Lutfunessa Sadia

Lutfunessa Sadia Hello.This is Sadia.I'm canva designing expert with 6 months of experience.

09/06/2024

জেনে নিন চট্টগ্রাম মহানগরীতে কত নাম্বার বাস কোন রুটে চলে।

🛑১- রুটঃ নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - সিরাজ উদ দৌলা রোড - চকবাজার - কাপাসগোলা - বাদুড়তলা - বহদ্দারহাট
🛑২- রুটঃ নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - জামালখাঁন - চকবাজার - মেডিকেল/প্রবর্তক - ২ নং গেট - মুরাদপুর - বহদ্দারহাট পুলিশ বক্স - বাস টার্মিনাল - পুরান চান্দগাঁও - শরাফত পেট্রোল পাম্প - সি এন্ বি রাস্তার মাথা - কাপ্তাই রাস্তার মাথা
🛑৩- রুটঃ নিউ মার্কেট - ডি.সি. হিল - কাজীর দেউরী - আলমাস - গোলপাহাড় - প্রবর্তক মোড়- মুরাদপুর - বিবিরহাট - অক্সিজেন - নতুনপাড়া - আমানবাজার - বড়দিগির পাড় - ফতেয়াবাদ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
🛑৪- রুটঃ নিউ মার্কেট - টাইগারপাস - লালখাঁন বাজার - ওয়াসা মোড় - গরীবুল্লাহ শাহ মাজার/জিইসি - ঝাউতলা - একে খান - কর্ণেল হাট - ফৌজদারহাট - ভাটিয়ারী
🛑৬- রুটঃ লালদীঘি - নিউ মার্কেট - টাইগার পাস - দেওয়ানহাট - বাদামতলী মোড় (আগ্রাবাদ) - বারেক বিল্ডিং - সল্টগোলা - ইপিজেড - বন্দরটিলা - সিমেন্ট ক্রসিং - কাঠগড় - সী বিচ
🛑৭- রুটঃ কোতোয়ালি - নিউ মার্কেট - বিআরটিসি বাস স্ট্যান্ড - কদমতলী - টাইগারপাস - দেওয়ানহাট মোর - চৌমুহনী মোড় - বাদামতলী মোড় - বেপারী পাড়া - মুহুরী পাড়া - শান্তিবাগ - আগ্রাবাদ - আগ্রাবাদ একসেস রোড - এসি মসজিদ - নয়াবাজার - সরাইপাড়া - সাগরিকা - অলংকারমোড় - একে খান
🛑৮- রুটঃ নিউ মার্কেট - টাইগার পাস - লালখান বাজার - জিইসি - ২ নং গেট - বায়েজিদ বোস্তামী - অক্সিজেন
🛑১০- রুটঃ কালুরঘাট - কাপ্তাই রাস্তার মাথা - বহদ্দারহাট - মুরাদপুর - ২ নং গেট - জিইসি - লালখান বাজার - টাইগার পাস - দেওয়ানহাট - বাদামতলী মোড় (আগ্রাবাদ) - বারেক বিল্ডিং - সল্টগোলা - ইপিজেড - বন্দরটিলা - সিমেন্ট ক্রসিং - কাঠগড়
🛑১১- রুটঃ ভাটিয়ারী - কর্ণেল হাট - একে খান - নয়া বাজার - বড়পোল - সল্টগোলা ক্রসিং - ইপিজেড - বন্দরটিলা - কাঠগড় - সী বিচ.........

09/06/2024

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

সংগৃহীত :- Maria Mim Sheila

04/06/2024

★দেশের বেকারত্বের সমস্যা :-
~~~~~~~~~~~~~~~~~~~
#ছোট্ট স্বাধীন এই দেশের কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো বেকারত্ব। সমস্যা এত প্রকট যে এশিয়া মহাদেশের মধ্যে আমাদের এদেশ দ্বিতীয় স্থানে। ১০ বছর আগে এদেশে প্রায় ১২ লাখ মানুষ বেকার ছিল। কিন্তু বর্তমান দ্বিগুণ হয়ে বেকার জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখে। বেকারত্ব আমাদের জন্য যেন একটা অভিশাপে হয়ে গেছে।
বেকারত্ব বাড়ার একটি অন্যতম কারণ হলো আমাদের দেশে শিক্ষিত মানুষের পরিমাণ যেই হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে কর্মক্ষেত্র‍ তৈরি করা সম্ভব হয়ে উঠছে না।

আরও একটি কারণ হলো যোগ্যতা অনুযায়ী চাকুরি না পাওয়ার কারনেও অনেকে চাকরি করতে চাই না।

তাছাড়া উচ্চ শিক্ষিত হওয়ার ফলে আমাদের দেশের প্র‍েক্ষাপট অনুসারে চাইলেও যেকোন কাজ করা সম্ভব হয়ে উঠছে না।যার ফলে দিন দিন বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

কর্মসংস্থান না পেয়ে লাখো যুবক পথে পথে ঘুরে। চাকরিতে সীমিত পদের জন্য হাজার হাজার আবেদন পড়ে। এত আবেদনকারীর মাঝে নিজেকে অসহায় লাগে। এমন পরিস্থিতিতে চাকরি না পেয়ে দুশ্চিন্তায় কুরে কুরে খায় অগণিত যুবককে। আর যখন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত হয়ে বের হয় তার জন্য তো আরো বেদনাদায়ক।

আমাদের দেশে বেকারত্বের মূল কারণ অদক্ষ শিক্ষাব্যবস্থা, স্বজনপ্রীতি, মানসিকতা পরিবর্তনেরঅভাব, অতিরিক্ত আত্মসম্মানবোধ, পুঁজির অভাব।

★কীভাবে এটার সমাধান হবে?
এ সমস্যা কমিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে। যেমন- এ দেশে কর্মমুখী শিক্ষার খুব অভাব। কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন করতে হবে। একজন যুবককে শুধু শিক্ষিত হলে হবে না। তাকে হাতে-কলমে কাজ শিখতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে কর্মসংস্থান পদ অনুযায়ী ভর্তি করাতে হবে। কার্যকরী শিক্ষা দিতে হবে। চাকরির অপেক্ষা না করে যুবকদের স্বল্প পুঁজি নিয়ে হলেও উদ্যোক্তা হতে হবে। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে হবে। মনোবল বা আত্মবিশ্বাস বাড়াতে হবে। নিজের উদ্যোগকে ছোট করে দেখা যাবে না। মনে রাখতে হবে ‘বিন্দু বিন্দু করেই মহাসিন্ধু’। পাছে লোকে উপহাস করবে তাতে কান দেয়া যাবে না। শিল্পনির্ভর কাজ করতে হবে। যুবকদের যোগ্যতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তিনির্ভর কর্মদক্ষতা বাড়াতে হবে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনভিত্তিক কাজ করার মাধ্যমেও কর্মসংস্থান করা যেতে পারে।

পরিশেষে বলা যায়, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কোনো কাজকে ছোট করে দেখলে হবে না। নিজের কাজের প্রতি যত্নবান, শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে ধীরে ধীরে আমাদের দেশে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব।

🚫 ডিসেম্বর থেকে আপনার অব্যবহৃত "গুগল একাউন্ট" বন্ধ হয়ে যাবে 🚫 প্রয়োজনীয় কোন  alternative  গুগল একাউন্ট থাকলে একাউন্ট লগই...
27/11/2023

🚫 ডিসেম্বর থেকে আপনার অব্যবহৃত "গুগল একাউন্ট" বন্ধ হয়ে যাবে 🚫

প্রয়োজনীয় কোন alternative গুগল একাউন্ট থাকলে একাউন্ট লগইন করে একটিভ করে নিন।

হেরে যাওয়া খারাপ নয়, কিন্তু হেরে গিয়ে আবার চেষ্টা না করা খুব খারাপ।
21/11/2023

হেরে যাওয়া খারাপ নয়, কিন্তু হেরে গিয়ে আবার চেষ্টা না করা খুব খারাপ।

 #ফেসবুক_নিউ_আপডেট_!ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আনঅ্যাক্টিভ আপনাকে লাইক কমেন্ট কিছুই করেনা.!আপনি চাইলে এখন থেকে তাদেরকে আন...
19/11/2023

#ফেসবুক_নিউ_আপডেট_!

ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আনঅ্যাক্টিভ আপনাকে লাইক কমেন্ট কিছুই করেনা.!

আপনি চাইলে এখন থেকে তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারবেন অ্যান্ড সেটা ফেসবুক নিজে থেকে অফিশিয়ালি সিস্টেম বাহির করছে .!

ফেসবুক অফিশিয়ালি লাস্ট ৯০ দিনের কাউন্টিং করে.!

৯০ দিন এর মধ্যে যারা আপনাকে লাইক কমেন্ট কিছুই করে নাই বা একটিভ ছিল না তাদের লিস্ট আপনাকে জানিয়ে দিবে।

#ফেসবুক
#আপডেট

এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। মূলত আপনার ডিভাইস যেটি দিয়ে অনেক লং টাইম আপনি আপনার ফেসবুক একাউন্ট টি ব্যবহার করছেন সেই ডিভ...
01/11/2023

এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই।

মূলত আপনার ডিভাইস যেটি দিয়ে অনেক লং টাইম আপনি আপনার ফেসবুক একাউন্ট টি ব্যবহার করছেন সেই ডিভাইস এর জন্য 2 Factor Authentication এর দরকার হবে না।

এটাই তাদের মূল নোটিশ।

❌ সতর্কমূলক পোস্ট  ❌আমাদের সবার ফোনে ঠিক এইরকম একটি মেসেজ আসে৷ আর সেখানে লিখা থাকে আপনি ইন্টারভিউ তে পাস করেছেন এবং প্রত...
30/10/2023

❌ সতর্কমূলক পোস্ট ❌

আমাদের সবার ফোনে ঠিক এইরকম একটি মেসেজ আসে৷ আর সেখানে লিখা থাকে আপনি ইন্টারভিউ তে পাস করেছেন এবং প্রতি দিন ২ হাজার টাকা করে সেলারি পাবেন। এবং সে সাথে একটি লিংক ও দেওয়া আছে।

❎ ভুলেও এই লিংক টিতে ক্লিক করবেব না ❎

ডিজিটাল যুগে স্ক্যাম এবং জালিয়াতি ক্রমাগত বেড়েই চলেছে। আপনি আপনার অজান্তেই এমন একটি ভুল করে বসবেন, যা আপনাকে বিরাট বিপদের দিকে নিয়ে যাবে। সারা জীবনের সঞ্চয় করা কষ্টের টাকা এক মুহূর্তই খুইয়ে ফেলবেন। স্ক্যামাররাও প্রতিনিয়ত নতুন নতুন পন্থা খুঁজে চলেছে মানুষকে ঠকানোর জন্য। স্ক্যামাররা বিভিন্ন ধরণের এ্যাপ্স ও ওয়েবসাইট খুলে সহজেই ইনকাম করা যাবে বলে সবাইকে প্রতারণার ফাঁদে ফেলছে।

তেমনি এইরকম একটি মেসেজের মাধ্যমেও আপনি হারাতে পারেন আপনার জমানো টাকা। আমাদের সকলেই সতর্ক থাকতে হবে।




চাকরির অভাবে বা নিজের স্বাধীনচেতা মনের জন্য বা অন্য কোনো কারণে মানুষ নিজের আত্মকর্মসংস্থান বেছে নেন। এই কর্মসংস্থান বেছে...
28/10/2023

চাকরির অভাবে বা নিজের স্বাধীনচেতা মনের জন্য বা অন্য কোনো কারণে মানুষ নিজের আত্মকর্মসংস্থান বেছে নেন।
এই কর্মসংস্থান বেছে নিলে কাউকে অন্যের ওপর নির্ভর করে থাকতে হয় না! তার মনের মধ্যে এক অদ্ভুত শক্তির সৃষ্টি হয়। এবং মানুষ টি ধীরে ধীরে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠেন!' 🌸

একটি কর্ম একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে,পরিবারের হাল ধরে, সমাজের উন্নয়ন করে,রাষ্ট্রকে সমৃদ্ধশালী করে।
সেই কাজটি যদি নিজ উদ্যোগে হয়ে উঠে,নিজের আত্ব-প্রচেষ্টা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে বিকশিত হয়।কাজ করা সহজ -তবে কাজের ক্ষেত্র তৈরি করা জীবনের সেরা একটি চেলেঞ্জ!' 🌸

কেউ দৈহিক ঘাম ঝড়িয়ে কাজ করে, কেউ শক্তি ও মেধা দিয়ে পরিকল্পিত কাজ করে, আর প্রজ্ঞাবান মানুষ মনের মাধুরি মিশিয়ে কাজের প্রক্রিয়া তৈরি করে।
যারা কর্মক্ষেত্র তৈরি করে তারাই একদিন মহান মানুষ হয়,সে নিজে স্বাবলম্বী হতে পারে- সাথে আরো অনেক কর্মসংস্থান তৈরি করে দেয়।
তাই চাকরি নয় আত্মকর্মসংস্থান তৈরির দিকে মনোনিবেশ করতে হবে!' 🌸

আজ সন্ধ্যায় একটা ঘটনা শুনলাম। ২২ হাজার টাকা বেতনের একটা সরকারী চাকরী পাওয়ার জন্যে এক ব্যক্তি ৩০ লক্ষ টাকা সংগ্রহ করেছে। ...
27/10/2023

আজ সন্ধ্যায় একটা ঘটনা শুনলাম। ২২ হাজার টাকা বেতনের একটা সরকারী চাকরী পাওয়ার জন্যে এক ব্যক্তি ৩০ লক্ষ টাকা সংগ্রহ করেছে। তাকে বলা হলো, এতো টাকা দিয়ে এতো কম বেতনের চাকরী নিয়ে কি লাভ? তার চেয়ে খুব ভালো একটা বিজনেস প্লান আছে। আপনি সেখানে ইসভেস্ট করেন। সে রাজি নয়। ব্যবসায়ে অনেক রিস্ক। সে চাকরীই করবে। তবে ৩০ লক্ষ টাকা দিতে চাওয়ার পরেও চাকরীটা সে পায় নাই। যে পেয়েছে, সে ৭৫ লক্ষ টাকা খরচ করেছে।

৭৫ লক্ষ!! মানে, পৌনে এক কোটি। এই টাকা দিয়ে ছোটখাটো একটা গার্মেন্টস ফ্যাক্টরী দাঁড় করানো যায়। একটা মেইন স্ট্রীম চলচ্চিত্র বানানো যায়। ১০/১৫টা ভালো মানের টিভি নাটক বানানো যায়। ৫টা মিনিবাস কেনা যায়। প্রায় ৭০টা গরু কেনা যায়। ৩০ থেকে ৪০ শতক আবাদী জমি কেনা যায়। অথচ মাত্র ২২ হাজার টাকা বেতনের একটা চাকরী পাওয়ার জন্যে এই টাকা খরচ করা হচ্ছে। এখানে চারটি বিষয় বিবেচনাযোগ্য।

প্রথমটি হলো, যে ৭৫ লক্ষ টাকা খরচ করেছে, তার অবশ্যই ঐ চাকরীতে থেকে অন্তত ৭৫ কোটি টাকা আয় করার পরিকল্পনা আছে। এই বিবেচনাটা অবশ্য আমাদের কাছে নুতন নয়। মাঠে ময়দানে চায়ের টেবিলে এই নিয়ে আমরা হর হামেশাই আলোচনা করি।

দ্বিতীয় বিবেচনাটা হলো, যে ব্যাক্তি এই কাজটা করেছে, সে উচ্চবিত্ত মানে, রাঘব বোয়ল নয়। মধ্যবিত্ত পরিবারেরই সদস্য। নিরীহ চুনোপুঁটি। আপাতত তার হাত দিয়ে মাত্র ৭৫ লক্ষ টাকার দূর্নীতি হয়েছে। তবে সেটা যখন ৭৫ কোটিতে গিয়ে ঠেকবে, তখন অবশ্য সে রাঘব বোয়ালের কাতারেই পড়বে। মানেন আর না মানেন, চুনোপুঁটি থেকেই রাঘব বোয়ালের জন্ম হয়।

তৃতীয় বিবেচনাটা হলো, এই দেশের অধিকাংশ মানুষ সৎ পথে পরিশ্রম (ব্যবসা/কৃষি) করে বড়লোক হওয়ার চেয়ে অসৎ পথে বসে বসে (সরকারী চাকরী) করে বড়লোক হওয়াকে বেশী নিরাপদ ও বাস্তবাদীতা বলে বলে মনে করে।

সব শেষ বিবেচনাটি হলো, ৭৫ লক্ষ টাকা দূর্নীতির সাথে জড়িত হওয়া ব্যক্তিটির যে আত্মীয় বন্ধুরা তাকে ঘুষের টাকা সংগ্রহ করতে সহায়তা করেছে, তাদের ফেসবুকে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একটা করে ‘দেশ গেল’ ‘দেশ গেল’ টাইপের স্টাটাস খুঁজে পাওয়া যায়।

দেশটা কোথায় গেল এবং কারা নিয়ে গেল, তা আশা করি অনুধাবন করতে পারছেন। ঘরে আয়না আছে তো নিশ্চয়....
Ihtisham Ahmed ভাইয়ের টাইমলাইন থেকে 💙

26/10/2023

ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার জন্য দুটি মূল জিনিস দরকার:
নির্দিষ্ট বিষয়ে দক্ষতা
সেলস স্কিল

নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন

আপনি প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। যে কাজ যত কম মানুষ করতে পারে, সেই কাজের চাহিদা তত বেশি। তাই এমন ধরনের কাজ শিখুন, যা আশেপাশের সবাই পারে না। উদাহরণ স্বরূপ ঃ বর্তমানে PODCAST এর একটা ট্রেন্ড চলতেসে , আপনি Audio এডিটর হতে পারেন।

সেলস স্কিল
আপনার দক্ষতা থাকলেই হবে না, আপনাকে সেই দক্ষতা অন্যদের কাছে বিক্রি করতেও জানতে হবে। অর্থাৎ, আপনাকে আপনার কাজের প্রচার করতে হবে এবং গ্রাহকদের খুঁজে বের করতে হবে।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, লিঙ্কডইন বা আপনার নিজস্ব ওয়েবসাইট ইত্যাদি মাধ্যমে আপনি আপনার কাজের প্রচার করতে পারেন।

আমরা অনেক জটিল করে চিন্তা করি বলেই ফ্রিল্যান্সিং ব্যাপারটা আমাদের কাছে এতো জটিল লাগে।

আপনি এই দুইটা জিনিস যদি একবার ধরে ফেলেন আপনাকে আর ঠেকায় কে?

জীবন দৃষ্টিকোণ সম্পর্কে. অন্ধ এবং সীমাবদ্ধ হবেন না. আমাদের জীবন প্রসারিত করতে আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন! 🤍✨
24/10/2023

জীবন দৃষ্টিকোণ সম্পর্কে. অন্ধ এবং সীমাবদ্ধ হবেন না. আমাদের জীবন প্রসারিত করতে আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন! 🤍✨

★What is Affiliate Marketing?=>Affiliate marketing refers to the practice of a person or company marketing products thro...
24/10/2023

★What is Affiliate Marketing?

=>Affiliate marketing refers to the practice of a person or company marketing products through which an affiliate is paid a commission. An affiliate simply finds a product that they like, promotes it and gets a share of every sale. Affiliate links link from one website to the other and track sales.

★Effectiveness of Affiliate marketing in business.

=>Nowadays, most of the people do more shopping online. As a result, online business is also increasing day by day. But in case of any product or service from online, customer wants to know details about that product and service. Even people who have bought this product or service before can get a little idea about the product by looking at the reviews given about that product. Since they cannot hold or touch the online product even if they want, they want to know the truth, quality, value, quality of the product before taking the product or service.Affiliate marketing does not require any investment.There is no need to have any own product. You can promote the product as you like. You can work online from home. You don't have to worry about the service after selling the product. Full time career can be made. There is freedom of time. A lot of respect is available to different companies. Affiliate marketing does not require any bids.Affiliate marketing has the opportunity to work independently.With an affiliate site it is possible to earn in multiple ways. Unlimited income is possible.

★Platform of Affiliate marketing.

=>There are various platforms of affiliate marketing, some of them are:
1.Udemy
2.Godaddy
3.bKash
4.Amazon
5.Foodpanda
6.10 minute school
7.Rokomari
8.Daraz
9.Pathao
10. Netflix
11. Upwork
12. Toptal
13. Fiverr
14. Ali express

★Why Affiliate marketing is a great option as a career?

=>I think Affiliate Marketing is a such a good option to start a career. Where we can work as a Boss of ourself. We can Digitally promote services & product through Digital pl

★ব্যবসায় সাফল্য লাভের মূল একটি মন্ত্র হলো ঠিকভাবে ব্যবসার প্রচারণা করা। কথায় আছে না, প্রচারেই প্রসার। ব্যবসার প্রসার ত...
22/10/2023

★ব্যবসায় সাফল্য লাভের মূল একটি মন্ত্র হলো ঠিকভাবে ব্যবসার প্রচারণা করা। কথায় আছে না, প্রচারেই প্রসার। ব্যবসার প্রসার তখনই হবে যখন এর প্রচারণা ঠিকমতো হবে। ব্যবসা বাণিজ্যের শুরু থেকেই প্রচারণার ব্যাপারটি সাথে জড়িত আছে। তবে আধুনিকতার জুগে এই প্রচারণার ব্যবস্থাটিও হয়ে উঠেছে আধুনিক। প্রচারণার এই আধুনিকতার নাম হলো ডিজিটাল মার্কেটিং।

★ডিজিটাল মার্কেটিং কি ও ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হল----

১। ডিজিটাল মার্কেটিং কি?
=>সহজ ভাষায়~ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো।
এক কথায়~ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য, প্রতিষ্ঠান বা ব্রান্ডের প্রচারণাকে বুঝায়।

২।ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কী?

=>ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব --
★সহজে এবং তাড়াতাড়ি ব্যবসার প্রচার:-
ডিজিটাল মার্কেটিং এর কৌশল ব্যবহার করে ক্রেতাদের অনলাইন উপস্থিতিকে কাজে লাগিয়ে ব্যবসার খুব তাড়াতাড়ি প্রচার করা যায়।এতে কম সময়ের মধ্যেই আপনার ব্যবসার বিষয়ে অধিক লোকেরা জেনেনিতে পারেন এবং ব্যবসায় উন্নতি হতে বেশি সময় লাগে না।
২০১৯ সাল অনুযায়ী, প্রায় ৪৩০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন এবং বছরের পর বছর এই সংখ্যাও দ্রুত গতিতে বেড়েই চলেছে।
এখন, কোনো ব্যবসায়ী যদি এই ইন্টারনেট পরিষেবার সাহায্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার পণ্যের প্রচার শুরু করেন; তখন তিনি একই সাথে অনেক সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছতে পারেন এবং সেটাও কেবল একটি ল্যাপটপ বা মোবাইল এর মাধ্যমে।
সেক্ষেত্রে, বুঝতেই পারছেন যে অনলাইন মাধ্যমে আপনার ব্যবসার প্রসার অত্যন্ত জরুরি।

★গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি:-
ডিজিটাল মার্কেটিংকে হাতিয়ার করে আপনি ক্রেতাদের সাথে খুব সহজেই একটা সুসম্পর্ক তৈরী করতে পারেন।
এখানে, একজন মার্কেটিং বিশেষজ্ঞ, ব্যবসায়ীদের সাথে তাদের ক্রেতাদের একটি ভালো যোগাযোগ এর মাধ্যম তৈরী করে দেন।
এর ফলে, আপনি খুব সহজেই আপনার সম্ভাব্য ক্রেতাদের প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারেন।
অথবা,তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে বিশেষ খেয়াল রাখতে পারেন।

★কম খরচে মার্কেটিং সম্ভব:-
পুরোনো ধরণের মার্কেটিং-এর তুলনায় ডিজিটাল মার্কেটিং-এ খরচ অনেকটাই কম হয়।অনলাইন দুনিয়ার পরিধি অনেকটা বেশি হওয়ায়, আপনার ব্যবসার প্রচার অনেক ক্ষেত্রেই অনেকটা বেশি হয়।
এর পাশাপাশি আরও অনেক রকমের সুবিধা পাওয়া যায় এর মাধ্যমে।

মেসেঞ্জারে  চেহারা  না দেখে প্রেমে পড়ার  সংখ্যা  অনেক। মেসেঞ্জারের এই সম্পর্কগুলো দেখে মনে হয়  স্বামী-স্ত্রীর মাঝেও হয়তো...
21/10/2023

মেসেঞ্জারে চেহারা না দেখে প্রেমে পড়ার সংখ্যা অনেক। মেসেঞ্জারের এই সম্পর্কগুলো দেখে মনে হয় স্বামী-স্ত্রীর মাঝেও হয়তো এতো ভালোবাসা নেই । যতটা না তাদের মাঝে আছে।মেসেঞ্জারের সম্পর্কগুলোর সূচনাটা দেখে যে কারও হিং'সা হবে। কিন্তু মাস পার হতে না হতেই বুঝা যায় ভালোবাসাটা আসলে কতটুকু খাঁটি।

ফেসবুকে প্রেমের সূচনা ল'গ্নে আদর-যত্নের কমতি হয় না।রাখা হয়ে যায় বাচ্চার নাম,সাংসারিক প্ল্যানও বাকি থাকে না। কত মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখা হয়। কত আবেগ মাখা কথা হয়। কিন্তু এতো গভীর ভালোবাসাটা সাধারণত অবি'শ্বাস আর সন্দে'হের কারণেই ভেঙে যায়।

প্রশ্ন হচ্ছে যেখানে একজন আরেকজনের প্রতি বিশ্বা'সী নেই সেখানে সম্পর্কের শুরুতে এতো গভীর ভালোবাসা সৃষ্টি হয়েছিল কোথা থেকে? উত্তর ভালোবাসা পরিবর্তনশীল। কাউকে ভালোবেসে ফেলা সহজ। কিন্তু সারাজীবন ভালোবেসে যাওয়াটা সহজ না।

একটি মার্কেটে যেখানে ৩ টা কামরাঙ্গার দাম ৩১রিয়াল যার বাংলাদেশি টাকায় মুল্য ৯০০+ টাকার মত।অথচ কত কামরাঙ্গা গাছের নিছে পড়ে...
19/10/2023

একটি মার্কেটে যেখানে ৩ টা কামরাঙ্গার দাম ৩১রিয়াল যার বাংলাদেশি টাকায় মুল্য ৯০০+ টাকার মত।
অথচ কত কামরাঙ্গা গাছের নিছে পড়ে থাকে
ধরে নিতে পারেন আমাদের জিবনটাও এই কামরাঙ্গার মতই।
যদি নিজেকে গাছের নিছে পড়ে থাকা ফলের মত ভাবেন!
তাহলে আপনাকে কেউ কখনো দাম দিবেনা।
তাই নিজেদেরকে এমন জায়গায় উপস্থাপন করতে হবে। যেখানে আমাদেরকে সবাই সঠিক ভাবে মূল্যায়ন করবে।
তাই জায়গা বদলান, কোথায় আপনার মূল্য আছে সেখানে যান।

Are you ready to change your Destination❓

কিছু কথা না বললেই নয়।আমার ফ্রেন্ডলিস্টের কিছু মানুষ ইনবক্সে এসে আমার কন্টেন্ট নিয়ে ইদানিং অনেক ভাবে আমাকে জ্ঞান দিচ্ছেন ...
18/10/2023

কিছু কথা না বললেই নয়।
আমার ফ্রেন্ডলিস্টের কিছু মানুষ ইনবক্সে এসে আমার কন্টেন্ট নিয়ে ইদানিং অনেক ভাবে আমাকে জ্ঞান দিচ্ছেন যে:- আমার প্রতিটা পোস্টে কেনো ফ্রিল্যান্সিং নিয়ে কথা উল্লেখ থাকে, আমি কি শো-অফ করি? নাকি নিজের ঢোল নিজে পিটাই?
এটা-ওটা অনেক কিছু।

আচ্ছা আমার পেশা যেটা অবশ্যই আমি ওটাকেই রিপ্রেজেন্ট করবো, তাই না?

সাকিব আল হাসানের আইডিতে গিয়ে আর যাইহোক আপনি কসমেটিকস রিলেটেড পোস্ট পাবেন না। একইভাবে লিওনেল মেসির আইডিতে গিয়ে অবশ্যই ক্রিকেট রিলেটেড পোস্ট পাবেন না?
তাই না?
এটাতে নিজের ঢোল নিজে পিটানো বা শো-অফ এর তো কিছু আমি পাই না।

সোশ্যাল মিডিয়া হল আমাদের বাসার রেফ্রিজারেটরের মতো।

রেফ্রিজারেটরের ভেতর থেকে বের করে কি ধরণের খাবার আমরা নিয়মিত খাই, তার উপরেই আমাদের শারীরিক স্বাস্থ্য নির্ভর করছে।

ঠিক তেমনি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমরা যদি প্রতিনিয়ত অমুক তারকার জন্মদিন উদযাপন, তমুক সেলিব্রিটির বাচ্চা ও বিয়ের গোপন খবর দেখতে থাকি,আর কার কোথায় লিংক ভাইরাল হলো এটা নিয়ে মাতামাতি করতে থাকি সেগুলোর উপরেই আমাদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হচ্ছে।

আর এই রুগ্ন মানসিক স্বাস্থ্যের কারণেই প্রতিভাহীন টিকটক আর মেধাশূন্য ফুডভ্লগের মত সকল অন্ত:সারশূণ্য কন্টেন্ট আজ আমাদের এত ভালো লাগছে।

শিষ্টাচার বর্জিত কলহপ্রিয় টকশো,
“হোয়াটস আপ গাইজ ইটস মি”
মার্কা জ্ঞান বিমুখ ভ্লগ, অশ্রাব্য সংলাপ ও অনৈতিক কর্মকান্ডে ঠাসা নাটক, সস্তা মিম ভিত্তিক অর্থহীন রোস্টিং ভিডিও – এই হল আমাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা বিনোদন ম্যাটারিয়াল।
এর বাহিরে গিয়ে কেউ কিছু করলেই আপনাদের মনে হয় শো-অফ করছে অথবা নিজেই নিজের ঢোল পিটাচ্ছে।

আপনাদের এসব রুচির কারণেই-
ক্রিয়েটিভ কাজের নামে এসব নিম্নমানের পারফর্মিং আর্টস আমাদের ইতিমধ্যে অসুন্দর ডিজিটাল গ্যালারীটাকে আরও বেশী কুৎসিত করছে বিশ্বমঞ্চে।

এমন রুচি নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করবেন কিভাবে?
সারাদিন টিকটক দেখে দেখে Tiktok মার্কা কথা না বলে "ঠিক Talk" করুন।
আমার শো অফ দেখে যদি একটা মানুষও কাজের প্রতি উৎসাহ পায়, আত্মনির্ভরশীল হয় তাতে এমন শো- অফ আমি হাজারবার করবো।🫰🖤

© ____Tahmina Sharmin Trisha...

THIS IS WHY THE ECONOMY IS THE WAY IT IS.• Kylie Jenner pulls out a lipstick and people buy it.• Michael Jordan launches...
17/10/2023

THIS IS WHY THE ECONOMY IS THE WAY IT IS.

• Kylie Jenner pulls out a lipstick and people buy it.
• Michael Jordan launches some new sneakers and people are buying them.
• Apple launches a new phone and people line up to buy them.
• Michael Kors pulls out a bag and goes viral.
• Starbucks opens a new branch in your city and full house on the same day.

But when a friend or family starts a new business... people will think twice about supporting him.

What happened to being so quick to support a stranger?
While it costs us so much and we find a thousand excuses not to support someone we know and love.

Celebrities have huge bank accounts, when you know someone close started from their home, with a lot of desire, illusion and sacrifice...

Please next time you see a friend posting about their business give them a like, comment, share or help spread the word.

If you don't want to buy
just help them get more growth for their business and content.

As easy as LIKE and SHARE 👩🏻 💻👨🏻 💻, it really helps.

INFINITE THANKS to everyone for their support.
You motivate us to continue being part of the change!

SHOUT OUT TO ALL THE ENTREPRENEURS! 👏🏻💪

⛔ইন্সটাগ্রাম মার্কেটিং কি?✅মার্কেটিং করার প্রধান উদ্দেশ্য হলো কোন কিছু প্রচার করা। যেমন আপনি একটি নতুন কোম্পানি তৈরী করল...
17/10/2023

⛔ইন্সটাগ্রাম মার্কেটিং কি?

✅মার্কেটিং করার প্রধান উদ্দেশ্য হলো কোন কিছু প্রচার করা। যেমন আপনি একটি নতুন কোম্পানি তৈরী করলেন। এখন আপনি চাচ্ছেন আপনার সেই কোম্পানি সম্পর্কে অনেক মানুষ যেন জানতে পারে।আর এই জানিয়ে দেয়ার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। তবে এই মার্কেটিং করতে হলে আপনি ২ ধরনের পদ্ধতি পাবেন। যেমন :ট্রাডিশনাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনি বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম পাবেন! যেমন :ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং। এই মার্কেটিং করার পদ্ধতি গুলো অনুসরণ করে যখন আপনি ইন্সটাগ্রামে আপনার প্রোডাক্ট অথবা কোম্পানি প্রচার করবেন তখন তাকে বলা হবে, ইন্সটাগ্রাম মার্কেটিং!

⛔কেন ইন্সটাগ্রাম মার্কেটিং করবেন?

✅বর্তমানে সময়ে অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মতো ইন্সটাগ্রাম ক্রমাগত ভাবে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করছে। আপনি যদি ইন্সটাগ্রাম এর ইউজারের দিকে লক্ষ্য করেন।তাহলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন।কারণ ২০১৭ সালে ইন্সটাগ্রাম এর মোট ইউজার ছিলো মাএ 💲৫৯৩.৭ মিলিয়ন আপনি যদি বর্তমান সময়ে র কথা চিন্তা করেন। তাহলে ২০২০ সালে মোট ইউজারের সংখ্যা দাড়িয়ে ছিলো ৮৯৪.৫ মিলিয়নে।একবার ভেবে দেখুন কি পরিমাণ জনপ্রিয়তা বেড়ে উঠেছে।সামনে আরো বাড়বে। তো বুঝতেই পারছেন এই প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্ট বা কোম্পানির মার্কেটিং করলে কি পরিমাণ বেনিফিট পাবেন!

⛔ইন্সটাগ্রাম মার্কেটিং এর সুবিধা কি?

✅যখন আপনি ইন্সটাগ্রাম মার্কেটিং করবেন তখন আপনি বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন! যেমনঃ১.ইন্সটাগ্রাম মার্কেটিং করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি মাল্টি কনটেন্ট নিয়ে কাজ করতে পারবেন!
২.যখন আপনি কোনো প্রডাক্টের প্রচার ইন্সটাগ্রামে করবেন। তখন আপনি অনেক কম খরচে বিজ্ঞাপন প্রচার করতে পারবেন।
৩.সময় যত যাচ্ছে ইন্সটাগ্রামের ইউজারের সংখ্যা তত বেশী বৃদ্ধি পাচ্ছে। ফলে আপনার প্রোডাক্টের পরিচিতিও বৃদ্ধি পাচ্ছে।
৪.ইন্সটাগ্রাম হলো ফেসবুকের নিজস্ব একটি প্রোডাক্ট। তাই এই প্ল্যাটফর্মে আপনি নিশ্চিন্তে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন।
৫.বর্তমান সময়ে ইন্সটাগ্রামের মধ্যে প্রচুর পরিমাণে একটিভ ইউজার রয়েছে। তাই আপনি নিশ্চিন্তে আপনার টার্গেট করা কাস্টমারদের সাথে যোগাযোগ অক্ষুণ্য রাখতে পারবেন।

মূলত এগুলো হলো ইন্সটাগ্রাম মার্কেটিং করার মূল সুবিধা!

12/10/2023

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

বেপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change your life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change your wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় ।

ফেসবুক মার্কেটিং কি:ফেসবুক মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যা আপনাকে আপনার পণ্য বা সেবা সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের ...
06/10/2023

ফেসবুক মার্কেটিং কি:
ফেসবুক মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যা আপনাকে আপনার পণ্য বা সেবা সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের অবগত করতে সাহায্য করে। ফেসবুক মার্কেটিং ব্যবসার জন্য বর্তমান ও সম্ভাব্য গ্রাহকদের সাথে যোগাযোগ বজায় রাখতে এবং পেইজ ভিজিটরদের আগ্রহ ধরে রাখতে তাদের সাথে একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে তথ্য প্রদান করাই হল এর প্রধান কাজ, যাতে পৃথিবীর নানা প্রান্তের মানুষ সেই পণ্য বা সাইট সম্পর্কে জানতে পারে।
প্রতিদিন প্রায় ১.৫ বিলিয়ন মানুষ একবার হলেও ফেসবুকে ঢুঁ মারেন। আর প্রতিমাসে এই সংখ্যাটা যেয়ে দাঁড়ায় ২.৩ বিলিয়নে। সেখানে প্রায় ৭ মিলিয়নেরও বেশি সক্রিয় কোম্পানি এই বিশাল দর্শকদের জন্য বিজ্ঞাপন তৈরি করে। এই সংখ্যাগুলো দেখেই বুঝা যায় ফেসবুক মার্কেটিং কি পরিমাণ গুরুত্বপূর্ণ। গত এক দশকে, ফেসবুক ইন্টারনেট জগতের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেসে পরিণত হয়েছে এবং ব্যবসা প্রচারের জন্য সবচেয়ে নির্ভরশীল স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে

ফেসবুক মার্কেটিং করে ফ্রীল্যান্সিং ও আয় করার উপায়:
বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে হাজার হাজার ফ্রিল্যান্সারগন ফ্রিল্যান্সিং কাজ করছেন। আপনি যদি একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার হন তাহলে ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি আপনি আপনার প্রতিষ্ঠানকে মার্কেটিং এর মাধ্যমে পরিচিতি বাড়াতে পারেন। আপনার প্রতিষ্ঠানের পরিচিতি বারলে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর উপর নির্ভর হতে হবে না বরং আপনার নিজস্ব প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে আপনি কাজ পেতে পারেন।

সময়, এই শব্দটি অনেক ছোট। কিন্তু সময়ের গুরুত্ব জীবনে সবচেয়ে বেশি। চিন্তা করেন যদি আপনি ওই ছোটবেলার সময়ে ফিরে যেতে পারতেন ...
03/10/2023

সময়, এই শব্দটি অনেক ছোট। কিন্তু সময়ের গুরুত্ব জীবনে সবচেয়ে বেশি। চিন্তা করেন যদি আপনি ওই ছোটবেলার সময়ে ফিরে যেতে পারতেন তবে কতটা খুশি হতেন.?? 💖
কিন্তু যে সময় চলে গেছে তা কিন্তু আর ফিরে আসবে না। ঠিক ২০ বছর পর আপনি আবার চিন্তা করবেন যখন আমার এই পোস্ট টা দেখছেন যদি এই সময়ে ফিরে আসতেন তবে হয়তো এমন কিছু করতেন যাতে দেশের সবাই আপনাকে চিনতো। একটা প্রবাদ আছে, সময় গেলে সাধন হবে না 🔥 তাই যদি জীবনের শেষ সময়ে আপসোস করতে না চান, তবে এতদিন যে কাজগুলো ফেলে রেখেছিলেন সেগুলো এক্ষুণি শুরু করুন। দেখবেন ইনশাআল্লাহ জীবনটা অনেক সুন্দর হবে।

ফ্রিল্যান্সাররা কাজ করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। কিন্তু পেশা হিসেবে এটি এখন...
30/09/2023

ফ্রিল্যান্সাররা কাজ করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। কিন্তু পেশা হিসেবে এটি এখনো সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। যার কারণে ফ্রিল্যান্সারদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এবার ফ্রিল্যান্সারদেরকে সরকারিভাবে পরিচয়পত্র প্রদান করা হবে। সেই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পে-পাল চালু করা হবে।

- জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

29/09/2023

্লিকেই_ফেইসবুকের_সকল_ফ্রেন্ডসদের_আনফ্রেন্ড_!

How to unfriend all Facebook friend One click⁉️

27/09/2023

#ফ্রীল্যান্সিং

আপনি কি ফ্রীল্যান্সার হতে চান, সত্যি আপনি মন থেকে চান কি না নিজেকে প্রশ্ন করুন? এটা একটি দামী কর্মযজ্ঞ - সাধনা করতে হয়,হৃদয় থেকে কাজকে ভালোবাসতে হয়,ধৈর্য নিয়ে পথ চলতে হয়, প্রতিনিয়ত নিজের দক্ষতা বাড়াতে হয়। ফ্রীল্যান্সিং পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হয়ে উঠেছে, বাংলাদেশ সেখানে ২য় অবস্থানে রয়েছে। সফল ফ্রীল্যান্সার হতে হলে আপনাকে প্রথমে একজন মেন্টর বেছে নিতে হবে, যিনি তার ক্যারিয়ারে সফল। বেসিক কাজ থেকে শুরু করে সকল কাজের দক্ষতা অর্জন করতে হবে, ইংরেজি ভাষার উপরে নিজেকে দক্ষ করতে হবে। সকল শ্রেণীর ক্লাইন্ট এর সাথে কমিউনিকেশন করে কাজের অর্ডার নিতে হবে। এই সেক্টরে কর্মের মূল্য রয়েছে, অন্য কোন ধ্যান ধারণা -ফাঁকিবাজি করে বড় হওয়া যায় না,কমিটমেন্ট রক্ষা করে কাজ করতে হয়। যদি সত্যি সফল ফ্রীল্যান্সার হতে চান নিজেকে প্রস্তুত করুন- চাকরির পেছনে ঘুরতে হবে না, চাকরি আপনার পেছনে ঘুরবে।

- জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,কাজ শুরু করাফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা |...
24/09/2023

- জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,
কাজ শুরু করা

ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা |

ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে চাকরি করতে হচ্ছে না, বা কারো দ্বারপ্রান্ত হতে হয় না |

এখন বাসায় বসেই লাখো লাখো ফ্রিল্যান্সার ভাইবোনেরা নিজের ক্যারিয়ার গড়তে অনলাইনের মাধ্যমেই ইনকাম করছেন প্রতিনিয়ত |



ছোট পদক্ষেপের গুরুত্বকে কখনও অবমূল্যায়ন করবেন না। কারন এ ছোট ছোট পদক্ষেপ এর মাধ্যমে একদিন সাফল্যের চুড়ান্ত পর্যায়ে পৌছান...
23/09/2023

ছোট পদক্ষেপের গুরুত্বকে কখনও অবমূল্যায়ন করবেন না। কারন এ ছোট ছোট পদক্ষেপ এর মাধ্যমে একদিন সাফল্যের চুড়ান্ত পর্যায়ে পৌছানো সম্ভব।

✍️ সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে কেউ গুরত্ব দেবে না, কেউ ভালবাসবে না, প্রতিনিয়ত আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে। সফলতা  অর্...
22/09/2023

✍️ সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে কেউ গুরত্ব দেবে না, কেউ ভালবাসবে না, প্রতিনিয়ত আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে। সফলতা অর্জন করার পর ভালবাসার মানুষের অভাব থাকবে না তখন বলবে আমি জানতাম তুই পারবি এটাই হচ্ছে বাস্তবতা।😊
তাই সফল হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেই ভালবাসুন, নিজের কাজকে ভালবাসুন। দাঁতে দাঁত চেপে জেদ করে লেগে থাকুন উদ্দেশ্য পুরণের আশায়। লাগাতার পরিশ্রম করে যান, সেই পরিশ্রমের এবং প্রচেষ্টার লোনা পানি থেকেই একদিন অঙ্কুরিত হবে সফলতার বীজ।

★10 Benefits of Work from HomeRemote Source:LinkedIn Upwork FlexJobs Uplers DailyRemote Freelancer.com PeoplePerHour Fiv...
21/09/2023

★10 Benefits of Work from Home

Remote Source:
LinkedIn
Upwork
FlexJobs
Uplers
DailyRemote
Freelancer.com
PeoplePerHour
Fiverr
Outsourcely
Dynamite Jobs
Outdefine

Address

Boalkhali Upazila
Chattogram
4366

Alerts

Be the first to know and let us send you an email when Lutfunessa Sadia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lutfunessa Sadia:

Videos

Share


Other Digital creator in Chattogram

Show All

You may also like