charkhainews24.com

charkhainews24.com Network24.com

আসসালামু আলাইকুম,আপনাদের  সকলের দাওয়াত রইলো।
23/09/2023

আসসালামু আলাইকুম,আপনাদের সকলের দাওয়াত রইলো।

07/09/2023
07/09/2023
03/09/2023

অবশেষে বীরের বেশে, চলে গেলেন হাসি দিয়ে স্বপ্নের দেশে!কে তিনি?

Assalamualikum
01/01/2023

Assalamualikum

বিয়ানীবাজারে নিয়ন্ত্রন হরিয়ে দূর্ঘটনার কবলে রুপসী বাংলা পরিবহন।ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী রুপসী বাংলা নাইটকোচ নি...
14/08/2020

বিয়ানীবাজারে নিয়ন্ত্রন হরিয়ে দূর্ঘটনার কবলে রুপসী বাংলা পরিবহন।

ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী রুপসী বাংলা নাইটকোচ নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বড়লেখার চান্দগ্রাম বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী রুপসী বাংলা নাইট কোচ চান্দগ্রাম সেতুতে ওঠার পূর্বে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দগ্রাম কাচাবাজারের একটি দোকানের দেয়ালে গিয়ে ধাক্কা লাগে। এতে নাইটকোচের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় বাসের যাত্রীদের অনেকেই হতাহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এদিকে হতাহতের সংখ্যা ও তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

করোনায় সিলেটে আরও চারজনের মৃত্যু, সুস্থতা বেড়ে ৪৩৩৯মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চারজন...
13/08/2020

করোনায় সিলেটে আরও চারজনের মৃত্যু, সুস্থতা বেড়ে ৪৩৩৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। চারজনের মধ্যে তিনজন সিলেটের এবং অন্যজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এরআগে গতকাল বুধবারও চারজন মারা গিয়েছিলেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৬১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১৮ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ১৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৫০ জন।

এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৮২৪, সুনামগঞ্জে ১ হাজার ৬৯৪, হবিগঞ্জে ১ হাজার ৩২৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ২০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। গত ২৭ এপ্রিল বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলার রোগীরা করোনা জয় করে বাড়ি ফিরছেন।

সবশেষ বৃহস্পতিবার (১৩ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ৩৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪৬১, সুনামগঞ্জে ১ হাজার ২৮৭, হবিগঞ্জে ৮৭০, মৌলভীবাজারে ৭২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৭০ জন। এরমধ্যে ১৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৭ হাজার ১২৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ হাজার ৫৭০ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৫৭ জন

শ্লীলতাহানির অভিযোগে ডা. জুবায়ের গ্রেফতার।(প্রকাশিত : জুন ১৬, ২০২০, ২০:২২)বার বার বিতর্কের জন্ম দেয়া ডাক্তার জুবায়েরকে গ...
16/06/2020

শ্লীলতাহানির অভিযোগে ডা. জুবায়ের গ্রেফতার।
(প্রকাশিত : জুন ১৬, ২০২০, ২০:২২)

বার বার বিতর্কের জন্ম দেয়া ডাক্তার জুবায়েরকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ানীবাজারে চারখাইয়ের জুবায়ের মেডিকেয়ারের চেম্বার থেকে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করে। বিকালে চিকিৎসা নিতে তরুণূর শ্লীলতাহানির লিখিত অভিযোগের পর তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ওই তরণীর স্বজন ও স্থানীয়রা ডাক্তার জুবায়েরের চেম্বার অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হলপ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার,বিরুদ্ধে উঠা অভিযোগ স্বীকার করেছেন ডাক্তার জুবায়ের।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, চিকিৎসা সেবা নিতে আসা তরুণীর পুলিশকে ডাক্তারেের অশ্লীল আচরণ ও শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ,২০১৮ সালে একই ধরনের অভিযোগে চারখাই বাজারে জনতা অবরোধ কর্মসূচী পালন করে। এক পর্যায়ে পরিস্থিতি উৎতপ্ত হলে প্রশাসনের হস্তক্ষেপে তিনি চারখাই ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে ২০১৮ সালে তার বিরুদ্ধে থানায় কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

12/06/2020

করোনাভাইরাস: বাংলাদেশে সর্বশেষ পরিস্থিতি:
- মোট মৃত্যু - ১,০৯৫ জন।
- মোট সংক্রমণ: ৮১,৫২৩ জন।

[সর্বশেষ আপডেট: ১২ই জুন, ২০২০ পর্যন্ত]


বিভাগে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যায় শীর্ষে সিলেট জেলাপ্রকাশিত : জুন ১০, ২০২০, ২৩:৪১সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাই...
10/06/2020

বিভাগে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যায় শীর্ষে সিলেট জেলা
প্রকাশিত : জুন ১০, ২০২০, ২৩:৪১

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম রোগী শনাক্ত হলেও প্রথম দিকে রোগী শনাক্তের হার ছিলো তুলনামূলক কম। কিন্তু ঈদের পর থেকে প্রতিদিন গড়ে অর্ধশত রোগী শনাক্ত হচ্ছেন।
সবশেষ বুধবার (১০ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৫৩ জন। এরমধ্যে বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা।
একই অবস্থা মৃত্যুর হিসেবেও। প্রথমদিকে করোনাভাইরাসে রোগী মৃত্যুর হার কম থাকলেও বর্তমানে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৮ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখানেও এগিয়ে সিলেট জেলা। এ জেলায় সবচেয়ে বেশি রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর সবচেয়ে কম রোগী মারা গেছেন সুনামগঞ্জ জেলায়।
আর করোনাভাইরাস জয় করে সিলেট বিভাগের ৪১৫ জন রোগী বাড়ি ফিরছেন। সবচেয়ে বেশি রোগী সুস্থ হয়েছেন হবিগঞ্জ জেলার আর সবচেয়ে কম রোগী সুস্থ হয়েছেন মৌলভীবাজার জেলায়।
বুধবার (১০ জুন) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এসব তথ্য নিশ্চিত করে।
সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে আক্রান্ত ও মৃতে শীর্ষে রয়েছে সিলেট। জেলায় এ পর্যন্ত ১০৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৪ জন, পুরোপুরি সুস্থ হয়েছেন ১৩১ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল ২ হাজার ৬৮৭ জনকে। ১৪ দিন মেয়াদ পার হওয়ায় ২ হাজার ৭৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনও কোয়ারেন্টিন ও আইসোলেশনে আছেন।
আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে সুনামগঞ্জ। এ পর্যন্ত সেখানে ৩৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪৬ জন, পুরোপুরি সুস্থ হয়েছেন ৮৭ জন। এরমধ্যে মারা গেছেন দুজন। এছাড়া জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল ৫ হাজার ৫৬৮ জনকে। ১৪ দিন মেয়াদ পার হওয়ায় ৫ হাজার ১০৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনও কোয়ারেন্টিন ও আইসোলেশনে আছেন।
আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে হবিগঞ্জ। এ পর্যন্ত সেখানে ২০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০ জন, পুরোপুরি সুস্থ হয়েছেন ১৩৫ জন। এরমধ্যে মারা গেছেন তিনজন। এছাড়া জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল ২ হাজার ৮১৩ জনকে। ১৪ দিন মেয়াদ পার হওয়ায় ২ হাজার ৭০৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনও কোয়ারেন্টিন ও আইসোলেশনে আছেন।
অন্যদিকে আক্রান্তের সংখ্যায় নীচে অবস্থান করছে মৌলভীবাজার জেলা। এ জেলায় ১৫২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ জন, পুরোপুরি সুস্থ হয়েছেন ৬২ জন। এরমধ্যে মারা গেছেন চারজন। এছাড়া জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল ২ হাজার ৭২২ জনকে। ১৪ দিন মেয়াদ পার হওয়ায় ২ হাজার ৪৩৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনও কোয়ারেন্টিন ও আইসোলেশনে আছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. মো. আনিসুর রহমান বলেন, সিলেট বিভাগের প্রত্যেক জেলায় করোনায় মোকাবিলায় কমিটি গঠন করা হয়েছে। আক্রান্তদের উপসর্গের মাত্রা কম থাকলে তাদের বাড়িতে চিকিৎসা করা হচ্ছে। আর উপসর্গ বেশি হলে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তাদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

আলীনগর গ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত; রোগির ঘর লকডাউনশেখ রিদওয়ান হোসাইনসিলেটের বিয়ানীবাজারের ১ নং আলীনগর ইউনিয়নের আলীনগ...
09/06/2020

আলীনগর গ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত; রোগির ঘর লকডাউন
শেখ রিদওয়ান হোসাইন

সিলেটের বিয়ানীবাজারের ১ নং আলীনগর ইউনিয়নের আলীনগর গ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছেন।

তিনি হলেন, মরহুম সৈয়দ মাহবুবুল আলম সাহেবের স্ত্রী, আমেরিকা প্রবাসী সৈয়দ রাসেল এর মাতা হাসিনা বেগম (প্রায় ৭০)।

উল্লেখ্য,তিনি ওসমানি মেডিকেল কলেজে নমুনা জমা দিয়েছিলেন এবং কাল রাত ১২ টার দিকে তার নমুনা রেজাল্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি নিজ বাসভবন আলীনগরেই আছেন। উক্ত বাড়ির সদস্য, সৈয়দ ইসহাক রহমান ভয়েস অব সিলেটকে জানান, বর্তমানে আক্রান্ত রোগীর ঘরকে বিয়ানীবাজার থানার প্রশাসন লকডাউন জারি করেছেন এবং এ রিপোর্টটি লিখা পর্যন্ত প্রশাসন ওই বাড়িতে এখনও অবস্থান করছেন।

করোনায় আরও ৩৫ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ২৪২৩দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ...
04/06/2020

করোনায় আরও ৩৫ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ২৪২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জনে। গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৪২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৫৬৩ জন করোনা শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ছয় জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন।

বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা।

04/06/2020

গোলাপগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ- বিয়ানীবাজার থেকে অভিযুক্ত যুবক গ্রেপ্তার।।

করেনায় স্পটলাইট এ গোলাপগঞ্জ। গোলাপগঞ্জে নতুন ৭ জন করোনা আক্রান্ত রোগী শজনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪জন মহিলা ও ৩জন পুর...
04/06/2020

করেনায় স্পটলাইট এ গোলাপগঞ্জ।

গোলাপগঞ্জে নতুন ৭ জন করোনা আক্রান্ত রোগী শজনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪জন মহিলা ও ৩জন পুরুষ রয়েছেন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

ডা. মনিসর চৌধুরী জানান, পৌর এলাকার টিকরবড়িতে ৩২বছর বয়সী ১জন পুরুষ, গোলাপগঞ্জ উত্তরবাজার সুরমা কমপ্লেক্সে ৬৫বছরের বৃদ্ধ মহিলা ও ২৫ বছরের যুবক রয়েছেন। ভাদেশ্বর দক্ষিণভাগে ২৩বছর বয়সী তরুণ, লক্ষনাবন্দের মুকিতলায় ২৫ বছরের যুবতী ও লক্ষনাবন্দ ইউনিয়নে ৩৯ ও ২২বছর বয়সী দুজন মহিলা রয়েছেন।

এনিয়ে গোলাপগঞ্জে মোট ৫৭জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮জন ও একজন মৃত্যুবরণ করেন।

সিলেট জেলার ১১ থানায় জীবাণুনাশক টানেল স্থাপনপ্রকাশিত : জুন ০৩, ২০২০, ২০:২১|নিজস্ব প্রতিবেদক:-করোনাভাইরাস সংক্রমণের প্রেক...
03/06/2020

সিলেট জেলার ১১ থানায় জীবাণুনাশক টানেল স্থাপন

প্রকাশিত : জুন ০৩, ২০২০, ২০:২১
|
নিজস্ব প্রতিবেদক:-

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সিলেট জেলার ১১ থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। সিলেটের পুলিশ সুপারের কার্যালয়েও একই ধরণের টানেল স্থাপন করা হয়েছে। করোনা থেকে পুলিশ সদস্য এবং থানায় আসা জনসাধারণকে রক্ষায় এসব টানেল স্থাপন করা হয়। সিলেট জেলা পুলিশের উদ্যোগে সোমবার জীবাণুনাশক টানেলগুলো চালু করা হয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের পরিকল্পনা ও উদ্যোগে জেলার সব থানায় এসব জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়।

ইতোমধ্যে সিলেট জেলা পুলিশের অর্ধশতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্যদের মধ্যে সংক্রমণের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। গোটা সিলেটেই বেড়ে চলছে করোনার সংক্রমণ। এঅবস্থায় সবাই সুরক্ষিত রাখতে থানাগুলোতে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণকে সুরক্ষিত রাখাসহ পুলিশ সদস্যদের নিজেদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জেলা পুলিশের উদ্যোগে ইতোমধ্যে পুলিশ সদস্যদের সুরক্ষিত রাখতে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের কাছে আগত সেবাপ্রত্যাশীদের সুরক্ষিত রাখার পাশাপাশি প্রত্যেক পুলিশ সদস্যকে সুরক্ষিত রাখতে প্রতি থানাসহ পুলিশ সুপার কার্যালয়ে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
করোনা সংক্রমণ শুরু হওয়ার পর সিলেট জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। বিপাকতে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে পুলিশের নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, লাখো মানুষকে সরিয়ে নিয়েছে ভারতপ্রকাশিত : জুন ০৩, ২০২০,  ২০:৫১|আন্তর্জাতিক ডেস্ক:-ভারতের মহা...
03/06/2020

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, লাখো মানুষকে সরিয়ে নিয়েছে ভারত

প্রকাশিত : জুন ০৩, ২০২০, ২০:৫১
|
আন্তর্জাতিক ডেস্ক:-

ভারতের মহারাষ্ট্র ও গুজরাটের দিকে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। প্রবল শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঝড়ে পরিণত হচ্ছে এটি। ফলে উপকূলে আছড়ে পড়ার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার দুপুর ১টা থেকে ৩টার মধ্যে মুম্বাইয়ের ১শ কিলোমিটার দূরে আলিবাগের উপকূলে নিসর্গ আছড়ে পড়বে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর।
বুধবার আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে যে, মহারাষ্ট্রের আলিবাগ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মুম্বাই থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং গুজরাটের সুরাট থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এই শক্তিশালী ঝড়।

সে কারণে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে মহারাষ্ট্র ও গুজরাট প্রশাসন। দুই রাজ্যের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই কমপক্ষে এক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কিছু হাসপাতাল থেকে করোনা রোগীদেরও সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিকেলে ৪ মাত্রা পরিণত হয়ে এই ঘূর্ণিঝড়ের আঘাতে আলিবাগে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত। এ ছাড়া সাড়ে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানানো হয়েছে।
ইতোমধ্যেই মহারাষ্ট্র ও গুজরাটে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি গোয়ায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা।
মুম্বাই পুলিশ মঙ্গলবার রাতে নির্দেশিকা জারি করে জানিয়েছে, উপকূল বরাবর যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মহারাষ্ট্র ও গুজরাটে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ৩০টি দল নামানো হয়েছে। এক একটি দলে রয়েছেন ৪৫ জন। উপকূল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়ার পর কেউ যেন সমুদ্রের ধারে কাছে না আসতে পারে সেজন্য টহল দেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কারণে বুধবার বেশিরভাগ ফ্লাইট বাতিল করেছে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সপ্তাহে দিনে ২৫টি ফ্লাইট ওঠানামা করলেও বুধবার শুধুমাত্র ১২টি প্লেন অবতরণ করবে বিমানবন্দরটিতে।
করোনাভাইরাসের প্রকোপে এমনিতেই বিপর্যস্ত মহারাষ্ট্র। রাজ্যটিতে ৭০ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। তার ওপর নতুন বিপদ নিয়ে এসেছে ঘূর্ণিঝড় নিসর্গ।

সংবাদটি শেয়ার করুন

দক্ষিণ সুরমায় বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষ, গুলি, গাড়ি ভাঙচুরপ্রকাশিত : জুন ০২, ২০২০, ১৯:৫৫দক্ষিণ সুরমায় বাস টার্মিনা...
02/06/2020

দক্ষিণ সুরমায় বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষ, গুলি, গাড়ি ভাঙচুর
প্রকাশিত : জুন ০২, ২০২০, ১৯:৫৫

দক্ষিণ সুরমায় বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষ, গুলি, গাড়ি ভাঙচুর
প্রতিবেদক:-

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে এনে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শ্রমিকরা। মঙ্গলবার (২ জুন) সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস স্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল শেষে শ্রমিকরা এনা পরিবহনের কাউন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ফলিকের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটেছে গুলির ঘটনাও। এতে উভয়পক্ষের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া ঘটেছে গাড়ি ভাঙচুরের ঘটনা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এখন মারামারি (বিকেল ৫টা) চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

মিতালী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ রিয়াদ জানান, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় আড়াই কোটি টাকা ছিল। কিন্তু সেলিম আহমদ ফলিক আমাদের মাত্র ৪১ লাখ টাকার হিসাব দিয়েছেন। বাকি ২ কোটি টাকার হিসেব চাইলে তিনি শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করেন। এরপর শ্রমিকরা বিক্ষোভ করে ফলিককে প্রতিহত করা ঘোষণা দেয়।

তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিলের পুরো টাকার হিসাব না দিলে তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ব্যস্ত অছেন জানিয়ে ফোন কেটে দেন।

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, আমরা দুইপক্ষকে নিয়ে বসার জন্য এসেছিলাম। কিন্তু তারা ছোট একটা বিষয় নিয়ে সংঘর্ষে জড়ালেন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি সমঝোতা করার জন্য

সংবাদটি শেয়ার করুন

02/06/2020

করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় সারাদেশে অাক্রান্ত ২৯১১ জন।
মৃত্যুর সংখ্যা ৩৭ জন।

চারখাইতে করোনা রুগী সনাক্তঃসর্বশেষ আপডেট: ২-ই জুন, ২০২০।চারখাইয়ে আদিনাবাদ গ্রামে প্রথম একজন করোনা রোগী পাওয়া গিয়েছে।আজ উ...
02/06/2020

চারখাইতে করোনা রুগী সনাক্তঃ
সর্বশেষ আপডেট: ২-ই জুন, ২০২০।

চারখাইয়ে আদিনাবাদ গ্রামে প্রথম একজন করোনা রোগী পাওয়া গিয়েছে।আজ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে উনার পরিবারের ৮ জন কে করোনা টেস্ট করা হয়েছে।আরেকজন চারখাই চাদসী ফার্মেসির কালিপদ সরকার, উনার শরীলে করোনার উপসর্গ দেখা দেওয়ায় উনারো পরিক্ষা করা হয়েছে।রিপোর্ট আসতে তিন দিন সময় লাগবে।
প্রথম রোগী জনাব সিরাজ মিয়ার শ্বশুর কে শহিদ সাম্সউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উনার পরিবার কে লকডাউনে রাখা হয়েছে।

ঘরে থকুন, সুস্থ থাকুন আপনজনকে নিরাপদ রাখুন। নিজে নিরাপদ দুরত্বে থাকুন।

তথ্যসূত্র: নিউজ উপজেলা হেলথ কমপ্লেক্স, বিয়ানীবাজার, সিলেট।

চারখাই এ উপেক্ষিত স্বাস্থ্যবিধিপ্রকাশিত : জুন ০১, ২০২০, ২০:২৬চারখাই প্রতিনিধিঃ- করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস সরকারি...
01/06/2020

চারখাই এ উপেক্ষিত স্বাস্থ্যবিধি

প্রকাশিত : জুন ০১, ২০২০, ২০:২৬

চারখাই প্রতিনিধিঃ-
করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস সরকারি সাধারণ ছুটি শেষে আবারও স্বরূপে ফিরেছে চারখাই । সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বল্প পরিসরে আবারও সবকিছু চালু হয়েছে।

তবে সরকার প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করলেও কোথাও তা মানা হচ্ছে না। মানা হচ্ছে না সামাজিক দূরত্বও।

সোমবার (১ জুন) দুপুরে চারখাই বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মানুষের অবাধে চলাফেরা করছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শপিং-মল, দোকানপাট, ফার্মেসি, রাস্তাঘাট, মাছবাজার, কাঁচাবাজার সব জায়গাতেই মানুষ সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করছে। এতে উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।

এদিকে সিনএজি অটোরিকশাগুলোতে ৪-৫ জন করে যাত্রী পরিবহণ করছে। একই অবস্থা বাসগুলোতে। সীটের চাইতে অতিরিক্ত যাত্রী আর দ্বিগুণ ভাড়া নিয়ে চলছে বাস। নেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি। নেই মাস্ক; গ্লাভস। অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও নেই করোনা প্রতিরোধক সুরক্ষা সামগ্রী। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে ছিলো আইন শৃঙ্খলা-বাহিনী।

এক পথচারী বলেন, করোনার ভয় আছে। তবে বাজার তো করতে হবে। বাজার না করলে কী খাব?

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফার্মেসীর মালিক বলেন, আমাদের ফার্মেসির সামনে তো বৃত্ত এঁকে দেয়া আছে। মানুষ সেটা না মানলে আমরা কি করব। আমরা তো সবাইকে বলি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। আপনার হাতে গ্লাভস নেই কেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, গরম লাগতেছে তাই খুলছি। আবার পরে নেব।

সংবাদটি শেয়ার করুন

সিলেটে ভারী বর্ষণের আভাস|প্রকাশিত : জুন ০১, ২০২০, ১৯:৪৪নিউজ ডেস্কঃ-সিলেটসহ দেশের চার বিভাগীয় এলাকায় ভারীবর্ষণের আভাস দিয়...
01/06/2020

সিলেটে ভারী বর্ষণের আভাস
|
প্রকাশিত : জুন ০১, ২০২০, ১৯:৪৪

নিউজ ডেস্কঃ-
সিলেটসহ দেশের চার বিভাগীয় এলাকায় ভারীবর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলের, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগীয় এলাকার কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বর্ষণ থেকে ভারীবর্ষণের সম্ভবনা রয়েছে।
এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়াে হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তিনি বলেন, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

https://www.facebook.com/567967580002498/posts/1905195762946333/?app=fbl
23/04/2020

https://www.facebook.com/567967580002498/posts/1905195762946333/?app=fbl

বৈশ্বিক মহামারি করোনায় খেটে খাওয়া দরিদ্র মানুষদের সাহায্যের জন্য তহবিল গঠন করেছিলেন আলোচিত-সমালোচিত ইসলামি বক্...

https://www.facebook.com/567967580002498/posts/1893137777485465/?app=fbl
11/04/2020

https://www.facebook.com/567967580002498/posts/1893137777485465/?app=fbl

লকডাউন ঘোষণার ফলে সিলেটে রোববার থেকে সব বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তবে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কিছু শাখা খোল.....

29/03/2020

এখন পর্যন্ত করোনার সর্বশেষ আপডেট
charkhainews24.com

বিশ্বজুড়ে প্রায় দুইশো দেশের উপর দিয়ে করোনা ঝড় বয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের দেওয়া এক বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করেছে। শুধু গতাকাল(২৮ মার্চ)এই আক্রান্তের সংখ্যা বেড়ে কয়েক গুণ। ইউরোপের দেশগুলোকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে এই ভাইরাস।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সূত্রানুসারে ২৯ মার্চ সকাল ১০ টা পর্যন্ত এর একটি তথ্য প্রকাশ করেছে।

২৮ মার্চেই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ৬২৭০০ জন।

বর্তমানে করোনায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬৬৪৯৪৫ জন।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৮৪৭ জন।

অন্যদিকে এই ভাইরাসের থাবা থেকে মুক্তি পেয়েছেন ১৪০১৫৬।

https://www.facebook.com/567967580002498/posts/1878280842304492/?app=fbl
28/03/2020

https://www.facebook.com/567967580002498/posts/1878280842304492/?app=fbl

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত রেখেছে সিটি করপ.....

26/03/2020

রিপোর্টঃ করোনাভাইরাস এর কারনে দেশের মধ্যে যানবাহন চলাচল বন্ধ।

charkainews24.com
আমরা সর্বদাই আপনাদের পাশে আছি।
আমাদের পেইজে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ।

আমাদের রাজপুত্রের গল্প-শেখ রিদওয়ান হোসাইন মুশফিকের ময়না,ফ্যানদের নবাব,দেশের মানুষদের রাজা,মিডিয়ার পোস্টার বয়,ক্রিকেট বিশ...
24/03/2020

আমাদের রাজপুত্রের গল্প

-শেখ রিদওয়ান হোসাইন

মুশফিকের ময়না,ফ্যানদের নবাব,দেশের মানুষদের রাজা,মিডিয়ার পোস্টার বয়,ক্রিকেট বিশ্বে জীবন্ত কিংবদন্তি-এমন নানা নামেই ডাকা হয় বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্রকে। যাকে নিয়ে আলোচনার সাথে পাল্লা দিয়ে সমালোচনার তীক্ষ্ণ তীরও ছুটে চলে প্রতিটি ক্ষণে। তিন ফরম্যাটেই ব্যাট বল হাতে এই রাজার রাজত্ব অতুলনীয়। দেশে রেকর্ডের পরিসংখ্যান যদি কোনো বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়,সেখানে একটি নামই বার বার ফিরে আসবে - 'সাকিব আল হাসান'।

মাগুরায় জন্ম নেওয়া ক্রিকেটের এই বরপুত্র উজ্জ্বল স্বমহিমায়। ২২ গজের একপ্রান্তে কখনো ছুটিয়েছেন রানের ফোয়ারা অথবা ভেঙে দিয়েছেন প্রতিপক্ষের স্টাম্প। খেলেছেন অসংখ্য ফ্রাঞ্চাইজির হয়ে। তবে দেশের জার্সি গায়ে সাকিবের চেহার অবয়ব সদা ভিন্নই! আমিরের বলে স্কুপ করতে বোল্ড হওয়া সাকিব সেকেন্ডেই স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করে দেন। কারণ,বুঝে গিয়েছিলেন, ম্যাচটা ফিনিশ করতে তার মাঠে থাকা ছিলো অত্যাবশকীয়!

একটি কথা কিন্তু বৃদ্ধরা বলতেন যার উৎকৃষ্ট উদাহরণ সাকিব। এতো পরিশ্রম করো যে তুমি রেকর্ডের পিছনে নয়,রেকর্ড তোমার পিছনে দৌড়াবে! সত্যিই তাই-এই সাকিবের রেকর্ডনামা লিখে শেষ করার সাধ্য আছে কোন লেখকের? মাঠে নামলেই যিনি রেকর্ড গড়েছেন,সেই সাকিবই আজ সবার অগোচরে।

ক্রিকেটে সাকিবের হাতেখড়ি সেই ছোট্টবেল থেকেই। প্রথম আলোতে লিখা উৎপল শুভ্র একটি আর্টিকেলে বলেন,' সাকিব ছিলেন দক্ষ একজন ক্রিকেটার সেই ছোটবেলা থেকেই। সাকিবকে হায়ার করতো বিভিন্ন গ্রাম, বিভিন্ন দল তাদের হয়ে খেলার জন্য। এরকমই একটি ম্যাচে সাকিবকে দেখে কোনো এক আম্পায়ার সাকিবের মধ্যে দারুণ কিছু খুঁজে পান তাই মাগুরার ইসলামপুর পারা ক্লাবে ভর্তি করিয়ে দেন।

জেনে অবাক হবেন যে ইসলামপুর পারা ক্লাবের হয়ে ক্রিকেট বলে বোলিং করে নিজের প্রথম বলেই উইকেট পান। এর আগে সাকিব টেপ-টেনিসেই অভ্যস্ত ছিলেন। তখন সাকিবের স্পিন বোলিং তেমন এফেক্টিভ ছিলো না তাই ফাস্ট বোলার হিসেবেই দলে খেলতেন। তার ব্যাটিং স্টাইল ছিলো শুরু থেকেই আক্রমণাত্মক। তাই তো এখনও তিনি মনে করেন,এ্যাটাক ইজ দ্যা বেস্ট ডিফেন্স।

তারপর সাকিব ৬ মাস বাংলাদেশ সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিং গ্রহণ করেন। ২০০৪ সালে তার বয়স যখন ১৭,খুলনা তাকে কিনে বিসিএল এর জন্য। সাকিব আন্ডার ১৯ ক্রিকেটে পা রাখেন জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ২০০৬ সালে। সেই ম্যাচটি বাংলাদেশ জিতে এবং সেখানে সাকিব গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্যাট হাতে ৩০ টি রান করেন এবং চিগুম্বুরার উইকেট নিয়ে তার বোলিং যাত্রা শুরু করেন।

সেই টিনেজার সাকিব ২০০৫-২০০৬ সালের মধ্যে খেলেন ১৮ ইয়ুথ আন্তর্জাতিক ম্যাচ। সেখানে তার ছিলো ৫৬৩ আর গড় ৩৫.১৮। সেই সাথে বল হাতে তুলেছিলেন ২২ উইকেট মাত্র ২০.১৮ গড়ে। শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে একটি ট্রি-নেশনস সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা। সেই ফাইনালে ৮৬ বলের দূর্দান্ত শতকের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে একহাতেই হারিয়ে দেন শ্রীলঙ্কাকে।

ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয় ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তার ওডিআই যাত্রাপথে পারফরম্যান্সের জন্য কোনদিন আওয়াজ উঠে নি দল থেকে বাদ দেওয়ার জন্য। সাকিব মাঠে থাকা মানে দলে ১২ জন ক্রিকেটার থাকা, এ কথাটি ধ্রুব সত্য। দলের প্রয়োজনে কখনো ব্যাট হাতে কখনো বা বল হাতে। বেশিরভাগ ম্যাচে দুটি বিভাবেই একসাথে দাপট দেখিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড।

ওয়ানডেতে তার ব্যাটিং পরিসংখ্যান দেখলে মনে করবেন এটা কোনো জেনুইন ব্যাটসম্যানের কারসাজি। আর বোলিং ফিগার দেখলে বলতে হবে দলের সেরা বোলারও তো এই মানুষটাই। হ্যাঁ,এজন্যই সাকিবকে বলা হয় এক দলে থাকা দুই প্লেয়ার। চলুন ছোটো করে দেখে নেওয়া যাক তার ওডিআই ব্যাটিং নামা-

ইনিংস- ১৯৪
রান- ৬৩২৩
সর্বোচ্চ - ১৩৪*
অপরাজিত - ২৭ বার
গড়- ৩৭.৮৬
অর্ধ-শতক - ৪৭
শতক- ৯
ডাক- ১০
চার- ৫৭৪
ছয়- ৪২
বল ফেসড- ৭৬৪২
স্ট্রাইক রেট- ৮২.৭৪

ওডিআই বোলিং নামা-

ওভার- ১৭৫২.৫
বল- ১০৫১৭
মেডেন- ৮৩
রান কনসিড- ৭৮৫৭
উইকেট- ২৬০
গড়- ৩০.২২
এক ইনিংসে ৪ উইকেট-- ১০ বার
এক ইনিংসে ৫ উইকেট- ২ বার
সেরা ফিগার- ৫/২৯
ইকোনমি রেট- ৪.৪৮

এটা শুধুমাত্রই একটি পরিসংখ্যান। এর কার্যকরিতা অভূতপূর্ব। বড় দল অথবা ছোটো দল, সাকিব খেলতেন সাকিবের মতো। তার দুর্দান্ত ফিল্ডিংও প্রতিপক্ষ বিপাকে ফেলে দিতো।এশিয়া কাপ,চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপসহ সমস্ত আইসিসি ইভেন্টে সাকিব দুর্দান্ত। শেষ ওডিআই বিশ্বকাপে তো সাকিব একাই টেনেছেন পুরো বাংলাদেশ দলকে। ২০১৯ বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট দুটিই তার দখলে। এমনকি,বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার যার বিশ্বকাপে ১০০০ রানের পাশাপাশি ৩০ টি উইকেটও রয়েছে!বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা প্লেয়ার হিসেবে হয়তো এটাই যথেষ্ট!

ওডিআইতে প্রতিটি বিভাগেই সাফল্যের জন্য ২০০৯ সালে নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে আবির্ভূত হোন সাকিব আল হাসান। তারই সাথে সাথে টেস্টে মোহাম্মদ আশরাফুলকে টপকিয়ে ক্যাপ্টেন্সির দায়িত্বও পড়ে সাকিবের কাঁধে। তরুণ সাকিবের হাত ধরেই দেশের মাটিতে নিউজিল্যান্ড বধের ইতিহাস রচনা হয়।

২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া কিছুই ছিলো বলার মতো বাংলাদেশের। এই ব্যর্থতার জন্য সাকিবকে দায়ী করা হলেও এই বছরই আইপিএলে কলকাতার হয়ে আগুন ঝরা পারফরম্যান্স দেখান সাকিব আল হাসান। তবুও সেই সালেই ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেয় বিসিবি।

ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়ে গেলেও সাকিব কি থামবার পাত্র? মোটেও না। সেই সফরেই তিনি নিজেকেও ছাড়িয়ে যান আর প্রমাণ করে দেন দলে তার প্রয়োজনীয় কতটুকু। তাই তো ওডিআই এবং টেস্ট উভয় ফরম্যাটেই দলের হয়ে সর্বোচ্চ উইকেট ছিলো তার দখলেই উক্ত সিরিজে। ব্যাট হাতে দুই ওডিআইতে মোট ৭৯ রানও করেছিলেন।

২০১১ সালেই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হয় ডিসেম্বর নাগাদ। সেই সিরিজের দেশের হয়ে সর্বোচ্চ রান ও উইকেট এবারও তার দখলেই থেকে যায়। এই সিরিজেরই দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হয়ে টেস্টে একই ইনিংসে শতক ও ৫ উইকেটের দেখা এই নবাব। ফলপ্রসুতে, এই সিরিজের পরে সাকিব প্রথমবারের মতো টেস্টে আইসিসির 'নাম্বার ওয়ান টেস্ট অলরাউন্ডারের' তকমাও লাগান।

২০১২ সালের এশিয়া কাপের কথা তো না বললেই নয়। সেই টুর্নামেন্টে রেকর্ড ২৩৭ রান করেন যার মধ্যে ৩ টি অর্ধশতকের দেখাও ছিলো। বল হাতে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে যায় বাংলাদেশ যেখানে সাকিবের অবদান ছিলো মূখ্য। কিন্তু ভাগ্যে লিখা ছিলো না এশিয়ার সেরা দল হওয়ার,ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র দুই রানের তিক্ত হারের স্বাদ পেয়েছিলো টাইগার বাহিনী। সেই টুর্নামেন্টে পুরো টুর্নামেন্ট জুড়ে দাপুটে খেলার জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় আর কেউ নয়,বরং সাকিবই নির্বাচিত হোন। সেই টুর্নামেন্ট পরেই সাকিব পুনরায় তার হারানো রাজত্ব পুনরুদ্ধার করেন। তৎকালীন অস্ট্রেলিয়ার সেরা অলরাউন্ডার শেন ওয়াটসনকে হটিয়ে আবারও বিশ্বের সেরা অলরাউন্ডার ঘোষিত হোন ময়না।

টেস্টে ১০০ উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয় নি সাকিব আল হাসানের। ২০১২ সালেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলকে পৌঁছান সাকিব। শুধু কি দেশের হয়েই সাকিবের নবাবী? সাকিব বিশ্বে দ্রুততম ক্রিকেটার যিনি টেস্টে ১০০ উইকেট ও ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। তার এই অর্জনে পৌছাতে লেগেছে মাত্র ২৮ টি টেস্ট!

এগুলো তো তার এখনকার পরিসংখ্যানে তুচ্ছ! বর্তমান সাকিব ওয়ানডেতে বিশ্বের দ্রুততম ৫০০০ রান ও ২০০ উইকেটের একক মালিক।ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয় প্লেয়ার যার ওয়ার্ল্ড কাপের একটি ম্যাচে অর্ধ-শতকের পাশাপাশি পাচঁ উইকেটের রেকর্ডও রয়েছে।

২০১৯ এর জুনে,সাকিব দ্রুততম খেলোয়াড় হিসেবে ৬০০০ রানের পাশাপাশি ২৫০ উইকেটর মাইলস্টোনের দেখা পান। যেটি ছুঁতে সাকিবের দরকার হয়েছিলো মাত্র ১৯৯ টি ওডিআই ম্যাচ! এমন অসংখ্য রেকর্ডের ছড়াছড়ি সাকিবকে নিয়ে গেছে 'নাগালের' মাইল দূরে।

বিশ্বকাপের ৮ ইনিংসে সাকিবের রান ছিল যথাক্রমে ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১, ৬৬ ও ৬৪। শচীন টেন্ডুলকারের পরে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে মালিক হন বাংলাদেশের সাকিব।বিশ্বকাপের ৮ ইনিংসে সাকিবের ব্যাট থেকে আসে মোট ৬০৬ রান। যারমধ্যে ৭টি ছিল অর্ধশতাধিক ইনিংস। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি শতকও হাঁকিয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। উইকেটশিকার করেছিলেন মোট ১১টি।

ও হ্যাঁ, সাকিবের টেস্ট নামা তো এখনও দেওয়াই হলো না- একনজরে সাকিবের টেস্ট ব্যাটিং পারফর্ম্যান্স-

ইনিংস - ১০৭
রান- ৩৮৬২
সর্বোচ্চ - ২১৭
অপরাজিত - ৭
গড়- ৩৯.৪১
অর্ধশতক - ২৪
শতক- ৫
দ্বিশতক- ১
চার- ৪৭৫
ছয়- ২১
স্কোরিং রেট- ৬২.০৫

বল হাতে সাকিব-

ওভার- ২১৭০
বল- ১৩০২০
মেডেন- ৩৯২
উইকেট - ২১০
রান কনসিড- ৬৫৩৭
ইনিংসে পাঁচ উইকেট- ১৮ বার
ম্যাচে দশ উইকেট- ২ বার
বেস্ট ইনিংস ফিগার- ৭/৩৬ (যা দেশের হয়ে সেরা)
বেস্ট ম্যাচ ফিগার- ১০/১২৪
ইকোনমি রেট- ৩.০১

২০০৭ থেকে টেস্ট যাত্রায় ২০১৯ পর্যন্ত মোট ১৩টি বছর দেশের হয়ে টেস্টে সার্ভিস দিয়ে গেছেন এ ক্রিকেটার। দেশসেরা অলরাউন্ডারের তকমা ছাপিয়ে তিনি অল-টাইম বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। ক্রিকেট বিশ্ব যখন মোহাম্মদ হাফিজ,জ্যাক ক্যালিস,শেন ওয়াটসন,জ্যাকব ওরাম,ফ্লিনটফদের অলরাউন্ড রাজত্ব চলছিলো,সেখানে একটা বাঙালি ছেলে গিয় রাজা হয়ে বসে থাকবে সেটা কালেভদ্রেও কি কেউ চিন্তা করেছিলো?

শুধু একটি ফরম্যাটেই যদি সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার হতেন,তাহলে সাকিবকে অতিসাধারণ তকমা দেওয়াই যেতো,তাই না? ২০১৫ সালে আইসিসির ৩ ফরম্যাটেই একই সাথে বিশ্বের অলরাউন্ডার হয়ে সবাইকে তাক লাগিয়ে জানান দেন যে,সাকিব সাধারণ কিছু নয়! সাকিব এক বিস্ময় বালক। যার মৃদু হাসির পিছনে লুকিয়ে থাকে জয়ী হওয়ার বড় অদ্ভুত ক্ষিদা।

ক্রিকেট পরিপূর্নতা পেতো না যদি না একটা নবাব এখানে তার পদধূলি দিতো। পৃথিবীতে ক্রিকেটের যাত্রার পর থেকে দেখা মিলেছে অসংখ্য ক্রিকেট কিংবদন্তির।স্যার ডন ব্রাডমান থেকে হালের কোহলি-স্মিথরা তাদের দাপট দেখিয়ে চলেছেন এই খেলার সৃষ্টিলগ্ন থেকে। শচীন-সাঙ্গার মতো নিখাঁদ ভদ্র ক্রিকেটার বলেন অথবা স্টোকসের মতো উগ্র,দিনশেষে সবাই ক্রিকেটের পাল্লায় এসে ক্রিকেটার ট্যাগে। সেই ক্রিকেটে 'বেয়াদব' উপাধি পাওয়ার লিস্টে অনেক এগিয়েই আছেন এই সাকিব। ক্রিকেটের বাইরেও জড়িয়েছেন অনেক কর্মকান্ডে যা সাকিবের সাথে কখনোই যায় না।

তবে,সাকিব যতোটা না বাজে কর্মকাণ্ডে জড়িয়ে দোষী,তার চেয়েও বেশি দোষী তার বউ পর্দা করে না এমন মন্তব্যেই! কখনো তার বউ পর্দা করেনা,কখনো সে কাজের মেয়েকে খাবার দেয়া না,দেশের হয়ে ভালো করেনা,কিভাবে নাম্বার ওয়ান এমন সব অদ্ভুত মন্তব্য করে অনেক বাঙালিই তাকে ছোটো করেছে এবং এখনোও করছে। কথায় আছ,বাঙালিরা নাকি সত্যিকারের সোনাকে মূল্য দিতে জানেনা। সেটা হয়তো প্রমানিত হতো না যদি না সাকিব এ দেশে জন্ম নিতো!

সাকিব যে শুধু দেশের জার্সি গায়ে লড়েছেন,তা নয়।বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলে দেশের নাম রাঙিয়েছেন। সবখানেই পেয়েছেন অভাবনীয় সাফল্য। তিনি যে দলগুলোর হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন তার একটি লিস্ট--

খুলনা ডিভিশন,উরকাস্টারশায়ার,কলকাতা নাইট রাইডার্স,খুলনা রয়েল বেঙ্গলস,উথুরা রাইডার্স,ঢাকা গ্লাডিয়েটর্স,লেস্টারশায়ার,বার্বাডোস ট্রাইডেন্স,এ্যাডিলেট স্ট্রাইকারস, মেলবোর্ন রেঞ্জারস,রংপুর রাইডার্স,করাচি কিংস,জ্যামাইকা তালাওয়াস,ঢাকা ডায়নামাইট, পেশওয়ার জালমি ও সান রাইজার্স হায়দ্রাবাদ।

এখানে কাউন্টি ক্রিকেট,বিপিএল,পিএসএল,আইপিএল,এসপিএল,সিপিএল সবকিছুই রয়েছে। বেশিরভাগ দলগুলোর হয়ে ট্রফিও জিতেছেন তিনি। বিশেষ করে বিপিএলে ক্যাপ্টেন্সি করেও দলকে জিতিয়েছেন ২ বার। তাছাড়া ক্রিকেটের টি-২০ ধামাকা আইপিএলে তার রেকর্ড ঈর্ষণীয়।২০১২ ও ২০১৪ সিজনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শিরোপা জিতেন এ কিংবদন্তি। যেখানে দলের হয়ে মূল কারিগরের ভূমিকায় ছিলেন তিনি। এগুলো সব লিখে-বলে শেষ করা যাবে না।

নিদহাস ট্রফিতে সাকিবের 'এই তোরা উঠে আয়' কাহিনি মনে আছে?টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের কন্ডিশনে দ্বিশতক হাঁকানোর পরেও যে সাকিব একটা ছোটো হাসি দিয়েই সেলিব্রেশন সেরে ফেলেছিলো, সেই সাকিবের ভিন্ন রুপ দলের বিপক্ষে আম্পায়রদের ডিশিসন যাওয়ায়। সেই ঘটনায় সমালোচিত হলেও অনেক ক্রিকেট বোদ্ধার কাছে এটি সাকিবের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি মোমেন্ট। ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়া তার এই সাহসী প্রতিবাদের পরক্ষণেই মাহমুদউল্লাহ ছক্কায় ম্যাচ জয় বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেটে অন্তত আমি এতোটা প্যাশনেট দ্বিতীয় কাউকে দেখি নি!

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে বিদায় দেওয়া কাব্যের কথা তো মনেই আছে? সেই সুখস্মৃতি খুব দূরের তো নয়। দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। টূর্নামেন্টে জিততে হলে জিততেই হবে বাংলাদেশকে। সেই ম্যাচে সাকিব মাঠে নামেন যখন দেশের ব্যাটিং অবস্থা নাজুক, ১২ রানে ৩ উইকেট। পরক্ষনেই সেটি হয়ে দাড়ায় ৩৩/৪। জয়তো তখন দূরের কাব্য, অল-আউট এড়াতে পারলেই জান বাঁচে এমন একটি অবস্থা বাংলাদেশের। সেখান থেকে ১১৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন সাকিব! মাহমুদউল্লাহকে সাথে নিয়ে সেদিন দেশের হয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টিনারশিপটি গড়ে দেন তিনি। দল জিতে অবিশ্বাস্য এক জয়,নিজে জিতেন ম্যাচজয়ী পুরুষ্কার আর নিউজিল্যান্ড দেখে বিদায়।

একই টেস্টে শতক ও ১০ উইকেট এমন বিরল কীর্তি ছিলো মাত্র দুজনের,ইয়ান বোথাম ও ইমরান খানের। সেই বিরল কীর্তিতেও গিয়ে ভাগ বসান এই ক্রিকেট রাজা।

সাকিবের বিয়ে ও গার্লফ্রেন্ড রিলেটেড একটি প্রশ্নে একদিন সাকিব বলেন," অসংখ্য বিয়ের অফার পেয়েছি। যা আমি গুণেও শেষ করতে পারবো না।" নভেম্বর ২০১১। তারপর তো ১২-১২-১২ এই স্পেশাল তারিখে বিয়ের পিড়িতে বসে তিনি এখন দায়িত্বশীল স্বামী ও পিতা। ছোটো মেয়ে আলাইনাকে নিয়ে স্বপ্নের অন্ত নেই এই পিতার।

সাকিব সম্পর্কে হাবিবুল বাশার-
সাকিবের সবচেয়ে বড় গুণ হচ্ছে সাকিব একই ভূল দ্বিতীয় বার করে না। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চায় আর আগের করা ভালো পারফরম্যান্স এর ঘোর নিমিষেই কাটিয়ে উঠতে পারে।

সাকিব সম্পর্কে জ্যাক ক্যালিস-
সাকিব খেলোয়াড় হিসেবে যেমন অসাধারণ, মানুষ হিসেবেও ঠিক তেমনি অসাধারণ।

সাকিব সম্পর্কে মনোজ তিওয়ারি-
অবিশ্বাস্য খেলোয়াড়, অবিশ্বাস্য রেকর্ড এবং অবিশ্বাস্য একজন মানুষ। সাবাস সাকিব। নাম্বার ওয়ান স্তম্ভ বাংলাদেশ ক্রিকেট দলের। বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদান অতুলনীয়। হ্যাটস অফ তাঁর প্রতি। ভবিষ্যতে সে যেন আরও রেকর্ড গড়তে পারে সেই কামনা করছি, যদিও ভারতের বিপক্ষে নয়। আল্লাহ্‌ তোমার মঙ্গল করুণ বন্ধু।’

সাকিব সম্পর্কে ডেল স্টেইন(২০১৯ বিশ্বকাপের পর)-
সাকিব,তুমি অত্যাধিক ভালো।

সাকিব সম্পর্কে স্টিভ রোডস-
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগেই ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা ফিরে পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপরই বিশ্বকাপ শুরুর ঠিক আগে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস উচ্চসিত গলায় এ বিষয়টার প্রশংসা করেছিলেন। আশা প্রকাশ করেন, ‘সাকিব যে বিশ্বসেরা অলরাউন্ডার এবার সেটা প্রমাণের সময় এসেছে।’ তারপর সেই বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স উপরেই দেওয়া আছে!

সাকিব সম্পর্কে ইংলিশ ধারাভাষ্যকার মার্ক নিকোলাস খুব অবাক হয়েই বলেছিলেন, ‘বেশিরভাগ মানুষই সাকিবকে র‍্যাংকিংয়ের উপরে দেখে হতবাক হয়ে যান।’ কেন? এর কারণ কি তবে বর্তমান প্রজন্মের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারা? অথচ আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে অসংখ্য সব রেকর্ডের মালিক সাকিব।

হ্যাঁ, এই সাকিবই গেলো দশকের সেরা ক্রিকেটারে জায়গা করে নিয়েছেন। কিন্তু তার আগে ক্রিকেটে তার সবচাইতে কালো অধ্যায়টি পূরণ হয়ে যায়। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন সাকিব। যদিও সাকিবের অপরাধ কি বা কতটুকু তা দেখেছে পুরো বিশ্বই। ফিক্সিংয়ের জন্য অফার পেয়েও ফিরিয়ে দেন সাকিব। আর সেটি কোন এক কারণে বলেননি আইসিসিকে। যার দরুণ সাকিবকে ঘটনার দুই বছর পর একবছরের জন্য ব্যান করে দেওয়ায়।

ক্রিকেট এখন সাকিব বিহীন অবস্থায় পড়ে আছে। দলের উত্থান পতনের সরব সাক্ষী সাকিবকে ছাড়া দল কল্পনাও করা যায় না। সাকিব বিহীন বাংলাদেশ দলকে সাজানোটাও হয়ে যায় দূরুহ ব্যাপার। এক্সট্রা বোলার, নাকি এক্সট্রা ব্যাটসম্যান? কাকে রাখবেন নির্বাচকরা সেটা নিয়েই পড়ে থাকেন দ্বিধায়।

আজ এই নবাবের ৩৩ বছর পূর্ণ হয়ে গেলো। দেশের ক্রিকেটে যেভাবে সার্ভিস দিয়ে আসছেন সেটি পূর্ণ করে দেওয়ার এখনো একটু বাকি৷ পুরো ১৬ কোটি মানুষ চেয়ে আছে সাকিবের ফিরার দিনের দিকে।ব্যান খাওয়ার পর অনেকেই হয়তো ভেবেছিলেন সাকিব অবসরে চলে যাবেন। তবে তিনি সরে যান নি। সাকিবের হাত ধরে ২০২৩ বিশ্বকাপে মাঠ মাতাবে বাংলাদেশ, এই স্বপ্নেই বিভোর কোটি জনতা।

কখন নামবে সাকিব? কখন হবে সেই অবিশ্বাস্য কামব্যাক? কখন হবে সাকিব সাকিব বলে উল্লাস? যেই সাকিব উল্লাসের উপলক্ষ করে দিয়েছেন বার বার,যেই সাকিবকে ভালোবেসে লক্ষ তরুণরা আসক্ত হয়ে গেছেন ক্রিকেটে,সেই সাকিবকে আমরা ফিরত চাই। আমরা নাম্বার ওয়ানকে আবারো তার রাজ্যে ফিরে আসতে দেখতে চাই- আমরা ব্যাকুল।

শুভ জন্মদিন জীবন্ত কিংবদন্তি।

Address

Charkhai

Website

Alerts

Be the first to know and let us send you an email when charkhainews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Charkhai media companies

Show All

You may also like