Portrait TV

Portrait TV documentary, travels, life style, child, entertainment,life story,education program watching this tv

”যারা নিবেদিত প্রাণ,তারা কোনদিন স্বীকৃতির আশায় থাকেন না, নীরবে নিভৃতে সমাজের জন্য কাজ করে যান”- পোট্রের্টের সম্মাননা সভা...
31/01/2022

”যারা নিবেদিত প্রাণ,তারা কোনদিন স্বীকৃতির আশায় থাকেন না, নীরবে নিভৃতে সমাজের জন্য কাজ করে যান”- পোট্রের্টের সম্মাননা সভায় বক্তারা
”যারা নিবেদিত প্রাণ, তারা কোন দিন স্বীকৃতির আশায় থাকে না, নীরবে নিভৃতে সমাজের জন্য কাজ করে যান। তাঁদের সম্মানীত করা মানে নিজেরাই সম্মানীত হওয়া।” রোববার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আলোকচিত্র বিষয়ক পত্রিকা প্রোর্টেটের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সম্মাননা পদক বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বিশিষ্ট সাংবাদিক নিরুপম দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পংকজ কুমার দস্তিদার,বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সুমন দাশ।
বক্তারা আরো বলেন, পোর্ট্রেট ৩১ বছর ধরে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রেখে চলেছে। শিল্প সংস্কৃতিতে অবদান রাখায় গুণীজনকে সম্মাননা প্রদান করে আসছে সংগঠনটি। বক্তারা পোর্ট্রেটের এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক পোর্ট্রেট নিউজ ২৪ ডটকম এর নিবার্হী মিথুন দত্ত। বক্তব্য রাখেন পোর্ট্রেটের সম্পাদক রূপম চক্রবর্তী। অভিমত ব্যক্ত করেন সংবর্ধিত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ গণি, রাজনৈতিক ব্যক্তি সৈয়দ মাহমুদুল হক, অভিনেতা আবদুর রহিম, চলচ্চিত্র অভিনেতা পংকজ বৈদ্য সুজন, বিশিষ্ট আবৃত্তিকার মিলি চৌধুরী, সমাজসেবক নাজিম উদ্দিন সোহাগ। আরও বক্তব্য রাখেন, সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বিএফইউজে’র সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক আসিফ সিরাজ, পোর্ট্রেটের উপদেষ্টা লায়ন মিন্টু দাশ, পিযুষ তালুকদার, সুভাস দে, পোশাক ডিজাইনার রওশন আরা চোধুরী, ক্রীড়া সংগঠক নাসির মিয়া, শেখ আদনান শুভ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলাউদ্দিন তাহের, অনিমেষ চক্রবর্তী, জুয়েল পাল, আলতুষি, সুইটি ও মাহবুবুর রহমান সাগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাস দে বাবু। # #

বিশ্বশান্তির জন্য দক্ষিন মধ্যম হালিশহরস্থ ১নং সাইট হিন্দুপাড়া মহাশ্মাশান কমিটির উদ্যোগে গীতাযজ্ঞগতকাল ২১ জানুয়ারি দক্ষিন...
21/01/2022

বিশ্বশান্তির জন্য দক্ষিন মধ্যম হালিশহরস্থ ১নং সাইট হিন্দুপাড়া মহাশ্মাশান
কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ
গতকাল ২১ জানুয়ারি দক্ষিন মধ্যম হালিশহরস্থ ১নং সাইট হিন্দুপাড়ায় করোনা মহামারী থেকে রক্ষায় বিশ্বশান্তির জন্য দিনব্যাপী গীতাযজ্ঞ এর আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নাম সংকীর্তন,শ্রীশ্রী চন্ডীপাঠ,বিশ্বশান্তি গীতাযজ্ঞ।ভ’বন মঙ্গা লয় যজ্ঞ পরিচালনা করেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দগিরি মহারাজ। দুপুরে মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন, শ্মশান কমিটির সভাপতি তনুরঞ্জন দত্ত, কার্যকারি সভাপতি অশোক কুমার চৌধুরী,সাধারণ সম্পাদকসুদর্শন দে।

ঐকতান পরিবারের ষোল বছর পদার্পণ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  ”ছাত্র-ছাত্রীরা সৃজনশীল বই না পড়লে পুঁথি...
18/01/2022

ঐকতান পরিবারের ষোল বছর পদার্পণ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

”ছাত্র-ছাত্রীরা সৃজনশীল বই না পড়লে পুঁথিগত বিদ্যা দিয়ে সমাজের কোন কাজে আসবেনা। তাছাড়া সবাইকে মানবিক হতে হবে। তাহলে আমরা আগামী বাংলাদেশের যে স্বপ্ন দেখছি তা সহজে বাস্তবায়ন হবে।”
গতকাল মধ্যম হালিশহর ঐকতান পরিবারের ষোল বছর পদার্পণ উপলক্ষে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে অতিথিরা এই অভিমত ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম । সন্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার রাশেদ হাসান, শিক্ষবিদ আবদুস ছালাম, মতিলাল দে, সমাজসেবক আশীষ কান্তি মুহুরী চিত্রশিল্পি সঞ্জিত দত্ত ও মোর্শেদ আলম ।
লিটন দাশের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অশোক চোধুরী, লিংকন দে সান্টু, সৌরভ শীল, টুটুল দাশ, সুমন কান্তি দে প্রমুখ। আলোচনা শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐকতান আবৃত্তি দল আবৃতি পরিবেশন করেন । সঞ্চালনায় ছিলেন যিশু দে। #

21/12/2021

স্মৃতির পাতা থেকে অনুষ্ঠান টি বিশিষ্ট্য ব্যক্তিদের ধারাবাহিক জীবন বৃত্তান্তমূলক একটি অনুষ্ঠান। এই পর্বের অতিথ....

04/09/2021

গোল্ডেন ভয়েস সার্চ প্রতিযোগিতার নির্বাচিত প্রতিযোগী ও অকৃতকার্য প্রতিযোগী সকলের জন্য প্রধান বিচারকের বার্তা দ....

24/08/2021
করোনার কঠিন পরিস্থিতির মধ্যেও সঙ্গীত প্রেমী সকল কে একটু নাড়িয়ে দিতে, শুধু সংস্কৃতি চর্চার ধারা অব্যহত রাখতে আলোকচিত্র বি...
18/07/2021

করোনার কঠিন পরিস্থিতির মধ্যেও সঙ্গীত প্রেমী সকল কে একটু নাড়িয়ে দিতে, শুধু সংস্কৃতি চর্চার ধারা অব্যহত রাখতে আলোকচিত্র বিষয়ক পোর্ট্রেট এর পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস, গোল্ডেন ভয়েস সার্চ - ২০২১। আপনার কণ্ঠ আছে অথচ প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, নিজেকে প্রমানের একটি, মাত্র একটি সুযোগ খুজেঁ বেড়াচ্ছেন দীর্ঘ সময় ধরে, তো আপনাদের মতন প্রতিভাবান অঘোষিত শিল্পীদের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে আমাদের এই আয়োজন।

আশা করি আয়োজন টি সকলের ভালো লাগবে। আশা করি পোস্ট টি শেয়ার করে আপনার পরিচিতজন ও বন্ধুবান্ধবদের অংশ নেওয়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।

গোল্ডেন ভয়েস সার্চ - ২০২১

[আপডেট পোস্ট :
পুনরায় প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন এর সময় বৃদ্ধি করা হলো।]

যদি আপনি শখের বসে গান করে থাকেন, কিংবা প্রফেশনালি গান শিখেন, নিজের স্বর নিয়ে আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন তো প্রতিযোগিতাটি নিজেকে যাচাই এর জন্য হতে পারে সেরা মাধ্যম। হতে পারে আপনি ই হবেন আমাদের কাঙ্খিত বিজয়ীদের একজন !

শুদ্ধ সংস্কৃতি চর্চার অন্যতম শক্তিশালী মাধ্যম সংগীত। আর এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ সংস্কৃতি প্রচলনের হাতিয়ার হিসেবে সঠিক সংগীত চর্চার পদ্ধতি, সংগীতের প্রতি ভালোবাসার উন্মেষ ঘটাতে ও সংগীত অনুরাগীদের ভাবধারা বিকশিত করার লক্ষ্যে পোর্ট্রেট এইবার আয়োজন করেছে অনলাইন ভিত্তিক এই সংগীত প্রতিযোগিতাটি - গোল্ডেন ভয়েস সার্চ। প্রতিভা থাকা স্বত্বেও যথাযথ উদ্যোগের অভাবে অন্তরালে রয়ে যাওয়া অনন্য সাধারণ শিল্পীদের প্রতিভা সকলের সামনে তুলে এনে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নিচের লিংক এ ক্লিক করে ফর্ম টি পূরণ করুন:
https://forms.gle/ZdTPSAp7azNYCTmh6

প্রাতিষ্ঠানিক অংশগ্রহণের জন্য :
https://forms.gle/uZ3DQVAiBUibZmUf7

রেজিস্ট্রেশন এর পর জিমেইল এড্রেস এ নির্ধারিত সময়ের মধ্যে ভয়েস পাঠাতে হবে। ভয়েস File কে নিজের নাম দিয়ে রিনেম করতে হবে।

Gmail: [email protected] (For Voice Sending)
..................................................................................
রেজিস্ট্রেশন এর শেষ তারিখ : ২৫ জুলাই, ২০২১..................................................................................
ভয়েস পাঠানোর শেষ তারিখ : ২৭ জুলাই, ২০২১...................................................................................
প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা: ৩০ই জুলাই , ২০২১

পুরস্কার বিতরণীর সময়, স্থান ইত্যাদি পরবর্তীতে পর্যায়ক্রমে বিস্তারিত জানানো হবে। উল্ল্যেখ্য, সকল প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালের আয়োজনের মধ্য দিয়ে একই দিনে পুরস্কৃত করা হবে।
দ্বিতীয় রাউন্ড এর পর থেকে সকল অনুষ্ঠান ইউটিউব লাইভ এর মাধ্যমে প্রচার করা হবে।

09/07/2021

গোল্ডেন ভয়েস সার্চ - ২০২১

যদি আপনি শখের বসে গান করে থাকেন, কিংবা প্রফেশনালি গান শিখেন, নিজের স্বর নিয়ে আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন তো প্রতিযোগিতাটি নিজেকে যাচাই এর জন্য হতে পারে সেরা মাধ্যম। হতে পারে আপনি ই হবেন আমাদের কাঙ্খিত বিজয়ীদের একজন !

শুদ্ধ সংস্কৃতি চর্চার অন্যতম শক্তিশালী মাধ্যম সংগীত। আর এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ সংস্কৃতি প্রচলনের হাতিয়ার হিসেবে সঠিক সংগীত চর্চার পদ্ধতি, সংগীতের প্রতি ভালোবাসার উন্মেষ ঘটাতে ও সংগীত অনুরাগীদের ভাবধারা বিকশিত করার লক্ষ্যে পোর্ট্রেট এইবার আয়োজন করেছে অনলাইন ভিত্তিক এই সংগীত প্রতিযোগিতাটি - গোল্ডেন ভয়েস সার্চ। প্রতিভা থাকা স্বত্বেও যথাযথ উদ্যোগের অভাবে অন্তরালে রয়ে যাওয়া অনন্য সাধারণ শিল্পীদের প্রতিভা সকলের সামনে তুলে এনে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নিচের লিংক এ ক্লিক করে ফর্ম টি পূরণ করুন:
https://forms.gle/ZdTPSAp7azNYCTmh6

প্রাতিষ্ঠানিক অংশগ্রহণের জন্য :
https://forms.gle/uZ3DQVAiBUibZmUf7

রেজিস্ট্রেশন এর পর জিমেইল এড্রেস এ নির্ধারিত সময়ের মধ্যে ভয়েস পাঠাতে হবে। ভয়েস File কে নিজের নাম দিয়ে রিনেম করতে হবে।
Gmail: [email protected] (For Voice Sending)

প্রতিযোগিতার রাউন্ড সমূহের বিস্তারিত জানতে QR কোডটি স্ক্যান করুন।

..................................................................................
রেজিস্ট্রেশন এর শেষ তারিখ : ১৮ জুলাই, ২০২১..................................................................................
ভয়েস পাঠানোর শেষ তারিখ : ২২ জুলাই, ২০২১...................................................................................
প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা: ৩০ই জুলাই , ২০২১



পুরস্কার বিতরণীর সময়, স্থান ইত্যাদি পরবর্তীতে পর্যায়ক্রমে বিস্তারিত জানানো হবে। উল্ল্যেখ্য, সকল প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালের আয়োজনের মধ্য দিয়ে একই দিনে পুরস্কৃত করা হবে।

দ্বিতীয় রাউন্ড এর পর থেকে সকল অনুষ্ঠান ইউটিউব লাইভ এর মাধ্যমে প্রচার করা হবে। (অফলাইন রাউন্ড সমূহ - টপ ৩০ জন)

https://www.youtube.com/watch?v=7Y9oIHUX0_A
04/05/2021

https://www.youtube.com/watch?v=7Y9oIHUX0_A

ভয়াল ২৯ শে এপ্রিল ১৯৯১ স্বরণে বিশিষ্ট চিত্র সাংবাদিক রূপম চক্রবতী’র জীবন গল্প

23/11/2020

এই গানটি গাছ কে নিয়ে, গাছের উপকারিতার বিষয়টি উল্লেখিত।

সড়ক দুর্ঘটনায় বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান ও পোর্ট্রেট এর উপদেষ্টা অশোক চৌধুরী আহতবৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান ও প...
25/05/2020

সড়ক দুর্ঘটনায় বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান ও পোর্ট্রেট
এর উপদেষ্টা অশোক চৌধুরী আহত

বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান ও পোর্ট্রেট এর উপদেষ্টা অশোক চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার (২৫ মে) কুমিলার চৌদ্দগ্রামে তিনি এই সডক দুর্ঘটনা শিকার হন। জানা গেছে, নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অশোক চৌধুরী। এসময় তিন আরোহী নিয়ে উল্টেপথে চলা এক মোটর বাইককে সাইড দিতে গিয়ে চৌদ্দগ্রামের কাছে মিয়ারবাজারে রাস্তায় পাশের খাদে পড়ে যায় তার গাড়ী। এসময় মাথা, ঘাড়ে ও বুকে প্রচন্ড ব্যাথা পান তিনি। পরে হাইওয়ে পুলিশ উদ্ধার করে তার ইচ্ছানুসারে তাকে চট্টগ্রাম পাঠায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। এখন তিনি নিজ বাডীতে অবস্থান করছেন।

আল- মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ান মসজিদ প্রাঙ্গনে১০০০ পথচারী ী সুবিধা বঞ্চিতদের মাঝ...
23/05/2020

আল- মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন
বাংলাদেশের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ান মসজিদ প্রাঙ্গনে
১০০০ পথচারী ী সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার ও মাক্স বিতরণ
আল- মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গতকাল এম এ আজিজ স্টেডিয়াম মসজিদ প্রাঙ্গনে ১০০০ পথচারী ও সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার ও মাক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ জ ম নাসির উদ্দিন। বক্তব্যে মেয়র বলেন এই করোনা মাহামারী কালে আল- মানাহিল সমাজের জন্য বিরাট ভ’মিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন শুধু ইফতার বিতরণ নয়,করোনায় যারা মৃত্যু বরন করছেন,তাদের দাফন করার যে কঠিন দায়িত্ব নিয়েছে,তা সমাজের জন্য বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হেলাল উদ্দিন জমির উদ্দিন,চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের পরিচালক ওয়াহিদ সিরাজ স্বপন,আল- মানাহিল প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন,পরিচালক শিহাব উদ্দিন ও প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজা প্রমূক।

জনতা এন্টারপ্রাইজ ও পোর্ট্রেটের ইফতার বিতরণজনতা এন্টারপ্রাইজের উদ্যোগে আলোকচিত্র বিষয়ক পত্রিকা পোর্ট্রেট এর সহযোগিতায় গত...
19/05/2020

জনতা এন্টারপ্রাইজ ও পোর্ট্রেটের ইফতার বিতরণ
জনতা এন্টারপ্রাইজের উদ্যোগে আলোকচিত্র বিষয়ক পত্রিকা পোর্ট্রেট এর সহযোগিতায় গতকাল এম এ আজিজ স্টেডিয়াম মসজিদ চত্বরে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী, জনতা এন্টারপ্রাইজের কর্নধার নাজিম উদ্দিন সোহাগ,মাহমুদ হোসাইন চৌধুরী,তোফাজ্জল হোসাইন,রিটন দাশ,সিরাজুল কবির,মাজহারুল নোমান খান,শেখ নিয়াজ বাবু প্রমূখ। স্টেডিয়াম এবং আশেপাশের ৫০০ পথচারীদেরকে ইফতার বিতরণ করা হয়। উল্ল্যেখ রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন নগরীর বিভিন্ন স্পটে জনতা এন্টারপ্রাইজের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

বন্দরনগরী বহুমূখী সমবায় সমিতির  খাদ্য সামগ্রী বিতরণবন্দরনগরী বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে করোনা মহামারীর এই দুঃসময়ে হালি...
17/05/2020

বন্দরনগরী বহুমূখী সমবায় সমিতির
খাদ্য সামগ্রী বিতরণ
বন্দরনগরী বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে করোনা মহামারীর এই দুঃসময়ে হালিশহরে সুবিধা বঞ্চিতদের মাঝে গতকাল থাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমিতির সভাপতি মো. সাহাব উদ্দীনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমন্ডার মোজ্জাফর আহমেদ,সমিতির সাধারন সম্পাদক মো. ওমর ফারুক,মো. মঈনুল হোসেন,মোহাম্মদ আলী মিন্টু,নাজিম উদ্দিন সোহাগ,জানে আলম,নূরুল কবীর, রেজাউল করিম ভ’ট্টু,গোলাম মওলা,জাহিদুল ইসলাম,আনোয়ারুল ইসলাম,রাজু আহমেদ,মাহমুদুর রহমান,নূরুল গণি, ,মোসলেমউদ্দিন শিবলী প্রমূক।

25/02/2020
20/02/2020

Welcome Cricket- Bangla Version

20/02/2020

Cricket Welcome Song - English Version

22/12/2019

Address

36, Ramjoy Mohajan Lane, Asadgonj
Chattogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Portrait TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Portrait TV:

Share

Category


Other TV Channels in Chattogram

Show All