লেখ করলেন।
এরপর ইমাম আহমদ তাকে দুজনের দ্বীনদারির ব্যাপারে জিজ্ঞেস করলেন। জবাবে চাচি বললেন, বড় মেয়েটি দীনদারির দিক থেকে ছোট মেয়ের তুলনার বেশ এগিয়ে। একথা শুনে ইমাম আহমদ বললেন, তাহলে আমি বড় মেয়েটিকেই বিয়ে করব।
বিয়ের ত্রিশ বছর কেটে যাওয়ার পর ইমাম আহমদের স্ত্রী মৃত্যুবরণ করলেন। দাফনের সময় ইমাম আহমদ বললেন, "ইয়া উম্মে আবদুল্লাহ! মহান আল্লাহ তোমার কবর শান্তিময় রাখুন। দীর্ঘ ত্রিশ বছরের বৈবাহিক জীবনে আমাদের মধ্যে একবারও ঝগড়া-বিবাদ হয়নি।"
একথা শুনে তাঁর এক ছাত্র অবাক হয়ে তাঁকে জিজ্ঞেস করলেন, "ইয়া শায়েখ! এটা কিভাবে সম্ভব?"
জবাবে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, "যখনই আমি তার প্রতি রেগে যেতাম তখন তিনি চুপ থাকতেন, আর যখন তিনি আমার প্রতি রেগে যেতেন তখন আমি চুপ থাকতাম। তাই আমাদের মধ্যে কখনোই ঝগড়া-বিবাদ হয়নি।"
[আল ইলমু ওয়াল উলামা : ৩৩৬ ]

21/06/2025

যে আমল ছেড়ে দেওয়া উচিত নয়ঃ

সায়্যিদুল ইসতিগফার (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)।

যে ব্যক্তি দিনে (সকাল) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ দুআটি পড়বে অতঃপর সে সেই দিনে সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি রাতে (সন্ধ্যায়) এ দুআটি দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে অতঃপর সে সেই রাতে ভোর হওয়ার পূর্বেই মারা যাবে, তাহলে সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে।’’
সহীহুল বুখারী ৬৩০৬, তিরমিযী ৩৩৯৩, নাসায়ী ৫৫২২, আহমাদ ১৬৬৬২।

اللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ

হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।

আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা,

وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।

ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু,

أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِيْ

আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ।

আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী।

فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।

ফাগফির লী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা

বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬।

মহান আল্লাহ সুবহানাহু তা'আলা যেন আমাদের তৌফিক দান করেন।

জাযাকা আল্লাহু খইরান।

Address

Haven, 2nd Floor, 05 Rajapur Lane, Andarkilla
Chattogram
4000

Opening Hours

Monday 19:00 - 22:00
Tuesday 19:00 - 22:00
Wednesday 19:00 - 22:00
Thursday 19:00 - 22:00
Friday 15:00 - 18:00
Saturday 19:00 - 22:00
Sunday 19:00 - 22:00

Telephone

+8801975233888

Alerts

Be the first to know and let us send you an email when Emranul Haque, HR DESK BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emranul Haque, HR DESK BD:

Share