Redwanul Hoque

Redwanul Hoque Redwanul Hoque is ready to give you full computer skill and Freelancing services

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহে রাজিউন।🥲
14/08/2023

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহে রাজিউন।🥲

প্রমথ চৌধুরী বলে ছিলেন,"বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে"....চট্টগ্রামের মানুষ হিসেবে ব্যপারটাআসলেই চি...
09/07/2023

প্রমথ চৌধুরী বলে ছিলেন,
"বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে"....
চট্টগ্রামের মানুষ হিসেবে ব্যপারটা
আসলেই চিন্তা করার মত।
সত্য বলতে কি বাংলা ভাষার সাথে চট্টগ্রামের ভাষার ৭০ ভাগই নূন্যতম মিল নেই!!
যেমন টা ধরেন:
মুরগী কে চট্টগ্রামের ভাষায় বলে "কুরো"...
মোরগ কে বলে " লাতা কুরো"..
শালিক পাকি কে বলে "দেচ্ছো"..
তেলাপোকা কে বলে "তেইল্লেচুরা"
কাক কে " হাউওয়ো"
টয়লেট কে "টাট্টি"
খারাপ মানুষ কে " জারগো"
মাউলানা কে " মুলিছাফ"
পেয়ারা কে "গুয়াছি"
শিমের বিচি কে "হাইস্যে"
সমুদ্র কে "দইজ্জে"
কলসি কে "ঠিল্লে"
হঠাৎ কে "আতিক্কে"
পিচ্ছিল কে "বিরবিজ্জে"
ইত্যাদি ইত্যাদি...।
আর চট্টগ্রামের ভাষায় এমন কিছু এপিক
এক্সপ্রেশন আছে যা শুধু বাংলা কেন! পৃথিবীর
কোন ভাষায় অনুবাদ করা যাবেনা।
যেমন ধরুন :
অবাইজ্জেহুদা!!
আত্তামারেবাপ!!!
মাইল্লেপিরে!!!
অবাজিরে!!
উম্মারেম্মা।
এরকম আরো শত শত এক্সপ্রেশন।
তাছাড়া চটগ্রামের #প্রবাদ গুলোও
পুরোপুরি ভিন্ন। যেমন:-
★ফুয়াদেল্লাই ছাড়িত ন পারির,
কেঁডারলাই গিলিত ন পারির।
বাংলা অনুবাদ : স্বাদের জন্য
ছাড়তে পারছি না, কাঁটার জন্য
গিলতে পারছি না।
"পুঁদত নাই তেনা মিডে দি ভাত হানা"
অনুবাদ : গায়ে নেই জামা মিঠায় দিয়ে ভাত খাওয়া।
যা কোনো ভাষায় অনুবাদ করা যায় না
"চেরেত গরি পরি গেইয়ে"
চিটাইংগে ছোটবেলার খেলা
"ইচকিম ইচকিম হাইমর দাঁরা
হাইম গেইয়ে রাজার বারা
রাজার বউয়ের বাইট্টে চুল
টাইনতে টাইনতে লাম্বা চুল
লাম্বা চুলেত্তলে
দুওয়ো বাত্তি জ্বলে
সোনার আত হাডি দিলাম
কেঁচেঁত"
আরো আছে
বাংলাদেশের জাতীয় খেলার চিটাইংগে ভার্ষন
১/"হা ডু ডু লক্কন
তুরে মাইত্তে হতক্কন"।
২/"তুব্বোইন শরত
টিব্বাত্তি বরত"।
★★★মানুষ এই ভাষা কে কঠিন,কুৎসিত, যে
যাই বলুক না কেন🙊
এটাই আমাদের মায়ের ভাষা। এ ভাষা শিখাতে সবাই পাড়ে না। যুগের পর যুগ মানুষ "এ ভাষা" চট্টগ্রামে থেকেও আয়ত্ত করতে পারেনা।
এ ভাষা জন্ম থেকে আয়ত্ত করতে হয়।।
#বেঁচে_থাকুক_চাটগাঁইয়া_ভাষা_অনন্ত_কাল।
"দরহার অইলে এই ভাষারে বাচাইবাল্লাই আঁরা আবার ভাষা আন্দোলন গইজ্জুম"।
" চিটাইংগে মরতপুয়া/মাইয়েপুয়া অক্কল আঁরাতো আঁরাই😃✌
আঁরাই সেরা"।

আল্লাহ আকবার!!!টাইটান সম্প্রতি লেটেস্ট ও সর্বোচ্চ প্রযুক্তির হিউম্যান সাবমেরিন (টাইটান) সমুদ্রের ৩০০০ মিটার গভীরের চাপ স...
25/06/2023

আল্লাহ আকবার!!!

টাইটান সম্প্রতি লেটেস্ট ও সর্বোচ্চ প্রযুক্তির হিউম্যান সাবমেরিন (টাইটান) সমুদ্রের ৩০০০ মিটার গভীরের চাপ সইতে না পেরে বিস্ফারিত হয়েছে।

এফিওনিডি (ফিশ) একটি স্বচ্ছ ও নরম আঠালো প্রকৃতির মাছ। যার আকৃতি মাত্র ১০ সে.মি. (প্রায় ৪ ইঞ্চি)। সমুদ্রের ৬০০০ মিটার গভীরে বসবাস করে, প্রজনন করে ও বাচ্চা প্রতিপালন করে।

অথচ বিবর্তনবাদের হর্তাকর্তারা দাবী করে, এই সৃষ্টিজগৎ কাকতালীয়ভাবে তৈয়ার হয়েছে।

তারা জানে না -
"এটা আল্লাহর সৃষ্টি! সুতরাং তিনি ছাড়া অন্যরা কী সৃষ্টি করেছে আমাকে দেখাও। বরং জালিমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।"
[সুরা লুক্বমান, আয়াত:১১]

যে সাবমেরিন টা দেখা যাচ্ছে এটা আমাদের জীবনের প্রতীক! পৃথিবীর সবচেয়ে মূল্যবান,সবচেয়ে ক্ষমতাবান জিনিস টাকা এই ছোট্ট সাবমের...
23/06/2023

যে সাবমেরিন টা দেখা যাচ্ছে এটা আমাদের জীবনের প্রতীক!
পৃথিবীর সবচেয়ে মূল্যবান,সবচেয়ে ক্ষমতাবান জিনিস টাকা এই ছোট্ট সাবমেরিনটার ভিতরে সেই টাকার মান শুণ্য।

যে মনুষগুলো এই সবমেরিনের ভিতর আটকা পরলো তাদের যদি আপনি জিগ্যেস করতেন তাদের জীবনের অর্জিত সকল সম্পদ নাকি বাতাস?
তারা বিন্দু পরিমাণ সময় ক্ষেপণ না করে বাতাস বেছে নিতো।
সামান্য বাতাসের কাছেও টাকা মূল্যহীন।
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ
প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু।

কি হবে এতো শত অর্জন দিয়ে যদি জীবনটাই না থাকে।😥
09/06/2023

কি হবে এতো শত অর্জন দিয়ে যদি জীবনটাই না থাকে।😥

আকাশ থেকে বাংলাদেশের পঞ্চগড়ের মরিচ শুকানোর দৃশ্য ❤️
25/05/2023

আকাশ থেকে বাংলাদেশের পঞ্চগড়ের মরিচ শুকানোর দৃশ্য ❤️

তুকে লোহার সেন্ডেল দিলেও টিকবেনা _____ মা 🙂
22/05/2023

তুকে লোহার সেন্ডেল দিলেও টিকবেনা _____ মা 🙂

  🙂😥
13/05/2023

🙂😥

Mother is be best warrior in the world 🖤
13/05/2023

Mother is be best warrior in the world 🖤

স্বাধীনতা কমপ্লেক্স, চট্টগ্রাম মিনি বাংলাদেশ ❤️
11/05/2023

স্বাধীনতা কমপ্লেক্স, চট্টগ্রাম
মিনি বাংলাদেশ ❤️

Beauty in all its forms ♥
10/05/2023

Beauty in all its forms ♥

নব্বই দশকের পোলাপান ছাড়া এই মজা কেউ বুঝবে না 🚶‍♂️🚶‍♂️🏃‍♂️🏃‍♂️
10/05/2023

নব্বই দশকের পোলাপান ছাড়া
এই মজা কেউ বুঝবে না 🚶‍♂️🚶‍♂️🏃‍♂️🏃‍♂️

06/05/2023

মনে আছে এই সেই গোল যা পুরো বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা টিমকে বদলে দিয়েছিল❤️
#ফুটবল

 #বাংলাদেশের মুদ্রা
28/04/2023

#বাংলাদেশের মুদ্রা

৬ টি কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ।'🐈—তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে।—নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল।—তারা সুন্...
27/04/2023

৬ টি কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ।'🐈

—তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে।
—নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল।
—তারা সুন্নত নিয়ে আসে।
—তাদের লালা বিশুদ্ধ।
—তারা নিজেদের পরিষ্কার করে।
—তারা খুব শান্ত।

◼️ইসলামে বিড়াল সম্পর্কে তথ্যঃ-
—হযরত মোহাম্মদ (صلى الله عليه وسلم) বিড়াল পছন্দ করেন।
—বিড়াল পরিষ্কার এবং খাঁটি প্রাণী।
—বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে।
—বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ।
◼️মহানবী(সাঃ) আবুহুরাইরা (রাঃ)-কে বিড়ালের পিতা বলে ডেকেছেন। কারণঃ তিনি বিড়াল পোষতেন এবং ভালোবাসতেন।

◼️একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে। যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়ায়নি, এবং পৃথিবীর কীটপতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি।
[আল-বুখারি: 3140, মুসলিম: 2242]📖

তাই যদি কোন বিড়াল বা কোন প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তা উপেক্ষা করবেন না। এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কল‍্যাণের জন্য এবং কিছু গুনাহ দূর করার জন্য।(সুবহানাল্লাহ)🖤

◼️আসুন, বিড়াল সম্পর্কে কিছুটা অবগত হই এবং ভালো ধারণা অর্জন করি।

বিড়াল, খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না। যেমন,- ভাত, তরকারি ও দুধ ইত্যাদি খাবারে বিড়াল যদি মুখ দেয় বা খায়, তাহলে এই খাবার আপনি খেতে পারেন তাতে দোষ নেই। বিড়ালের মুখ পাক।

◼️একটি সতর্কতাঃ
বিড়াল অসুস্থ হলে সতর্ক থাকবেন। বিড়ালকে সুস্থ করে তুলার জন্য সুচিকিৎসার ব‍‍্যবস্থা করবেন। এটা হবে আপনার জন্য সওয়াবের কাজ।

◼️একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলিকে তাড়াতে পারে।

◼️বিড়াল যদি কাঁদে তবে এটি আশেপাশের লোকেদের কাছে একটি খবর বা সতর্কবার্তা প্রদান করতে পারে।

◼️যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে তার শরীরকে ঘসে, তখন বুঝবেন বিড়ালটি আপনাকে ভালোবাসা জানাচ্ছে এবং খারাপ আত্মা তাড়িয়ে দিচ্ছে। আপনার মধ্যে যদি দোষীত কোনো কিছু থেকে থাকে তাহলে তা দূর করছে।

◼️আপনি কি জানেন?
আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার
পাশে একটি বিড়াল থাকবে, তখন কোনও অস্বাভাবিক প্রাণী আপনার কাছে আসবে না। কারণ, অস্বাভাবিক প্রাণীগুলো বিড়ালকে ভয় পায়।

তাই বিড়ালদের তাড়িয়ে দিবেন না, আঘাত করবেন না, কারণ বিড়াল উপকারী প্রাণী।

◼️রাসূল (সাঃ) বলেনঃ
আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
[আবু দাউদঃ ৫১৫]📖

ঈদ সালামী দেওয়ার জন্য টাকা রেডি করতেছি😇একবার চাইলেই পেয়ে যাচ্ছেন ঈদ সালামী😊
23/04/2023

ঈদ সালামী দেওয়ার জন্য টাকা রেডি করতেছি😇
একবার চাইলেই পেয়ে যাচ্ছেন ঈদ সালামী😊

আলহামদুলিল্লাহ, ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে।
21/04/2023

আলহামদুলিল্লাহ,
ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে।

Address

Cox'sbazar
Chattogram
4000

Alerts

Be the first to know and let us send you an email when Redwanul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Redwanul Hoque:

Videos

Share